খেলাধুলা

করোনাভাইরাসের কারণে এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। তবে বিপিএল না হলেও ক্রিকেটারদের খেলায় রাখতে বঙ্গবন্ধুর নামে একটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের আগে হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ এই চারটি ক্যাটাগরির জন্য ১১৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

‘এ’ ক্যাগাটরির ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন সর্বোচ্চ ১৫ লাখ, ‘বি’ ক্যাটাগরি ১০ লাখ, ‘সি’ ক্যাটাগারি ৬ লাখ আর ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন ৪ লাখ টাকা করে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের পাঁচ তারকা ক্রিকেটার-মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

খেলাধুলা

‘নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটি আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করব’, রোববার সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

সালাউদ্দিন যোগ করেন, ‘আমাদের লক্ষ্য মাঠে ফুটবল ফেরানো। নেপালকে আমরা সেজন্যই আমন্ত্রণ জানিয়ে ঢাকায় এনেছি। এই ম্যাচ দুটি সরকারের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে।’

জাতীয় দলের ফুটবলারদের ফিটনেস নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘ফুটবলাররা ৭-৮ মাস অনুশীলনের বাইরে ছিল। তাই দ্রুত তাদের ফিটনেস শতভাগ ফিরিয়ে আনা সম্ভব নয়। এখনও কয়েকদিন হাতে আছে। প্রথম ম্যাচের পর বোঝা যাবে তাদের ফিটনেসের অবস্থা।’ প্রধান কোচ জেমি ডে’সহ পাঁচ বিদেশি রয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফে। শক্তিশালী কোচিং স্টাফ দিয়ে জাতীয় দলের অনুশীলন করাচ্ছে বাফুফে।

সালাউদ্দিন বলেন, ‘জাতীয় দলের অনুশীলন দেখতে কাল (শনিবার) মাঠে গিয়েছিলাম। এখন ছেলেরা যে জার্সি গায়ে অনুশীলন করে, এমন জার্সি আমরা ম্যাচেও পেতাম না। আমাদের সময় অনুশীলনের জন্য মাত্র দুটি বল থাকত। একটি দিয়ে অনুশীলন হতো। আরেকটি দিয়ে অনুশীলন ম্যাচ খেলতাম।’ সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়ার বিপরীতে সাফল্য চাইলেন বাফুফে সভাপতি।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের ইচ্ছা থাকলেও কোভিড-১৯ এর কারণে সম্ভব হয়নি বলে আফসোস সালাউদ্দিনের। তার কথায়, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। ইচ্ছা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা সম্ভব হয়নি।’

স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি রোমন্থন করে বাফুফে প্রধান বলেন, ‘ফুটবলাররা শুধু বঙ্গবন্ধুর ডাকে সরাসরি যুদ্ধে গেছেন। আমরা করোনাকে হার মানিয়ে মুজিব শতবর্ষ উদযাপন করব। তারই ধারাবাহিকতায় সরকারের সব নিয়ম মেনে ফিফা থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ আয়োজন করছি। আশা করি, সাফল্যের সঙ্গে শেষ করতে পারব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজি নাবিল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ মহি।

খেলাধুলা

করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় সোমবার অন্য ক্রিকেটারদের সঙ্গে সাকিব আল হাসানেরও ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল। তবে এদিন অন্য ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিলেও সাকিব দেননি।

জানা গেছে, একসঙ্গে অনেক ক্রিকেটার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেওয়ায় ‘জনসমাগম এড়াতে’ এদিন ফিটনেস টেস্ট দেননি সাকিব।
বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার সমকালকে বলেন, অন্য ক্রিকেটারদের সঙ্গে সাকিব আল হাসানেরও ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল। তবে সাকিব ফিটনেস টেস্ট দেয়নি। একসঙ্গে অনেক ক্রিকেটার ফিটনেস টেস্ট দেওয়ায় সাকিব জনসমাগম এড়াতে চাইছেন- এটা একটা কারণ। এছাড়া সেপ্টেম্বরে বিকেএসপিতে ট্রেনিং করলেও লম্বা সময় ধরে সে ক্রিকেটের বাইরে আছে। এজন্য বিসিবির ফিজিও জুলিয়ান ক্যালেফাতো আগে সাকিবকে ফিজিক্যালি অ্যাসেস করবেন। এরপর সব ঠিকঠাক থাকলে বুধবার সাকিব ফিটনেস টেস্ট দেবেন।

এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে করোনা টেস্টের নমুনা দেন সাকিব। সেই নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় সোমবার অন্য ক্রিকেটারদের সঙ্গে ফিটনেস টেস্ট দেওয়া কথা ছিল সাকিবের।

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

খেলাধুলা

মৌসুম শুরুর আগে জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন উঠেছিল। করোনাকালে ওল্ড লেডিরা তাকে বেতন দিয়ে কুলাতে পারছে না বলে শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জন মাটি চাপা পড়েছে আগেই। নতুন গুঞ্জন, আগামী মৌসুমে বিক্রির জন্য বাজারে তোলা হবে সিআরসেভেনকে।

সংবাদ মাধ্যম এএস এমনই খবর দিয়েছে। তাদের মতে, তুরিনের ক্লাবটি পর্তুগিজ যুবরাজের সঙ্গে এক বছর চুক্তি থাকতেই তাকে বিক্রি করে দিতে চায়। তাতে দামটা ভালো পাওয়া যাবে ১০০ মিলিয়নে রিয়াল মাদ্রিদ থেকে কেনা রোনালদোর।

সংবাদ মাধ্যমটির দাবি, রোনালদোকে বিক্রি করে দেওয়ার বড় কারণ তার বেতন। আগামী ফেব্রুয়ারিতে সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গারের বয়স হবে ৩৬ বছর। এই বয়সেই ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে ভালোই পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। কিন্তু নতুন কোচের অধীনে সিরি আ’র ক্লাবটির দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তরুণ ফুটবলার।

ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া, ইনজুরি সংকট ও অন্য অনেক ব্যাপার জড়িত থাকায় ফুটবলের বড় নাম রোনালদোকে জুভরা তাই ছেড়ে দিতে চায়। আগামী মৌসুমে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে রোনালদোকে দলে নেওয়ার চেষ্টা চালাতে পারে কেবল পিএসজি। এমবাপ্পে চলে যেতে চাওয়ায় জায়গা ফাঁকা হবে দলটিতে। পয়সাও হাতে থাকবে তাদের। তা না হলে, যুক্তরাষ্ট্রে ছুটতে হবে পাঁচটি ব্যালন ডি’অর জয়ী তারকাকে। অবসর ঘোষণা করাও অবশ্য একটা অপশন।

খেলাধুলা জাতীয় সব নিউজ

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থাকার কারণে বাদ পড়েছিলেন আইসিসির র‍্যাঙ্কিং থেকে। ঠিক এক বছর পরেই আবারো হারানো সেই শীর্ষ স্থান ফিরে পেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

সে তালিকায় সাকিবের ধারেকাছেও নেই অন্য কোন ক্রিকেটার। আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং নিয়ে নিজের হারানো স্থানে ফিরেছেন এই অলরাউন্ডার। আইসিসির প্রকাশিত তালিকায় সেরা দশে জায়গা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার উইলিয়ামস। ২৩৮ রেটিং দশে রয়েছেন এই জিম্বাবুয়ের ক্রিকেটার।

এছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩০১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। তিনে রয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। সেরা পাঁচের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার রেটিং ২৭১।

খেলাধুলা রাজনীতি সব নিউজ

তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফায় বুধবার রাতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান, অবসর নেয়ায় নেই মাশরাফি বিন মর্তুজা। এছাড়া পারিবারিক কারণে পাকিস্তান সফরে দলের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের অন্যতম মুশফিকুর রহীম।

পঞ্চপান্ডবের মধ্যে শুধুমাত্র তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদই আছেন এবারের পাকিস্তান সফরে। অথচ ২০০৮ সালের পাকিস্তান সফরে ছিলেন পাঁচজনের সবাই, এইচএসসি পরীক্ষার কারণে এশিয়া কাপে যাননি সাকিব আল হাসান। কিন্তু ১২ বছরের ব্যাপারে অনেক কিছুই বদলে গেছে পাকিস্তানে।

বিশেষ করে বড়সড় প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে। যে কারণে এবার দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি মুশফিক। তবে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের মতে, পাকিস্তানের অবস্থা এখন অনেক ভালো। তিনি মুশফিককে আহ্বান জানিয়েছেন, পরেরবার যেনো তিনি (মুশফিক) নিজে পাকিস্তান গিয়ে সেখানের অবস্থা দেখে আসেন।

একইসঙ্গে মালিক আশাবাদী, এবারের সফরে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররাই দেশে ফিরে দলের অন্যান্য খেলোয়াড়দের রাজি করাবে পাকিস্তান সফরের জন্য। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে মালিক বলেন, ‘বাইরের দেশের বিভিন্ন লিগে খেলতে গেলে, অনেকেই জিজ্ঞেস করে পাকিস্তানের বর্তমান অবস্থার ব্যাপারে। পাকিস্তানে যেমন নিরাপত্তা দেয়া হয়, সেটা বিশ্বের কোথাও নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কিছু খেলোয়াড়ও নিরাপত্তার ব্যাপারে জানতে চেয়েছে। আমি তাদের বলেছিলাম যে নিজেরাই এসে দেখে যায় যেনো। শুধুমাত্র একজন খেলোয়াড় (মুশফিকুর রহীম) আসছে না ওদের। আমি শুধু ওকে বলতে চাই, দয়া করে পরেরবার এসো এবং নিজেই দেখে যেও। বাংলাদেশের খেলোয়াড়রা এখান (পাকিস্তান) থেকে ফেরার পর নিজেরাই অন্যান্য খেলোয়াড়দের রাজী করাবে পাকিস্তান সফরের ব্যাপারে।’

নিরাপত্তার বিষয় নিয়ে কথা শেষেই ফেরা হয় মাঠের ক্রিকেটে। মালিক জানিয়ে দেন, মুশফিক বা সাকিব না থাকলেও বাংলাদেশের বর্তমান দলটা বেশ শক্তিশালী। যেহেতু সবশেষ বিপিএলে খেলেছেন, তাই প্রায় সবাইকেই কাছ থেকে দেখেছেন মালিক।

খেলাধুলা রাজনীতি সব নিউজ

তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফায় বুধবার রাতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান, অবসর নেয়ায় নেই মাশরাফি বিন মর্তুজা। এছাড়া পারিবারিক কারণে পাকিস্তান সফরে দলের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের অন্যতম মুশফিকুর রহীম।

পঞ্চপান্ডবের মধ্যে শুধুমাত্র তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদই আছেন এবারের পাকিস্তান সফরে। অথচ ২০০৮ সালের পাকিস্তান সফরে ছিলেন পাঁচজনের সবাই, এইচএসসি পরীক্ষার কারণে এশিয়া কাপে যাননি সাকিব আল হাসান। কিন্তু ১২ বছরের ব্যাপারে অনেক কিছুই বদলে গেছে পাকিস্তানে।

বিশেষ করে বড়সড় প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে। যে কারণে এবার দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি মুশফিক। তবে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের মতে, পাকিস্তানের অবস্থা এখন অনেক ভালো। তিনি মুশফিককে আহ্বান জানিয়েছেন, পরেরবার যেনো তিনি (মুশফিক) নিজে পাকিস্তান গিয়ে সেখানের অবস্থা দেখে আসেন।

একইসঙ্গে মালিক আশাবাদী, এবারের সফরে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররাই দেশে ফিরে দলের অন্যান্য খেলোয়াড়দের রাজি করাবে পাকিস্তান সফরের জন্য। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে মালিক বলেন, ‘বাইরের দেশের বিভিন্ন লিগে খেলতে গেলে, অনেকেই জিজ্ঞেস করে পাকিস্তানের বর্তমান অবস্থার ব্যাপারে। পাকিস্তানে যেমন নিরাপত্তা দেয়া হয়, সেটা বিশ্বের কোথাও নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কিছু খেলোয়াড়ও নিরাপত্তার ব্যাপারে জানতে চেয়েছে। আমি তাদের বলেছিলাম যে নিজেরাই এসে দেখে যায় যেনো। শুধুমাত্র একজন খেলোয়াড় (মুশফিকুর রহীম) আসছে না ওদের। আমি শুধু ওকে বলতে চাই, দয়া করে পরেরবার এসো এবং নিজেই দেখে যেও। বাংলাদেশের খেলোয়াড়রা এখান (পাকিস্তান) থেকে ফেরার পর নিজেরাই অন্যান্য খেলোয়াড়দের রাজী করাবে পাকিস্তান সফরের ব্যাপারে।’

নিরাপত্তার বিষয় নিয়ে কথা শেষেই ফেরা হয় মাঠের ক্রিকেটে। মালিক জানিয়ে দেন, মুশফিক বা সাকিব না থাকলেও বাংলাদেশের বর্তমান দলটা বেশ শক্তিশালী। যেহেতু সবশেষ বিপিএলে খেলেছেন, তাই প্রায় সবাইকেই কাছ থেকে দেখেছেন মালিক।