বিনোদন

বাংলাদেশে নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পের চলচ্চিত্র ‘শিমু’ বা ‘মেইড ইন বাংলাদেশ’ মুক্তি পেলো জাপানে। টোকিওসহ হোকাইদো থেকে ওকিনওয়ার ১৫টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি।

এ জন্য বাংলার পাশাপাশি সিনেমাটির জাপানী সাবটাইটেলও করা হয়েছে।

জাপানে সিনেমাটি পরিবেশনা করছে পেনডোরা। উদ্বোধনী শোতে ভার্চুয়লি যুক্ত হয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘শিমু’র পরিচালক রুবাইয়াত হোসেন।

এটি নির্মাতা রুবাইয়াত হোসেনের তৃতীয় সিনেমা। তার নির্মিত প্রথম সিনেমা ‘মেহেরজান’ ২০১১ সালে এবং দ্বিতীয় সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’ ২০১৫ সালে মুক্তি পায়।

‘শিমু’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ।

এছাড়াও দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। চলতি বছরের ১১ মার্চ বাংলাদেশে ‘শিমু’ নামে মুক্তি পায় সিনেমাটি।

এর আগে সিনেমাটি ২০১৯ এর ডিসেম্বরে ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিকভাবে ‘মেইড ইন বাংলাদেশ’ নামে মুক্তি পায়। এরপর ২০২০ যুক্তরাষ্ট্রের বিভিন্ন হলে প্রদর্শনের পর সিনেমাটি বাণিজ্যিকভাবে দেখানো হয় ম্যাক্সিকো, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক ও জার্মানীর সিনেমা হলে।

ইতোমধ্যে কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সিনেমাটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে সিনেমাটি।

ফ্রান্সের সেইন্ট জঁ দ্য-লুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন সিনেমাটির অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। ইতালির টোরিনো বা তুরিন চলচ্চিত্র উৎসবে পেয়েছে ইন্টারফেদি পুরস্কার এবং ফ্রান্সের এমিয়েন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা দর্শক পুরস্কার ও জুরি পুরস্কারসহ ৩টি পুরস্কার।

বিনোদন

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া প্রায় পাঁচশ গানের অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বন্যার সংগীতকর্ম ছাড়াও তার জীবনী, দুর্লভ ছবি দিয়ে একটি ওয়েবসাইট সাজানো হচ্ছে; গত বছরের ডিসেম্বর থেকে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ে দপ্তর বাংলাদেশ কপিরাইট অফিসের তত্ত্বাবধানে এ কর্মযজ্ঞ চলছে।

কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, এবারই প্রথম সরকারিভাবে কোনো শিল্পীর সংগীতকর্ম সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে অন্য আরও বরেণ্য শিল্পীর কাজ সংরক্ষণ করা হবে।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “আমি তো সেটা (ভার্চুয়ালি গান সংরক্ষণ) বুঝি না, আবার পারিও না। আজকালকের ছেলেমেয়েরা যেভাবে প্রযুক্তি নিয়ে ধারণা রাখে, আমার সে রকম ধারণা নাই।

“সরকার এই দায়িত্ব নেওয়ায় আমার জন্য অনেক ভালো হয়েছে। এই যুগে এসে এটা না পারলেও পিছিয়ে যেতে হয়। আমাদের মত পুরানো শিল্পীদের গান সংরক্ষণে এটা খুব ভালো উদ্যোগ।”

জাফর রাজা চৌধুরী মাস দুয়েক আগে কপিরাইট অফিসের রেজিস্ট্রারের পদ থেকে অবসরে যাওয়ার পর সেই দায়িত্বে এসেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজরিফা শ্যামা।

তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়ায় ওই উদ্যোগের বিস্তারিত এখনও তার জানা হয়ে ওঠেনি।

বন্যাকে নিয়ে ওয়েবসাইট উন্নয়নে কাজ করছেন সংগীতশিল্পী ও অডিও প্রকৌশলী জুয়েল মোর্শেদ।

তিনি জানান, ঈদের পর আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটির নাম উন্মোচন করা হবে; তার আগেই যাবতীয় কাজ গুছিয়ে আনছেন তারা।

রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া রবীন্দ্রসংগীতগুলোও ওয়েবসাইটে তোলা হবে; শ্রোতারা নির্দিষ্ট পরিমাণ সম্মানীর বিনিময়ে তা শুনতে পারবেন।

কপিরাইট আইন অনুযায়ী, রবীন্দ্রসংগীত গাওয়ার জন্য ‘রিলেটেড রাইটস’ পাবেন বন্যা; ফলে ওয়েবসাইটের গান থেকে রয়্যালিটি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন তিনি।

গান শোনার সুযোগ ছাড়াও বন্যার জীবনী ও ‍দুর্লভ ছবির সমাহার দেখা যাবে ওয়েবসাইটে।

জুয়েল বলেন, “আমরা একটি ফটো গ্যালারি করছি, যেখানে উনার তিন বছর বয়সের ছবিও থাকবে। ওস্তাদ রবি শঙ্করের ছবিসহ বেশ কয়েকটি দুর্লভ ছবি থাকছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সাবেক চেয়ারপারসন, অধ্যাপক বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেলেও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনও গেয়েছেন।

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্ম নেওয়া বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধায়ের মত সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি।

সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা।

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

এর আগে কপিরাইট অফিসের উদ্যোগে বেসরকারি ব্যবস্থাপনায় ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর ২৭২টি গান সংরক্ষণ করেছে বাংলাদেশ কপিরাইট অফিস; মাঝে বাউল সাধক শাহ আব্দুল করিমের গানও সংরক্ষণ করেছে সংস্থাটি।

বিনোদন

ঢালিউডের উঠতি নায়িকা জাহারা মিতু নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে এখন পর্যন্ত চারটি সিনেমায় কাজ করেছেন।

নির্মাতা কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমা এদের মধ্যে একটি।

ইতোমধ্যে দুজনকে প্রেমের গুঞ্জন চলছে। আর এরই মধ্যে বাপ্পিকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়ে সেই গুঞ্জনের আগুনি ঘি ঢেলে দিলেন মিতু নিজেই।

মিতু তার ফ্যান পেজে বাপ্পির একটি ঘুমন্ত অবস্থার ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে – ডাবিং স্টুডিওর সোফায় ঘুমাচ্ছেন বাপ্পি চৌধুরী। কাঁচের ওপাশে দেখা যাচ্ছে নির্মাতা কাজী হায়াতকে।

বুঝতে বাকি নেই, বাপ্পির ঘুমের ছবিটা তুলেছেন জাহারা মিতু নিজেই। কারণ, গত দুদিন ধরে এ জুটি জয় বাংলা’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

ঘুমন্ত বাপ্পির ছবি দিয়ে মিতু মূলত পর্দার আড়ালে এ নায়কের কঠোর শ্রমের বিষয়টি ইঙ্গিত দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘করোনার বুস্টার ডোজ নেওয়ার পর গতকাল (৯ এপ্রিল) ডাবিং, আবার আজকে (১০ এপ্রিল) টানা ৪ ঘণ্টা ডাবিং, একপর্যায়ে না পেরে এভাবেই শুয়ে পড়া। অদ্ভুত জীবন, এক একজন মানুষের। কতটা কষ্ট এক একটি কাজের পেছনে।’

কাজের প্রতি বাপ্পির এমন আত্মনিয়োগ দেখে প্রতিনিয়ত অবাক হচ্ছেন মিতু।

তিনি বলেন, ‌‘বাপ্পি চাইলেই পারতো, আজকে সব বন্ধ রেখে বিশ্রাম নিতে। কিন্তু কাল (১১ এপ্রিল) থেকে যে আবার ‘শত্রু’র শুটিং শুরু!’

মিতু বললেন, ‘এরকম কত কষ্টের গল্পের মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির এক একজন সুপারস্টার তৈরি হয়েছে, তা আমরা অনেকেই জানি না। কত অজানা কষ্ট মানুষকে বিনোদন দিতে গিয়ে সহ্য করতে হয় তাদের। কাছ থেকে দেখি বলে হয়তো গল্পগুলো জানতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। মনে হয়, এখানে নিজের কষ্ট বলে কিছু নেই, জীবনটাই তো অন্যের নামে লিখে দেওয়া। নিজের বলে কি আর কিছু থাকে ?’

বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু প্রথম অভিনয় করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায়। সিনেমাটির শুটিং চলাকালে অপূর্ব রানার ‘যন্ত্রণা’য় চুক্তিবদ্ধ হন তারা। সেটির শুটিং শুরু না হতেই শাহীন সুমনের ‘কুস্তিগীর’ নামে আরেক সিনেমার শুটিং শেষ করে এই জুটি। সর্বশেষ বাপ্পি-মিতু জুটির ক্যাটালগে চতুর্থ সিনেমা হিসেবে যুক্ত হয় সুমন ধরের ‘শত্রু’।

বিনোদন

টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের সম্পর্কের কথা সবার জানা।

এবার তাদের বিয়ের খবরের আলোচনা জোড়ালো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ড্রাস্টিতে।
অভিনেতা দেব নিজেই নিজের বিয়ের দিন সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের জোরাজুরির মুখে, বিয়ের তারিখ ঘোষণা করেন দেব। তিনি জানান, ভালোবাসার মানুষের সঙ্গে এপ্রিলেই সংসার শুরু করতে যাচ্ছেন তিনি।

আসছে ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ‘কিশমিশ’। সিনেমাটিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে দেব ও রুক্মিণীকে।

সিনেমাটির প্রচারের জন্য শনিবার (০৯ এপ্রিল) দক্ষিণ কলকাতার একটি শপিং মলে হাজির হয়েছিলেন দেব ও রুক্মিণী। সেখানে মাঝেমধ্যে খুনসুটি করতে দেখা যায় তাদের। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।

সেখানে দেব বলেন, ‘২৯ এপ্রিলেই রুক্মিণীকে বিয়ে করছি!’ দেবের এমন ঘোষণায়, উচ্ছ্বাসিত টলিউডের এই দুই তারকার ভক্তরা।

তবে ধারণা করা হচ্ছে, বাস্তবে নয়, সম্ভবত ‘কিশমিশ’ সিনেমায় দেব-রুক্মিণীর বিয়ের একটি দৃশ্য রয়েছে। সেই বিয়ের কথাই কি দেবের মুখে শোনা গেল নাকি সত্যি সিনেমা মুক্তির দিনেই গাঁটছড়া বাঁধছেন তারা? তা নিয়ে দর্শক মহলে কৌতূহল বাড়ছে।

বিনোদন

ক্যারিয়ারের সুসময়ে থাকা অবস্থায় একটি ঘটনাকে কেন্দ্র করে অনেকটাই আড়ালে চলে যান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

তবে দমে যাননি তিনি। সব সমালোচনা উপেক্ষা করে ঘুরে দাঁড়িয়েছেন।

কিন্তু সেই ঘটনা আজও পিছু ছাড়েনি প্রভার। এ নিয়ে সামাজিকমাধ্যমে মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় এ অভিনেত্রীকে, যা ব্যথিত করে তাকে। তারপরও শত প্রতিকূলতা অতিক্রম করে নিজের পথেই আছেন তিনি।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্‌। ’

এদিকে ফেলে আসা অতীত নিয়ে প্রশ্ন তোলেন অনেকে; এমন ইঙ্গিত দিয়ে শুক্রবার (০৮ এপ্রিল) ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে। ’

অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব প্রভা। নিয়মিত সেখানে লাস্যময়ী ভঙ্গিমায় ছবি পোস্ট করার পাশাপাশি কাজের আপডেট জানান এই অভিনেত্রী।

বিনোদন

হজরত মুসা (আ.) যুগের মিসরের অত্যাচারী শাসক ফেরাউনের সঙ্গে দেশের অসাধু তরমুজ ব্যবসায়ীদের তুলনা করেছেন ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝেড়ে ঢাকাই ছবির জনপ্রিয় এ অভিনেতা বলেছেন, ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে।

গত কয়েক বছর ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। যা নিয়ে ক্রেতারা বিরক্ত। কারণ এতে একটি তরমুজের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পড়ে যায়।

এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। বিষয়টি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

কিন্তু চলতি রমজান মাসে সেই একই কায়দায় গ্রীষ্মকালীন এ রসালো ফলটি কেজি দরে বিক্রি করছেন অনেকে। ফলে এবারো স্বল্প এবং নিম্ন আয়ের মানুষদের সামর্থ্যের বাইরে চলে গেছে তরমুজ।

গরম ও কাঠ ফাঁটা রোদে রোজা রেখে অনেক রোজাদাররা ইফতারের মেন্যুতে তরমুজ রাখতে পারছেন না, তৃপ্ত হতে পারছেন না।

কেজি দরে তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘কুলি’ খ্যাত এ নায়ক লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’

এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?’

বিনোদন

চাঞ্চল্যকর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনায় ২৩ বছর পর মঙ্গলবার আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরিচিতজনদের ফোন পেয়ে বুধবার খবরটি জানতে পারেন লামিয়া। তবে এই নিয়ে মন্তব্য করতে নারাজ তিনি।

বুধবার দুপুরে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, এত বছর পর আসামি গ্রেফতার হয়েছে, দেখলাম। দেখতে চাই কী হয়। আই ক্যানট শেয়ারিং এনিথিং অ্যাট দ্য মোমেন্ট। সরি অ্যাবাউট দ্যাট। কিছুই বলার নাই, দেখছি কী হচ্ছে। অনেক বছর পর আসামি গ্রেফতার করছে তারা, দেখি কী হয়।’

ঢাকাই সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির দুই সন্তান শাফায়েত চৌধুরী ও লামিয়া চৌধুরী।

লামিয়া পড়াশোনা করেছেন কানাডায়। টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। দিতির মৃত্যুর পর ২০১৬ সালে তার ইচ্ছা অনুযায়ী ‘দুই পুতুল’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন লামিয়া। এরপর আর নিয়মিত দেখা যায়নি তাকে।

বর্তমানে ঢাকাতেই বসবাস করছেন লামিয়া। ফেসবুকে একটি পেইজ খুলে ফাস্টফুড সরবরাহ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

অন্যদিকে, কানাডার রিয়ারসন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে নেদাল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানে চাকরি করছেন শাফায়েত।
গত বছরের মাঝামাঝি নেদাল্যান্ডসের এক তরুণীকে স্থায়ীভাবে আমস্টারডামে বসবাস করছেন শাফায়েত।

১৯৯৮ সালে বনানীর এক ক্লাবের সামনে সন্ত্রাসীদের হাতে খুন হন সোহেল চৌধুরী। ২০১৬ সালে ক্যান্সারে মা দিতিকে হারান তারা।

বাবার মৃত্যুর ২৩ বছর পেরোলেও এখনও বিচার পাননি তারা। মঙ্গলবার রাত ১১টার দিকে গুলশানের বাসা থেকে আশীষ রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ১ নম্বর আসামি। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।

বিনোদন

অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। তারই নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান।

অতাশ জমজমের নতুন সিনেমাটির নাম ‘ফেরেশতে’। এর চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন।

জানা যায়, বর্তমানে বাংলাদেশে সিনেমাটির শুটিং চলছে। যে জন্য জমজমসহ আরও চার জন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশে অবস্থান করছেন। চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান।

জয়া আহসান সিনেমাটির নাম ভূমিকা ‘ফেরেশতে’ চরিত্রে অভিনয় করছেন। তিনি ছাড়াও এতে আরো আছেন রিকিতা নন্দিনী শিমু।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সিনেমাটির নাম ‘সিএনজি’ হিসেবে অনুমতি নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে সিনেমাটির শুটিং চলছে রাজধানীর সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায়। সেখানেই দেখা যায় জয়া আহসান ও শিমুকে।

দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। তবে সিনেমাটি নিয়ে জয়া আহাসান এখনো কোনো মন্তব্য করেননি।

বিনোদন

গানের শুটিংয়ে শাহরুখের সঙ্গে নাচছিলেন অভিনেত্রী কাজল। আর সেই শুটিং সেটে সবার সামনেই কাজলকে চড় মারেন তার স্বামী অজয় দেবগন।

