খেলাধুলা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে রাশেদ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবারের আসরেও তিনি রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় নগরের লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে এ প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন বলী।

আসর শুরু আগেই নানা বয়সী দর্শকদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদীঘির ময়দান।

এ প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

১৯০৯ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সাওদাগরের এ বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে জব্বারের বলীখেলাকে ঘিরে লালদীঘির পাড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ জনপদের সবচেয়ে বড় লোকজ মেলা।

এ প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

১৯০৯ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সাওদাগরের এ বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে জব্বারের বলীখেলাকে ঘিরে লালদীঘির পাড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ জনপদের সবচেয়ে বড় লোকজ মেলা।

খেলাধুলা

ক্রিকেটের নাটকীয়তা যেন আজ নিজের সীমা ছাড়িয়ে গেল। নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে দেখা গেল এমন এক রোমাঞ্চ, যা সিনেমার কাহিনিকেও হার মানায়।

একই পয়েন্টে শেষ করেও রান রেটের ব্যবধানে জায়গা হলো এক দলের, আর বাদ পড়লো আরেক দল।
১০ ওভারে ১৬৭ রান কিংবা ১১ ওভারে ১৭২—এই অসম্ভব সমীকরণ পূরণ করতেই নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য তারা টপকায় মাত্র ১০.৫ ওভারে। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রান। প্রথম বলেই ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করে তারা, কিন্তু তাতেও হলো না শেষরক্ষা।

জিতেও বিশ্বকাপে জায়গা হয়নি ক্যারিবীয়দের। কারণ ম্যাচ শেষে তাদের রান রেট দাঁড়ায় +০.৬৩, যেখানে বাংলাদেশের রান রেট +০.৬৪। মাত্র ০.০১ পয়েন্টের ব্যবধানে বিশ্বকাপে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। টানা তিন জয়ে বিশ্বকাপের দরজায় কড়া নাড়ছিল দলটি। কিন্তু শেষ দুই ম্যাচে হারে স্বপ্নটা হয়ে পড়ে অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের আজকের জয়ও চিন্তার ভাঁজ ফেলেছিল বাংলাদেশের কপালে। তবে নাটকীয় সমীকরণে শেষ হাসি হাসে লাল-সবুজের মেয়েরা।

তবে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই বড় জয়ও তাদের উদ্ধার করতে পারেনি। থাইল্যান্ডের ইনিংসে নাথাকান ছানথামের ৬৬ রানের লড়াকু ইনিংসে তারা সংগ্রহ করে ১৬৬ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জানতো, শুধু জয় নয়—জয়টা হতে হবে অসাধারণ।

শেষ পর্যন্ত জয় পেলেও তীব্র রান রেটের লড়াইয়ে বাংলাদেশকে পেছনে ফেলতে পারেনি ক্যারিবীয়রা।

এখন নারীদের বিশ্বকাপের আসর বসবে ভারতে। যে আসরে বাছাইপর্ব পেরিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল।

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনারের ঘূর্ণিজাদুতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে লাহোর কালান্দার্স। রোববার (১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে এসে ৩১ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির প্রশংসায় কুড়িয়েছেন রিশাদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে রিশাদের প্রশংসা করে লাহোর অধিনায়ক বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে একাদশে সুযোগ পাননি রিশাদ। তবে বাংলাদেশের এই লেগ স্পিনারকে বেঞ্চে রেখে খেলতে কূলকিনারা করতে পারেনি। ইসলামাবাদের কাছে সেদিন শাহিনরা হেরেছিলেন ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

তাই দ্বিতীয় ম্যাচে টিম কম্বিনেশনে পরিবর্তন আনতে হয় লাহোরকে। একাদশে সুযোগ পেয়ে যান রিশাদ। রোববার শুরুতে ব্যাট করতে নেমে ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ৬ উইকেটে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছিল লাহোর।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতে থেকেই চাপে ছিল কোয়েটা। সপ্তম ওভারে রিশাদ যখন বল হাতে তুলে নেন, তখন ৬২ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। আক্রমণে এসে নিজের করা প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ।

