বিনোদন

ভারতীয় বাংলা সিরিয়ালে জনপ্রিয় মুখ ইধিকা পাল । ‘রিমলি’ ও ‘পিলু সিরিয়ালের এই অভিনেত্রী এখন বড়পর্দায় নাম লিখিয়েছেন।

বাংলাদেশের শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় তার কাজ করার কথা অনেক আগেই প্রকাশ্যে এসেছে। ‘পিলু’ সিরিয়ালের পরই বাংলাদেশের সিনেমায় আসেন ইধিকা। কিন্তু কলকাতায় নাকি আগেই আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবি দিয়েই ইধিকার বড়পর্দায় যাত্রা। ওই সিনেমায় তার নায়কও সোহম।

তবে সেই সিনেমার বিষয়টি এখনো প্রকাশ্যে না আসায় এখনো মুখে কুলুপ এঁটে আছেন নায়ক-নায়িকা।

ইধিকা আপাতত ব্যস্ত বাংলাদেশের ছবি নিয়ে। শাকিবের সঙ্গে ইধিকা জুটি বেঁধেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়।

নতুন ছবিতে শাকিব-ইধিকা জুটি দর্শকের কতটা পছন্দ হয়, সেটিই এখন দেখার বিষয়।

বিনোদন

গরমের কারণে নতুন কোনো কাজে হাত দেননি জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রচণ্ড গরমকে আপাতত এড়িয়ে চলছেন তিনি। জানিয়েছেন গ্রীষ্মের খরতাপ না কমলে নুতন করে কাজ করার কোনো সম্ভাবনা নেই। যদিও গত দুদিন ধরে আবহাওয়া আগের তুলনায় কিছুটা শীতল। কিন্তু সেটা কতদিন থাকবে তার ওপর নির্ভর করবে নতুন কাজের শিডিউল। এমনটাই বলেছেন পূর্ণিমা।

তিনি বলেন, ‘এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।’ এদিকে গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজ দর্শেকর মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এদিকে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি সিনেমায় কাজ করছেন এ নায়িকা। এর মধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ সিনেমার কাজ প্রায় শেষ। ‘জ্যাম’ অর্ধসমাপ্ত। তিনটি সিনেমায়ই তার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন এ নায়িকা। তবে এ মুহূর্তে নতুন কোনো অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে না। তবে ঈদের পর তাকে নতুন অনুষ্ঠানে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি।

বিনোদন

দীর্ঘদিন ধরেই শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবনের টানাপড়েন চলছে। বিয়ে বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন তারা।

সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন নায়িকার সঙ্গে রাজের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ্যে আসে। এ নিয়ে দ্বন্দ্বে জড়ান পরী-সুনেরাহ-রাজ। শুরু হয় রাজ-পরীর বাকযুদ্ধ।

এক সাক্ষাৎকারে পরীমণি জানান, ২৪ ঘণ্টার মধ্যে শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চান তিনি।

এমন দুঃসময়ে এবার পরীমণির পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক প্রশ্নের জবাবে পরীমণিকে ভুল না বোঝার আহ্বান জানান ঢালিউড কুইন।

অপু বলেন, পরীমণিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।

‘কোটি টাকার কাবিন’র নায়িকার কথায়, প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।

পরীমণিকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বলেন অপু। এ অভিনেত্রী বলেন, পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরো ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরো ১০ জন শিখতে পারে।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি।

এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী। আর ওই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

বিনোদন

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। বিভিন্ন সময় ইঙ্গিতের পর দাম্পত্য কলহ ও বিচ্ছেদের বিষয়ে ফেসবুকে সংবাদ সম্মেলনের আয়োজনের ডাক দিয়ে ভোল্ট পাল্টালেন সানাই।

এবার ফেসবুকেই নিজের ভেরিফায়েড পেজ হ্যাক হওয়ার কথা জানালেন তিনি। সেই পোস্টে স্বামীকে মারধর করার কথাও অস্বীকার করে সাংবাদিকদের দোষারোপ করেন সানাই।

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ৩টা ৫১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

ভেরিফায়েড পেজে সানাই লেখেন, ‘আসসালামু আলাইকুম, পেজ হ্যাক হওয়ার কারণে আমি অ্যাকসেস পাচ্ছিলাম না। আর ওইদিকে আমাকে নিয়ে যে লেভেলের উল্টাপাল্টা নিউজ হচ্ছে। আচ্ছা, সাংবাদিক ভাইয়ারা আপনাদের কাছে তো আমার নাম্বার আছে, নিউজের আগে কি আপনারা একটাবার আমাকে ফোন করার প্রয়োজন মনে করেন নি? আমি কোন দুঃখে আমার স্বামী কে মারতে যাবো? আর কিডনি ড্যামেজ করে দিছি মানে? আসেন আপনারা সবাই মিলে পপুলার কিংবা ল্যাবএইডে গিয়ে আমার স্বামীর কিডনি পরীক্ষা করে দেখি, রিপোর্ট কি আসে। অন দ্য স্পট প্রমাণ হবে কিডনি ঠিক আছে কি না।

সানাই আরও লেখেন, ‘এগুলো আশ্চর্যজনক নিউজ আপনারা কিসের ভিত্তিতে করেন? আপনারা আসেন না ভাই, ওকে নিয়ে পপুলার বা ল্যাবএইডে গিয়ে একটা টেস্ট করাই তারপর না হয় রিপোর্ট এর ছবি দিয়ে নিউজ করলেন। রিপোর্ট তো ভুয়া বানানো যায়। কারণ আমার স্বামীর পরিচিত ডাক্তার আছে ডজন ডজন। তাই তার কিডনির পরীক্ষা আপনাদের উপস্থিতিতে ফেসবুক লাইভে থেকে করা হবে। দেখি কী রিপোর্ট আসে। ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। কীভাবে আপনারা এসব অযাচিত নিউজ করেন?’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে কাউকে না জানিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিল সানাইয়ের পরিবার। পরে ঠিকই জানাজানি হয়ে যায়। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। তার স্বামী মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। যদিও এর আগে ২০১৯ সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

বিনোদন

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে তৃতীয় নারী হিসেবে সর্বোচ্চ স্বীকৃতি স্বর্ণপাম (পাম দ’র) জিতলেন ফরাসি পরিচালক জাস্টিন ত্রিয়েত। তার নির্মিত ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

গত রাতে কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে জাস্টিন ত্রিয়েতের হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা। কানের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনও নারী এই স্বীকৃতি পেলেন।

তরুণ এ নির্মাতা তার সিনেমায় তুলে ধরেছেন কিছু রোমহর্ষক ঘটনা।

সিনেমার গল্প এক নারীর স্বামীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমায় শেষে জানা যায়, স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্ত্রী নিজেই।

ঘটনা আরও টুইস্টের দিকে এগোয় হত্যাকাণ্ডের সাক্ষীকে কেন্দ্র করে। বাবার হত্যাকারী মা আর সে ঘটনার একমাত্র সাক্ষী তাদের অন্ধ ছেলে।

জটিল ধাঁধার এ গল্প কানের বিচারকদের পছন্দ হয়েছে–এ হত্যার পেছনে লুকিয়ে থাকা আরেক সত্য জানতে পেরে। আর সেই সত্যের জোরেই সিনেমাটিকে বিচারকদের পছন্দের শীর্ষে তুলে ধরে।

২০টি সিনেমা ও একটি তথ্যচিত্রের মধ্যে এ সিনেমাটিই হৃদয় ছুঁয়ে যায় দর্শক ও বিচারকদের।

বিনোদন

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সাড়ে তিন বছরের সংসারে নাকি ভাঙনের সুর বাজছে! কলকাতার গণমাধ্যম আনন্দবাজারে শুক্রবার (২৬ মে) একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয়। যেখানে নাম-ছবি উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে।

সেখানে কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে।

ওই প্রতিবেদনে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে।

তবে এই চাঞ্চল্যকর খবরে তেমন গুরুতর প্রতিক্রিয়া জানালেন না মিথিলা! শুটিংয়ে ব্যস্ত থাকা মিথিলা সদ্য প্রকাশিত এই সংবাদে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

এর আগে গেলো বছরের নভেম্বরে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জি। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বিনোদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল রোববার গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম শ্রদ্ধা নিবেদন করে এই আনন্দ আয়োজনের শুভ সূচনা করবেন।

এরপর গোপালগঞ্জ শহরের সুইমিং পুল এ্যান্ড জিমনেশিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান করবেন। সেখানে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

বিকেল ৩টায় এই উপলক্ষে শহরে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। নিশিতা বড়–য়া, মিনার আহমেদ ও শিরোনামহীন ব্যান্ড দল কনসার্টে  সংগীত পরিবেশন করবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, জাতির পিতার ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বিনোদন

জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এ বড় আসর শুরু হয় গত ১৬ মে। যথারীতি এ বছরও দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে ভিড় জমিয়েছেন বিশ্বের জনপ্রিয় অভিনয়শিল্পী, নির্মাতা আর প্রযোজকরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা নিপুণ ও জায়েদ খানের। সময় স্বল্পতাকে কারণ দেখিয়ে ভিসা দেয়নি ফ্রান্স দূতাবাস।

গত ১৬ মে থেকে শুরু হওয়া ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘অ্যালেমেন্টাল’। কান উৎসবের সিনেমার বাজার (মার্শে দ্যু ফিল্ম) বুধবার বিকাল ৫টায় বন্ধ হয়ে যাবে।

প্রথমবারের মতো এবার কানে স্টল নিয়েছে বাংলাদেশ। উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) একটি বিশেষ প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা ছিল। এ অল্প সময়ে সেই আয়োজনে আর যোগ দেওয়া সম্ভব নয় বলেই ভিসা পায়নি বাংলাদেশের প্রতিনিধি দল। জিও (গভর্নমেন্ট অর্ডার) জটিলতায় সংশ্লিষ্টরা উৎসবে যোগ দেওয়ার প্রক্রিয়া দেরিতে শুরু করে। সেই দলের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামও ছিল। আর এজন্য পুরো টিমের সঙ্গে স্বপ্নভঙ্গ হলো তাদেরও।

প্রতিনিধি দলে আরও ছিলেন- বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন, একেএম আমিনুল করিম খান (সহকারী পরিচালক নিরাপত্তা ও প্রশাসন), রফিকুল ইসলাম (ল্যাব চিফ, অতিরিক্তি পরিচালক বিক্রয়) ও নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। যদিও এ তালিকায় প্রথমে ২০ জনেরও বেশি নাম ছিল। পরে আরও কাটছাঁট করা হয়।

গত বছরের জানুয়ারিতে জায়েদ খান স্বপ্ন দেখেছিলেন টানা তৃতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসবেন তিনি। অন্যদিকে নিপুণের স্বপ্ন ছিল প্রথমবারের মতো কোনো নারী তারকা হিসেবে তিনিই এ দায়িত্ব কাঁধে তুলে নেবেন।

বিনোদন

বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র একদিন আগেই ভারতীয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। এর মাঝেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালখ্যাত এই অভিনেত্রীর।

বুধবার মুম্বাইতে বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জ্যাসমিনের চরিত্রে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বৈভবী। তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় তার গাড়ি। তবে গাড়িটিতে বৈভবী শুধু একা নন, তার সঙ্গে ছিলেন তার হবু বরও। মাত্র ৩২ বছর বয়সেই প্রয়াত হলেন এই অভিনেত্রী। দুর্ঘটনার কথা শুনে দ্রুত চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে তার মরদেহ। বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে এই খবরটি জানিয়ে লিখেছেন, ‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনো সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।’

সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালের সিজন টুতে দেখা গিয়েছিল বৈভবীকে। এ ছাড়া বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়া ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

বিনোদন

ঈদুল আজহায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা।

এই সিনেমা নিয়ে আশাবাদী মিম। তিনি বলেন, আমার বিশ্বাস, দর্শকরা অন্তর্জাল গ্রহণ করবে এবং খুব ভালোভাবেই করবে। শিক্ষার্থীরা এই সিনেমা ব্যাপকভাবে দেখবেন, যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখবেন, সাইবার নিয়ে যাদের আগ্রহ আছে তারাও দেখবেন। এ ধরনের সিনেমা এ দেশে আগে হয়নি। ‘অন্তর্জাল’ দেখে দর্শকদের হলিউডের সিনেমা মনে হবে।

এ সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গত বছর যে সময়ে ‘পরাণ’ মুক্তি পেয়েছিল, এবার সেই সময়ে ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় দর্শকরা আমাকে কখনো হাসতে দেখবেন না। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল।

প্রতিটি চরিত্র আমি উপভোগ করি শুটিংয়ের সময়। নতুন নতুন চরিত্রে মিশে যেতে বেশ ভালো লাগে আমার। ‘অন্তর্জাল’ সিনেমার চরিত্রটিও আমাকে নতুন মাত্রা দিয়েছে।

ভক্তদের প্রতি আমার ভালোবাসা ও বিশ্বাস আছে। তারাও আমাকে খুব ভালোবাসেন। ভক্তরা ‘পরাণ’ সিনেমার জন্য অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন, ‘দামাল’ সিনেমার জন্যও দেখিয়েছেন। আমার বিশ্বাস ‘অন্তর্জাল’ সিনেমার জন্যও দেখাবেন।

সবাইকে বলব, আপনারা দলে দলে ঈদের সময় প্রেক্ষাগৃহে আসবেন এবং ‘অন্তর্জাল’ সিনেমার সঙ্গে থাকবেন। সত্যিই এটি আপনাদের ভালো লাগবে।