খেলাধুলা

প্রথম ইনিংসে মিরাজের সেঞ্চুরিতে ৪৩০ রান। পরে মিরাজ-তাইজুল ঘূর্ণিজাদুতে ওয়েস্ট ইন্ডিজের ২৫৯ রানে গুটিয়ে যাওয়া। এরপর ২২৩ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩৯৫ রানের লিড ছুড়ে দেয় বাংলাদেশ।

এমন সমীকরণ নিয়ে জয়ের স্বপ্ন নিয়ে পঞ্চম দিন মাঠে নামে মুমিনুল বাহিনী। কারণ চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে এতো রান তাড়া করে জেতেনি কেউই। এ মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০০৮ সালে বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতেছিল কিউইরা।

অর্থাৎ উইন্ডিজ জিতলে নতুন ইতিহাস গড়বে। আর সেই ইতিহাসই গড়ল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

আগের দিন ১১০ রান করে চাঙা মনোভাবেই ইনিংস শুরু করেন কাইল মায়ার্স আর এনক্রুমাহ বোনার।

আর এ দুই মিডলঅর্ডার ব্যাটসম্যানই হতাশার সাগরে ডোবাল বাংলাদেশকে। টেস্ট ইতিহাসে এটি দুই অভিষিক্ত ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়লেন, যা ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ।

৪৪২ বলে ২১৬ রানের অবিশ্বাস্য জুটি গড়েছেন মায়ার্স ও বোনার। তবে এতো বড় জুটি গড়ে দিতে অবদান রেখেছে বাংলাদেশের ফিল্ডাররও। দুই-দুবার জীবন পেয়েছেন মায়ার্স। ৪৯ রানে স্লিপে দেওয়া তার ক্যাচ মিস করেন শান্ত। এরপর এলবিডব্লিউতে আউট হলেও রিভিউ নেননি মুমিনুল।

একইরকম ভুল করা হয়েছে বোনারের বেলায়। তার বেলায়ও রিভিউ নেননি বাংলাদেশ অধিনায়ক। পরে রিপ্লেতে দেখা গেছে, লেগস্ট্যাম্প উপড়ে ফেলত বলটি।

আর সেই বোনার করেছেন ৮৬ রান আর মায়ার্স খেললেন অবিস্মরণীয় ২১০ রানের ইনিংস।

চা-বিরতির পর কিছুটা হলেও খেলায় ফিরেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই বোনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন। ২৪৫ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস সমাপ্ত হয় অভিষিক্ত বোনার।

এর পাঁচ ওভার পর অফ-স্পিনার নাঈম হাসান বোল্ড করেন জার্মেইন ব্লাকউডকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কারণ ম্যাচজয়ী কাইল মায়ার্স অপরাজিত ছিলেন অপরপ্রান্তে।

এরপর রাহকিম কর্নওয়ালের সঙ্গে নিয়ে লক্ষ্যে পৌঁছে যান মায়ার্স। ৩০২ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান মায়ার্স। এর আগে ৫৯ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হন জসুয়া। মেয়ার্সের সঙ্গে জশুয়া ১৩০ বলে ১০০ রানের জুটি গড়েন। তাইজুলের বলে জসুয়া যখন আউট হন তখন জয় থেকে ৩ রান দূরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর কেমার রোচকে শূন্য রানে ফেরান মিরাজ। কিন্তু তখন উইকেট তুলে নেওয়ার আনন্দ সব মাটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯

বাংলাদেশ ২য় ইনিংস: ২২৩/৮ (লিড ৩৯৫)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (৩৯৫/৭, আগের দিন ১১০/৩) (মেয়ার্স ২১০, বনার ৮৬; মুস্তাফিজ ১২-১-৬১-০, তাইজুল ৪৫-১৮-৯১-২, মিরাজ ৩৫-৩-১১৩-৪, নাঈম ৩৪.৩-৪-১০৫-১)।

