খেলাধুলা

চলমান ইউরোর শেষ ষোলো বা দ্বিতীয় রাউন্ড থেকে একের পর এক বিদায় নিচ্ছে বিশ্বের সেরা দলগুলো। সেই তালিকায় এবার যোগ হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অবশ্য তারা হেরেছে আরেক শক্তিশালী দল ইংল্যান্ডের কাছে। ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ইংলিশরা।

এদিন ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে রাখেন হ্যারি কেইন বাহিনী। ডেকলান রাইস ও জন স্টোনসের মিলিত আক্রমণে বল পান রহিম স্টার্লিং। ২৫ গজ দূর থেকে ডান পায়ের শট নেন। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে সেটিকে ফিরিয়ে দেন মানুয়েল ন্যয়ার। পরের মিনিটে ইংলিশদের আরও একটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়।

জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ম্যাচের ৩৩ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। কাইল হার্ভার্জের বাড়ানো বল টিমো বার্নার গোলবারের দিকে পাঠালেও সেটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড।

৭৫ মিনিটে প্রথম স্টার্লিংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন।

সর্বশেষ ২৫ বছর আগে ইউরোতে মুখোমুখি হয়েছিল জার্মানি-ইংল্যান্ড। সে ম্যাচে জার্মানির কাছে হেরে আসর থেকে বাদ পড়তে হয় ইংলিশদের। ফলে এই জয়ের মধ্য দিয়ে ২৫ বছরের জ্বালা মিটালো তারা।

এই ম্যাচটির মধ্য দিয়ে জার্মানদের কোচের দায়িত্ব থেকে বিদায় নিলেন জোয়াকিম লো। অবশ্য আসর শুরুর আগেই তিনি এ ঘোষণা দিয়েছিলেন। জার্মানদেরকে বিশ্বকাপ ও ইউরো জেতানো কোচের শেষটা হলো বেদনার।

খেলাধুলা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আট নিশ্চিত করল বেলজিয়াম। সান্তোসের শিষ্যদের ১-০ গোলে হারায় দলটি।

রবের্তো মারতিনেস শিষ্যদের হয়ে একমাত্র গোলটি করেন থোরগান হ্যাজার্ড।

রোববার রাতে সেভিয়ার লা কার্তুহায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফিফার এক নম্বর দল বেলজিয়াম। তবে আক্রমণের পসরা সাজিয়েও কাঙ্খিত গোলের দেখা না পেয়ে শিরোপা ধরে রাখার মিশনে মুখ থুবড়ে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

খেলাধুলা

সাদা পোশাকের সিরিজ কত সহজেই না জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিল, রঙিন পোশাকের ক্রিকেটে তারা কতটা বর্ণময়। এভিন লুইস, ক্রিস গেইলসের ব্যাটিং ঝড়ে ১৬১ রানের লক্ষ্য তারা উড়িয়ে দিল যেন স্রেফ তুড়ি মেরে।

খেলাধুলা

১৯৯২ সালের ২৬ জুন সুইডেনের মাঠে রূপকথা লিখে ইউরোপসেরা হয়েছিল ডেনমার্ক। ২৯ বছর পর সেই ২৬ জুনে আরও একবার নিজেদের চেনালো ডেনমার্কের ফুটবলাররা। গ্রুপ পর্বের দুই ম্যাচে হেরেও প্রথম দল হিসেবে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠলো ডেনমার্ক। শনিবার আমস্টারস্টাম অ্যারেনায় ওয়েলসকে ৪-০ গোলে হারায় ডেনমার্ক।

এবারের ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে গিয়েছিলো ডেনমার্ক। ওই ম্যাচ খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

No description available.

শুরু থেকেই ছোট ছোট পাসে বলের দখল রেখেছিলো ডেনমার্কের খেলোয়াড়রা। ম্যাচের ২৭ মিনিটে ডেনমার্কের হয়ে প্রথম গোলটি করেন ক্যাসপার দোলবার্গ। প্রথমার্ধে গ্যারেথ বেলের ওয়েলস গোল শোধ করার একাধিক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোল করেন ডেনমার্কের ক্যাসপার। ম্যাচের বাকি সময়ে গোল শোধ করার সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ওয়েলস। ৮৮ মিনিটে তৃতীয় গোল করেন ডেনমার্কের জোয়াকিম। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের চতুর্থ গোল করেন ডেনমার্কের মার্টিন ব্রাথওয়েট।

খেলাধুলা

স্লোভাকিয়াকে যেনো গোলের বন্যায় ভাসিয়ে দিলো স্পেন। ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা করে নিলো স্প্যানিশরা। তবে এই পাঁচ গোলের ২টিই আবার নিজেদের জালে জড়িয়েছে স্লোভাকিয়া।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর কোনো এক নির্দিষ্ট ম্যাচে পাঁচ গোলের দেখা পেল স্পেন। আগের ২ ম্যাচেই ড্র করেছিল স্পেন। সমালোচনা হয়েছিল অনেক। শেষ ম্যাচে বড় জয় নিয়েই কোয়ালিফাই করলো তারা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ১০ মিনিটে নিজেদের বক্সের মধ্যে কোকেকে ফেলে দেন বোর্ন কুইপারস। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার নেওয়া পেনাল্টিটি ঠেকিয়ে দেন দুবরাভকা।

গ্রুপ-ই থেকে সুইডেন ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে স্পেন।

রাতের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের সুপারস্টার স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির জোড়া গোল সত্ত্বেও সুইডেনের কাছে ২-৩ গোলে হেরেছে পোল্যান্ড। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সমতায় ছিল দুই দল। ফলে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পোল্যান্ডকে।

খেলাধুলা

মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ফুটবলার এবং কোচসহ ১৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার সংবাদ মাধ্যমকে মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

আবু হাসান চৌধুরী জানান, ২৫ জুন লিগ সামনে রেখে ১৯ তারিখ সবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। আজ রিপোর্ট পেয়েছি। এরমধ্যে প্রধান কোচ ও ১২ ফুটবলার এবং চারজন বলবয়সহ মোট ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।

২৫ জুন আবাহনীয়-মোহামেডানের ম্যাচ দিয়েই আবার শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। তার আগেই করোনার এই দুঃসংবাদ।

তিনি আরো জানান, এই পরিস্থিতিতে ক্লাবের প্রিমিয়ার লিগে অংশ নেয়া সম্ভব নয়। আমরা মঙ্গলবার বাফুফেকে চিঠি দিয়ে বিস্তারিত জানাবো এবং আমাদের লিগের খেলাগুলো অন্তত ১৪দিন পিছিয়ে দেওয়ার আবেদন করব। কারণ, এই সময়টা কোচ, খেলোয়াড় এবং বয়লবয়দের কোয়ারেন্টাইনে রাখতে হবে।

খেলাধুলা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। এরইসঙ্গে টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতে আসরটির শেষ ষোলো নিশ্চিত করল ফিফার শীর্ষ দেশটি।

এ ম্যাচে ইনজুরি থেকে ফিরেই নায়ক বনে যান কেভিন ডি ব্রুইনা। দল শুরুতে পিছিয়ে পড়ার পরও একটি গোলে সহায়তা করে নিজে একটি গোল করে জয় নিশ্চিত করেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। এরইসঙ্গে টানা দুই জয়ে ও এক ম্যাচ বাকি থাকতে আসরটির শেষ ষোলো নিশ্চিত করল ফিফার শীর্ষ দেশটি।

এ ম্যাচে ইনজুরি থেকে ফিরেই নায়ক বনে যান কেভিন ডি ব্রুইনা। দল শুরুতেই পিছিয়ে পড়ার পরও একটি গোলে সহায়তা করার পাশাপাশি নিজে একটি গোল করে জয় নিশ্চিত করেন।

এ ম্যাচে ডেনিশ ফুটবলার ক্রিস্তিয়ান এরিকসেনের সম্মান ও সমর্থনে ১০ মিনিটে গ্যালারিতে উপস্থিত সব দর্শক একসঙ্গে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। গত শনিবার এই মাঠেই ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচের ৪৩তম মিনিটে কার্ডিয়াক অ্যারস্টে মাঠে লুটিয়ে পড়েন। মাঠে দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। অবশ্য তিনি এখন সুস্থ আছেন।

বৃহস্পতিবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অবশ্য ম্যাচের একেবারে শুরুতেই পিছিয়ে পড়ে বেলজিয়াম। দলটির জেসন দেনায়ের ভুলে গোলটি হজম করে তারা। তার ভুল পাসে প্রতিপক্ষের পিয়ের-এমিলে হোয়বিয়ের্গ বল পেলে তিনি পাস দেন ইউসুফ পোলসেনকে। লাইপজিগের এই ফরোয়ার্ড বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে লিড এনে দেন ।

প্রথমার্ধে আরও বেশকিছু সুযোগ তৈরি করে ডেনমার্ক। তবে সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি। অপরদিকে বেশ ভুগতে দেখা যায় বেলজিয়ামকে। এ সময় উল্লেখ যোগ্য কোনো আক্রমণ রচনা করতে পারেনি তারা।

অবশ্য বিরতির পর স্বরূপে ফেরে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে সমতায় ফেরে দলটি। রোমেলু লুকাকুর পাস থেকে দেন কেভিন ডে ব্রুইনেকে। চোট কাটিয়ে ফেরা এই মিডফিল্ডার তোরগান হ্যাজার্ডের দিকে বল বাড়িয়ে দেন। আর ফাঁকায় বল পেয়ে বাকি কাজ সারতে কোনো সমস্যা হয়নি হ্যাজার্ডের।

পরে ৭০তম মিনিটে ডি ব্রুইনার গোলেই জয় নিশ্চিত করে বেলজিয়াম। সতীর্থের পাস থেকে ২০ গজ দূর থেকে দারুণ এক জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার।

খেলাধুলা

ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামা মানেই যেন রেকর্ড বইয়ে বেশকিছু ওলটপালট। এই যেমন গত রাতে মাঠে নেমেই গড়ে ফেললেন দুটি রেকর্ড।

আবার ম্যাচের শেষদিকে জোড়া গোল করে গড়লেন নতুন আরেক ইতিহাস।  

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় ইউরোর ‘এফ’ গ্রুপে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেই এক রেকর্ড নিজের করে নেন রোনালদো। ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েন তিনি। এরপর ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে টপকে ইউরোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেন পর্তুগিজ উইঙ্গার।

রেকর্ডগুলো গড়ার পথে দলকে দারুণ এক জয় এনে দেন রোনালদো। অথচ ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, হাঙ্গেরি পর্তুগালকে আটকে রাখবে তো বটেই, বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্টও পকেটে পুরে ফেলতে পারে। কিন্তু রোনালদো তা হতে দেবেন কেন? পর্তুগালও হারেনি। উল্টো বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদোরা।

বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলে মেজর টুর্নামেন্টে রোনালদোর এটি ৩৯তম ম্যাচ। ছাড়িয়ে গেলেন জার্মানির সাবেক ফরোয়ার্ড বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ আসরে খেলার কীর্তিও গড়লেন রোনালদো।

খেলার মাঝে গোলের রেকর্ডটি গড়েন ৩৬ বছর বয়সী রোনালদো। হাঙ্গেরির জমাট রক্ষণে একের পর এক আক্রমণ ভেস্তে যাওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল পর্তুগাল। শেষ দিকে পাল্টে যায় চিত্র। ৮৪তম মিনিটে সোভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় তারা। এর তিন মিনিট পরেই সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ১০ গোল নিয়ে পা রাখেন গোলদাতাদের তালিকার চূড়ায়। ছাড়িয়ে যান মিশেল প্লাতিনিকে। যোগ করা সময়ে আরেকটি গোল করেন রোনালদো।

পাঁচ আসর মিলিয়ে ২২ ম্যাচে রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো। ২০০৪ সালে নিজের প্রথম আসরে ২টি, ২০০৮-এ ১টি, ২০১২ ও ২০১৬ আসরে করেন ৩টি করে। ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনি ৯ গোল করেছিলেন এক আসরেই, ১৯৮৪ সালে ৫ ম্যাচে।

বলার অপেক্ষা রাখে না, ইউরোর পাঁচ ভিন্ন আসরে গোল করা একমাত্র ফুটবলারও তিনি। একাধিক আসরে অন্তত ৩ গোল করার একমাত্র কীর্তিও রোনালদোর। তার গোল করার ধরনেও আছে রেকর্ড। আগের ৯টির মতো এবারও ডি-বক্সের মধ্য থেকে জালে বল পাঠিয়েছেন, এর মধ্যে ৫টি হেডে। দুটিই রেকর্ড।

গ্রুপ পর্যায়ে করেছেন তিনি সর্বাধিক ৮টি গোল। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দুটি ফাইনাল খেলা ৪৪ খেলোয়াড়ের একজন রোনালদো। তিনটি ফাইনাল খেলতে পারেননি কেউ। এবার সুযোগ তার সামনে।

বর্নাঢ্য ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভেঙেছেন ও গড়েছেন। এর মধ্যে আরেকটি দুর্দান্ত রেকর্ড গড়ার পথে এগিয়ে চলেছেন রোনালদো; জাতীয় দলের হয়ে ১৭৫ ম্যাচে তার গোল হলো ১০৬টি। আর তিনটি হলে ইরানের আলি দাইয়ের গড়া ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

খেলাধুলা

প্রথম সবকিছুর ভালো লাগাই আলাদা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেয়ে দারুণ খুশি মুশফিকুর রহিমও। তবে তার চোখ এখন আরও বড় অর্জনে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হতে চান বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

পাকিস্তানের হাসান আলি, শ্রীলঙ্কার প্রাভিন জয়াবিক্রমাকে পেছনে ফেলে আইসিসির মে মাসের সেরা নির্বাচিত হয়েছেন মুশফিক। সোমবার তা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

গত মাসে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মুশফিক জায়গা করে নিয়েছিলেন মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়। আইসিসির ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে জিতেছেন তিনি এই সম্মাননা।

স্বীকৃতি পাওয়ার দিন অবশ্য ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিক। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনীর হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে শূন্য রানে আউট হন তিনি। তবে ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪৯ রানে জেতে তার দল।

ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, এই জয় শুধু তার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বাংলাদেশেরও জয়।

“প্রথমে আইসিসিকে ধন্যবাদ, আমাকে মে মাসের জন্য মনোনয়ন দেওয়ার জন্য। তার চেয়ে বড় ধন্যবাদ তাদের, যারা আমাকে ভোট দিয়েছে। আমি মনে করি, শুধু আমাকে না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন।”

“আমার ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে শুধু প্লেয়ার অব দা মান্থ না, আমি চেষ্টা করব প্লেয়ার অব দা ইয়ার হতে। বাংলাদেশকে যেন আমি আরও অনেক ভালো ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারি। এই পুরস্কার সামনে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।”

মুশফিকের দুর্দান্ত পারফরম্যান্সেই লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। যেখানে প্রথম দুই ম্যাচে দলের বিপদে হাল ধরে জয়ের ভিত গড়ে দেন তিনি। প্রথম ওয়ানডেতে খেলেন ৮৪ রানের ইনিংস। দ্বিতীয়টিতে করেন ১২৫ রান। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে যায় স্বাগতিকরা।

শেষ ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।

খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আচরণবিধি ভাঙায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। ফলে দলের পরবর্তী ম্যাচে নিয়মিত এই অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। অবশ্য এতে হতাশ হতে হয়নি দলটিকে। ওল্ড ডিওএইচএসকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৯ রানে হারিয়েছে মোহামেডান।

গতকাল রোববার বিকেএসপির ৪ নাম্বার মাঠে কিপার-ব্যাটসম্যান শুক্কুরের ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রান করে মোহামেডান।

ওল্ড ডিওএইচএস ইনিংসের চতুর্দশ ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দলটি পায় ১২৫ রানের লক্ষ্য। কিন্তু থামে ৪ উইকেটে ১১৫ রানে। বৃষ্টির পর খেলা শুরু হলে দলটির দরকার ছিল ১৪ বলে ২৫, কিন্তু তুলতে পারে কেবল ১৫ রান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। আব্দুল মজিদ করেছেন ২৯ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোম অবশ্য বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পাননি। ৪ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।

টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান। ৮ ম্যাচে এটি মোহামেডানের পঞ্চম জয়। ওল্ড ডিওএইচএসের পঞ্চম হার।