খেলাধুলা

৭ বছর আগে বিজয় দিবস টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালের কোনো একজনের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে একই দলে সবশেষ কবে খেলেছেন, অনেক ভেবেও মনে করতে পারলেন না মাহমুদউল্লাহ। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সাকিবকে সতীর্থ হিসেবে পেয়ে তাই উচ্ছ্বসিত অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ড্রাফটে নিজেদের প্রথম ডাকে সাকিবকে দলে নিলেও জেমকন খুলনা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মাহমুদউল্লাহকে। জেমকনের বিপিএল ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসকে ৩ মৌসুম নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অনপ্রেরণাদায়ী ও কার্যকর অধিনায়ক হিসেবে তার আছে পরিচিতি। খুলনার ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাই বিস্ময়ের খুব বেশি কিছু নেই।

তবে মাহমুদউল্লাহ নিজে অবাক তিনি ও সাকিব একই দলে থাকায়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দুজন সিনিয়র ক্রিকেটারের এক দলের খেলার সুযোগ থাকে সামান্যই। গত বঙ্গবন্ধু বিপিএলে অবশ্য ঢাকা প্লাটুন দলে একসঙ্গে খেলেছিলেন মাশরাফি ও তামিম। সেটি নিয়েও ড্রাফটে ও আগে-পরে নাটক হয়েছে বেশ।

এবার মাহমুদউল্লাহ ও সাকিবের এক দলে থাকাও ড্রাফটের আগে ছিল প্রায় অভাবনীয়। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা এবং চোট-বিশ্রাম মিলিয়ে সাকিব ঘরোয়া ক্রিকেটে বিপিএলের বাইরে অন্য টুর্নামেন্টগুলোয় খেলেন খুব কমই। এবার নিষেধাজ্ঞা কাটিয়ে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়েই তিনি ফিরছেন। খুলনা প্রথম সুযোগেই তাকে নিয়েছে দলে। পরে শীর্ষ গ্রেডে থাকা মাহমুদউল্লাহকে অন্য দল না ডাকায় খুলনা পেয়ে যায় সুযোগ। দ্বিতীয় ডাকে তাকে নেয় দলে।

করোনাভাইরাস থেক মঙ্গলবার সেরে ওঠার খবর পাওয়ার পর নেতৃত্বের সুখবরও পেয়েছেন মাহমুদউল্লাহ।তিনি জানালেন সাকিবকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চের কথা।

“ আমরা এক দলে খেলব, আমার জন্যও একটু অবাক হওয়ার মতো ছিল। জাতীয় দলে অনেক বছর ধরেই একসঙ্গে খেলি, তবে সাধারণত ঘরোয়া ক্রিকেটে তো সাধারণত এরকম হয় না। অবশ্যই খুব ভালো লাগছে। ওর মতো একজন ক্রিকেটার থাকা যে কোনো দলের জন্যই বড় ব্যাপার।”

“ সাকিব সবসময়ই দারুণ পারফরমার, এখানেও পারফর্ম করবে সন্দেহ নেই। আশা করি আমাদের দলের তরুণরাও ওকে দেখে শিখতে পারবে।”

আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে জেমকন খুলনা।

জেমকন খুলনা :

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম ।

খেলাধুলা

প্রথম ম্যাচ জয়ে আগেই এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে নেপালকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল।

কিন্তু অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি। দুই ম্যাচের সিরিজে ১-০তে ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে নেপাল-বাংলাদেশ।

তবে এ ম্যাচ চলা অবস্থায় জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার জন্য হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

রেফারিরা এসে ওই দর্শককে মাঠ থেকে বের হতে অনুরোধ করলেও তিনি পকেট থেকে মোবাইল নিয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।

সেই মুহূর্তে মাঠের বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে ওই দর্শককে টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করে দেন। খেলার ৭২ মিনিটে এমন ঘটনা ঘটে।

এর আগে মিরপুর শেরেবাংলায় ক্রিকেট ম্যাচে মাশরাফির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত।

মঙ্গলবার সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালকে হোয়াইটওয়াশ করার টার্গেটে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ দল।

খেলাধুলা

সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক যুবক। হুমকি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে মহসিন তালুকদার পরিচয় দেওয়া এক যুবক সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন। এসময় তিনি রামদা উঁচিয়ে হুমকি দেন।

