বিনোদন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ড (এমা)-এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। এটাই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্রের এমা জয়।

১১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টার-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এই অর্জনের মাধ্যমে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে জায়গা করে নিয়েছে।

ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী, সহপরিচালক জহিরুল ইসলাম। রাব্বানী বলেন, ‘সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে পুরস্কার জিতেছে আমাদের নিশি। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি ছবি এই পুরস্কার অর্জন করল। এটা বাংলা ছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। সিনেমায় আমি প্রাণ প্রকৃতির গল্প বলে যেতে চাই সব সময়।’

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনোস্ক ঢাকার সহযোগিতায় ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির গল্পে দেখা যাবে একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সঙ্কটের কারণে। বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। ছবিটিতে অভিনয় করেছেন, নিশি, বিশ্বজিৎ, গণেষ, ভারতী।

পোল্যান্ডের বিখ্যাত ফিল্মস্কুল লজ ফিল্ম স্কুলে এই ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। ‘নিশি’ই বাংলাদেশের প্রথম কোনো সিনেমা যার পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে লজ ফিল্ম স্কুলে। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা বাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।

গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।

বিনোদন

অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়া ছিল।

বিএনপি নেতা ইশরাক হোসেন শুরু করলেন জীবনের নতুন ইনিংস; পাত্রী ব্যারিস্টার নুসরাত খান সাবেক মন্ত্রী নূর মুহাম্মদ খানের মেয়ে।

শুক্রবার রাতে তাদের আংটি বদল হয় বলে জানিয়েছেন নূর মুহাম্মদ খান।

তিনি শনিবার বিকালে বলেন, বারিধারায় তার বাসায় বাগদান সম্পন্ন হয়েছে।

“আমার বড় মেয়ে নুসরাত খান; গত রাতে নতুন জীবনে যাত্রা শুরুতে আংটি পরানো হয়েছে। ওদের জন্য দোয়া করবেন, সবার কাছে দুজনার জন্য আশীর্বাদ চাই।”

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পট পরিবর্তনের পর ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করলেও ‘আইনি জটিলতায়’ শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারেননি।

কনে নুসরাত খান লন্ডন থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর ইনার টেম্পল থেকে ব্যারিস্টার হন তিনি। এরপর ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও অক্সফোর্ড ইউনির্ভাসিটি থেকে আইনের উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন নুসরাত। বর্তমানে তিনি ঢাকায় ব্রিটিশ স্কুল অব ল-এর ভাইস প্রিন্সিপাল।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য নূর মোহাম্মদ খানের তিন মেয়ের মধ্যে নুসরাত বড়। বাকি দুই মেয়ে নিশাত খান ও নাফিসা খান লন্ডন থেকে আইন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চীনপন্থি নেতা হিসেবে পরিচিত ছিলেন নূর মুহাম্মদ খান। ১৯৭৯ সালে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি বিলুপ্ত হলে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দলে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী সাবিহা সুলতানা সাম্মী খান নাগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।বাংলাদেশি পোশাক

নূর মুহাম্মদ খান জানান, বাগদান অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়া ছিল। বাইরের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে ইশরাকের মা ইসমত আরা হোসেন, ভাই ইশফাক হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

বিনোদন

“এই বয়সে এসে যদি আমাদের বাদ দেওয়া হয়, আমরা যাব কোথায়? অন্য কোথাও তো চাকরি পাওয়ার সুযোগ নেই,” বলেন এক চিত্রগ্রাহক।

বিনোদন

সসুরাল সিমর কা’খ্যাত অভিনেত্রী সারা খান বিয়ে করেছেন অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠককে।

এক বছর প্রেমের পর সোমবার (৬ অক্টোবর) আদালতে বিয়ে করেন তারা।

এই যুগল দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে।

বিয়ের সনদপত্রসহ ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন‘বিগ বস’ খ্যাত সারা খান ও কৃষ পাঠক। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

তিনি পোস্টে জানান, আমরা দুই ধর্মের হলেও, আমাদের গল্প এক ভালোবাসার।

‘কুবুল হ্যায়’থেকে ‘সাত ফেরা’ সব প্রতিজ্ঞা এখন এক বন্ধনে বাঁধা। ডিসেম্বরেই হবে সেই আনুষ্ঠানিক পর্ব। ভালোবাসাই যখন মূল কথা, তখন বাকি সবই শুধু সুন্দর গল্পের অংশ।