খেলাধুলা

চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান এনকেরুমা বোর্ন ও কাইল মায়ার্স। দিনের শেষমুহূর্ত পর্যন্ত ব্যাটিং করে যান তারা। তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে খেলায় ফেরে উইন্ডিজ।

চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ৩৭ ও ১৫ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স ও এনকেরুমা বোর্ন।

জয়ের জন্য রোববার শেষ দিনে উইন্ডিজকে করতে হবে আরও ২৮৫ রান। অন্যথায় পরাজয় এড়াতে হলে শেষ দিনের পুরো তিন সেশন ধৈর্য ধরে ব্যাটিং করে যেতে হবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০ (মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, মুশফিক ৩৮, লিটন ৩৮; জোমেল ওয়ারিক্যান ৪/১৩৩)। এবং ২য় ইনিংস: ২২৩/৮ (মুমিনুল হক ১১৫, লিটন ৬৯; রাহকিম কর্নওয়াল ৩/৮১, জোমাল ওয়ারিক্যান ৩/৫৭)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯/১০ (ব্রাফেট ৭৬, কাইল মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, দ্য সিলভা ৪২; মিরাজ ৪/৫৮)। এবং ২য় ইনিংস: ১১০/৩ (কাইল মেয়ার্স ৩৭*, জন ক্যাম্পবেল ২৩, ক্রেগ ব্রাথওয়েট ২০; মিরাজ ৩/৫২)।

চতুর্থ দিনের খেলা শেষে ২৮৫ রানে পিছিয়ে উইন্ডিজ।

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৪তম আসরের আগে প্লেয়ার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ১৪তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রকাশিত তালিকায় নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ১০৯৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৮৩। বিদেশি ২৮৩ জনের মধ্যে আছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার।

তারা হচ্ছেন – অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

জানা গেছে, নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন সাকিব। তার সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় আরও রয়েছেন- গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড, কলিন ইনগ্রাম, কেদার যাদব ও হরভজন সিং।

এছাড়া দেড় কোটি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান।

বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও আফগানিস্তানের ৩০ জন, অস্ট্রেলিয়ার ৪২ জন, ইংল্যান্ডের ২১ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেপালের ৯ জন, নেদারল্যান্ডের ১ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, স্কটল্যান্ডের ৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১ জন, সংযুক্ত আরব আমিরাতের ২ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন ও জিম্বাবুয়ের ২ জন ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছেন।

খেলাধুলা

টেস্টের গতিপথ তৃতীয়দিনেই অনেকটা নির্ধারণ হয়ে যায়। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজের প্রথম টেস্টও এগিয়েছে একটা গতিপথে। বারবার রং বদলানো ম্যাচে দ্রুত ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। পরে দেখায় লড়াই। আবার ছয় রানে ৫ উইকেট হারিয়ে হুট করে ধসে যায়। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও তারা দিয়েছে ধাক্কা। তবে ৭ উইকেট হাতে রেখে ২১৮ রানের লিডটা স্বস্তি হয়ে এসেছে মুমিনুল-মিরাজদের জন্য।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংস থেকে ৪৩০ রান পায় বাংলাদেশ। জবাবে ২৫৯ রানে থামে ক্রেগ ব্রাথওয়েটদের প্রথম ইনিংস। ১৭১ রানের বড় লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক রানে হারায় তামিম ইকবাল ও নাজমুল শান্তকে। দু’জনই রাকিম কর্নওয়ালের বলে শূন্য করে ফেরেন। এরপর ঠান্ডা মাথায় খেলা সাদমান ইসলামও ফিরে যান ৪২ বলে ৫ রান করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে তুলতে পেরেছে ৪৭ রান।

