খেলাধুলা

সৌদি আরব ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি প্রস্তাব আসার পরই বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখতে আগ্রহী ফিফা। চার বছরের বদলে প্রতি দুই বছর পর পর একটি বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে তারা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো সংবাদ সম্মেলনে বলেন, ফিফা দুই বছরে একবার বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা যাচাই করে দেখতে চায়। এর জন্য একটি জরিপও করতে চায় সংস্থাটি। তবে সেটার দিনক্ষণ এখনও ঠিক করেনি তারা।

এই প্রস্তাবকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে ১৬৬টি ন্যাশনাল ফেডারেশন। যদিও এর বিরুদ্ধে ভোট পড়েছে ২২টি। তবে এই ভাবনা কার্যকরী করতে গেলে আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারই বদলে ফেলতে হবে। অন্যান্য টুর্নামেন্টগুলির আয়োজন এক্ষেত্রে কীভাবে হবে, তা-ও বড় প্রশ্ন। তাছাড়া এমনটা হলে বিশ্বকাপ কোয়ালাফায়িং রাউন্ডের জন্যও সময় অনেকটাই কমে যাবে।

জিয়ানির দাবি, তিনি কি ভাবছেন, তাতে কিছু এসে যায় না। বরং বিষয়টি বাস্তবায়িত করতে হলে কী কী করণীয়, তা দেখতে হবে। সমস্ত পয়েন্টগুলি নিয়েই আলোচনা করা হবে। অর্থাৎ সাফ-এর প্রস্তাব আকর্ষণীয় হলেও তা বাস্তবায়িত করার জন্য বহু ধাপ পার করতে হবে ফিফাকে।

১৯৩০ সাল থেকে শুরু হওয়ার পর চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়ে আসছে। সামনের বছর কাতারে হতে যাচ্ছে বিশ্বকাপ। দুই বছর পরপর এই প্রতিযোগিতা আয়োজন করতে চাইলে ইউয়েফা ও কনমেবোলের দুই মার্কি টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার সঙ্গে সমঝোতা করতে হতে পারে ফিফাকে।

খেলাধুলা

কানাডাকে হারিয়ে বিশ্বকাপ আর্চারিতে ফাইনালে ওঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র ইভেন্টে চমক দেখিয়েছে রোমান সানা ও দীয়া সিদ্দিকী জুটি।

ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছে বাংলাদেশের এই জুটি।

এর আগে চমকের পর চমক উপহার দিয়েছেন রোমান ও দিয়া জুটি। দিনের শুরুটা করেছিল র‍্যাঙ্কিংয়ে একে থাকা জার্মানিকে হারিয়ে। ১৭ নম্বর র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশ ৫-১ সেটে হারিয়েছে জার্মানিকে। ৯ নম্বর র‍্যাঙ্কিংয়ে অবস্থান করা স্পেনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে বাংলাদেশের জয় ৫-৪ সেটে।

খেলাধুলা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রায় পুরো বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা ক্রীড়াবিদরাও যে যার অবস্থান থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন।

এবার এই দলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের পর যোগ দিলেন তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।

মঙ্গলবার (১৮ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা ও বজ্রমুষ্টির সাইন দিয়ে আলাদা ছবি আপলোড করেন তারা।

সাব্বির ক্যাপশনে লিখেন, আমি সাব্বির রহমান বাংলাদেশ থেকে। আমি ফিলিস্তিনের পাশে আছি। # সেভ প্যালেস্টাইন।

অন্যদিকে তাসকিন ছবির ক্যাপশনে প্রায় একইভাবে লিখেন, আমি বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ ফিলিস্তিনের পাশে আছি। তিনি বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনের নাম লিখেছেন।

খেলাধুলা

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপ জিতেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। এ দলেই খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল খেলোয়াড় হামজা চৌধুরী। জয় উদযাপনের সময় হামজা এবং আরেক খেলোয়াড় ফোফানা দর্শকদের সামনে তুলে ধরেন ফিলিস্তিনের পতাকা। দেশটিতে চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এ দুই মুসলিম ফুটবলার।

এর আগে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ও আর্সেনাল খেলোয়াড় মোহামেদ এলনিনি। যদিও শেষোক্তজন এর ফলে আছেন তোপের মুখে। ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, তিনি পড়তে পারেন জরিমানা, কিংবা চাকরিচ্যুতির মুখেও।

চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তোলে লেস্টার সিটি। শনিবার রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোল করেন ইউরি টিলেমানস। প্রথমবারের মতো এ শিরোপা জেতায় লেস্টারের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও মালিকদের উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। উৎসব চলাকালীন দুই মুসলিম খেলোয়াড় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বড় মঞ্চে এমন নজির দুর্লভ।