টাইমস অব ইন্ডিইয়ায় দেওায় এক সাক্ষাৎকারে সারা ও কৃষ জানায়, ডিসেম্বর মাসে তাদের গ্র্যান্ড ওয়েডিং। কৃষ বলেন, আমাদের কোর্ট ম্যারেজ ছিল একান্ত আয়োজন। তবে ডিসেম্বরে জাঁকালো—নাচ, গান আর উৎসবের আয়োজন করা হবে।

সারা জানান, তার ছবি দেখেই তাকে কাছের মানুষ মনে হয়েছিল তাই পরদিন আমরা দেখা করি। প্রথম দিনই কৃষকে স্পষ্ট বলি যে, আমি স্থায়ী সম্পর্কে বিশ্বাসী।

উল্লেখ্য ২০১০ সালে বিগ বস ৪ এর সেটে ইসলাম রীতি অনুসারে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে করেন সারা খান। তবে দুই মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে এবং ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়।

বিনোদন

বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। লেখক রাহুল মোদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের।

একসঙ্গে ঘোরাঘুরি থেকে শুরু করে নানা সময়ে এক ফ্রেমে ধরা পড়েছেন তারা।
যদিও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করতে চাননি শ্রদ্ধা। তবে বলিউডে এখন আলোচনা-চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধা খাওয়ার টেবিলে বসা অবস্থায় রয়েছেন, আর রাহুল সেই মুহূর্ত ক্যামেরায় ধারণ করছেন। লজ্জায় শ্রদ্ধার প্রতিক্রিয়া-‘হ্যাট’! মুহূর্তটি ভাইরাল হতেই নতুন করে বিয়ের গুঞ্জন চাউর হয়।

শ্রদ্ধাকে আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলেও তিনি সবসময় বিষয়টি এড়িয়ে গেছেন। তবে এবার বলিউডের অন্দরমহলে জোর গুঞ্জন, তারা ক্রমশ নিজেদের প্রেমকে প্রকাশ্যে আনছেন।

তবে এখনো পর্যন্ত শ্রদ্ধা কিংবা রাহুল-কারও পক্ষ থেকেই বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিনোদন

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন প্রভা। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে দেখা যায়নি বড়পর্দায়। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন বড়পর্দায়। সরকারি অনুদানের দুই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রভা।

ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা-পাওনা। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ দুটি সিনেমায় কাজ ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

প্রথমবার সিনেমায় নিশ্চয়ই উপভোগ করছেন?—এমন প্রশ্নের উত্তরে প্রভা বলেন, সে কি আর বলতে! এই প্রথম নায়িকা নায়িকা একটা ফিল পাচ্ছি (হা হা হা)। কেউ মাথার ওপর ছাতা ধরছেন, আবার কেউ ডাব কেটে আনছেন। একটু পর পর পরিচালক এসে জিজ্ঞেস করছেন, কিছু লাগবে কিনা!

তিনি বলেন, সত্যি বলতে— নাটক-বিজ্ঞাপনের ইউনিট তো সিনেমার মতো এত বড় হয় না। ‘দুই পয়সার মানুষ’ সিনেমার নির্মাতা একজন নারী—ঝুমুর আসমা জুঁই। তিনি আমাকে শুটিং সেটে খুব সমাদর করেন।

অভিনেত্রী বলেন, আমিও তার ব্যবহারে দারুণ আপ্লুত। ‘দেনা পাওনা’ সিনেমার নির্মাতা প্রবীণ সাদেক সিদ্দিকী। তিনিও আমাকে যথেষ্ট আদর করেন। বলতে পারেন— সিনেমা করতে গিয়ে আলাদা অভিজ্ঞতা হচ্ছে।

এর আগে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল অল্প বয়সে। বাসা থেকে চলচ্চিত্রে অভিনয় করতে দিতে রাজি হয়নি। এখন বুঝি, অনেকটা দেরি করে ফেলেছি। নিজে যখন সিদ্ধান্ত নিতে শুরু করলাম, তখন আর ভালো গল্প বা প্রস্তাব পাইনি।