চতুর্থদিন অধিনায়ক মুমিনুল হক ৩১ ও মুশফিকুর রহিম ১০ রান নিয়ে ব্যাট করতে নামবেন। চেষ্টা চালাবেন লিড বাড়িয়ে নেওয়ার। এর আগে দ্বিতীয়দিন ৭৫ রানে ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়দিনের প্রথম বলেই তাইজুল ইসলামের বলে উইকেট হারায়। এরপরই উইন্ডিজ শিবিরে ধাক্কা দেন নাঈম হাসান ও মেহেদি মিরাজ। সেই ধাক্কায় ফিরে যান ৭৬ রান করা ক্রেগ ব্রাথওয়েট ও ৪০ রান করা কাইল মায়ার্স।

তবে ৯৯ রানের জুটি গড়ে জার্মেইন ব্লাকউড ও জসুয়া ডি সিলভা চোখ রাঙানি দেখাচ্ছিলেন বাংলাদেশকে। কিন্তু হুট করেই ৫ উইকেট হারিয়ে ধসে যায় তারা। ৫ উইকেটে ২৫৪ থেকে থামে ২৫৯ রানে। জার্মেইন ব্লাকউড ফিরে যাওয়ার আগে করেন ৬৮ রান। এছাড়া জসুয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে মেহেদি মিরাজ ৫৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট। বুধবার শুরু হওয়া টেস্টে বল হাতে জাদু দেখানোর আগে ব্যাট হাতে আসল জাদুটা দেখিয়েছেন মেহেদি মিরাজ। ব্যাট হাতে তিনি তুলে নিয়েছেন আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৩ চারে তার ব্যাট থেকে বেরোয় ১০৩ রানের ইনিংস।

এছাড়া সাকিব আল হাসান ৬৮ ও সাদমান ইসলাম করেন ৫৯ রান। বড় সংগ্রহ পেতে বাংলাদেশ পক্ষে মুশফিকুর রহিম ও লিটন দাসের ৩৮ করে রান রেখেছে অবদান। এমনকি নাজমুল শান্তর ২৫, মুমিনুল হকের ২৬, নাঈম হাসানের ২৪ এবং তাইজুলের ১৮ রানও রেখেছে অবদান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নিয়ে সফল বোলার বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান।

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের পরিচিত মুখ সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে মুখিয়ে থাকে ফ্রাঞ্চাইজিরা। এবারও এর ব্যতিক্রম নয়।

এবার আইপিএলে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের ১৩তম আসরের নিলাম।

এখন পর্যন্ত মোট ৫ জন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলেছেন। তবে নিয়মিতভাবে এই টুর্নামেন্টে দেখা মিলে শুধুমাত্র সাকিব আল হাসানকে।

সবশেষ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।

সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ আসরে খেলা হয়নি এই অলরাউন্ডারের। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরছেন আইপিএলে।

২০২১ সালের আইপিএলে নিলামের জন্য মোট ১০৯৭ জন খেলোয়াড় সাইন আপ করেছেন।

খেলাধুলা

মন্থর উইকেটেও গতিময় সব ডেলিভারিতে ব্যাটসম্যানদের ভোগালেন আনরিক নরকিয়া। ফাহিম আশরাফের দারুণ লড়াইয়ের পরও পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে থামিয়ে দিলেন তিনশ রানের আগেই। তবে দ্রুত উইকেট হারিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে চাপে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

খেলাধুলা

শুরু থেকে চট্টগ্রাম আবাহনীকে চাপে রেখে মাহবুবুর রহমান সুফিলের গোলে জিতেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে টানা ছয় জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে অস্কার ব্রুসনের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ১-০ গোলে জেতা বসুন্ধরা কিংস ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৭।

দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারত বসুন্ধরা কিংস। কিন্তু রবসন দা সিলভা রবিনিয়োর ফ্রি কিকে পা ছোঁয়াতে পারেননি রাউল অস্কার বেসেরা। ৩০তম মিনিটে আর্জেন্টাইন বংশোদ্ভূত এই চিলিয়ান ফরোয়ার্ডের হেড ফেরান চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক মোহাম্মদ নাঈম।

৩৮তম মিনিটে বসুন্ধরা কিংসের খালিদ শাফিইয়ের লম্বা থ্রো ইনে উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলি বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন দা সিলভেইরা ফের্নান্দেসের সাইড ভলি পোস্টে লেগে ফিরে।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে ড্র করা চট্টগ্রামের দলটি। মান্নাফ রাব্বীর জোরালো শট গোলরক্ষক আনিসুর রহমান জিকো দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন।

৬২তম মিনিটে সেট পিস থেকে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে ফের্নান্দেসের কর্নারে লাফিয়ে উঠেও মাথা ছোঁয়াতে পারেননি বেসেরা। তার পরে থাকা সুফিল বুলেট গতির হেডে লক্ষ্যভেদ করেন।

৭১তম মিনিটে নিক্সন গুইলের্মের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি চিনেডু ম্যাথিউ। ফাঁকায় থাকা রাকিব হোসেনও বলের নিয়ন্ত্রণ ঠিকঠাক নিতে পারেননি। এই ফরোয়ার্ডের টোকায় বল চলে যায় জিকোর গ্লাভসে। সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট হয় চট্টগ্রাম আবাহনীর।

৮০তম মিনিটে সুফিলের ক্রস ছোট ডি-বক্সের একটু উপরে পেয়ে গিয়েছিলেন ফের্নান্দেস। কিন্তু তার বাঁ পায়ের শট ক্রসবারের উপর দিয়ে যায়।

দিনের অন্য ম্যাচে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছে উত্তর বারিধারা।

খেলাধুলা

উত্থান-পতনের মধ্যে চলতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব আরেকটি ধাক্কা খেল। প্রিমিয়ার লিগে এবার উত্তর বারিধারার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে শন লেনের দল।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি ১-১ ড্র হয়। ছয় ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট মোহামেডানের। পাঁচ ম্যাচে উত্তর বারিধারার পয়েন্ট ২।

গত চার ম্যাচ জয়হীন উত্তর বারিধারা এগিয়ে যায় অষ্টাদশ মিনিটে, উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভের পেনাল্টি গোলে। ডি-বক্সে সাইদস্তোন ফজিলভ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪-১ গোলে উড়ে যাওয়া মোহামেডান প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকেই সমতায় ফিরে। জাপানি মিডফিল্ডার উরু নাগাতার শট পাপন সিং ফেরাতে গিয়ে পড়ে যান। বল সেসময় তার হাতে লাগলে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি। সুলেমানে দিয়াবাতে স্পট কিকে লক্ষ্যভেদ করেন।

দিনের অন্য ম্যাচে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাহবুবুর রহমান সুফিলের গোলে চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস। টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।

খেলাধুলা

কোপা দেল রের ফাইনালে ওঠার দুই লেগের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে সেভিয়াকে পেয়েছে বার্সেলোনা।

এক লেগের কোয়ার্টার-ফাইনালে গত বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে গ্রানাদাকে ৫-৩ গোলে হারিয়েছিল কাতালান দলটি। সেভিয়া শেষ চারে ওঠে দ্বিতীয় সারির দল আলমেরিয়াকে ১-০ গোলে হারিয়ে।

গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছিল বার্সেলোনা।

অন্য সেমি-ফাইনালে মুখোমুখি আথলেতিক বিলবাও ও লেভান্তে।

খেলাধুলা

তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দল এখন হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে। গত ১০ জানুয়ারি ঢাকায় এসেছিল ক্যারিবীয়রা। গত সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিল দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফসহ সবাই। ৩৮ সদস্যের সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে এ তথ্য জানিয়েছেন।

চতুর্থ দিন থেকে মাঠে নামার কথা উইন্ডিজদের। তার আগে আরেকবার করোনা পরীক্ষা হবে তাদের। দ্বিতীয়বার করোনা নেগেটিভ রিপোর্ট পেলেই অনুশীলন শুরু করবে তারা। আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।