খেলাধুলা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা সফরে গিয়ে সিরিজ হারার পর আইসিসি কর্তৃক দুঃসংবাদই আসবে- এমনটাই অনুমিত ছিল। আর সেটাই ঘটল।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে মোট ৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে অবস্থানের কোনো হেরফের হয়নি। আগের মতোই নবম স্থানে আছে।
সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে যথারীতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড নিজেদের শীর্ষ দুই স্থান ধরে রেখেছে। ১২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট ১২০।

অস্ট্রেলিয়াকে টপকে গেছে ইংল্যান্ড। র‌্যাংকিংয়ে ৫টি মূল্যবান পয়েন্ট খুইয়ে চার নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাদের রয়েছে ১০৯ পয়েন্ট। অন্যদিকে ৩ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।

নিজেদের পঞ্চম অবস্থান ধরে রেখেছে পাকিস্তান, ৯৪ পয়েন্ট বাবর আজমের দলের। তবে র‌্যাংকিংয়ে বড় লাফটা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৮৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে উঠে গেছে ৬ নম্বরে। অন্যদিকে ৯ পয়েন্ট খুইয়ে ৮০ নিয়ে এখন সাতে দক্ষিণ আফ্রিকা এবং ৭৮ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো জয় না পাওয়া বাংলাদেশ হারিয়েছে ৫টি পয়েন্ট। তারা এখন ৪৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নয় নম্বরে। অন্যদিকে পাকিস্তানের কাছে সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হলেও ৮ পয়েন্ট যোগ হয়েছে জিম্বাবুয়ের ঝুলিতে, ৩৫ পয়েন্ট নিয়ে দশে তারা।

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেখানে জায়গা হয়নি অনেক অভিজ্ঞ ও নিয়মিত মুখের। প্রায় নবীন দল নিয়েই বাংলাদেশে আসবে লঙ্কানরা।

জানা যায়, নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নেকে সরিয়ে এবারের বাংলাদেশ সফরে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে। তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কুশল মেন্ডিসকে।

বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা স্কোয়াড

কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, দানুশকা গুনাথিকালাকা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শিরান ফার্নান্দো।

খেলাধুলা

সূচি অনুযায়ী ঈদুল ফিতরের আগে গতকালই ছিল জাতীয় দলের অনুশীলনের শেষ দিন। শ্রীলঙ্কাফেরত ক্রিকেটাররা কোয়ারেন্টাইন শেষে মাঠে নামার অনুমতি পেতে বিলম্ব হয়েছে। তাই অনুশীলনও ঐচ্ছিক করা হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজও অব্যাহত থাকবে ঐচ্ছিক অনুশীলন।

করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়ে গতকাল অনুশীলনে এসেছিলেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম ছাড়া লঙ্কা সফর থেকে ফেরা সবাই গতকাল অনুশীলনে যোগ দেন। পুরোদমেই হয়েছে অনুশীলন। যেখানে ফিল্ডিংয়েই বেশি জোর দেওয়া হয়েছে।

ঈদের ছুটির পর ১৮ মে শুরু হবে প্রস্তুতির মূল অংশ। লঙ্কানদের বিরুদ্ধে হোম সিরিজ জয়ে পূর্ণ আশাবাদী বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ ভাবনায় তরুণদের নিয়ে বাংলাদেশ সফরের দল গড়ছে শ্রীলঙ্কা। সুজনের আশা, নিকট অতীতের ব্যর্থতা ভুলে হোম গ্রাউন্ডে সিরিজ জিতবে টাইগাররা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে সুজন গতকাল বলেছেন, ‘নবীন হলেও শ্রীলঙ্কা বেশ শক্ত দল হবে। অবশ্যই আমরা ঘরের মাঠে সিরিজ জিততে চাই। আমি বিশ্বাস করি যে, আমাদের সামর্থ্য আছে সিরিজ জেতার। যদিও বেশ কিছু খেলায় হেরে আমরা ব্যাকফুটে, কিন্তু আমি মনে করি এই ফরম্যাটে আমি বেশ দুর্দান্ত দল।’

তামিম ইকবালের দল সিরিজ জিতবে বলেই বিশ্বাস সুজনের। তিনি বলেছেন, ‘যদিও শ্রীলঙ্কা ও বাংলাদেশে কন্ডিশন খুব বেশি ফারাক নেই। তবুও আমাদের হোম গ্রাউন্ড, আমরা চেষ্টা করব নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে। আমি বিশ্বাস করি সিরিজটা আমরা জিতব।’

হোম কোয়ারেন্টাইন শেষে গতকাল অনুশীলনে এসে ব্যাটিং করেছেন মুশফিক, লিটনরা। তাসকিন, মিরাজরা বোলিং করেছেন। জাতীয় দলের কোচ আছেন বলেই ঈদের ছুটির আগে অনুশীলনের সময়টা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

গতকাল সুজন বলেছেন, ‘অনুশীলন ঐচ্ছিক ছিল, যেহেতু আমরা সরকারের অনুমতি পেতে দেরি করেছি। অনেকে টিকিট করে চলে গিয়েছে। তারপরও আজকে (গতকাল) অনেকগুলো ছেলে কাজ করেছে। তাও ১৫-১৬ জন হবে। আগামীকালও (আজ) ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে। তাসকিন আজ বোলিং করল, মুশফিক ব্যাটিং করল, এসব আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