পরের ওভারে রাইলি রুশো ছক্কা মেরে ঝড় তোলার আভাস দেন। কিন্তু দারুণ এক গুগলিতে এই প্রোটিয়া ব্যাটারকে সাজঘরের পথ চেনাতে দেরি করেননি রিশাদ।

রিশাদ বাকি ২টি উইকেট পেয়েছেন নিজের শেষ ও দলের ১৩তম ওভারে। প্রথম বলে মোহাম্মদ আমিরকে দারুণ এক লেগ ব্রেকে বোল্ড করেন। এরপর ওভারের চতুর্থ বলে আবরার আহমেদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে মোহাম্মদ নাঈমের ক্যাচ বানান রিশাদ। তার ঘূর্ণিতেই শেষ পর্যন্ত ৭৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর।

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দ্বিতীয়বারের মত নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। রোববার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২১ সালে তিনি প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ৫২ বছর বয়সী গাঙ্গুলী সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছরের দায়িত্ব শেষে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ান।

এছাড়া প্যানেল সদস্য হিসেবে জায়গা ধরে রেখেছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

গাঙ্গুলী ও লক্ষ্মণ ছাড়াও এই কমিটিতে আরও আছেন আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রট।

অন্যদিকে আইসিসি উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। কমিটিতে তার সঙ্গী হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।

খেলাধুলা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আর এতে আইপিএলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে উঠে এলো কেকেআর।

শুক্রবারের ম্যাচের আগে কেকেআর ছিল ষষ্ঠ স্থানে। চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে আজিঙ্কা রাহানেরা উঠে এলেন তৃতীয় স্থানে।

মূলত, কলকাতা নাইট রাইডার্সের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করল চেন্নাই সুপার কিংস। ৯ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের ব্যবধানে হেরে গেছে সিএসকে। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে হারল ধোনির দল সিএসকে।

শুক্রবার টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। কেকেআরের বোলিংয়ের সামনে ধসে যায় চেন্নাইয়ের ব্যাটিং। ইনিংসের দ্বিতীয় ওভারে মঈনের হাতে বল দেন রাহানে। চেন্নাইকে প্রথম ধাক্কা দেন মঈন আলী। আউট করেন আগের ম্যাচে অর্ধশতরান করা ডেভন কনওয়েকে। সেই শুরু। আরও একটি ম্যাচে ব্যর্থ রাচিন রবীন্দ্র।

আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অলআউট হয় চেন্নাই সুপার কিংস। ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে পারে স্বাগতিকরা। জবাবে ১০ দশমিক ১ ওভারেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর।

কেকেআরের তিন স্পিনার মঈন, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর সামনে এদিন কিছুই করতে পারেননি না চেন্নাইয়ের ব্যাটাররা। ১২ ওভারে মাত্র ৫৫ রান তুলতে পেরেছিল চেন্নাই। এর মধ্যেই উইকেটের পতন হয় ৬টি। পরে ৭৯ রানে ৯ উইকেটের পতন ঘটে চেন্নাইয়ের। সেখান থেকে অংশুল কম্বোজ এবং শিবম দুবের শেষ বেলায় লড়াইয়ের কারণে ১০৩ রানে পৌঁছায় তারা।

১০৪ রান তাড়া করে জিততে যে কেকেআরের বিশেষ সমস্যা হবে না তা বোঝা যাচ্ছিল। কিন্তু যেভাবে কলকাতা জিতল তা হয়তো কেকেআরের সমর্থকেরাও আশা করেননি।

এদিকে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে তাদের পয়েন্ট ৮। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। চার ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ৮। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো কলকাতা। ছয় ম্যাচ খেলে তৃতীয় জয় পেলেন রাহানেরা। তাদের পয়েন্ট ৬।

৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। শুক্রবারের ম্যাচের পর ষষ্ঠ স্থানে থাকল লখনৌ সুপার জায়ান্টস। সপ্তম স্থানে রাজস্থান রয়্যালস।

পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স, নবম স্থানে চেন্নাই সুপার কিংস আর ১০ম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

