খেলাধুলা

হোক সেটা প্রীতি ম্যাচ। হংকং তো কম শক্তিশালী দল না। তাদের বিপক্ষে বাংলাদেশ হারবে এমন আশংকাই ছিল সাবিনা, সানজিদা, তহুরাদের নিয়ে। কারণ সবদিক হতেই হংকংয়ের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। সেই বাংলাদেশ ৫-০ গোলে হংকংকে হারিয়েছে। উজবেকিস্তানের তাসখন্দে জেএআর একাডেমী মাঠে অনুষ্ঠিত খেলায় সাবিনা চার গোল করেন, সঙ্গে তহুরার একটি।

হংকংকে হারিয়েছে বললেও কম হয়ে যায়। হংকংকে উড়িয়েই দিয়েছে বাংলার নারী ফুটবলাররা। ফিফার নারী ফুটবলে বাংলাদেশের র‌্যাংকিং হচ্ছে ১৩৭। আর হংকং আছে ৭৬ নম্বরে। ৬১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। এই ম্যাচটায় নামার আগে বাংলাদেশ উজবেকিস্তানের মাঠে এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলেছিল। জর্ডানের বিপক্ষে ৫-০, এবং ইরানের বিপক্ষে ৫-০ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

ম্যাচ হারলেও বাংলাদেশের ফুটবলাররা শক্তিশালী দলের বিপক্ষে খেলে নিজেদের অভিজ্ঞতাটা বাড়াতে পেরেছিল। অনেকেরই ধারণা ছিল হংকংয়ের বিপক্ষেও উড়ে যাবে। এই ম্যাচেও চার পাঁচ গোলে হারবে। বাংলাদেশের কোচিং স্টাফদেরও খুব একটা আশা ছিল না ম্যাচ নিয়ে। কোচ গোলাম রাব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুনরা ধরে নিয়েছিলেন তারা ভালো খেলবেন এবং জর্ডান ও ইরানের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাবেন। প্রমাণ মিলেছে। কঠিন ম্যাচ খেললে ধার বাড়ে। শানিত হয় পারফরম্যান্স, আত্মবিশ্বাস বাড়ে। তা হলে হংকংয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ৫ গোল পাওয়া চাট্টেখানি কথা নয়। এবারই প্রথম হংকংয়ের বিপক্ষে সিনিয়রদের দল খেলল। অধিনায়ক সাবিনা খাতুন চার গোল করেছেন। অন্য গোলটি তহুরা খাতুনের। ১৮ মিনিটে তহুরা খাতুন এবং ৪৩ মিনিটে সাবিনা খাতুনের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোলের বল তৈরি করে দিলে সাবিনা খাতুন টানা তিন গোল করেন, হ্যাটট্টিক করেন।

বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন নারী ফুটবলে এবারই প্রথম হংকংয়ের বিপক্ষে খেলল বাংলাদেশ। প্রীতি ফুটবল হলেও এই জয় একটা ইতিহাস হয়ে থাকল। তিনি জানান এর আগে হংকংয়ের মাঠে জকিকাপ ফুটবলে বাংলাদেশের নারী দল চ্যাম্পিয়ন হয়েছিল সেটি ছিল বয়স ভিত্তিক ফুটবল।’ উজবেকিস্তানে গিয়েছিলেন বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী। তিনি বললেন,‘জর্ডান এবং ইরানের বিপক্ষে আমাদের মেয়েদের মেয়েরা হারলেও ভালো খেলেছে। বলতে পারেন ৫ গোল খেল কেন। আমি বলব গোল হয়েছে ছোট ছোট ভুলের কারণে। আমাদের উচিত এই মেয়েদের উৎসাহ দেয়া। দিন শেষে ওরা আমাদের ঘরেরই সন্তান।’

খেলাধুলা

আগামী মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে। সে উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার মুক্তি পেলো আসরের থিম সং ‘লাইভ দ্যা গেম’। যা আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একযোগে প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ভারতের অমিত ত্রিবেদী গানটি কম্পোজ করেছেন। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা দেখা গিয়েছে।

থিম সংয়ের ভিডিওতে দেখানো হয়েছে, সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন। বর্ণিল ভিডিওর সাথে থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।

মোট ৪০ জন কর্মী কাজ করেছেন থিম সংয়ের এমিনেশন তৈরিতে। আইসিসির ওয়েবসাইটে এই গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড-ম্যাক্সওয়েলরা।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভেন্যু হিসেবে থাকছে ওমান। ২০১৬ সালের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণের সবচেয়ে বড় আসর মাঠে গড়াচ্ছে। তাই এ নিয়ে উন্মাদনা কাজ করছে বিশ্বের লক্ষ-কোটি ক্রিকেট সমর্থকদের মনে।

খেলাধুলা

ক্রিকেটের পরিভাষায় নারী-পুরুষের ভেদাভেদ দূর করায় বড় এক পদক্ষেপ নিল মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আইন সংশোধন করে ‘ব্যাটসম্যান’-এর বদলে এখন থেকে ‘ব্যাটার’ ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করল ক্রিকেটের আইনকানুনের এই অভিভাবক সংস্থাটি।

এতদিন পুরুষদের ক্ষেত্রে ব্যাটসম্যান ও নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো ব্যাটার। এমসিসি কমিটির অনুমোদন হয়ে যাওয়ায় এখন থেকে উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হবে ব্যাটার।

বিবৃতিতে বুধবার এমসিসি জানায়, ‘খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই সংশোধনী।”
এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেন, সময়ের ডাক শুনেই তাদের এই সিদ্ধান্ত।

“এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।”

“এই সমন্বয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এটাই উপযুক্ত সময় এবং আইনের অভিভাবক হিসেবে এই পরিবর্তনগুলি ঘোষণা করতে পেরে আজ আমরা উচ্ছ্বসিত।”

২০১৭ সালে আইসিসি ও মেয়েদের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর মেয়েদের ক্রিকেটেও ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল এমসিসি। এখন দুই ক্ষেত্রে থাকবে একই পরিভাষা।

বোলার ও ফিল্ডারের মতো ব্যাটারও সহজাত অগ্রগতির মধ্য দিয়ে এসেছে বলে বিবৃতিতে জানিয়েছে এমসিসি। গত কয়েক বছরে মেয়েদের ক্রিকেটের অসাধারণ অগ্রগতি ও জনপ্রিয়তার প্রসঙ্গটিও উঠে এসেছে এমসিসির বিবৃতিতে।

২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ড ও ভারতের মেয়েদের ফাইনাল ম্যাচে ছিল গ্যালারি ঠাসা দর্শক। গতবছর অস্ট্রেলিয়া-ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মেলবোর্নে ছিল রেকর্ড সংখ্যক দর্শক। সম্প্রতি ইংল্যান্ডের দা হান্ড্রেড-এর মেয়েদের ফাইনালে লর্ডসে উপস্থিত ছিল ১৭ হাজার ১১৭ জন দর্শক, যা মেয়েদের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড।

খেলাধুলা

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবার পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পূর্বে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। ম্যাচগুলো আগামী ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সময়ে নারী দলেরও দু’টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করার কথা। সেটিও বাতিল করা হয়েছে।

বিবৃতিতে ইসিবি বলেছে, ‘আগামী ২০২২ সালে পুরুষ দলের ভবিষ্যত ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তান সফর করার আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে।

এই সপ্তাহে ইসিবি বোর্ড পাকিস্তানে পুরুষ ও নারী দলের সংক্ষিপ্ত সফর নিয়ে আলোচনা করেছে। সেখানে আমরা আসন্ন অক্টোবরে উভয় দলের সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

‘খেলোয়াড় এবং স্টাফদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা যে সময়ে বাস করছি সেখানে তা আরও বেশি জটিল। আমরা জানি ওই অঞ্চলে (পাকিস্তান) ভ্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে এই মুহূর্তে সেখানে খেলোয়াড়দের পাঠালে তাদের ওপর চাপ আরও বাড়বে। তাছাড়া কোভিড-১৯ বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের কারণে খেলোয়াড়রা এমনিতেও চাপে রয়েছে।’

‘যা টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ওপর জটিলতার সৃষ্টি করতে পারে। তাই আমরা বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হবে না।’

আমরা বুঝতে পারি এই সিদ্ধান্ত পিসিবির জন্য হতাশাজনক। কারণ, তারা দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। গত দুই গ্রীষ্মে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেটের প্রতি তাদের সমর্থন বন্ধুত্বের এক বিশাল উদাহরণ। পাকিস্তানের ক্রিকেটে এই সিদ্ধান্তের প্রভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী হয়নি বলে স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে এটাও বলেছেন যে, সাকিব তাকে আশ্বস্থ করেছেন এবার বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ আছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গত দেড় বছরে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল তা ঠিকঠাক করতে পারিনি। অনেক দেশ কিন্তু করতে পেরেছে। এটাই আমাদের সমস্যা। দেশে কাউকে নিয়ে আসা কিংবা বিদেশে গিয়ে খেলা, এগুলো নিয়ে সমস্যা ছিল।’

