বিনোদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাজনৈতিক পালাবদলের ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’ মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেবাজ’ এ সিনেমাটি মুক্তি পাবে। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া বিষয়টি জানিয়েছে।

বুধবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় বলে নিশ্চিত করে প্রযোজক সেলিম খান জানান, ১৫ আগস্ট রাত ১২টা এক মিনিট ‘আগস্ট ১৯৭৫’ সিনেবাজ ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে। সবাই বিনামূল্যে দেখতে পাবেন। এছাড়া সিনেমা হল খুললে ২০ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ সিনেমার প্রাথমিক নাম ছিল ‘১৯৭৫- অ্যান আনটোল্ড স্টোরি’; পরে নাম বদলে ‘আগস্ট ১৯৭৫’ রাখা হয়। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরের ঘটনাকে উপজীব্য করে নির্মিত এ সিনেমায় বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের চরিত্র রাখা হয়নি।

সিনেমায় সাংবাদিক, সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে মাসুমা রহমান নাবিলা, বেবী মওদুদের মা হেদায়েতুন্নেসার চরিত্রে দিলারা জামান, তাজউদ্দীন আহমেদের চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের চরিত্রে তানভীন সুইটি অভিনয় করেছেন। জিয়াউর রহমানের চরিত্রে আশরাফুল আশীষ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে শহীদুজ্জামান সেলিমসহ প্রায় ৭৫ জনের মত অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

বিনোদন

হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ থাকলেও অবসর সময় পার করছেন ঢাকাই ছবি দর্শকপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ লকডাউনের কারণে সব কাজই স্থগিত হয়ে আছে।

দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘটনায় সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন এ নায়িকা। এরপর থেকে অনেকটাই চুপচাপ তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নানা রকম ছবি ও ভিডিও আপলোড করে ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটান।

তবে গত ৮ আগস্ট তার একটি পোস্ট ভক্তদের বেশি মনে ধরেছে। কৌতূহল বেশ বাড়িয়ে তুলেছে। একইরকম তিনটি ছবি আপলোড করেছেন এ নায়িকা যেখানে দেখা গেছে, ফুলের পেছনে মাহির নিষ্পাপ চাহনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরও বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’

প্রসঙ্গত, সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। আর বড় পর্দায় দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়।

বিনোদন

মাদক মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই ছবির নায়িকা পরীমণির সঙ্গে নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীর অনৈতিক কাজের সহযোগিতা করার জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৬ আগস্ট) সাড়ে ৬টার দিকে পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মাহানগর গোয়েন্দা পুলিশর যুগ্ম কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ বলেন, ‘পরীমণির সঙ্গে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য ডিবির একটি টিম চয়নিকা চৌধুরীকে আটক করেছে বলে আমার কাছে খবর এসেছে।’

এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।

পরীমণির ‘মাদার ফিগার’ চয়নিকা চৌধুরী আটক

ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমণি চয়নিকাকে কাছে পেলেও পরীমণির বাসায় যখন র্যা ব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমণি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

বিনোদন

চয়নিকা চৌধুরীর প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

এই কাজের সুবাদে নায়িকা পরীমনির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে নির্মাতা চয়নিকা চৌধুরীর।

এরপর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে তাদের। চয়নিকাকে নিজের ‘মা’ বলে অভিহিত করেন পরীমনি। চয়নিকা নিজেও পরীমনিকে মেয়ের মতো ভাবেন বলে জানান। সবশেষ উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে চয়নিকা চৌধুরীকে।

বুধবার (৪ আগস্ট) র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ আটক হন পরীমনি। এর আগে ৪ ঘণ্টার বেশি সময় পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। আটকের আগে ফেসবুক লাইভে এসে পরিচিত সবার সাহায্য চান পরী। কিন্তু কেউ এগিয়ে আসেননি। এমনকি তার ‘মা’ খ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরীও এদিন আসেননি।

এমনকি পরীমনি আটকের নিশ্চুপ ছিলেন চয়নিকা চৌধুরী। অবশেষে মুখ খুলেছেন তিনি। চয়নিকা চৌধুরী বলেন, ‘এবারের ঘটনার সময় আমি ফেসবুকে ছিলাম না। সন্ধ্যার দিকে সুবর্ণা আপা ফোন করার পর জানতে পারি। তখন ৬টার বেশি বাজে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে দেখলাম। কিন্তু কী করবো বুঝতে পারছিলাম না। এর মধ্যে লাইভও বন্ধ হয়ে গেছে। র‍্যাব সদস্যরা ঢুকেছেন ওর বাসায়। তখন আমি ছুটে যেতে পারতাম, কিন্তু বাসায় ঢুকতে পারতাম না। এখানে আমার আসলে কিছু করার ছিল না। ’

পরীমনির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এই নির্মাতা বলেন, ‘পরীমনির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে কাজভিত্তিক আলোচনা হয়। ব্যক্তিগত বিষয় নিয়ে পরীমনির সঙ্গে কোনো দিনই আলাপ করিনি। আর আমিও তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাইনি, জানতেও চাইনি। ’

বিনোদন

মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমণি, তার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ওরফে দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার তার ব্যবস্থাপক মো. সবুজ আলীকে চারদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশীদ তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ২৬ মিনিটে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের চারদিন করে রিমান্ডের আদেশ দেন।

বিকেলে পরীমণি, প্রযোজক নজরুল রাজসহ চারজনকে বনানী থানায় সোপর্দ করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। একটি মামলায় শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতি মণি ওরফে পরীমণি এবং তার ব্যবস্থাপক ও কথিত মামা আশরাফুল ইসলাম ওরফে দীপুকে আসামি করা হয়েছে। এই মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে। আরেকটি মামলায় নজরুল রাজ ও তার ব্যবস্থাপক মো. সবুজ আলীকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এর আগে বুধবার সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক, সিসার সরঞ্জাম ও বিকৃত যৌনাচরণের উপকরণ জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে র‌্যাব সদর দফতরে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বিনোদন

ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করে করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ আগস্ট) রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ।

তিনি জানান, পিয়াসা ও মৌ আক্তার বিভিন্ন সময় উচ্চবিত্ত পরিবারের সন্তানদের আমন্ত্রণ জানিয়ে পরবর্তীতে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করা হতো। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিধারা ও মোহাম্মপুরের বাসা থেকে মদকদ্রব্য পাওয়া গেছে। তাদেরকে আটক করা হয়েছে; আগামীকাল গুলশান ও মোহাম্মদপুর থানায় পৃথক মামলা দায়ের করা হবে। ব্ল্যাক মেইলের বিষয়গুলোর সত্যতা যাচাই বাছাই করে আরও মামলা করা হবে।

এর আগে রবিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থানার বারিধারায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। অভিযানে পিয়াসার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি।

এছাড়াও পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় মডেল পিয়াসাকে আটক করা হয়েছে।

বিনোদন

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ আটক চিত্রনায়িকা একার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় বিপুল পরিমান ইয়াবা, বিদেশি মদ এবং গাঁজা উদ্ধার করে পুলিশ।

এর আগে রাজধানীর হাতিরঝিলে বন্ধু নিবাস নামের অ্যাপার্টমেন্টের নয় তলায় চিত্রনায়িকা একা’র বাসায় গৃহকর্মী হাজেরা বেগম (৩০) নির্যাতনের শিকার হন। আশেপাশের লোকজন পুলিশের ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে হাতিরঝিল থানা পুলিশ গিয়ে হাজেরা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিত্রনায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসে। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত গৃহকর্মীর স্বামী বলেন, তার স্ত্রী হাজেরা বাসা বাড়িতে ছুটা কাজ করে। ঐ নায়িকার বাসায় কাজ করতো ৩ মাস যাবত। শনিবার একা ওই ভবনে ফ্ল্যাট পরিবর্তন করছিলেন। তাই হাজেরাকে তার সাথে থাকতে বলেন। কিন্তু হাজেরা বলেন, অন্য বাসায় কাজ রয়েছে। আগে বললে অন্য বাসায় জানিয়ে আসতে পারতাম। এতে একা বলেন, তোমার আর কাজ করতে হবে না। এসব কথার প্রেক্ষিতে হাজেরা বলেছিল যে ঠিক আছে, আমার বেতন দিয়ে দেন। এতে তিনি রাগান্বিত হয়ে আমার স্ত্রী হাজেরাকে ভারী কোন বস্তু দিয়ে পিটিয়ে আহত করেন।

বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, এ বিষয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও সাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসায়সফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গিয়েছে। ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া একা চিত্রনায়ক আলেকজান্ডার বো’র সাবেক স্ত্রী।

বিনোদন

সংগীত শিল্পী ফিরোজা বেগমের গান ও জীবন নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফিরোজা বেগম আর্কাইভ’।

বিনোদন

ঈদের আমেজ শেষ হতে চললেও শেষ হয়নি বিশেষ এ দিবসে প্রচারিত হওয়া নাটকগুলোর রেশ। এবার প্রচার হওয়া নাটকগুলোর মধ্যে বেশ ভালো সাড়া পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম’ নাটকটি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী, নওশাবা প্রমুখ।

নাটকটি ইউটিউবে অবমুক্ত হওয়ার পর থেকে তুমুল সাড়া পাচ্ছে। শোবিজ অঙ্গনের অনেকে সহ নাটকটির প্রশংসা করছেন দর্শকরা। নানা মাধ্যমে প্রশংসায় প্রশংসা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। দর্শকদের এমন অভাবনীয় সাড়ায় উচ্ছ্বসিত পুরো টিম।

কাজটির সাড়া প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, আলহামদুলিল্লাহ! দর্শকরা আমার কাজগুলোকে এত বেশি পছন্দ করেছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক শিল্পী এবং নির্মাতারাও আমাকে ফোন করে প্রশংসা করেছেন। আর দর্শকদের ভালোবাসা তো আছেই। সবার এত ভালোবাসায় আমি সত্যি বিমোহিত, আনন্দিত।

এরইমধ্যে ঘোষণা দিয়েছেন ‘পুনর্জন্ম’ এর সিক্যুয়েল আসবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন কাজটি করি তখনও আমার টিমের কেউ জানতো না এ ব্যাপারে। তবে, আমার মাথায় প্ল্যানটা ছিলো। তারপর কাজটি প্রচার হওয়ার পর দর্শক সাড়া দেখে সেটি বাস্তবায়নের চিন্তা করি। টিমের সবার সঙ্গে বিষয়টি শেয়ার করি। নিশো ভাই, মেহ্জাবীন আপুকে বিষয়টি জানাই।

তিনি আরও বলেন, ‘পুনর্জন্ম’ নাটকটির শেষ দিকেই সেটা বোঝা গিয়েছে। শেষ হয়েও কিন্তু শেষ হয়নি। তার মানে এর সিক্যুয়েল আসবে। লকডাউন শেষ হলেই আমরা সিক্যুয়েলের শুটিং করবো এবং শিগগিরই সেটি প্রচারে আসবে। সামনে যেহেতু এরমধ্যে আর কোনো বিশেষ দিবস নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ দিয়ে দেবো।

বিনোদন

সমাজের অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে আইডেনটিটি ক্রাইসিসে ভোগেন। সমাজে এখনো এমন অনেক পেশা আছে যা সামাজিকভাবে স্বীকৃত না।

এই ভাবনার গল্প নিয়ে গোলাম রাব্বানী লিখেছেন নতুন নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’।

নাটকটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নয়ন বাবু, আয়শা মুক্তি, মুকিত জাকারিয়া, ওয়ালিউল হক রুমি প্রমুখ।

সম্প্রতি ঢাকার উত্তরা, খিলগাঁও, মতিঝিল ও বাংলামোটরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

‘আইডেনটিটি ক্রাইসিস’ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।