তিনি বলেন, একটা সময় নির্মাতারা আমার প্রতি যে আগ্রহ দেখিয়েছিলেন, সেটার সুবিধা আমি নিতে পারিনি। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র নির্মাণও তো কমতে শুরু করল। এখন তো তলানিতে ঠেকেছে। তার পরও শুরু করলাম, দেখা যাক কত দূর যেতে পারি।

এ দুটি সিনেমায় আপনি কেমন চরিত্রে অভিনয় করছেন? উত্তরে প্রভা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’র গল্প তো অনেকেই জানেন। এখানে আমি গরিব ঘরের মেয়ে। বাবা শখ করে বড়লোক পরিবারে বিয়ে দেন। কিন্তু বিয়ের সময় যৌতুক দিতে ব্যর্থ হন। সেটার দায় শ্বশুরবাড়িতে আমাকেই বহন করতে হয়।

তিনি বলেন, মানসিক নির্যাতনের শিকার হই। অন্যদিকে ‘দুই পয়সার মানুষ’-এ আমি মফস্বলের মেয়ে। বাবা স্কুলশিক্ষক। আমাকে আইন বিষয়ে পড়ান। একটা সময় জীবনে নেমে আসে অন্ধকার।

ক্যারিয়ারের দুই দশক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি আসলে স্টারডম দেখাতে পারি না। এটাকে আমার ব্যর্থতা বা সফলতা দুটিই বলতে পারেন। এইচএসসি পরীক্ষার শেষ দিন গিয়েছিলাম মেরিল বিউটি সোপের অডিশনে। পাস করলাম, বিজ্ঞাপনচিত্র তৈরি হলো, রাতারাতি জনপ্রিয়ও হয়ে গেলাম। সারা দেশে আমার পরিচিতি এলো। অথচ আমি যে প্রভা সেই প্রভাই রয়ে গেলাম।

তিনি বলেন, শুটিং ইউনিটে কাউকে বুঝে কষ্ট দিয়েছি এমন অপবাদ নেই। কারও শিডিউল ফাঁসানোর রেকর্ডও নেই। অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, অনেক ক্ষেত্রে ভুল করেছি। তবে থেমে যাইনি, ভুল থেকে শিক্ষা নিয়েছি। আবার ঘুরে দাঁড়িয়েছি। বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। কৃতজ্ঞ থাকব সারা জীবন।

সামাজিক মাধ্যমে অনেকে আপনার ছবি- ভিডিও হীন উদ্দেশ্যে ব্যবহার করে প্রসঙ্গে প্রভা বলেন, হ্যাঁ। আগে মন খারাপ হতো, কাঁদতামও। তিনি বলেন, আমাদের দেশটা যদি ইউরোপ-আমেরিকার মতো হতো, তাহলে তো আর মানুষের চিন্তা-চেতনা এমন হতো না।

অভিনেত্রী বলেন, মাঝে মাঝে ভাবি— আমাকে যদি কেউ আইনি সহযোগিতা করতেন তাহলে ছবি ও ভিডিও ব্যবহারের বিরুদ্ধে মামলা করতাম। তিনি বলেন, কিছু দিন আগে দেখেছেন মনে হয়, ভারতে ঐশ্বরিয়া রাই কিন্তু মামলা করেছিলেন। সেই মামলা জিতেছেনও। এখন থেকে তার অনুমতি ছাড়া কেউ ছবি ব্যবহার করতে পারবে না। আমাদের দেশেও এমন আইন করার কথা জানান অভিনেত্রী প্রভা।

বিনোদন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, হানিয়া শিগগিরই ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেই সফরেই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।

এর আগে নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল ও তানজিন তিশার নাম শোনা গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হানিয়া আমির। জানা গেছে, প্রযোজক-পরিচালক ইতোমধ্যেই শাকিব খানের কাছ থেকে তার বিষয়ে সম্মতি পেয়েছেন।

তবে শুধু হানিয়াই নন, এই সিনেমায় থাকবেন মোট তিনজন নায়িকা। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, দুটি চরিত্র হবে প্রাধান্যপূর্ণ, আরেকজন নতুন মুখকে দেখা যাবে ফ্রেশ লুকে। দর্শক তাই একসঙ্গে দুই পরিচিত তারকা এবং এক নতুন মুখের সমন্বয় পাবেন।

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড), সঙ্গে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

বিনোদন

নিজেকে খুব বেশি পজিটিভ ভাবতে পছন্দ করেন কুসুম শিকদার। এই অভিনেত্রী ও পরিচালক সম্প্রতি বলেছেন, যার থেকে তিনি স্ট্রেস পান, তাকে দ্রুতই ত্যাগ করেন। মোদ্দাকথা ভালো মন নিয়ে ভালো থাকতে চান।

কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে এক সংবাদ সম্মেলনে খোলামেলা কথা বলেছেন কুসুম। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না।’

কুসুম শিকদার বলেন, ‘আমি পজিটিভ মানুষ। আমি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি। আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না। খুব কম। এই গুণগুলো মানুষকে আমার মনে হয় সুন্দর রাখে।’

তিনি আরও বলেন, ‘আমার স্কিন যতখানিই ভালো লাগে দেখতে, আমার মনে হয় আমার মনের কারণে। আমি নেগেটিভ এনার্জি এভয়েড করি। কারো সঙ্গ যদি আমার মনে হয় যে আমাকে স্ট্রেস দেবে, কষ্ট দেবে আমি সেই সঙ্গ ত্যাগ করি। মনটা খুব সতেজ রাখি সবসময়। মনটাই আসলে আসল। রূপচর্চা করি না কখনোই। আমি খাওয়া-দাওয়াটা মেইনটেইন করি। আমি শাক-সবজি খাই, দুধ, দই, গ্রিন টি প্রচুর খাই।’

বিনোদন

গত দুই বছর ধরে ফিলিস্তিনের নীরিহ মানুষকে নির্বিচার নৃশংসভাবে হত্যা করছে ইসরাইল। এখন পর্যন্ত ইসরাইলের ৬৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের ওপর নির্বিচারে হত্যা ইসরাইলিদের বর্বরতা থামাতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব শিল্পী সমাজ।

হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২০০ শিল্পী ঘোষণা দিয়েছেন—ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না তারা।

যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরাইলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না তারা। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবে না তাদের সিনেমা বা উপস্থিতি।

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে—‘এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরাইলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট—কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।’

অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‘দুই বছর ধরে গাজায় যা ঘটছে, তা বিবেককে নাড়িয়ে দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধ করতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।

এই গুরুত্বপূর্ণ সময়ে, যখন নেতারা ব্যর্থ হচ্ছেন, তখন শিল্পীদেরই এগিয়ে আসতে হবে। ইসরাইলের সঙ্গে কাজ বন্ধ করতে হবে।’

হান্না আইনবাইন্ডারসহ এ তালিকায় আরো রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ। এ ছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।

বিনোদন

‘আজ যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম, ভাই আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।

কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি খল অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী তিনি।

রোববার (০৭ সেপ্টেম্বর) ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পুরাতন শিল্পী। এর ফাঁকে গণামাধ্যমের সঙ্গে কথা বলেন আহমেদ শরীফ।

এই অভিনেতার কথায়, ‘চলচ্চিত্রে কজন মানুষ আছেন যে নিশ্চিত করে বলবে, তার দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই। যদি মিথ্যা না বলি, তাহলে বলতেই হবে নেই। দেশে এসে অনেকের সঙ্গে কথা হয়েছে, সবাই বলছেন শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছেন। ’

অনেক শিল্পী বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছেন উল্লেখ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আজ আমি দেখছি, অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ, দেশে আনন্দ-বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, সবার মঙ্গল করুক। ’

বলা দরকার, আহমেদ শরীফ এখন যুক্তরাষ্ট্রে প্রবাসী। মাঝে মাঝে বেড়াতে আসেন দেশে। গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন।

আহমেদ শরীফ প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আঞ্জুমান’, ‘বাংলার নায়ক’, ‘দেনমোহর’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ক্ষতিপূরণ’, ‘গোলমাল’, ‘তিন কন্যা’ ইত্যাদি।