বিনোদন

নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। গ্লামার ও অভিনয়গুণ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনাকে সঙ্গী করে চলছেন।

অনেকটা ঠোঁটকাটা টাইপের শবনম সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট দিয়ে আলোচনায় থাকেন। তার কোনো কোনো পোস্ট নিয়ে ট্রলও হয়।

তবে সম্প্রতি কিছুটা থিতু হয়েছেন শবনম।

একটা সময় কে কী ভাবল, কে কী বলল তা নিয়ে তেমন মাথাব্যথা ছিল না তার। নিজের মতো করেই বাঁচতেন, ভাবতেন এবং সেভাবেই চলতেন।
ফেসবুকে পোস্ট করে সেটি স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন— ‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবল তাতে কিছুই আসত যেত না আমার।’

তবে সম্প্রতি নিজের ভেতরে কিছু পরিবর্তন এসেছে বলে উপলব্ধি শবনমের। ‘দেবী’ অভিনেত্রী জানান, ‘এটা কিন্তু খুব বেশি দিন আগেরও কথা নয়, যা মাথায় আসত লিখে ফেলতাম। বলে ফেলতাম! আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল না। সম্ভবত বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো।’

তিনি আরও লেখেন, ‘চাইলেও আর চিৎকার করতে না পারাও মনে হয় ভালো। বুক ফেটে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হওয়াও সম্ভবত ভালো। ’

তার ভাষায়, ‘অনেক কিছুর বিচার চাইতে চেয়েও আকাশের দিকে তাকিয়ে ওপরওয়ালার কাছে, প্রকৃতির বিচার -এর আকুতি করাও হয়তো ভালো।’

উল্লেখ্য, সবশেষ গত মাসে প্রচারিত হয় শবনম ফারিয়া অভিনীত নাটক ‘হোটেল নিরিবিলি’। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।

দেবী সিনেমা করে আলোচনায় চলে আসেন এ সুদর্শনী। এ সিনেমায় তাকে ভিন্নভাবে খুঁজে পান দর্শক।

বিনোদন

সন্তানকে প্রকাশ্যে আনার চার দিন পর শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানান বুবলী।

ওই তারকাজুটি সত্যি বিয়ে করেছেন কিনা, এখন তাদের মধ্যে সম্পর্ক কেমন? তা নিয়ে দেশের সোশ্যাল মিডিয়া থেকে সিনেপাড়া সবই সরগরম।

আলোচিত ওই নায়িকা তার ফেসবুকে লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। একইসঙ্গে ওই পোস্টে যুক্তরাষ্ট্রে তোলা তাদের কয়েকটি ছবিও শেয়ার করেন।

এর আগে, ২৭ আগস্ট বুবলী বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন। বুবলী তখন সন্তানের বাবার নাম প্রকাশ করেননি।

শিগগিরই বিষয়টি খোলাসা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন বুবলী।

শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর। ছেলের বাবা শাকিব খান। এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান। পৃথক পোস্ট দিলেও তাদের পোস্টের বক্তব্যও কিন্তু একই ছিল।

পোস্ট দুটির বিষয়ে গণমাধ্যমে সেদিন নায়ক শাকিব খান বলেন, ‘শেহজাদ খান বীর— আমার ও বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। ’

এবার একই কথা বললেন বুবলীও।  তিনি বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিবের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। ’

এর আগে, পৃথক পৃথক পোস্টে বুবলী ও শাকিব লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর— আমার এবং বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বিনোদন

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী এবং চিত্রনায়ক শাকিব খানের বিয়ে ও সন্তান নিয়ে তুমুল হৈচৈ পড়ে গেছে। বিয়ের বিষয়টি অস্পষ্ট রাখলেও শাকিব-বুবলী দুজনেই জানিয়েছেন, তার ছোট্ট রাজপুত্রের নাম শেহজাদ খান বীর।

বুবলীর ঘটনা নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি যখন সরগরম, ঠিক তখনই সবার নজর পড়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির দিকে।

বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় শাকিব-পূজার সখ্য তৈরি হয়। এর পরই ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন।

একটি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে থাকাকালীন শাকিব তার সিনেমার জন্য পূজাকে নেওয়ার জোর চেষ্টা করেছেন বলেও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। শুধু তা-ই নয়, কয়েকজন প্রযোজককে সিনেমায় তার বিপরীতে পূজাকে নেওয়ার অনুরোধ করেছিলেন শাকিব।

গত ১৭ আগস্ট গ্রিন কার্ড নিশ্চিত করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন শাকিব। কয়েক দিন পরই অনুদানের সিনেমা ‘মায়া’ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সম্পাদন করেন তিনি।

নানা মাধ্যমে জোর গুঞ্জন শোনা গেছে, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে চলছিল ঝামেলা। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে কলহে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে।

এদিকে উইকিপিডিয়া থেকে নেওয়া একটি স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখাচ্ছে, ২০২২ সালেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে বিয়ে করেছেন পূজা। যদিও উইকিপিডিয়ায় গিয়ে এই তথ্যটি দেখতে পাওয়া যায়নি।

পূজার চেরির শেষ দেখা পাওয়া গিয়েছিল গত ২৬ সেপ্টেম্বর, ‘হৃদিতা’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে। নায়িকার ফেসবুকে সবশেষ, পোস্ট ছিল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাওয়া যাচ্ছে না পূজাকে। পূজার এ নীরবতায় বিভিন্ন প্রশ্ন শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের দ্বিতীয় সন্তানকে পরিচয় করিয়ে দেন শাকিব খান। সেই সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিচয়ও প্রকাশ্যে আনেন তিনি। এর কয়েক মিনিট আগেই বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একই ধরনের স্ট্যাটাস দিয়ে শাকিবকে বিয়ের কথা জানান। এরপর থেকেই আলোচনায় শাকিবের বিবাহকাণ্ড।

বিনোদন

গুপ্তচরের ভূমিকায় এসে উচ্ছ্বসিত এই বলিউড অভিনেত্রী।

বলিউডে পরিণীতি চোপড়ার এক দশক হল; তবে এবার এমন একটি চরিত্র রূপায়নে তিনি আসছেন, যা নিয়ে নিজেউ উচ্ছ্বসিত।

প্রভু দাশগুপ্তের নতুন সিনেমা ‘কোড নেম : তিরাঙ্গা’য় পরিনীতিকে ভারতের গোয়েন্দা ‘র’ এর এজেন্টের ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

মঙ্গলবার প্রকাশ পাওয়া সিনেমাটির ৩ মিনিটের ট্রেইলারটি দেখেই বোঝা যায়, মূল কেন্দ্রবিন্দু দেশপ্রেম হলেও অ্যাকশন আর আবেগের মিশেলে সিনেমাটি বানিয়েছেন প্রভু।

আগামী ১৪ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই স্পাই থ্রিলারে গুপ্তচর হয়ে গোপন অভিযানে গিয়ে সন্ত্রাসীদের কয়েদ করবেন পরিণীতি।

ট্রেইলারটি শুরু হয় কেলকারের ভিলেনের পরিচয়ের মধ্যদিয়ে, পরিণীতি যাকে ধরতেই গোপন অভিযানে নামেন। সেখানে তিনি সান্ধুর প্রেমে পড়েন, যা তাকে কর্তব্যবোধ এবং প্রেমের দ্বন্দ্বে ফেলে দেয়।

পরিণীতি বলেন, “একজন অভিনেতা হিসাবে ক্যারিয়ারে সব সময় নতুন কিছু ঘটার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ। চলচ্চিত্রে আমার একাদশ বছরে প্রথম পূর্ণাঙ্গ একটি অ্যাকশননির্ভর সিনেমা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত আমি।”

এই সিনেমায় পরিণীতির সঙ্গে আছেন হার্ডি সান্ধু, গত বছরই ‘৮৩’ সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেমায় তার অভিষেক।

পরিণীতি এর আগে প্রভু দাশগুপ্তের ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’র হিন্দি রূপান্তরে ছিলেন। ২০১৯ সালে নেটফ্লিক্সে প্রভুর স্পাই থ্রিলার ‘বার্ড অব ব্লাড’র সঙ্গে ‘কোড নেম : তিরাঙ্গা’র ট্রেইলারে অনেক মিল পাওয়ার কথা বলছেন দর্শকরা।

বিনোদন

‘ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে/ সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে’– বাংলার সংগীতজগতে নারীর রূপের প্রশংসা যে রকম অকৃপণভাবে করা হয়, ছেলেদের প্রশংসায় বেলায় ঠিক তার উল্টো। বাঙালি ‘নারীর বুক ফাটে তো মুখ ফোটে না’র মতো সংগীত জগতে পুরুষদের ভালো লাগার বয়ান নিয়ে গান খুব বেশি শোনা যায় না। তবে সম্প্রতি নেটদুনিয়ায় ঝড় তোলা সংগীতশিল্পী সুমি শবনমের ‘ভাল্লাগে’ গানটি তার ব্যতিক্রম।

এই গানে একদম সোজাসাপ্টা ভাবে জানিয়ে দেওয়া হয়েছে একজন পুরুষকে ভালোলাগার কথা। আর সেই সহজ ভাষায় ভালো লাগার গানটি রীতিমতো ঝড় তুলেছে নেটমাধ্যমে। টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামেও ভাইরাল গানটির নানান রিল। ফেসবুকে #ভাল্লাগে হ্যাশট্যাগ রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে।

শুধু বাংলাদেশেই নয়, ‘কাঁটাতারের গণ্ডি’ পেরিয়ে তাই গানের জনপ্রিয়তা পৌঁছে গেছে ভারতের পশ্চিমবঙ্গেও। সেখানকার দর্শকরাও মেতেছেন গানটিতে। তৈরি করছেন রিল।

পশ্চিমবঙ্গের একজন ফেসবুক ব্যবহারকারী অঙ্কিতা বর্মণ ফেসবুকে গানটির একটি রিল পোস্ট করে লিখেছেন, অষ্টমীর দিন পাঞ্জাবিতে ছেলেদের দেখার পর আমরা।

ফেসবুকে দেখা যায়, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে রায়গঞ্জে এক অনুষ্ঠানে মঞ্চে গানটির সঙ্গে নাচছেন এক তরুণী।

‘ভাল্লাগে’ শিরোনামের গানটি গত জুলাইয়ে ইউটিউবে প্রকাশের আড়াই মাসে ২ কোটি ৩৫ লাখের বেশি ভিউ হয়েছে। গানটি লিখেছেন সুমি শবনমের স্বামী আকরাম হোসেন।

বিনোদন

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজে এসেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এখন চিত্রনায়িকা হিসাবেই পরিচিত। কিছুদিন আগে তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় আছে তিনটি সিনেমা। মিডিয়ার অন্যান্য মাধ্যমেও কাজের ব্যস্ততা রয়েছে। এসব বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* এখন কোথায় কী নিয়ে ব্যস্ত আছেন?

** ঢাকায় আছি। আপাতত শুটিংয়ের কাজ না থাকায় পড়ালেখাতেই সময় দিচ্ছি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনার্স করছি। পড়ালেখা নিয়ে তাই দারুণ সময় কাটছে।

* চিত্রজগতের অনেকেই নাটকেও অভিনয় করছেন। আপনি করেন না কেন?

** আসলে আমি অভিনয়ে একবারেই নবীন। এখন শুধু শিখেই যাচ্ছি। যেহেতু সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছি, তাই কিছুদিন এ অঙ্গনেই কাজ করার পরিকল্পনা আছে। যখন পরিণত হব অভিনয়ে তখন হয়তো নিজেকে সব মাধ্যমে যুক্ত করব। তবে নাটকের অনেক গুণী নির্মাতা আমাকে অভিনয়ের প্রস্তাব দিচ্ছেন, যা আমার জন্য সম্মানের একটি বিষয়।

* বিজ্ঞাপনে কী এখনো নিয়মিত কাজ করছেন?

** কিছুদিন আগে ছয়টি বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম। সেগুলো এর মধ্যে প্রচারও হয়েছে। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কারণে অন্য কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করতে পারছি না। তা ছাড়া গড়পড়তা কাজে যুক্ত হওয়ারও ইচ্ছা নেই আমার। মান ঠিক রেখে নিজেকে সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে চাই।

* আপনার হাতে এখনো কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এগুলোর অগ্রগতি কী?

** সানী সানোয়ারের পরিচালনায় ‘ব্ল্যাক ওয়ার’ নামের সিনেমাটির সব কাজ শেষ। অক্টোবরে মুক্তির একটি সম্ভাবনা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটির মুক্তি বিলম্বিত হবে। আমি এ সিনেমার সফলতা নিয়ে আশাবাদী। এ ছাড়া আবু তৌহিদ হিরনের ‘আদম’ এবং রায়হান রাফির ‘নূর’ সিনেমার শুটিং শেষ হলেও এগুলোর কারিগরি অংশের কাজ চলমান। তবে অল্প সময়ের মধ্যে এগুলোও মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে কয়েকটি স্ক্রিপ্ট পড়ছি।

* অভিনয় ক্যারিয়ার, প্রেম, বিয়ে-এসব নিয়ে অবস্থান কী?

** আমি মনে করি এখন অভিনয় এবং পড়ালেখায়ই আমার মনোযোগ থাকা উচিত। প্রেম নিয়ে কোনো আগ্রহ নেই আমার। কারণ এখন ক্যারিয়ার গড়ার সময়। তবে ভবিষ্যতে কী হবে তা এখনই ভাবতে চাই না। আর বিয়ে এখনো অনেক দূরে।

বিনোদন

ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ বেঁচে থাকলে সোমবার (১৯ সেপ্টেম্বর) ৫১ বছরে পা দিতেন। ক্ষণজন্মা এই নায়কের জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সহকর্মীরা।

মৃত্যুর ২৫ বছর পরও সালমান শাহকে অনুপ্রেরণা হিসেবে দেখেন বহু অভিনেতা। তাদের একজন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার দৃষ্টিতে প্রিয় অভিনেতা হলেন আকাশের চাঁদের মতোই বিশেষ একজন!

ফেসবুকে সালমান শাহ্‌র ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ। ছবি ক্যাপশনে তিনি লেখেন, ‘তারা তো অনেকগুলোই চাঁদ কিন্তু একটাই। শুভ জন্মদিন চাঁদ। ’

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সালমান শাহ জন্মগ্রহণ করেন। তার বাবা কমরউদ্দিন চৌধুরী ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং তার মা নীলা চৌধুরী এক সময়ে রাজনীতি করতেন, একাধিকবার সংসদ নির্বাচনেও অংশ নিয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নেন সালমান শাহ। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল, মাত্র তিন বছরে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমাতে। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই ছিল হিট। তালিকায় রয়েছে- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমা।

বিনোদন

২০০ কোটি রুপি পাচারের মামলায় বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লিউ)। বুধবার বেলা ১১টা ২০ মিনিটি থেকে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। খবর বলিউড হাঙ্গামা।

পূর্ব নির্ধারিত সময়ে জিজ্ঞাসাবাদ শেষ করতে এক সপ্তাহ আগে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে অনুরোধ করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লিউ)। ২০০ কোটি রুপি পাচারের সঙ্গে জড়িত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের কারণে এই অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি হয়।

খবরে বলা হয়, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে জ্যাকুলিন ফার্নান্দেজ ইওডব্লিউ কার্যালয়ের পেছন দরজা দিয়ে প্রবেশ করেন। তাকে বিকাল ৫টা পর্যন্ত প্রশ্ন করা হয়। ধারণা করা হচ্ছে- বলিউড অভিনেত্রীকে বৃহস্পতিবার তার বিরুদ্ধে আবার সমন জারি করা হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, জ্যাকুলিন এই আইনি প্রক্রিয়ায় তাদের সহযোগিতা করছেন।

খবরে বলা হয়, জ্যাকুলিন ফার্নান্দেজের কাছ থেকে সাত কোটি ২৭ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন ধনকুবের সুকেশ চন্দ্রশেখর।

এর আগেও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বলিউডের এই অভিনেত্রীকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়।

বিনোদন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বাণিজ্যমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে প্রতারণা করত মো. রবিউল ইসলাম। এক্ষেত্রে তার টার্গেট থাকত সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। তার প্রতারণার শিকার হয়েছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সহধর্মিণী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে বুধবার দিবাগত রাত দেড়টায় প্রতারক রবিউলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা অফিস কম্পাউন্ডে নিজ কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, মেহের আফরোজ শাওনের কাছে ফোন করে নিজেকে (প্রয়াত) ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দেন রবিউল। জানান, নুহাশ পল্লীর উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে একটি বড় ফান্ড এসেছে। যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিবের মোবাইল নাম্বার প্রদান করে ওই নাম্বারে যোগাযোগ করতে বলেন রবিউল।

শাওন ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে উপসচিব পরিচয়ে একজন কথা বলেন। অস্ট্রেলিয়া থেকে আসা ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ট্যাক্স বা ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে বলেন। শাওন সরল বিশ্বাসে টাকা প্রদান করেন। এরপর ওই উপসচিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তখন শাওন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় নুহাশ পল্লীর ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে গত ১২ মে ধানমণ্ডি থানায় একটি মামলা হয়। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তকালে বুধবার তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান বলেন, গ্রেফতারকৃত প্রতারক রবিউল ২০১৯ সাল থেকে বিভিন্ন কৌশলে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নাম্বার সংগ্রহ করে। এরপর তাদেরকে সংসদের ডেপুটি স্পিকার কখনো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে ফোন করত। বিদেশি অনুদান প্রাপ্তির প্রলোভন দেখিয়ে সরকারি ভ্যাট ট্যাক্স ও প্রসেসিং ফি বাবদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতো। এভাবে এই প্রতারক শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠান বা রিসোর্টের মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে ডিবির হারুন বলেন, অপরিচিত নাম্বার থেকে ফোন দিলেই যাচাই না করে কোনো লেনদেন করবেন না। কেউ ফোন করলেই সরল বিশ্বাসে টাকা পাঠাবেন না।

ভুক্তভোগী মেহের আফরোজ শাওন বলেন, প্রতারক রবিউল ফোন করে এমনভাবে কৌশলে কথা বলেছে যে আমি তার প্রতারণা ধরতে পারিনি। এভাবে যাচাই না করে টাকা পাঠানো আমার ভুল হয়েছে।

বিনোদন

নিজেদের বিয়ের রজতজয়ন্তি উদযাপনের পরপরই কেন এই সিদ্ধান্ত? অবাক ভক্তরা।

ক’মাস আগেই নিজেদের বিয়ের রজতজয়ন্তি উদযাপন করেছিলেন সিলভেস্টার স্ট্যালোন ও জেনিফার ফ্ল্যাভিন; এখন দিলেন বিচ্ছেদের খবর।

হলিউড তারকা স্ট্যালোন ও জেনিফার তাদের ২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন বলে বুধবার সিএনএন জানিয়েছে।

বর্তমানে ৭৬ বছর বয়সী স্ট্যালোন এবং ৫৪ বছর বয়সী ফ্ল্যাভিন বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে। তার প্রায় দশ বছর আগে একটি রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা। তখন ফ্ল্যাভিনের বয়স ছিল ১৯ বছর, আর ‘রকি’ তারকা স্ট্যালোনের বয়স ছিল ৪২ বছর।

এই বছর বিয়ের রজত জয়ন্তি উদযাপনের সময় স্ট্যালোন ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আমার অনন্য অপরূপা স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। কতটা অভাবনীয় নিঃস্বার্থ ধৈর্যশীলা এবং নিবেদিতপ্রাণ একজন ব্যক্তি হয়ে আছে সে আমার জীবনে, তা বোঝাতে যথেষ্ট শব্দ নেই আমার। আমি কেবলই চাই সময়টা যেন আরও ২৫ বছর দীর্ঘায়িত হয়।”

জবাবে ফ্ল্যাভিন লিখেছিলেন, “আমাকে সবসময় হাসতে, ভালোবাসতে এবং আমাদের সুন্দর পরিবারকে দারূণভাবে আগলে রাখার জন্য তোমাকে ধন্যবাদ! প্রতি বছর আমাদের দাম্পত্য আরও দারুণ হয়ে উঠছে।”

তার দুই মাসের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্তের কারণ কী হতে পারে, নিয়ে তা নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মনে।

ফ্ল্যাভিন পিপল ম্যাগাজিনকে বলেছেন, “যদিও আমরা আর দম্পতি থাকব না, তবে যৌথযাপনের এই সময়টা আমি আন্তরিকতার সাথেই লালন করব। আমি জানি, আমরা উভয়ই আমাদের অসাধারণ কন্যাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এভাবে নির্বিরোধে পরিবারের সকলকে নিয়ে সামনে এগিয়ে যেতে আমি কিছুটা গোপনীয়তা রক্ষা করতে চাই।”

এই দম্পতির তিনটি মেয়ে রয়েছে।

বিয়ে বিচ্ছেদ নিয়ে স্ট্যালোনও সহানুভূতিমূলক বক্তব্য রাখেন ভক্তদের উদ্দেশে- “আমি আমার পরিবারকে ভালোবাসি। আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এবং ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোর সমাধান করছি।”