খেলাধুলা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা একেবারেই নড়বড়ে। ক্রিকেটের এই আদি ফরম্যাটটা ২১ বছরেও সেভাবে রপ্ত করতে পারেনি বাংলাদেশ।

২০০০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ১২৬টি টেস্টে অংশ নিয়ে মাত্র ১৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। হেরেছে ৯৬টিতে। আর ড্র করেছে ১৭ টেস্টে।

২০১৯ সালে ভারত সফরের আগে হঠাৎ করেই টেস্ট দলের দায়িত্ব পান মুমিনুল হক সৌরভ। তার নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১১টি টেস্ট, হেরেছে ৮টিতে। ড্র করে মাত্র একটি ম্যাচে। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টে জয় পেয়েছে।

টেস্টে এমন বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয় অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্টকে। সেই সমালোচনা এড়িয়ে মাঠে পারফর্ম করা কতটা কঠিন জানালেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

তিনি বলেন, আমার মনে হয় এটা খুবই চ্যালেঞ্জিং। দেখেন আমি চ্যালেঞ্জ নিয়েছি বলে এই সিটে বসে আপনার সঙ্গে কথা বলছি। সবাই এ চ্যালেঞ্জ নিতে পারে না। দল যখন এরকম অবস্থায় যায় তখন গুরুত্বপূর্ণ কীভাবে আপনি এটা দেখেন, কীভাবে রিয়েক্ট করেন। এটা আমার জন্য চ্যালেঞ্জের, সামনে হয়ত আরও চ্যালেঞ্জ আছে। আমি ইতিবাচকভাবে দেখি।

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ছয়টি দল চূড়ান্ত হয়েছে। ৮টি ফ্র্যাঞ্চাইজি দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেও পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলে থাকবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনার দল। সাবেক চ্যাম্পিয়ন রংপুর ও গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর দল থাকছে না এবারের আইপিএলে।

বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় আগের মতোই থাকছে লোটাস গ্রুপ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে আখতার গ্রুপ। প্রগতি গ্রুপ থাকছে সিলেটের মালিকানায়। ফরচুন গ্রুপ পেয়েছে বরিশাল আর খুলনার প্রতিনিধিত্ব করবেন মাইন্ড ট্রি। রূপা ও মার্ন গ্রুপ থাকছে ঢাকার মালিকানায়।

মরিয়ম গ্রুপ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কিনতে চাইলেও তাদের এবারের আসরে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন রংপুরের হয়ে ফ্র্যাঞ্চাইজি কেনার ইচ্ছা ছিল বসুন্ধরা গ্রুপের। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি মাত্র এক বছরের হওয়ায় আগ্রহ হারিয়েছে বসুন্ধরা।

খেলাধুলা

জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করার প্রত্যয় ছিল বাংলাদেশের। কিন্তু শুরুতেই হোঁচট খেলেন মারিয়া-মনিকারা।

পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও স্বাগতিকদের লক্ষ্য পূরণ করতে দেয়নি নেপাল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। এই দলকেই ২০১৮ সালের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল গোলাম রব্বানী ছোটনের দল। সেবার অবশ্য টুর্নামেন্ট ছিল অনূর্ধ্ব-১৮ দলের।

শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু দেখা মিলল না কাঙ্ক্ষিত গোলের। কখনো পোস্ট, আবার কখনো গোললাইন থেকে ফিরল বল। দ্বিতীয় মিনিটে আঁখি খাতুনের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।

পঞ্চম মিনিটে অল্পের জন্য গোল হজম করেনি স্বাগতিকরা। বিমলা বিকের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে হেডে বল নিজেদের জালে জড়াতে বসেছিলেন শামসুন্নাহার জুনিয়র; ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান রুপনা চাকমা। পরে বাংলাদেশের আরও দুটি আক্রমণ পরিণতি পায়নি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ৫৪তম মিনিটে মারিয়ার কর্নার তহুরার হেডের পর ঋতুপর্নার শট গোললাইন থেকে ফেরান বিকে বিমলা। এরপর ৮৭তম মিনিটে বক্সের বাইরে থেকে মনিকার বাঁ পায়ের শট ফিস্ট করে ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন অঞ্জন রানা মাগার। ফলে হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে আগামী সোমবার ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটান।

খেলাধুলা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভোরে ক্রাইস্টচার্চে পা রাখেন মোমিনুল-মুশফিকরা।

ক্রাইস্টচার্চে আগামী ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে পুরো দল।

চলতি বছর দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেল ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। দুই সংস্করনের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।

গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এর আগে ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে রাব্বি মাহমুদ, লিটন কুমার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

খেলাধুলা

ভারতের মাটিতে তাদের দলকে হারিয়ে ত্রিদলীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতে নিল বাংলাদেশ। কলকাতায় টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগার যুবারা।

কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪২ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ২১.৩ ওভারেই মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।

বাংলাদেশ যুবাদের এমন সাফল্যের পর এনিয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, আসছে এশিয়া কাপ ও ছোটদের বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই শিরোপার দরকার ছিল।

সুজন বলেন, ‘এটা অবশ্যই ভালো সাফল্য। যদিও সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে, কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা দরকার ছিল। আমরা তো এ বছর অনুশীলন বা ম্যাচ অনুশীলন কম করেছি। এই দলটা তারপরও ভারতের কন্ডিশনে দুটা দলের সঙ্গে ১৯-এ ও বি জিতেছে । এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াতে কাজে লাগবে। এরপরে এশিয়া কাপ আছে তারপরই তো বিশ্বকাপ। আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন হতে তো ভাগ্যও লাগে কিন্তু ছেলেরা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ আসতে আসতে দল আরো গুছিয়ে ফেলা হবে। উইন্ডিজের সেন্ট কিটসে খেলা হবে সেখানের কন্ডিশন আমাদের স্পিনারদের জন্য ভালো হবে, যদিও এই দলে দারুণ পেসার আছে, যারা ম্যাচ উইনা করতে পারে। তো বিশ্বকাপের আগে আমরা গুছিয়ে ফেলবো আশাকরি।’

খেলাধুলা

টেস্ট ম্যাচই তো, না কী! ধন্দে ফেলে দিল বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন। কখনও মনে হলো ওয়ানডে, কখনও টি-টোয়েন্টি, কখনও যেন স্লগ ওভার, কখনও আবার মনে হলো, একটি বলেই যেন নির্ভর করছে ম্যাচের ভাগ্য! স্রেফ ২৬ ওভারেই ব্যাটিংয়ের সব ঘরানার প্রদর্শনী মেলে ধরল বাংলাদেশ। যেটির ফল, ইনিংস এখন ধ্বংসস্তুপ।

মঙ্গলবার চতুর্থ দিনে ৩৫ ওভারে খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৩০০/৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জবাবে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে পরাজয়ে শঙ্কিত বাংলাদেশ। ২০.৪ ওভারে ৭১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

বৃষ্টির সৌজন্যে ড্র করার আশাও এখন কাতরাচ্ছে সেই স্তুপে চাপা পড়ে। আশার প্রাণ যায় যায় অবস্থা। চার দিন মিলিয়ে যে ম্যাচে ওভারের হিসেবে খেলা হয়েছে দেড় দিনেরও কম, সেই ম্যাচেও হারার ক্ষেত্র তৈরি করার কঠিন কাজটি করে ফেলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। মূল কারণ, ব্যাটিং ব্যর্থতা।

ব্যাটিং ব্যর্থতা অবশ্য বাংলাদেশের নিয়মিত অনুসঙ্গ। তবে মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ যে ব্যাটিংয়ের নমুনা দেখাল, এক কথায় সেটিকে বলা যায় অবিশ্বাস্য।

বাজে শট খেলা, উইকেট উপহার দেওয়া, এসব কিছুই নতুন নয় বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু একের পর এক ব্যাটসম্যান উইকেটে গিয়ে ছটফট করা, বারবার আগ্রাসী শট চেষ্টা করা, অনেকবার অল্পের জন্য বেঁচে গিয়েও আবার ঝুঁকি নেওয়া, সবকিছুই ছিল চমকে যাওয়ার মতো।

ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে ছয় উইকেট নেওয়া অফ স্পিনার সাজিদ খান এক ইনিংসেই পেয়ে গেলেন ৬ উইকেট। তার ভালো বোলিং তো ছিলই, কিন্তু তাতে বড় অবদান বাংলাদেশের ব্যাটসম্যানদের উপহারও।

দলের বিপর্যয়ে এভাবেই স্লগ সুইপ খেলে উইকেট বিলিয়ে ফেরেন অভিজ্ঞ মুশফিক।দলের বিপর্যয়ে এভাবেই স্লগ সুইপ খেলে উইকেট বিলিয়ে ফেরেন অভিজ্ঞ মুশফিক।কেন এমন ব্যাটিংয়ের ধরন? দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে নাজমুল হাসান শান্ত জানালেন কারণ।
“সবাই আগ্রাসী থাকার কারণ এটাই ছিল যে, উইকেট সহজ ছিল না ব্যাটিংয়ের জন্য। রান করাটাও গুরুত্বপূর্ণ ছিল। এখানে যে যত বেশি রক্ষণাত্মক মানসিকতায় থাকবে, আউট হওয়ার শঙ্কাও তত বেশি থাকবে। এজন্যই আমার মনে হয়, ব্যাটসম্যান যে জায়গায় শক্তিশালী, সেই শট খেলার চেষ্টা করেছে।”

“দুর্ভাগ্যজনকভাবে বাস্তবায়ন ওভাবে হয়নি। কিন্তু আমার মনে হয়, যে উইকেট ছিল ও যেরকম বলা হচ্ছিল, রক্ষণাত্মক থাকলে সমস্যা আরও বেশি হতো। কারণ রানটাও গুরুত্বপূর্ণ।”

উইকেট একটু কঠিন হলে একটু ইতিবাচক থাকা, কিছু শট খেলা, ‘ইন্টেন্ট’ বা অভিপ্রায় দেখানো, এসব যথেষ্টই গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে জরুরি তো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, ম্যাচ সচেতনতার ছাপ রাখা, শট খেলার উপযুক্ত বল বেছে নেওয়া। শান্ত অবশ্য অতি আগ্রাসনের কথা মানতে নারাজ।

“ব্যাটিংয়ে সুনির্দিষ্ট আলাদা কোনো পরিকল্পনা ছিল না। যার যেটা সহজাত খেলা, সেটা খেলারই পরিকল্পনা ছিল।”

“অনেক বেশি আগ্রাসী যে সবাই খেলেছে, তা কিন্তু নয়। যে শট যে পারে, সেটি করতে গিয়েই বাস্তবায়ন ঠিকঠাক হয়নি। এমন নয় যে সবাই অনেক বেশি আগ্রাসী ছিল বা ভিন্ন ধরনের শট খেলেছে।”

শান্ত জানালেন, আগ্রাসী শটের পথ বেছে নেওয়ার একটা কারণ, ছাতার মতো ঘিরে থাকা ক্লোজ-ইন ফিল্ডিং। আলোর স্বল্পতার কারণে এক ওভারের পর আর পেসারদের ব্যবহার করতে পারেনি পাকিস্তান। তবে আক্রমণ করা থেকে তারা পিছপা হয়নি। দুই স্পিনার নুমান আলি ও সাজিদ খান দুই প্রান্ত থেকে টানা বোলিং করে যান সিলি মিড অন, ফরোয়ার্ড শর্ট লেগ, সিলি পয়েন্ট স্লিপ, লেগ স্লিপে ফিল্ডার নিয়ে।

এই অবস্থায় নিজের ডিফেন্স খুব ভালো না হলে উইকেট আঁকড়ে রাখা কঠিন। আক্রমণই তখন টিকে থাকার পথ!

শান্ত অবশ্য ডিফেন্সের দুর্বলতার প্রশ্ন উড়িয়ে দিলেন। কৌশল হিসেবেই আগ্রাসনের পথ বেছে নেওয়া হয়েছিল বলে দাবি তার।

অধিনায়ক মুমিনুল এমন ভাবে আউট হলেন, যেন ওই এক রানের ওপর নির্ভর করছিল ম্যাচের ভাগ্য!অধিনায়ক মুমিনুল এমন ভাবে আউট হলেন, যেন ওই এক রানের ওপর নির্ভর করছিল ম্যাচের ভাগ্য!“ডিফেন্সের ওপর আস্থা সবারই আছে। তবে এই উইকেটে শুধু ডিফেন্স করে সারাদিন পার করা কঠিন। ওরা যে আক্রমণাত্মক ফিল্ড সেট আপ করেছিল, শট খেলতে পারলে ওটা ওপেন হয়ে যেত। আমি মনে করি না, কেউ অতি আক্রমণ করেছে। যার যেটা সহজাত খেলা ছিল, সেটাই করেছে।”
দল যখন বিপদে, মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হয়ে যান দৃষ্টিকটুভাবে স্লগ সুইপ করার চেষ্টায়। একইভাবে আউট হন মেহেদী হাসান মিরাজও। আরেক অভিজ্ঞ সাকিব আল হাসান, শান্ত নিজেও বারবার সুইপ করতে গিয়ে বিপাকে পড়েন।

শট যতই বিপজ্জনক হোক, উইকেট বিবেচনায় তা উপযুক্ত ছিল বলেই মনে করেন শান্ত।

“যে উইকেটে টার্ন করে, সেখানে এলবিডব্লিউ হওয়ার চান্স খুবই কম। টার্নিং উইকেটে সবাই সুইপের ওপর বেশি আস্থা রাখে। এজন্যই সুইপ খেলার পরিকল্পনা করেছে সবাই।”

সব মিলিয়ে নিজেদের ব্যাটিংয়ের ধরন কিংবা কৌশলে কোনো ভুল দেখছেন না শান্ত। তার মতে, স্রেফ দিনটি ছিল খারাপ।

“আজকের দিনটি খারাপ করেছি মানে এই নয় যে আমাদের সামর্থ্য এটুকু। আমরা এর চেয়েও ভালো ব্যাটিং ও বড় বড় রান করে এসেছি।”

“বাস্তবায়ন একদিন হবে, আরেকদিন হবে না। যত বেশি হবে, সাফল্যের পরিমাণ তত বেশি থাকবে। আজকে হয়নি, পরের ইনিংসে সুযোগ এলে হয়তো হবে। তবে ব্যাপারটি এমন নয় যে আমরা পারি না বা এর আগে করিনি। আজকে হয়নি।”

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অতীতের আসরগুলোতে দেশি ক্রিকেটারদের চেয়ে তুলনামূলক বেশি পারিশ্রমিক পেয়েছেন বিদেশি ক্রিকেটাররা।

তবে বিপিএলের আসন্ন আসরে বিদেশিদের মতো জাতীয় দলের তারকাদের সন্তোষ পারিশ্রমিক দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, বিপিএল নিয়ে যখন প্রথম কথা হয়, আমি নিজে থেকেই প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটারদের, বিশেষ করে ড্রাফটে যারা আছে, এটার পার্থক্য যাতে বেশি না হয়। আমাদের ক্রিকেটারদের যেন উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয়।

২০ জানুয়ারি বিপিএল শুরুর সম্ভাব্য সময় ধরে কাজ করে যাচ্ছে বিসিবি। ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। এখনও ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিশ্চিত হয়নি।

তবে এবারের বিপিএলে ৮টি ফ্র্যাঞ্চাইজি দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, আজকে জানলাম, ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। এখন আমরা দেখব, ওদের সম্পর্কে জানব এরপর সিদ্ধান্ত নিব।

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

শনিবার থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। সিরিজ বাঁচানোর টেস্টের জন্য ২০ সদস্যের বিশাল স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে হলেও মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টেস্টে ঘোষণা করা হয় ২০ সদস্যের বিশাল দল।

ঢাকা টেস্টে ২০ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা প্রসঙ্গে একান্ত আলাপে জাতীয় দলের সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, আসলে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষেই জানুয়ারিতে আমাদের নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে হবে। নিউজিল্যান্ড সিরিজের জন্য যেহেতু সময় কম তাই একসঙ্গেই দল ঘোষণা করা হলো, যাতে নিউজিল্যান্ড সিরিজের জন্য সবাইকে টাচে রাখা যায়।

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও খেলতে পারেননি সাকিব আল হাসান। ঢাকা টেস্টের দলেও তাকে রাখা হয়েছে। বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যান তিনি।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়ায় চট্টগ্রাম টেস্টে রাখা হয়নি তাসকিন আহমেদকে। চোট কাটিয়ে ঢাকা টেস্টে ফিরছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে অভিষেকের অপেক্ষায় মোহাম্মদ নাঈম শেখ। জাতীয় দলের হয়ে ৩২টি টি-টোয়েন্টি আর ২টি ওয়ানডে ম্যাচ খেলেন এই তরুণ ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

খেলাধুলা

৮৩ রানে এগিয়ে থেকে ৪র্থ দিন শুরু করে বাংলাদেশ।

তবে আজও প্রথম সেশনটা ভালো হয়নি টাইগারদের। নিজের বোকামোয় উইকেট বিলিয়ে দিয়ে এলেন মুশফিক।

হাসান আলির অফ স্টাম্পের বাইরের বলে ছেড়ে দিয়ে বোল্ড হয়ে ফিরলেন ১৬ রান করে। কিন্তু বিপদে আরো পড়ল টাইগাররা।

ইয়াসির আলি রাব্বি ভালোই খেলে যাচ্ছিলেন। বেশ আস্থার সঙ্গে সোজা ব‍্যাটে খেলছিলেন। বাজে বল পেলেই বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন।

লিটন দাসকে নিয়ে ভালোই একটি জুটি গড়ার চেষ্টা করছিলেন অভিষিক্ত এই ব্যাটার।

কিন্তু সেটি আর হতে দিলেন না শাহিন শাহ আফ্রিদি। তার বল লাগে ইয়াসির আলির হেলমেট।

ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলটি শট লেন্থে করেছিলেন শাহিন। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন ইয়াসির। কিন্তু বল প্রত্যাশা মতো এতটা উপরে উঠল না। শেষ মুহূর্তে বলের লাইন থেকে সরে যেতে পারেননি ইয়াসির। বল গিয়ে সোজা আঘাত হানে রাব্বির হেলমেটে, চোখের কোনের কাছে।

ফিজিও এসে রাব্বিকে শশ্রুষা দেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা স্পিনার নৌমান আলির তার পুরো ওভারটাও খেলেন ইয়াসি।

কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন ইয়াসির।

রিটায়ার্ড হার্ট হয়ে অভিষক টেস্টে দ্বিতীয় ইনিংসে আর নামা হবে না ইয়াসিরের।

বিসিবি সূত্রে জানা গেছে, স্ক‍্যানের জন‍্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জায়গায় কনকাশন সাব হিসেবে কিপার-ব‍্যাটসম‍্যান নুরুল হাসান সোহানকে নিয়েছে বাংলাদেশ।

খেলাধুলা

নারী বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে উড়ন্ত শুরু করলেও থাইলান্ডের বিপক্ষে হেরে জয়যাত্রা থামাল বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। হারারেতে নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ১৬ রানে হারে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি পেয়েছিল নিগার সুলতানার দল। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৩২ রান করে থাইল্যান্ড। এরপর বৃষ্টির কারণে আর মাঠে নামতে পারেনি দুই দল। পরবর্তীতে বৃষ্টি আর থামলে ডিএলএস মেথডে জয় পায় থাইল্যান্ড।

হারারে স্পোর্টিং ক্লাব স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৬ রানেই তারা হারায় গত ম্যাচের রেকর্ড সেঞ্চুরিয়ান শারমিন আক্তারকে। এরপর ফিরে যান নিগার সুলতানাও। তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুনকে প্রতিরোধ গড়ে তুলেন ফারজানা হক। তবে ৪৬ রান করে মুর্শিদা আউট হওয়ার পর ৫১ রান করে সাঝঘরে ফেরেন ফারজানা হকও।

মুর্শিদা-ফারজানা জুটি বিদায় নেওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ধীর গতিতে ব্যাট করে রুমানা আহমেদ ২৭ ও লতা মন্ডল ২৯ রান করে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। দ্রুত রান তুলতে না পারায় ৮ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস থামে ১৭৬ রানে। থাইল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন নাটায়া বোচাথাম।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে থাইল্যান্ডের মেয়েরা। ওপেনার নাঠাখান চান্থামকে ব্যক্তিগত ৩৭ রানে নিজের শিকার বানান ফাহিমা খাতুন। এরপর আরেক ওপেনার সর্নারিন টিপোচকে ৬৯ রানে ফেরান নাহিদা আকতার। এরপর ব্যাট করতে নামা নান্নাপাট ও নারুমল চাউই বৃষ্টি আসা পর্যন্ত টানেন থাইদের ইনিংস। নান্নাপাট ১৪ ও নারুমল ৫ রানে অপরাজিত থাকেন।