এরপর সোমবার এক ভিডিও বার্তায় ক্ষমা চান সাকিব। তিনি বলেন, ’অনেকেই বলছে, আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়টাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রার্থী। আমি আশা করবো, আপানারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে, সেটিও আমরা চেষ্টা করবো।’

এর আগে রবিবার রাতে ফেসবুকে ভিডিওতে মহসিন পরিচয় প্রকাশ করা ওই যুবক বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’ এসময় তিনি একটি রামদা প্রদর্শন করেন। সাকিব আল হাসানকে গালিগালাজ করেন।

এক ভক্তের সেলফি তোলা নিয়ে সাকিব আল হাসানের আচরণের সমালোচনাও করেন ওই যুবক। এমনকি গালিগালাজ করেন। এছাড়া দেশে এসে সাকিব কোয়ারেন্টাইনে ১৪ দিন না থাকায় সেটার কথাও উল্লেখ করেন।

হুমকি দেওয়ার পর, ভোর ৬টা ৪ মিনিটে আবারো একটি লাইভ ভিডিওতে হাজির হন মহসিন। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।

এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) এবিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেফতার মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খেলাধুলা

অলরাউন্ডার সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। ফেসবুক লাইভে এসে রামদা উঁচিয়ে এই হুমকি দেন তিনি। কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে হুমকি দেওয়া হয়। পুলিশ ওই যুবককে খুঁজছে।

ওই যুবকের নাম মহসিন তালুকদার। তিনি সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার বাসিন্দা। রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুকে ভিডিওতে তিনি হত্যার হুমকি দেন।

মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’ এসময় তিনি একটি রামদা প্রদর্শন করেন।

এ সময় ওই যুবক সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শ দেন।

সাকিবকে উদ্দেশ্য করে বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররা দেখছস না? তোর তো তারারে দেখা উচিৎ। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করতে। কলিজাত তুই আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

এক ভক্তের সেলফি তোলা নিয়ে সাকিব আল হাসানের আচরণের সমালোচনাও করেন ওই যুবক। এমনকি গালিগালাজ করেন। এছাড়া দেশে এসে সাকিব কোয়ারেন্টাইনে ১৪ দিন না থাকায় সেটার কথাও উল্লেখ করেন।

হুমকি দেওয়ার পর, ভোর ৬টা ৪ মিনিটে আবারো একটি লাইভ ভিডিওতে হাজির হন মহসিন। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।

এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) এবিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেফতার মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এই তারকা। এরপর ভারতের কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন শ্যামাপুজোর এক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে ভারতে যান তিনি।

খেলাধুলা

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।টুর্নামেন্ট চলাকালে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে খেলা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

এ টুর্নামেন্ট উপলক্ষে গত ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকা দলে মুশফিকুর রহিম, গাজী গ্রুপ চট্টগ্রামে মুস্তাফিজুর রহমান, মিনিস্টার গ্রুপ রাজশাহীতে সাইফউদ্দিন, জেমকন খুলনায় সাকিব আল হাসান ও ফরচুন বরিশালে তামিম ইকবালকে নিয়ে দল গঠন করা হয়েছে।

ড্রাফটে পাঁচ দলের পাঁচ হেড কোচকে খেলোয়াড় বাছাইয়ের মূল দায়িত্ব পালন করতে হয়েছে। বেক্সিমকো ঢাকার খালেদ মাহমুদ, গাজী গ্রুপ চট্টগ্রামের মোহাম্মদ সালাউদ্দিন, মিনিস্টার গ্রুপ রাজশাহীর সারোয়ার ইমরান, জেমকন খুলনার মিজানুর রহমান বাবুল ও ফরচুন বরিশালের সোহেল ইসলাম।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দীপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোঃ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নিহাদুল ইসলাম, সৈকত আলী, মমিনুল হক, রকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বী, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বী, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। তবে শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশের পর সেখানে সাবেক অধিনায়কের নাম দেখা যায়নি।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পদ পাওয়ার একটি খবর ভাইরাল হয়েছে। কিন্তু খবরটি ‘সত্য নয়’। কারণ, প্রেসিডিয়াম সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে তার নাম নেই।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পাঠানো শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

তবে শনিবার যুবলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে প্রেসিডিয়ামে মাশরাফীর নাম নেই। ৮ সদস্যদের প্রেসিডিয়ামে অবশ্যই একটি নাম ফাঁকা রয়েছে।

খেলাধুলা

প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে নাবিব নেওয়াজ জীবন ও হাসান একটি করে গোল করেন।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়। শুরু থেকে নেপালের উপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই আক্রমণে বাংলাদেশ। তবে সুমন রেজা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হোন। ম্যাচের ১০ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে নেপালের জালে বল জড়ান জীবন। এর পর উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও তারা গোল করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

আরো পড়ুন : পাকিস্তানি গোলায় ৩ ভারতীয় সেনা নিহত

বিরতির পর নেপালকে আরো চেপে ধরে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে ব্যস্ত রাখে জামাল ভূঁইয়ারা। অবশেষে দলীয় সাফল্য আসে ম্যাচের ৭৯ মিনিটে। দুই ‍ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান মাহবুবুর রহমান।

বাংলাদেশ একাদশ : জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা।

খেলাধুলা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে ব্রাজিল। শনিবার ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচে ছিলেন না মেইমার। তাতে কি। এদিন শুরু থেকে বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে সেলেসাওরা। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি জেসুস-ফিরমিনো-রিচার্লিসনরা। বিপরীতে ভেনেজুয়েলাও আক্রমণ শানিয়ে গোল করতে ব্যর্থ হয়। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।

বিরতির পরও কাঙ্ক্ষিত গোল পেতে মুর্হুমুহু আক্রমণ চালায় ব্রাজিলিয়ানরা। খেলার ৬৭ মিনিটে জালের ঠিকানা খুঁজে পায় স্বাগতিকরা। রবার্তো ফিরমিনোর দারুণ গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভেনেজুয়েলা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোন দলই। ফলে ১-০ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

আরও পড়ুন: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আরও অবনতি

এই জয়ে তৃতীয় রাউন্ড শেষে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান দখলে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার সঙ্গে পয়েন্ট সমান থাকলেও এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। আর্জেন্টিনা ৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।

খেলাধুলা

পূজা মন্ডপের উদ্বোধন করতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কোলকাতা গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের এই রাজপুত্রকে কাছে পেয়ে এক ভক্ত তার সাথে সেলফি তুলতে গেলে সেই ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন সাকিব।

আজ বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতায় একটি পূজা মন্ডপের উদ্বোধন করার কথা টাইগার অলরাউন্ডারের। সে কারণে দুপুর ১টার দিকে বেনাপোল দিয়ে ভারতে ঢুকেছেন তিনি। সাকিবকে এতো কাছে পেয়ে এক ভক্ত দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন সাকিব। শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে সেই ভক্ত মোহাম্মদ সেক্টর বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারিনি। এজন্য তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। তার কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি।

সম্প্রতি আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টর মধ্য দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে, গত বৃহস্পতিবার মধ্যরাতে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে গুলশানে একটি সুপার শপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব।

যুক্তরাষ্ট্রের মতো করোনা বিস্তারকারী দেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে এবং করোনা পরীক্ষা ছাড়াই এমন জনাকীর্ণ অনুষ্ঠানে সাকিবের উপস্থিতি ব্যাপক সমালোচিত হয়েছে। করোনা মহামারীতে দেশের নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে জনসমাগমে উপস্থিত হওয়ায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি।

খেলাধুলা

ভারতে করোনার অতিমারীতে এবারের আইপিএল হবে কিনা তা নিয়ে সংশয় কাটছিল না।

অবশেষে সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষায় মাত্র তিনটি স্টেডিয়ামে সফলভাবে শেষ হলো ভারতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি।

পঞ্চমবারের মতো শিরোপার স্বাদ পেল মুম্বাই ইন্ডিয়ানস। আর আইপিএলের ১৩তম আসর শেষ হতে না হতেই ২০২১ সালের আসর নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতের মাটিতেই আইপিএলের ১৪তম আসরের আয়োজন করতে চায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বিসিসিআই।

এ আলোচনার মধ্যেই বাতাসের গুঞ্জন– আট দলের জায়গায় ২০২১ আইপিএল হতে পারে ৯ দলের। গুজরাট থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দল খেলতে পারে সামনের আসরে। সেই ফ্র্যাঞ্চাইজির হোমগ্রাউন্ড হতে পারে মোতেরা।

উল্লেখ্য, ২০১৬ ও ২০১৭- এ দুই মৌসুমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে দুটি দল আইপিএলে খেলেছিল। সেখান থেকে গুজরাটের দলকে টুর্নামেন্টে অংশ নেয়ারও পরিকল্পনা চলছে।