খেলাধুলা

ব্যাট শুনছিল না কথা, সায় দিচ্ছিল না শরীর। রোহিত শর্মা ধুঁকছিলেন। চাপ বাড়ছিল। তাকে বাদ রেখেই দল সাজানোর পরিকল্পনা কষেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেটিই একটু ভিন্ন উপায়ে হয়ে গেল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না রোহিত। চোট পেয়েছেন মুম্বাইয়ে খেলা ভারতের অধিনায়ক।

ক্রিকইনফো জানিয়েছে, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। ইনজুরির অবস্থা পুরোপুরি জানাতে না পারলেও, চোট যে গুরুতর তা বাদ রাখার সিদ্ধান্তে বোঝা যায়। রোহিতের চোট কতটা গুরুতর, তা অবশ্য জানা যায়নি।

টসের সময় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তেমন কিছু রোহিতের ব্যাপারে বলেননি। ঠিক কি কারণে বাদ পড়েছেন, সেটিই সামনে এনেছেন। তবে হার্দিক আশার কথা শুনিয়ে বলেছেন, ‘সে (জাসপ্রিত বুমরাহ) খুব দ্রুতই ফিরবে।’ তবে কবে নাগাদ, তা বলেননি।

রোহিত শর্মা এমন একসময় বাদ পড়েছেন, যখন তাকে নিয়ে বিতর্ক চলছে। দুদিন আগে অনুশীলনের সময় জহির খান ও রিশভ পান্তের সঙ্গে কথোপকথনের সময় রোহিত নেতৃত্ব নিয়ে কিছু বলছিলেন। যা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ভারতের বর্তমান ও মুম্বাইয়ের সাবেক অধিনায়কের পিণ্ডি চটকিয়েছেন। কেউ কেউ রোহিতের খেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন।

খেলাধুলা

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১২৬, বাংলাদেশের ১৮৫। শক্তিমত্তায় পার্থক্য স্পষ্ট। তারপর আবার খেলাটা ভারতেরই মাটিতে। তবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচেও দারুণ লড়াই করলো বাংলাদেশ। কখনও কখনও ভারতের চেয়ে এগিয়ে থাকা দল মনে হয়েছে অতিথিদের।

তবে গোলমুখ খুলতে পারেননি হামজা চৌধুরীর বাংলাদেশ। ভারতকে রুখে দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচটি গোলশূন্য (০-০) ড্র হয়েছে।

ম্যাচের বয়স ৩০ সেকেন্ড না হতেই ভারতের শিবিরে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি। তিনি কাটব্যাক করতে পারলে প্রথম আক্রমণেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। পারেননি জনি। ভারত বেঁচে যায় প্রথম মিনিটেই।

১০ মিনিট পর আবার ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক বিশাল। এবার সেই ভুলে বল পান মোহাম্মদ হৃদয়। বাংলাদেশ কাজে লাগাতে পারেনি দ্বিতীয় সুযোগও।

১২ মিনিটের মধ্যে দুইবার গোল খাওয়া থেকে বেঁচে গেলে ভারত যেন খেই হারিয়ে ফেলেন। সেই সুযোগ হামজা চৌধুরীকে নিয়ে গড়া বাংলাদেশ চড়াও হতে খেলতে শুরু করে। মোরসালিনের ক্রমে ইমনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আরেকটি সুযোগ হাতছাড়া হায় বাংলাদেশের।

১৯ মিনিটের মধ্যে ৩ বার ভারতের রক্ষণে আতঙ্ক ছড়িয়েও হ্যাভিয়ের ক্যাবরোর দল লিড নিতে পারেনি। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে থাকা ১৬ হাজার ভারতীয় সমর্থকদের মধ্যে তখন নেমে আসে পিনপতন নিরবতা।

শুরুর দিকের বিধ্বস্ত অবস্থা কাটিয়ে ভারত ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ২২ মিনিটে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হয়ে আসে এ ম্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করা তপু বর্মনের ইনজুরি।

ব্যথা পেয়ে তপু স্ট্রেচারে মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন রহমত মিয়া। তপুর মাঠ ছাড়ার পর ভারত আস্তে আস্তে বাংলাদেশের সীমানা চিনতে থাকে। সেই ধারাবাহিকতায় ২৮ মিনিটে লিস্টন কোলাসো বক্স থেকে নেন দুর্বল শট। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমার সেই শট ঠেকাতে কোনো বেগই পেতে হয়নি।

প্রথমার্ধে ভারত সবচেয়ে সহজ সুযোগ পায় ৩০ মিনিটে। পাল্টা আক্রমণ থেকেই সেই সুযোগটি এসেছিল ভারতের সামনে। উদান্তা সিংয়ের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের তরুণ ডিফেন্ডার শাকিল আহমেদ তপু। ফিরতে বলে বক্স থেকে শট নিয়েছিলেন ফারুক হাজি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সেই বল নিজের আয়ত্বে নিয়ে দলকে বাঁচান বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা।

ভারতের বিপক্ষে লিড নিয়ে সুযোগ বাংলাদেশ পেয়েছিল ৪২ মিনিটে। ডান দিক দিয়ে তৈরি হওয়া আক্রমণে ভারতীয় গোলরক্ষকে একা পেয়েছিলেন মজিবুর রহমান জনি।

তবে তিনি ঠিকঠাকমতো শট নেওয়ার আগে দৌড়ে এসে বাধা দেন ভারতের গোলরক্ষক। প্রথমার্ধের শেষ রক্ষা হয় ভারতের। এশিয়ান কাপ বাছাইয়ের দুই দেশের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে ভারত তুলনামূলক ভালো খেলেছে। তবে স্বাগতিকদের চড়াও হতে দেয়নি হামজা চৌধুরীর বাংলাদেশ। শেষ ৫ মিনিটে বাংলাদেশ দুইবার ভারতের জালে বল পাঠানোর সুযোগ পেয়েছিল। ৮৯ মিনিটে রহমতের লম্বা থ্রো থেকে ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন ফাহিম। ভারতের গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন।

তার আগে ভারত গোটা তিনেক সুযোগ পেয়েছিল। শুভাসিসের হেড, সুনিলের শট ঠিকঠাকমত লক্ষ্যে না থাকায় বেঁচে যায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মন (অধিনায়ক) (রহমত মিয়া), তারিক কাজী, শাকিল আহমেদ তপু, হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয় (সোহেল রানা), মোরসালিন (সোহেল রানা-২), রাকিব হোসেন, সাদ উদ্দিন, মজিবর রহমান জনি (ফাহিম), শাহরিয়ার ইমন (চন্দন)।

খেলাধুলা

তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। এখন থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন সাকিব।

গত বছর সেপ্টেম্বরে প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ডের কাউন্টিতে সারের হয়ে বোলিং করতে গিয়ে অ‍্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন তিনি। ফলে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়।

এরপর এই লাফবোরোর ল‍্যাবেই প্রথমবারে বোলিংয়ের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষার রিপোর্ট আসে নেতিবাচক। অর্থাৎ অকৃতকার্য হলেন তিনি। দ্বিতীয়বার পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ে। সেই পরীক্ষায়ও সুসংবাদ পাননি সাকিব। সর্বশেষ তৃতীয়বার পরীক্ষা দিলেন সেই লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে। এবার সেখান থেকে সুসংবাদ পেলেন তিনি।

লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে সাকিবের বোলিং অ্যাকশনের সর্বশেষ পরীক্ষা হয়েছে গত ৯ মার্চ। যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল, বুধবার। সেই ফল অনুসারে- তার বোলিং অ‍্যাকশন এখন বৈধ।

সর্বশেষ বোলিং পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছিলেন। যার প্রায় সবই ত্রুটিমুক্ত। দু-একটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধরার মধ্যে নেননি লাফবোরোর বিশেষজ্ঞরা।

জানা গেছে, বোলিংয়ের পরীক্ষা দেয়ার জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে থাকছেন সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে প্রায় দুই সপ্তাহ সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালে। সেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট, বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম- সব সুযোগ-সুবিধাই সাকিব পেয়েছেন। সারের উদ্দেশ্য হলো, সাকিবকে দলে নেয়া।

বোলিংয়ের পাশাপাশি সাকিব ব্যাটিং অনুশীলনও করে গেছেন। প্রায় দুই সপ্তাহের অনুশীলনের পর তৃতীয়বারের মত পরীক্ষা অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি।

খেলাধুলা

শতবর্ষ পূর্তিতে ভিন্ন আয়োজন হয়েছিল। দেড়শ বছর পূর্তিকেও আলাদা করে রাখার পরিকল্পনা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টেস্ট ক্রিকেটের পথচলার শুরুর ভেন্যুতেই বসবে ১৫০ বছর পূর্তির ম্যাচ। খেলাটি হবে ডে-নাইট। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াই চলবে গোলাপি বলে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল দুই প্রতিদ্বন্দ্বী। ঐতিহাসিক সেই ভেন্যুতে ২০২৭ সালের মার্চেই হবে মাইলফলকের সাদা পোশাকের লড়াই।

টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টে অস্ট্রেলিয়া জেতে ৪৫ রানে! টাইমলেস টেস্টের সেই সময় ১৮৭৭ সালেও অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল।

বিশেষ টেস্টটি মাঠে গড়াবে ১১ থেকে ১৫ মার্চ। যার মধ্য দিয়ে মেলবোর্নের ১ লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ভেন্যুটিতে এবারই প্রথম দিবা-রাত্রির টেস্ট হতে যাচ্ছে। খেলা হবে গোলাপি বলে। ২ বছর আগেই সব কিছু আয়োজন করে রাখছে মেলবোর্ন।

খেলাধুলা

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। টুর্নামেন্টের ৯টি আসরের মধ্যে তিনবার শিরোপা জিতে রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

সবশেষ ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।

আইসিসির ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ ১২ বছর পর আজ ফের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

তবে ২০০২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি শিরোপা জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল ভারত।

আজ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষে উঠে গেল টিম ইন্ডিয়া।

অন্যদিকে নিউজিল্যান্ড ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠেই ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায়। ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার ফাইনালে উঠে সেই ভারতের কাছেই হেরে গেল নিউজিল্যান্ড।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড।

ইনিংসের প্রথম ৪৭ বলে কিউইদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান। ইনিংসের শুরু থেকে গড়ে সাতের উপরে রান করে যাওয়া দলটি এরপর মাত্র ৫১ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।

উইলি ইয়াং, রাচিন রবিন্দ্র, কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন। তারা ৮৭ বলে মাত্র ৫৭ রানের জুটি গড়েন।

শেষ পর্যন্ত ড্যারেল মিচেলের ১০১ বলের গড়া ৬৩ এবং মিচেল ব্রাসওয়েলের ৪০ বলের অপরাজিত ৫৩ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলীয় রান যখন ৬৫ তখন রোহিত শর্মা ফিফটি পূর্ণ করেন।

রোহিত উইকেটের একপ্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকালেও অন্যপ্রান্তে দেখেশুনে ব্যাটিং করে যান তরুণ ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ৩১ রান করে দলীয় ১০৫ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন।

এমন ভালো সূচনার পরও ব্যাটিংয়ে নেমে মাত্র ২ বল খেলে ১ রানে আউট হয়ে ফেরেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দলীয় ১২২ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার রোহিত শর্মাও। তার আগে ৮৩ বলে ৭টি চার আর তিন ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৭৬ রান।

এরপর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৭৫ বলে ৬১ রানের জুটি গড়েন স্রেয়াশ আইয়ার। দলীয় ১৮৩ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন স্রেয়াশ। তিনি ৬২ বলে দুই চার আর দুই ছক্কায় ৪৮ রান করেন।

দলীয় ২০৩ রানে ফেরেন অক্ষর প্যাটেল। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে তিনি করেন ৪০ বলে ২৯ রান। সপ্তম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ১৮ বলে ১৮ রান করে ফেরেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

তবে অষ্টম ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৯ বলে ১৩ রানের ছোট এবং কার্যকরী জুটি গড়ে ৬ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল।