জাতীয়

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল): সপ্তাহের শুরুতে বিনোদন ও ভ্রমনের যোগ আছে। আত্নীয়দের সঙ্গে দেখা হতে পারে। মনের উৎসাহের জোরে কাজের বিপত্তিগুলো উতরে যেতে পারবেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক সঙ্কটে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। আগে কখনও যাওয়া হয়নি এমন কোথাও আমন্ত্রণ পেলে তা সাদরে গ্রহন করুন। সপ্তাহের শেষদিকে প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। পৃথিবীর সকল উচ্ছাস, আবেগ আপনাদের দুজনার মাঝে বিরাজ করবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে): সপ্তাহের শুরুতে অভিভাবকদের সহযোগিতায় আর্থিক সঙ্কট মোকাবেলা করতে সক্ষম হবেন। অতিরিক্ত দুশ্চিন্তা ও কথা বলা থেকে বিরত থাকতে হবে। হাতে কিছু বাড়তি অর্থ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে ভ্রমনের যোগ আছে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন। দলিল বা চুক্তি সাক্ষরের আগে অভিজ্ঞ প্রবীনদের পরামর্শ নিন। সপ্তাহের শেষদিকে সামান্য সমস্যা নিয়ে সঙ্গীর সমালোচনা করা বন্ধ করুন, অন্যথায় ঘরে কলহ দেখা দিতে পারে। ঘরে কাটানো সময়গুলো উপভোগ্য হবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): সপ্তাহের শুরুতে নিজের স্বার্থে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ করে ভালো ফল পেতে পারেন। আপনার সবদিক খোলা থাকার সম্ভাবনা। বিশেষ প্রতিভার মাধ্যমে প্রতিপত্তি বাড়বে। সপ্তাহের মাঝদিকে মানসিক দুশ্চিন্তা কমতে পারে, সঙ্গে বাড়বে উপার্জন। গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগগুলো যাতে বিচ্ছিন্ন না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। সপ্তাহের শেষদিকে প্রেমিক প্রেমিকারা একে অপরকে খুশি রাখতে ফোনে কথা বলুন। সবান্ধব ভ্রমনের যোগ আছে। স্ত্রী সন্তান নিয়ে ভ্রমনে আনন্দ পাবেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই): সপ্তাহের শুরুতে পারিবারিক কোনো কারণে আর্থিক দুশ্চিন্তা দেখা দিতে পারে, যা ডেকে আনতে পারে নিরাশা। অন্য কারো দায়িত্ব পালন করা নিয়ে ঝঞ্ঝাট বাধতে পারে। প্রতারিত হওয়া থেকে বাঁচতে হলে কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। সপ্তাহের মাঝদিকে আপনি প্রেমময় মেজাজে থাকবেন। প্রিয়জনের জন্য বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন। কোনো নতুন উদ্যোগ হাতে নেওয়ার জন্য সময়টা শুভ। সপ্তাহের শেষদিকে যারা আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সমস্যার সমাধান হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট): সপ্তাহের শুরুতে আপনি আপনার কিশোর বয়সে ফিরে যাবেন। ছোটবেলার নিষ্পাপ আনন্দগুলো আবার উপভোগ করার সুযোগ আসতে পারে। দীর্ঘস্থায়ি মুনাফা পেতে ‘শেয়ার’ এবং ‘মিউচুয়াল ফান্ড’য়ে বিনিয়োগ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে কোনো বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন। সাহস ও উদ্যমের অভাবে নতুন পরিকল্পনায় সাফল্য ব্যহত হতে পারে। ব্যক্তিত্ব বিকাশে বাধা আসতে পারে। সপ্তাহের শেষদিকে নিজের কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারবেন। হাতে আসা সুযোগগুলো কাজে লাগিয়ে জীবনে পরিবর্তন আনার মোক্ষম সময় এখনই। রোমাঞ্চের মাঝে আনন্দ পাবেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর): সপ্তাহের শুরুতে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে সুফল বয়ে আনবে। কাজের দায়িত্ব বেশি নেওয়ার কারণে পারিবারিক চাহিদাগুলো অবহেলিত হবে। সপ্তাহের মাঝদিকে প্রেম, প্রনয় ও বিবাহের যোগাযোগে আপনি সফল হবেন। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। শত ব্যস্ততার মাঝে থেকেও পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া জন্য সময় বের করতে হবে। সপ্তাহের শেষদিকে পারিবারিক কারণে আর্থিক নৈরাশ্য দেখা দিতে পারে। খুব হিসেব করে চলতে হবে। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর): সপ্তাহের শুরুতে বাস্তব জগতের নয়, আত্নার গভীর রহস্যই আপনাকে আকর্ষণ করবে বেশি। বৈদেশিক যোগাযোগ শুভ। কারো জন্য অপ্রত্যাশিত ভ্রমন ক্লান্তিকর ও মানসিক চাপপূর্ণ প্রমানিত হতে পারে। সপ্তাহের মাঝদিকে প্রশাসক পর্যায়ের ব্যক্তিদের প্রসার প্রতিপত্তি বাড়বে। কর্মক্ষেত্রে পুরোপুরি মননিবেশ করুন। সততাই আপনার মুলনীতি হওয়া উচিত। সপ্তাহের শেষদিকে প্রিয়জনের কাছে মনের সত্য অনুভূতিগুলো প্রকাশ করুন। গনযোগাযোগ ভালো হবে। একটি আনন্দময় ও চমৎকার সময় পার করবেন। অতিথিরা বাড়িতে ভীড় করবে। সামাজিক প্রেক্ষাপটে সুনাম অর্জন করবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর): সপ্তাহের শুরুতে কোনো ঝগড়াটে ব্যক্তির সঙ্গে বিবাদের কারণে মন মেজাজ খারাপ থাকতে পারে। নিজে বিবেচক হন, সম্ভব হলে বিবাদ এড়িয়ে চলুন। রাস্তায় চলাফেরা, গাড়িতে ওঠানামা করায় বিশেষ সাবধান থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে কারো প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। বাড়িতে দূরের অতিথি আসতে পারে। বাবার সঙ্গে মতবিরোধ পরিহার করুন। সপ্তাহের শেষদিকে অভিনয় শিল্পের সঙ্গে জড়িতরা একটা ভালো সময় পার করবেন। কারো আবার নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর): সপ্তাহের শুরুতে ব্যবসা লাভজনক হবে। জীবনসঙ্গীর কাছ থেকে অনেক বড় সহযোগিতা পাবেন। ঘরের শান্তিই বড় শান্তি কথাটা মন থেকে উপলদ্ধি করে সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে। সন্তানের ব্যাপারে সতর্ক হতে হবে। সপ্তাহের মাঝদিকে একান্ত আপনজন ছাড়া আর কাউকে বিশ্বাস করে কোনো ঝুঁকি নেবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। সপ্তাহের শেষদিকে তীব্র আবেগের কারণে মন খারাপ থাকতে পাবে। প্রিয়জনের আচরণ আরও বন্ধুত্বপূর্ণ হবে। বিদেশ যাওয়ার সুযোগ ছেড়ে দেওয়া উচিত হবে না।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি): সপ্তাহের শুরুতে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হতে হবে। আপনার পরিকল্পনাগুলো সুফল বয়ে আনবে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তা নিয়ে কাজে নামা যাবেনা। শারীরিক সমস্যাগুলো অস্বস্তির কারণ হতে পারে। সপ্তাহের মাঝদিকে স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকুন। নারীঘটিত যেকেনো ঝামেলা এড়িয়ে চলুন। নব্য ব্যাবসায়িদের ধৈর্য্য রাখতে হবে। ভরসা রাখুন নিজের কাজের উপর, সফলতা আসবেই। স্নায়ু কিংবা পেশির কোনো সমস্যায় আক্রান্ত হতে পারেন। অনিদ্রাজনিত রোগে ভোগান্তি হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সুসময় বিরাজ করবে। আপনি বিবাহিত হলে স্ত্রীর কাছ থেকে দারুন কোনো উপহার পেতে পারেন। প্রেমিক প্রেমিকারা একে অপরকে খুশি রাখতে ফোনে কথা বলুন। সপ্তাহের মাঝদিকে কোনো জটিল সমস্যায় পড়তে পারেন। শারীরিক কোনো রোগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। সপ্তাহের শেষদিকে আপনার পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্যবসায় ভালো খবর পেতে পারেন। বিবাহিত জীবনে প্রেম ও রোমান্স বাড়বে। মামলা মোকদ্দমায় রায় থাকবে আপনার পক্ষেই।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সপ্তাহের শুরুতে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে হঠাৎ করেই। পুরনো স্মৃতিগুলো আউড়ে সুন্দর একটা সময় কাটবে। নিজের পরিবারের প্রয়োজনগুলোকে প্রাধান্য দিন সবার আগে। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার মানুষটির আপনার জন্য দারুন কিছু করে বসতে পারেন। সন্তান বেশ কিছু সুখবর আনতে পারে আপনার জন্য। সপ্তাহের শেষদিকে নিজের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিন। জলপথে ভ্রমনে এড়িয়ে চলুন।

জাতীয়

বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় মৌলিক তিনটি পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে ডলার সাশ্রয়ে আমদানি নিয়ন্ত্রণ, সুদহার বৃদ্ধি এবং সংকোচনমূলক মুদ্রানীতির আওতায় ঋণপ্রবাহ কমানো।

এছাড়া আরও কিছু সহযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। যা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এর মধ্যে একটি উদ্যোগের কারণে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

অর্থনীতিবিদদের মতে, সরকারের নেওয়া পদক্ষেপগুলো ঠিক আছে। ভোগ্যপণ্যের চাহিদা কমানো হচ্ছে। এতে আমদানি ব্যয় কমানোর ফলে রিজার্ভে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। লোডশেডিংয়ের কারণে জ্বালানি আমদানি কমবে। এতেও ডলার সাশ্রয় হবে। অন্যদিকে বাজারে টাকার সরবরাহ কমিয়ে দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।

ফলে আমদানি খাতে বৈদেশিক মুদ্রার চাহিদাও কমবে। তবে এতে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। যা কর্মসংস্থান বৃদ্ধির হারে নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে ঋণের সুদের হার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে ঋণের খরচ বেড়ে যাবে। ফলে ঋণপ্রবাহ কমবে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল সমস্যা ডলার। এখন ডলারের জোগান বাড়াতে হবে। এটি বাড়ানো সম্ভব হলেই অনেক সমস্যা কেটে যাবে। কিন্তু ডলারের জোগান বাড়াতে হলে প্রথমে পাচার বন্ধ করতে হবে। তারপর রেমিট্যান্সে হুন্ডি বন্ধ করতে হবে। তাহলে ডলারের জোগান বাড়বে।

এর পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণ, দেশের ভেতরে আমদানির বিকল্প পণ্য উৎপাদন ও বাজার তদারকি বাড়াতে হবে। তাহলে পণ্যমূল্য কমবে। এতে মূল্যস্ফীতির হারও সহনীয় হবে। কিন্তু ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এতে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ফলে কর্মসংস্থান কমবে, মানুষের আয়ও কমবে। যা মূল্যস্ফীতির আঘাতকে আরও বড় করে তুলবে স্বল্প ও মধ্য আয়ের মানুষের কাছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক চাপ কমে আসবে। কেননা ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে পণ্যের দাম কমে যাবে। তখন অর্থনৈতিক চাপও কমবে।

এদিকে রিজার্ভ সাশ্রয় করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার ব্যয় কিছুটা কমানো সম্ভব হয়েছে। কিন্তু চাপ পুরোপুরি কমেনি। আমদানি ব্যয়ের ২০ থেকে ২৫ শতাংশ হচ্ছে জ্বালানি খাতে। এ খাতে ব্যয় কমাতে লোডশেডিং করা হচ্ছে। জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে। ফলে জ্বালানি খাতে ডলার সাশ্রয় হবে।

সূত্র জানায়, করোনার পরে হঠাৎ পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে যায়। একই সঙ্গে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও বাধাগ্রস্ত হয়। এতে পণ্যের দামও বাড়ে। আন্তর্জাতিক বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে যায় লাগামহীনভাবে। আমদানি ব্যয় যেভাবে বেড়েছে সেভাবে রপ্তানি আয় বাড়েনি।

এদিকে রেমিট্যান্স প্রবাহে ঘাটতি দেখা দেয়। এসব মিলে দেশে বৈদেশিক মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করে। এতে বাজারে ডলারের দাম হু-হু করে বাড়ছে। গত এক বছরের ব্যবধানে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৪৫ পয়সায় উঠেছে। ওই সময়ে টাকার মান কমেছে ৯ টাকা ৬৫ পয়সা। বাণিজ্যিক ব্যাংকগুলোর হিসাবে টাকার মান আরও বেশি কমেছে।

দেশে এখন সবচেয়ে বড় সংকট বৈদেশিক মুদ্রার জোগানে। চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রার জোগান মিলছে না। ফলে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ কোটি ডলার ঘাটতি হচ্ছে। এ ঘাটতি মেটানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার দিয়ে। এতে রিজার্ভ কমে যাচ্ছে। গত বছরের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪ হাজার ৮০০ কোটি ডলারে উঠেছিল। এখন তা কমে ৩ হাজার ৯৬০ কোটি ডলারে নেমে গেছে।

এদিকে আগামীতে আমদানির দেনা পরিশোধের চাপ আরও বাড়ছে। কেননা করোনার সময়ে যেসব এলসির বা বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ স্থগিত হয়েছিল সেগুলো এখন দিতে হচ্ছে। এতে চাপ আরও বাড়ছে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে আমদানি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এলসির ঊর্ধ্বগতি কমানো সম্ভব হয়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়াতেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আগামীতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রপ্তানি আয় বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপের অর্থনীতিতে ধস নেমেছে। প্রায় সব দেশই সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে। ঋণের সুদের হার বাড়াচ্ছে। ইউরোর দাম কমে গেছে। এতে আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। ফলে তারা আমদানি কমানোর দিকে এগোচ্ছে। দেশে রপ্তানি আয়ের ৫৪ শতাংশ ইউরোপ থেকে আসে। ফলে এ খাতে বড় ধাক্কা আসতে পারে।

বেশি দামে বিদেশ থেকে পণ্য আমদানি করায় দেশে এসে ওইসব পণ্য মূল্যস্ফীতির হার বাড়িয়ে দিচ্ছে। এ খাতে মূল্যস্ফীতি কমাতে আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে বাজারে টাকার প্রবাহ কমানোর নীতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে নীতি সুদের হার দুই দফায় কমানো হয়েছে। রপ্তানি ঋণের সুদের হার ১ শতাংশ বাড়ানো হয়েছে।

তবে এখনও ব্যাংক ঋণের সুদের হার বাড়ানো হয়নি। তবে এ খাতেও ঋণের সুদের হার বাড়ানোর জন্য প্রচণ্ড চাপ আছে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। কেননা ব্যাংকে এখন আমানত কমে যাচ্ছে। আমানত বাড়াতে হলে সুদের হার বাড়াতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও আমানতের ক্ষেত্রে ৯-৬ নীতি (ঋণের সুদ ৯ শতাংশ ও আমানতের সুদ ৬ শতাংশ) গ্রহণ করায় এখন ব্যাংকগুলো আমানতের সুদের হার বাড়াতে পারছে না। আমানতের সুদের হার বাড়লে ঋণের সুদের হারও বাড়াতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশে ঋণের সুদের হার কমিয়ে বা বাড়িয়ে ঋণপ্রবাহ বাড়ানো বা কমানো সম্ভব হয় না। কেননা গত দুই বছর ধরে ঋণের সুদের হার ৯ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে। তারপরও বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়েনি। করোনার সময় কিছু খাতে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ৪ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সেগুলোতেও ঋণপ্রবাহ বাড়েনি।

জাতীয়

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন।

স্থানীয় সময় শুক্রবার বেলা ৪টায় নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা।

ডেপুটি স্পিকার দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃত্যুর সময় হাসপাতালে বড় মেয়ে রিটা ছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত ডেপুটি স্পিকারের একান্ত সচিব তৌফিকুল ইসলাম।

প্রয়াত ফজলে রাব্বী মিয়ার জন্ম গাইবান্ধার সাঘাটা উপজেলার বটিয়া গ্রামে ১৯৪৬ সালে।

১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মার্শাল ল জারি করলে তার বিরোধিতার আন্দোলনে নেমে প্রথম আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফজলে রাব্বী মিয়া। তখন তিনি কেবল অষ্টম শ্রেণির ছাত্র।

রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের যোদ্ধা হিসেবে অংশ নেন প্রয়াত ফজলে রাব্বী মিয়া।

সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সপ্তমবারের মতো জয়ী হন তিনি।

প্রয়াত ডেপুটি স্পিকার তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে, ২০২০ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা যান।

জাতীয়

বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম।

সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বিশ্ব শান্তি বিষয়ক এ প্রতিবেদন প্রকাশ করে।

বৈশ্বিক শান্তি সূচক–২০২১ এ ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ।এই তালিকায় আগের বছরের অবস্থান ধরে রেখে শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড।

তবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। পাশাপাশি দুই ধাপ এগিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তবে অবনমন হয়েছে পর্তুগালের। দেশটি ২ ধাপ নেমে এসেছে চতুর্থ স্থানে।

বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ ১০টি দেশ হলো—আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক রিপাবলিক এবং কানাডা।

এদিকে, তালিকার সর্বনিম্ন স্থান অর্থাৎ ১৬৩তম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। এর আগের সূচকেও দেশটির অবস্থান ছিল সর্বনিম্ন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে নেপাল। দুই ধাপ পিছিয়ে দেশটির অবস্থান ৮৫তম। এরপরই আছে বাংলাদেশ।

অবাক করার বিষয় হলো, ঋণ এবং অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ১৯ ধাপ পিছিয়েও বর্তমানে অবস্থান করছে ৯৫তম স্থানে। এ ছাড়া, এই সূচকে ভারতের অবস্থান ১৩৫তম। দেশটি দুই ধাপ এগিয়েছে। দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তান বর্তমান সূচকে রয়েছে ১৫০তম স্থানে। দেশটি দুই ধাপ পিছিয়েছে।

মূল ৩টি ক্ষেত্রের আওতায় সর্বমোট ২৩টি নির্দেশকের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। মূল ক্ষেত্র ৩টি হলো—সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংঘাত এবং সামরিকীরণের মাত্রা। এছাড়া সূচক ২৩ টির মধ্যে রয়েছে—অস্ত্র আমদানি, সহিংস বিক্ষোভ, সামরিক ব্যায় বৃদ্ধি, শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনসংখ্যা, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অর্থায়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সংখ্যার অনুপাত, পারমাণবিক এবং ভারি অস্ত্র, রাজনৈতিক সন্ত্রাসবাদের পরিমাণ, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা, সহিংস অপরাধ, বাহ্যিক সংঘাত থেকে মৃত্যুর পরিমাণ, অপরাধ বিষয়ে ধারণা, অভ্যন্তরীণ সংঘাতের গভীরতা, খুনের হার, কারাদণ্ড প্রদানের হার, বাহ্যিক এবং অভ্যন্তরীন যুদ্ধ–সংঘাতে জড়িয়ে পড়ার হার এবং এসব দ্বন্দ্ব–সংঘাত থেকে মৃত্যুর পরিমাণ।

জাতীয়

রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নোটিশ দেওয়ার পর আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীরা।

বুধবার (২০ জুলাই) রাত ১০টা থেকে চবির জননেত্রী শেখ হাসিনা হলের সামনে অবস্থান নিয়ে এখন আন্দোলন করছেন শতাধিক ছাত্রী।

এসময় চার দফা দাবি জানান আন্দোলনরতরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ২৪ ঘণ্টা ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। মেডিক্যাল ও আবাসিক হলে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা থাকবে না। বিশ্ববিদ্যালয়ের অকার্যকর যৌন নিপিড়ন সেল বাতিল করে নতুন করে কার্যকর যৌন নিপিড়ন সেল গঠন করতে হবে। চার কর্ম দিবসের মধ্যে ছাত্রী হেনস্তায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করবেন। এছাড়া শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে প্রক্টরিয়াল বডিকে লিখিত আশ্বাস দিতে হবে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত রোববার (১৭ জুলাই) রাতে প্রীতিলতা হলের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ পাওয়ার পরপরই আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এরপরও ছাত্রীরা যে আন্দোলন করছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবিগুলো শুনেছি। আমরা যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছি। তাদেরকে শান্ত করার চেষ্টা করছি।

জাতীয়

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৮ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬  শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ২০ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৪ জন। আগের দিন ৯ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮৭৯ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ২৯ হাজার ২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৫১ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭৯ জন। শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ।

জাতীয়

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দেবীদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের হাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার ও আহত আবুল কালাম আজাদসহ বৈঠক সূত্রে বিষয়টি জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, আগামী ২১ জুলাই দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দলটির দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্মেলন হলেও কমিটি ঘোষণা বাকি থেকে যায়।

শনিবার জাতীয় সংসদ ভবনে কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বারের দলীয় নেতৃবৃন্দ এ নিয়ে বৈঠকে বসেন। এসময় এলাহাবাদ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হলে দেবীদ্বারের সংসদ সদস্য (এমপি) রাজী মোহাম্মদ ফখরুল এতে আপত্তি জানান। এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রতিবাদ জানালে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

বৈঠক সূত্র জানায়, এসময় দুইজনের মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত অবস্থায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এমপি (সংসদ সদস্য) সর্বসম্মতভাবে ঘোষিত কমিটি না মেনে উল্টো আমাকে কানে-মাথায় এলোপাতাড়িভাবে ঘুষি মেরে ও বিভিন্নভাবে আঘাত করে আহত করেছেন। এতে আমার কানে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হই। এ বিষয়ে শনিবার রাতে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার সাংবাদিকদের জানান, একজন সংসদ সদস্য সর্বসম্মতভাবে ঘোষিত কমিটি না মেনে উপজেলা চেয়ারম্যানকে (আবুল কালাম আজাদ) ঘুষি মারতে মারতে এক পর্যায়ে নিচে (মেঝেতে) ফেলে দেন, যা কারোর কাম্য ছিল না। এর ফলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর অনুষ্ঠান স্থগিত করে নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় আগামী ২১ জুলাই দলের উপজেলা সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে এমপির হাতে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শনিবার রাতে দেবীদ্বার উপজেলা সদরে এবং আবুল কালামের নিজ ইউনিয়ন বরকামতা ও বাগুর এলাকায় তার অনুসারীরা পৃথক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে।

রাতে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর সাংবাদিকদের জানান, দেবিদ্বার উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয়

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৩০ জনে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন। ২৪ ঘন্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন ঢাকার ও অন্য ১ জন চট্টগ্রামের। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।

জাতীয়

বিশ্ব ব্যাংক বাংলাদেশের ১৪টি বন্যা প্রবণ জেলায় দুযোর্গ ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা করতে ৫শ’ত মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। এলাকার প্রায় ১.২৫ মিলিয়ন লোক সরাসরি সুবিধা পাবে।

এই ঋণ সহায়তায় দ্যা রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর এ্যাডাপশন এন্ড ভলনারএবিলিটি রিডাকশন (আরআইভিইআর) শিরোনামের প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির আওতায় মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় ৫ শতাধিক আশ্রয় কেন্দ্র নির্মাণ, ক্ষতিগ্রস্থ সড়ক পুন:নির্মাণ এবং জলবায়ু সহনশীল কমিউনিটিভিত্তিক অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্যোগকালীন সময়ে বন্যা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার হবে। এ সকল আশ্রয় কেন্দ্রে সোলার প্যানেল, বিশুদ্ধ পানি, পয়:নিষ্কাশন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।

প্রকল্পটি বন্যা এবং জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে কমিউনিটি ও সরকারি সংস্থার সক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করবে।

বাংলাদেশ ও ভূটান বিষয়ক বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক অপ্রত্যাশিত এবং আকস্মিক প্রাকৃতিক দুযোর্গ জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, উপকূল অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ঝুকি মোকাবেলায় আমাদের দীর্ঘ পাচঁ দশকের অংশীদারিত্বের আলোকে এই প্রকল্প সমতল ভূমির বন্যা দুযোর্গ পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নে সহায়তা করবে। বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন এসোসিয়েশনের পাঁচ বছর গ্রেস প্রিয়ডসহ ত্রিশ বছর মেয়াদি এই ঋণ প্রদান করা হয়েছে।

জাতীয়

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে দিনভরই মারাত্মক সব দুর্ঘটনার খবর এসেছে; মহাসড়কের এক জায়গায় বাবা, মা ও সন্তান এবং আরেক পথে মা ও দুই ছেলেমেয়ের করুণ মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দিন শেষে সড়কে ঝরেছে ২৯ জনের প্রাণ।