শ্রীলঙ্কা সফরের মতো ফিল্ডিংয়ে গলদ চায় না বাংলাদেশ দল। তাই অনুশীলনে গুরুত্ব পাচ্ছে ফিল্ডিং। বিসিবির এ পরিচালক বলেছেন, ‘ফিল্ডিং তো আমাদের নিয়মিত চর্চার একটা ব্যাপার। নিজের ইচ্ছেরও ব্যাপার আছে যে আমি কতটুকু কষ্ট করতে পারি। আমার কাছে মনে হয় মানসিক ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, তারা চেষ্টা করছে, ভালো করার জন্য মুখিয়ে আছে তারা।’

খেলাধুলা

ভারত ফেরত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে, গতকাল শনিবার (৮ মে) তার প্রথম টেস্টও নেগেটিভ ফল আসে। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, ভারত থেকে ফেরায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ব্যাপারে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বিসিবি। শনিবার প্রথম টেস্টে নেগেটিভ এলে দ্বিতীয় টেস্টের জন্য নমুনা নেওয়া হয় তাদের। রবিবার (৯ মে) ওই টেস্টের ফলও হাতে এসেছে। সাকিবের ফল নেগেটিভ এসেছে। তবে নেগেটিভ হলেও এখনই কোয়ারেন্টিনমুক্ত হতে পারবেন না সাকিব।

ভারতে করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝেই আইপিএল স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও রাজস্থান রয়েলসের তারকা পেসার বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বর্তমানের তারা দুইজনই রাজধানীর দুইটি পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টাইনে আছেন।

খেলাধুলা

করোনাভাইরাস যেভাবে সংক্রমিত হচ্ছে তাতে ভারতে আইপিএল আর হওয়ার সম্ভাবনা নেই। এমনটিই বলছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

রোববার এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ইংল্যান্ড সিরিজ শেষে বিরাট কোহলিরা চলে যাবে শ্রীলংকায়। সেখানে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তাই আইপিএল আর ভারতে হওয়ার সুযোগ নেই। আইপিএলের বাকি অংশ আয়োজন করার সুযোগ কবে পাব, সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন।

এক প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলী বলেছেন, এখন হয়তো অনেকের মনে হতে পারে আইপিএল আগে বন্ধ হলেই ভালো হত। কিন্তু মুম্বাই এবং চেন্নাইয়ে কেউ আক্রান্ত হয়নি। দিল্লি এবং আহমেদাবাদের খেলা হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। লোকে অনেক কথাই বলবে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে দেখুন। ওদেরও অনেকে আক্রান্ত হয়েছে। কিন্তু ওরা ম্যাচ পিছিয়ে পরে আয়োজন করেছে। আইপিএলে সেটা সম্ভব নয়। সাত দিনের জন্য খেলা বন্ধ রাখলেই ক্রিকেটাররা দেশে ফিরে যাবে।

ভারতীয় সাবেক এ অধিনায়ক আরও বলেছেন, যদি কেউ আক্রান্ত না হত তাহলে আমরা প্রতিযোগিতা চালিয়ে যেতাম। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ছিল এবং মাঠে কোনও দর্শক ঢুকতে দেওয়া হচ্ছিল না। কোনও ক্রিকেটারও আক্রান্ত হয়নি। ওরা আক্রান্ত হতেই আমরা আইপিএল বন্ধ করে দেই। তবে চলমান অন্যান্য লিগগুলোর দিকে তাকিয়ে দেখুন, অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। তার পরও প্রতিযোগিতা বন্ধ নেই।

খেলাধুলা

সকল গুঞ্জন উড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গেই থাকার চুক্তি করলেন নেইমার। এর ফলে প্যারিসের দলটির সঙ্গে আরও ৪ বছর থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা।

গত কয়েক মৌসুমের মতো এবারও নেইমারের তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল। যেখানে ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে লিগ ওয়ানে পাড়ি দিয়েছিলেন তিনি।

নেইমারের আগের চুক্তিটি ২০২১-২২ মৌসুম পর্যন্ত ছিল। তবে নতুন চুক্তির ফলে এল’ইকুয়েপের তথ্য অনুযায়ী প্রতিটি মৌসুমের জন্য ৩০ মিলিয়ন ইউরো করে পাবেন এই ফরোয়র্ড। এছাড়া চুক্তিতে রয়েছে, তিনি যদি পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন তবে বড় অংকের বোনাস পাবেন।

এদিকে দলের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও চুক্তি নবায়ন করার ইচ্ছে প্রকাশ করেছে পিএসজি। ২২ বছর বয়সী এই ফরাসি তরুণের বর্তমান মেয়াদ আগামী মৌসুমে শেষ হবে।