কিউইদের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেননি সাকিব। তবে বিশ্রামে থাকলেও বিসিবি সভাপতির সঙ্গে স্টেডিয়ামে বসে পুরো ম্যাচ উপভোগ করেছেন। সেখানেই বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা হয়েছে।

পাপন বলেন, ‘প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে তা বলব না। তারপরও মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবেই। সাকিব আমাকে বলেছে, এবার বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ আছে। সাকিবের মত খেলোয়াড় যখন বলে তার মানে দলের ওপর তারও আত্মবিশ্বাস আছে।’

খেলাধুলা

২০ ওভারে মাত্র ৯৪ রানের লক্ষ্য। যেকেউ এমন টার্গেটের কথা শুনলে ধরেই নিবেন জয় না পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, বাংলাদেশও সেই টার্গেটে জয় তুলে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে। তবে যারা টিভি পর্দায় খেলা দেখেছেন, তারা জানেন এই রান তুলতে বাংলাদেশকে কতোটা পরীক্ষা দিতে হয়েছে। শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে মাহমুদউল্লাদের।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে আসলো বাংলাদেশ দল। ঘরের মাঠে ফিরেই ইতিহাস রচনা করে টাইগাররা। প্রথমারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় অজিদের। আরও একটি ইতিহাস রচনা হলো আজ। নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জিতল বাংলাদেশ দল। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাসুম আহমেদ।

৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ বল খেলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন কুমার দাস। ফিন অ্যালেনের বলে আউট হন তিনি। এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান। তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি। ৮ বলে ৮ রান করে এজাজ প্যাটেলের বলে সাজঘরে ফেরত যান এই অলরাউন্ডার। সাকিবের আউটের পর কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুশফিকের রহিমও।

তাদের আউটের পর দলকে জয়ের প্রান্তে নিতে লড়াই করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ওপেনার নাঈম শেখ। দলীয় ১৫তম ওভারে এক চার ও এক ছক্কায় ৩৫ বলে ২৯ রানের করে রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আউটের পর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। ব্যাট হাতে মাহমুদউল্লাহ এক চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৪৩ রান করেন।

এরআগে, টস হেরে ফিল্ডিং করতে নেমে নাসুম আহমেদের স্পিন ঘূর্ণির পর মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। চার ওভারে মাত্র ১০ রানে নিউজিল্যান্ডের প্রথম সারির চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাসুম। ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন নাসুম।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে সাকিব আল হাসান দেন ১০ রান। দাপটের সঙ্গে ব্যাট করতে থাকা ফিন অ্যালানকে নাসুম তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই মাঠ ছাড়তে বাধ্য করেন। রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন ফিন। কিন্তু এবার টাইমিং মেলাতে না পেরে মারমুখী কিউই ওপেনার ৮ বলে ১২ রান করে সাইফউদ্দিনের সহজ ক্যাচে পরিণত হন।

১৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলকে খেলায় ফেরান অধিনায়ক টম ল্যাথাম ও উইলি ইয়াং। ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদি হাসান। ইনিংসের ১১তম ওভারে অধিনায়ককে থামিয়ে দেন মেহেদী। তার ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ২৬ বলে এক চারে ২১ রান করে মাঠ ছাড়েন ল্যাথাম। ১২তম ওভারে বোলিং এসে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলাসকে বোল্ড করেন নাসুম আহমেদ।

এরপরই নিউজিল্যান্ড শিবিরে নতুন করে আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার জোড়া শিকার হয়ে সাজঘরে ফেরেন টম ব্লান্ডেল ও কলিন ম্যাককলিন। দলীয় ১৯তম ওভারে এজাজ পেটেলকে বোল্ড করে প্রথম উইকেটের স্বাদ পান সাইফউদ্দিন। তবে ইনিংসের শেষ ওভারে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকা উইল ইয়ংকে ৪৬ রানে আউট করার পরের বলেই ব্লেয়ার টিকনারকেও সাজঘরে ফেরান মুস্তাফিজ। ফলে ৩ বল হাতে থাকতেই সফরকারিদের ৯৩ রানে অলআউট করে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

টস : নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড : ৯৩/১০ (১৯.৩ ওভার)

ইয়ং ৪৬, ল্যাথাম ২১

নাসুম ৪-২-১০-৪, মুস্তাফিজ ৩.৩-০-১২-৪, সাইফউদ্দিন ৩–০-১৬-১, মেহেদী ৪-০-২১-১

বাংলাদেশ : ৯৬/৪ (১৯.১ ওভার)

রিয়াদ ৪৩*, নাঈম ২৯

এজাজ ৯/২, ম্যাককঞ্চি ৩৪/১

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

খেলাধুলা

দুটি ট্রেনিং ক্যাম্প, বাংলাদেশের মতো উইকেট তৈরি করে অনুশীলন, কত কিছুই না করে এই সফরে এসেছে নিউ জিল্যান্ড। কিন্তু প্রস্তুতি আর বাস্তবতার ফারাক কতটা, বুঝে গেল তারা প্রথম ম্যাচেই। মন্থর, টার্নিং ও অসমান বাউন্সের উইকেটে কিউই ব্যাটিং মুখ থুবড়ে পড়ল বাজেভাবে। বাংলাদেশ পেল টি-টোয়েন্টিতে প্রথমবার নিউ জিল্যান্ডকে হারানোর স্বাদ।

খেলাধুলা

রাজধানীর ফার্মগেটে বাসচাপায় শহীদুল ইসলাম নিরব (৩২) নামে এক ক্রিকেটার নিহত হয়েছেন। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা নবীন নামে অপর আরোহী আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নিরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে মোটরসাইকেলে থাকা দুজনকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আহত নবীনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিরবের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত হবে।

এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নির্বাচন না করার ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিসিবি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী আগামী মাসেই শেষ হতে চলেছে বর্তমান কমিটির মেয়াদ। এরপরই নির্বাচন। আবারও কি সভাপতি পদে দেখা যাবে যাবে পাপনকে।

তার জবাব, ‘১ বা দুই তারিখ বোর্ড মিটিংয়ে। নির্বাচন নিয়ে একটু ভিন্নতা পাবেন আপনারা। এটাতে সন্দেহ নেই। এবারের নিবার্চনটা অন্যগুলোর তুলনায় আলাদা হবে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, চিকিৎসক ক্রিকেট সংশ্লিষ্ট চাপ থেকে দূরে থাকতে বলেছেন তাকে।‘ক্রিকেটকে অনেক সময় দিতে হয়। জালাল ভাই (পরিচালক জালাল ইউনুস) ভাই নিউজিল্যান্ড ও ববি ভাই (পরিচালক সাজ্জাদুল আলম ববি) জিম্বাবুয়ে সফর করেছেন তারা বলতে পারবেন।’ চাপের বিষয়টি ইঙ্গিত দিয়ে পাপন বোঝাতে চেয়েছেন, ‘ভোর থেকে খেলা দেখা, সারারাত জেগে থাকা। ঘুমাতে যাওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা।’ চিকিৎসকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হার আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ থাকে। আমার বউ-বাচ্চাও সামনে আসে না। ডাক্তার বলেছেন ক্রিকেট থেকে দূরে থাকতে। বোর্ডে থাকলেও যাতে এসব না করি’

সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সেসময়ও জানিয়েছিলেন সভাপতি হতে তার আগ্রহ নেই। যদিও শেষ পর্যন্ত অবশ্য সভাপতি হন তিনি।

এদিন পাপন যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তখন পাশে থাকা ক্রিকেট বোর্ডের অপর পরিচালক আজম নাছির বলছিলেন, ‘পাপন সাহেব থাকবেন, পাপন সাহেব থাকবেন।’

খেলাধুলা

এএফসি কাপে খেলতে যাওয়ার আগে বসুন্ধরা ফুটবল দলের স্বপ্ন ছিলো টুর্নামেন্টের মূল পর্বে খেলার। সেই হিসেবে শুরুটা দারুণ ছিলো। এএফসি কাপ ফুটবলে বিদেশের মাঠে খেলতে নেমে প্রথম ম্যাচেই জয় তুলে নিজেদের নাম খোদাই করে রাখল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এএফসি কাপের ডি গ্রুপের খেলায় বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে গোল শূন্য ড্র হয়েছে। তাতে স্বপ্ন বেঁচে থাকলেও শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিলো না বসুন্ধরার সামনে। সেই হিসেবে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ আগস্ট) মোহনবাগানের বিপক্ষে খেলতে নামে বসুন্ধরা। তবে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠল মোহনবাগান। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে ছিটকে গেল কিংস।

যদিও প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছিলো বসুন্ধরা কিংস। এএফসি কাপের নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও দিল উঁকি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সুশান্ত ত্রিপুরার সরাসরি লালকার্ডে বদলে গেল দৃশ্যপট। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরল ভারতের দল মোহন বাগান। শেষ দিকে মরিয়া হয়ে ওঠা কিংসের পথ আগলে দাঁড়াল পোস্ট। সম্ভাবনা জাগিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা সঙ্গী হলো বাংলাদেশের চ্যাম্পিয়নদের।