এ ঘটনার কথা সিনেপ্রেমীদের সামনে ফাঁস করলেন কাজল নিজেই। জানালেন সেই কষ্টময় দিনটির কথা।

ঘটনাটি ঘটেছিল ২০০১ সালে। বলিউড নির্মাতা করণ জোহরের সুপারহিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর শুটিং সেটে।

শাহরুখ খানের সঙ্গে ‘ইয়ে লড়কা হ্যায় আল্লাহ’ গানের দৃশ্যের শুটিং চলছিল৷ নাচের মহড়া দিতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান কাজল। সেই মুহূর্তেই খবর পেয়ে সেটে চলে যান অজয়। সবার সামনে কাজলকে চড় মারেন তিনি।

এটি সবার জানা, বলিউড অভিনেতা অজয় দেবগন বদমেজাজী। তাই বলে অসুস্থ স্ত্রীকে চড় মারবেন?

এর কারণ এক সাক্ষাৎকারে জানান কাজল।

কাজল বলেছিলেন, ‘করণের ‘কাভি খুশি কাভি গাম’ হিট হয়। কিন্তু সেই সময়ে ছবির সাফল্যে একটুও আনন্দ করতে পারিনি। কারণ প্রথম সন্তানকে হারিয়েছি ওই বছর। তার পর আবারও গর্ভপাত হয়। অজয় এবং আমার জন্য সেই সময়টা খুবই কঠিন ছিল। কিন্তু এখন আমাদের পরিবার সম্পূর্ণ। নায়সা ও যুগ এসেছে আমাদের জীবনে।’

বলিউড সূত্রে জানা যায়, গর্ভপাতের জন্য কাজলকেই দোষারোপ করেছিলেন অজয়। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর অজয় কাজলকে অভিনয় করতে বারণ করেন। কিন্তু পর্দার ‘সিমরন’ স্বামীর কথা শোনেননি। এই অবস্থাতেই শুটিং চালিয়ে যান। যে কারণে শুটিংয়ে মাথা ঘুরে পড়ে গেলে ক্ষেপে যান অজয়। শুধু স্ত্রী কাজলই নয়; নির্মাতা করণ জোহরের ওপরেও রেগে যান অজয়। তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিয়ে নাচ করানোয় ধমক দেন পরিচালককে।

করণ অবশ্য সব রকম সহায়তাই করেছিলেন তখন। কাজলকে দ্রুত মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করান।

তবে এ ঘটনায় অনেক দিন পর্যন্ত অজয়-করণের সম্পর্ক ভালো ছিল না। এর পর দ্বিতীয়বার গর্ভপাত হয় কাজল।

বিনোদন

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ অনুষ্ঠানে অংশ নেন অস্কারজয়ী কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমানসহ দেশী-বিদেশি দুই শতাধিক শিল্পী ও কলাকুশলী।

তাদের ফি বা পারিশ্রমিকসহ বিভিন্ন খরচের ওপর প্রযোজ্য আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে।

গত ২৮ মার্চ এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। শনিবার এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দেশি-বিদেশি শিল্পী ও কলাকুশীদের অংশগ্রহণে ২৯ মার্চে আয়োজিত অনুষ্ঠানের জন্য অংশগ্রহণকারীদের ফি বা পারিশ্রমিক, আবাসন বা হোটেল ভাড়া, বিমান ভাড়া, যাতায়াতসহ অন্যান্য খরচের ওপর প্রযোজ্য সব প্রকার আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো।

এছাড়া অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্তৃক অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে আমদানিতথ্য বিভিন্ন যন্ত্রপাতি, সাউন্ড সিস্টেমস, লাইট, এলইডি স্ক্রিন, স্টেজ নির্মাণ সামগ্রী ও আতশবাজী সামগ্রীর ওপর আরোপণীয় উৎস আয়কর এবং টেলিভিশন প্রোডাকশন ব্যয়ের ওপর আরোপণী সব প্রকার আয়কর হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে শর্ত রয়েছে, কর অব্যাহতিপ্রাপ্ত অর্থ দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে ব্যয় করতে হবে। এ আদেশ ২৮ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে।