বিনোদন

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের ইতিহাসে বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’ একের পর এক সম্মান পাচ্ছে। এবার আয়োজকরা লালগালিচায় এর কলাকুশলীদের বরণ করে নিলো।

দক্ষিণ ফরাসি উপকূলে কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে লালগালিচায় হেঁটেছেন বাংলাদেশি ছবিটির সঙ্গে সম্পৃক্ত আটজন। ৯ জুলাই স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে পালে দে ফেস্টিভাল ভবনের সামনের চত্বরে ঝা-চকচকে গাড়িতে চড়ে আসেন তারা। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ লালগালিচার শুরুর প্রান্তে পাশাপাশি দাঁড়িয়ে থাকেন সবাই।

টিকিট নিয়ে ছবি দেখতে যাওয়ার সময় অনেকে লালগালিচায় হেঁটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের দিকে যেতে থাকেন। কিন্তু অফিসিয়াল সিলেকশনের তারকারা এলে পুরো লালগালিচা ফাঁকা করা হয়। ‘রেহানা মরিয়ম নূর’ ছবি পেয়েছে এই সম্মান।

মাইক্রোফোনে জানানো হয়, আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এরপর একে একে উচ্চারণ করা হয় পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার ও কালারিস্ট চিন্ময় রয়ের নাম। সবাই হাসিমুখে আলোকচিত্রীদের দিকে তাকিয়েছেন। এরপর সিঁড়ি বেয়ে তারা ঢুকে যান গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে।

কানে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে উঠেছেন সাদ ও বাঁধন। তবে আজ অন্যদের সঙ্গে তারা একটি ভাড়া অ্যাপার্টমেন্টে উঠবেন বলে ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন বাঁধন।

গত ৭ জুলাই পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সেদিন প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান সাদসহ সবাইকে। পরদিন পালে দে ফেস্টিভাল ভবনের ছাদবারান্দায় ফটোকলে পৃথিবীর বিভিন্ন দেশের আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন সাদ, বাঁধন, জেরেমি চুয়া এবং এহসানুল হক বাবু। আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের তিনটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে।

সাল দুবুসিতে গত ৮ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ আবার দেখানো হয়। এদিনও ১ হাজার ৬৮ আসনের প্রেক্ষাগৃহটি পরিপূর্ণ ছিলো দর্শকে। প্রদর্শনী শেষে সবাই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। এরপর কান শহরের মাল্টিপ্লেক্স ‘সিনেয়ুম অরা’য় এর আরেকটি প্রদর্শনী হয়েছে। এখানেও বেশ উৎসাহ নিয়ে ছবিটি দেখতে সমবেত হন দর্শকরা।

ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন ‘রেহানা মরিয়ম নূর’ বন্দনা চলছে। ছবিটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে। কানে আসা বিভিন্ন দেশের চলচ্চিত্র বোদ্ধারা ইত্তেফাকের কাছে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। রেহানা চরিত্রে আজমেরী হক বাঁধনের অভিনয় এবং পরিচালক সাদের গুনগান গেয়েছেন তারা।

৭৪তম কানের আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড।

বিনোদন

তারায় তারায় খচিত বলিউডি দুনিয়ায় নক্ষত্র তো কম নেই, প্রচারের আলোয় কেউ কেউ তার চেয়েও উজ্জ্বল। কিন্তু অভিনেতা? অনেকের বিচারে দিলীপ কুমারই শ্রেষ্ঠ।

বিনোদন

বলিউডে রাজকুমার হিরানি পরিচালিত একটি স্যোশাল কমেডি ড্রামায় দেখা যাবে সুপারস্টার শাহরুখ খান ও তাপসী পান্নুকে। অভিনয়ের ক্ষেত্রে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও তাপসী। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ছবির শুটিং শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শাহরুখ খানের মতো তারকার সঙ্গে পর্দায় কাজ করার সুযোগে একটু বেশিই উত্তেজিত হয়ে আছেন তাপসী। যদিও শাহরুখের প্রযোজনায় এর আগে ‘বদলা’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন।

অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে হিরানির নতুন ছবিটি। বরাবরের মতো কৌতুকে মোড়া হবে গল্পের বিষয়বস্তু। ২০২২ সালের জানুয়ারি নাগাদ শুটিং শেষ করাই হলো নির্মাতার লক্ষ্য।

‘জিরো’র ভরাডুবির মধ্যে অনেক দিন মূল চরিত্রে অভিনয় থেকে দূরে শাহরুখ। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে তার কামব্যাক হবে। এই ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে জুটি বাঁধতে দেখা যাবে। এর আগে তারা করেছেন ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’। এ ছবিতে ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। দীর্ঘ ক্যামিও রোলে দেখা যাবে সালমান খানকে।

বিনোদন

আলোচিত বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্তের স্বার্থে সাভার মডেল থানায় ডাকা হয়েছিল চিত্রনায়িকা পরীমণিকে। রবিবার দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানায় পৌছান এই অভিনেত্রী। সেখানে প্রায় চার ঘণ্টা থাকার পর সন্ধ্যা ৭ টার দিকে থানা থেকে বের হন পরীমণি।

সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

আব্দুল্লাহিল কাফী জানান, পরীমণির মামলায় সাভার থানা হাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও পরীমণির বন্ধু তুহিন সিদ্দিকী অমি। রিমান্ডে থাকাবস্থায় জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তদন্তকারী কর্মকর্তা যেসব তথ্য পেয়েছেন তা যাচাই করতেই পরীমণিকে থানায় ডেকে আনা হয়েছিল।

থানায় দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা থাকার পর বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীরা পরীমণিকে থানায় আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘অনেক আগেই আমার আসার কথা ছিলো কিন্তু অসুস্থতার কারণে আসতে পারিনি। সামনে যেহেতু লকডাউন হয়ে যাবে তাই ভাবলাম মামলার অগ্রগতি ও পরিস্থিতি জেনে আসি। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিলো সেগুলো বিররণ দিতে হলো।’

এদিকে পরীমণি থানায় এসেছেন খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ভিড় করলে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানায় প্রবেশাধিকার সীমিত করলে অন্যান্য সেবা প্রত্যাশীরা ভোগান্তির মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে।

গত ৯ জুন সাভারের বিরুলিয়া ঢাকা বোটক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। গত ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিনোদন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক সভায় বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা আলমগীরকে সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী’র মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি মনোনীত করা হয়।

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিনোদন

চিত্রনায়িকা পরীমণি সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে এক ঘণ্টা ৩৭ মিনিট অবস্থান করেছিলেন। তার দায়েরকৃত মামলার তদন্ত সংশ্লিষ্টরা একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে ক্লাবে ওই রাতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ জানতে পেয়েছেন। যার সঙ্গে এজাহারে উল্লেখিত অভিযোগের সত্যতা পাচ্ছে না পুলিশ। পরীমণি বোট ক্লাবে ৮ জুন রাত ১২টা ২২ মিনিটে প্রবেশ করেন এবং ১টা ৫৯ মিনিটে জিমি তাকে পাঁজাকোলে করে বের করেন।

এই সময়ের মধ্যে তাকে জোর করে মদ পান করানোর কোনো প্রমাণ পায়নি পুলিশ। বরং আড্ডা জমিয়ে ফ্যাশন ডিজাইনার জিমি ও বোন বনির সঙ্গে মদ পানের ব্যাপারে তথ্য পেয়েছে ক্লাবের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে। ওই সময় তুহিন সিদ্দিকী অমিও তাদের সঙ্গে আসরে বসেছিলেন। মামলার তদন্তের প্রয়োজনে বোট ক্লাবে ১ ঘণ্টা ৩৭ মিনিট ধরে পরীমণি কী করেছিলেন-তা তদন্ত করছে পুলিশ।

তদন্তের জন্য নাসির উদ্দিন আহমেদ ও তুহিন সিদ্দিক অমিকে বুধবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মাদক আইনে দায়েরকৃত মামলায় তাদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, নাসির ও অমিকে আটকের সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য। এ ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত করছে ডিবি। বুধবার তাদের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। মাদক মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। পরীমণি মামলায় সাভার মডেল থানা পুলিশ নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করবে।

সাভার মডেল থানায় দায়ের করা পরীমণি মামলার তদারক কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, মামলার দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তারা বাদির সঙ্গেও কথা বলবেন। এ পর্যন্ত তদন্তে অগ্রগতি রয়েছে বলেও জানান তিনি। কিছু তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

গত ৮ জুন মধ্য রাতে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে চিত্রনায়িকা পরীমণি অভিযোগ করেন। ঘটনার চার দিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমণি। পরদিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

ওইদিন বিকালে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রিমান্ড শেষে গতকাল পরীমণির মামলায় গ্রেপ্তার দেখিয়ে নতুন করে আরো ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় আসামিদের বিরুদ্ধে।

বিনোদন

‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’- এমন ভাবনা নিয়ে তৈরি হচ্ছে সাইবার থ্রিলার ধাঁচের চলচ্চিত্র ‘অন্তর্জাল’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। এতে যুক্ত হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাকে দেখা যাবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে।

ছবিটিতে অভিনয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের কার্যালয়ে সোমবার (২১ জুন) সন্ধ্যায় বিদ্যা সিনহা মিম চুক্তিস্বাক্ষর করেছেন। এ সময় ছিলেন ‘অন্তর্জাল’-এর প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোতে তথ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া প্রযুক্তির দুনিয়ায় নারীদের অংশগ্রহণের হার খুবই কম। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের অংশগ্রহণে অনুপ্রেরণা তৈরিতে ছবিটিতে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম।

দীপংকর দীপন বলেন, ‘সাইবার হামলার ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিদ্যা সিনহা মিম। দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে। কাহিনির নাটকীয়তায় থাকছে মেয়েটির উত্থান-পতন।’

বিদ্যা সিনহা মিমের কথায়, ‘কোনো দেশ সাইবার আক্রমণের মুখে পড়লে ত্রাতা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী এগিয়ে আসে। নতুন ছবিটিতে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামবো সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে। বাংলাদেশের অনেক কম মানুষই সার্ট বিষয়ে জানেন। আমার চরিত্রের মাধ্যমে সার্ট বিষয়ে দেশের মানুষকে জানাতে এবং সাইবার সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবো বলে যুক্ত হয়েছি। আমি অনেক কাজ করেছি, তবে এ ধরনের চরিত্রে এবারই প্রথম পর্দায় হাজির হবো। সত্যি বলতে এমন গল্প ও চরিত্র দেশীয় চলচ্চিত্রে আগে হয়নি। আমি এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আনন্দিত।’

মিমের অভিনয় দক্ষতা নিনয়ে দীপংকর দীপন বলেন, ‘মীম দীর্ঘদিন ধরে নানান চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দারুণ একটি অবস্থান তৈরি করেছেন। মিম এবার সাইবার জগতের একটি বড় সমস্যার মুখোমুখী হবেন। দেখা যাক, মিম উতরে যেতে পারেন কিনা।’

গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। ‘অন্তর্জাল’-এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।

বিনোদন

অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ ছবির নতুন খবর। এর সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আগে থেকেই এতে প্রযোজক হিসেবে কাজ করছেন জিয়াউদ্দিন আদিল এবং আমেরিকার এরিক জে অ্যাডামস। ছবিটি বছরের শেষ দিকে মুক্তি দেওয়ার আশা করছেন প্রযোজকরা।

‘রিকশা গার্ল’ নিয়ে অমিতাভ রেজা উচ্ছ্বসিত। এর ক্রিয়েটিভ প্রযোজক গাউসুল আলম শাওনের আশা, সবশ্রেণির দর্শকদের মুগ্ধ করবে ছবিটি।

ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় আছে ‘রিকশা গার্ল’। সোয়া দুই মিনিটের এই ট্রেলারে পাওয়া গেছে দারুণ একটি গল্পের আভাস। আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।

ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের কথাশিল্পী মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন নাসিফ আমিন ও শর্বরী যোহরা আহমেদ।

শিল্পীমনা নারী নাঈমার গল্প ‘রিকশা গার্ল’। গল্পে দেখা যাবে, নাঈমার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু বদলে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে নাঈমা রিকশা নিয়ে পথে নামে। তাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।

ছবিটিতে নাঈমা হিসেবে অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে মোমেনা চৌধুরী ও বাবার ভূমিকায় দেখা যাবে নরেশ ভূঁইয়াকে। এছাড়া নিজের চরিত্রে আছেন সিয়াম আহমেদ।

‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার প্রথম ছবি ‘আয়নাবাজি’ প্রযোজনা করেন জিয়াউদ্দিন আদিল ও গাউসুল আলম শাওন। ২০১৬ সালে মুক্তির পর দর্শকপ্রিয়তার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে এটি।

বিনোদন

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ১৭টি চলচ্চিত্র। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। ৩টি মুক্তিযুদ্ধ ভিত্তিক, ২টি শিশুতোষ ও ১২টি সাধারণ শাখায় ক্যাটাগরিতে মোট ১৭ টি সিনেমাকে অনুদান ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে অনুদান পাওয়া চলচ্চিত্র তিনটি হল- প্রযোজক ও পরিচালক জাহাঙ্গীর হোসেনের মিন্টুর ‘ক্ষমা’, প্রযোজক ও পরিচালক নাঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘সাড়ে তিন হাত ভূমি’, প্রযোজক বদরুন নেছা খানম ও পরিচালক উজ্জ্বল কুমার মণ্ডলের ‘মৃত্যুঞ্জয়ী’।

শিশুতোষ ক্যাটাগরিতে অনুদান পাওয়া চলচ্চিত্র ২টি হল- প্রযোজক এম এম শাহীন ও পরিচালক এম এম শাহীন এবং হাসান জাফরুলের ‘মাইক’, প্রযোজক ও পরিচালক মিস লুবনা শারমিনের ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’।

এছাড়া সাধারণ ক্যাটাগরিতে অনুদান পাওয়া ১২টি চলচ্চিত্র হল- প্রযোজক মিন্টু সিকদার ও পরিচালক কাজী হায়াতের ‘জয় বাংলা’, প্রযোজক জানে আলম ও পরিচালক অনিরুদ্ধ রাসেলের ‘জামদানী’, প্রযোজক ও পরিচালক জাহিদুর রহিম অঞ্জনের ‘চাঁদের অমাবস্য’, প্রযোজক জয়া আহসান ও পরিচালক মেসবাউর রহমান সুমনের ‘রইদ’, সিম মাহজাবিন রেজা চৌধুরী-মোহাম্মাদ আসাদুজ্জামান-অমিতাভ রেজা চৌধুরীর প্রযোজনায় ও অমিতাভ রেজার পরিচালনায় ‘পেন্সিলে আঁকা পরী’, প্রযোজক ও পরিচালক অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে’, প্রযোজক ও পরিচালক অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, প্রযোজক ও পরিচালক রকিবুল হাসান চৌধুরীর পিকলুর ‘দাওয়াল’, প্রযোজক রেজাউর রহমান খান ও পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, প্রযোজক মিস তামান্না সুলতানা ও পরিচালক আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জোৎস্নায়’, প্রযোজক ও পরিচালক আশুতোষ ভট্টাচার্যর ‘দেশান্তর’।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়, চলচ্চিত্র শিল্পে মেধা ও মননশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত রাখার লক্ষ্যে, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নিম্নের ছকে (১৭টি) উল্লেখিত পূর্ণদৈঘ্য চলচ্চিত্র নির্মাণের নিমিত্ত সংশ্লিষ্ট প্রযোজককে ২০২০-২১ অর্থ বছরের অনুদান প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জ্ঞাপনে আরও বলা হয়, এ বছর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে চলচ্চিত্রশিল্প ক্ষতির সম্মক্ষীন হয়েছে বিধায় এ শিল্পের স্বার্থ বিবেচনায় বিদ্যমান আওতার অধিক সংখ্যক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদানের জন্য বিবেচনা করা হয়েছে।

 

বিনোদন

ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার আগে পরীমনির সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন বোট ক্লাবের ববিষ্কৃত সদস্য নাসির উদ্দিন মাহমুদ। তিনি দাবি করেছিলেন, সেদিন পরীমনি জোর করে দামি মদ নিতে গেলে বাধা দিয়েছিলেন তিনি, তাতে এই অভিনেত্রী উত্তেজিত হয়ে পড়েছিলেন। তবে পরীমনি বলেছেন, তাকে জোর করে মদ খাওয়ানো হয়েছে।

সোমবার নাসির উদ্দিন গ্রেফতার হওয়ার পর রাতে বনানীর বাসায় সংবাদ সম্মেলন করেন পরীমনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এ চিত্রনায়িকা। সাংবাদিকরা নাসির উদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে পরীমনি বলেন, এখন তো তার কিছু তো বলতে হবে তাই বলেছে, এটা কি কোনো কথা। এটা কি সম্ভব।

তিনি বলেন, আমাকে হিট করা হয়েছে। চার দিন ধরে তার লোকজন দিয়ে আমাকে সরি বলানো হচ্ছে। কেন বলানো হচ্ছে। আমি চার দিন ধরে বুঝে গেছি।

আপনি মদের বোতল নিতে চেয়েছেন গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন,
ভাই আমাকে তো মদ জোর করে দেওয়া হয়েছিল। আমার মুখে ব্যাথা পেয়েছি। থানায় দেখিয়েছি।

‘আমি সুবিচার পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমি পুরোটা চালিয়ে যেতে চাই। আমি এখন পারব। আমি ভরসা পাচ্ছি।’

ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, প্রথমে কোথায় হাত দেওয়া হয়েছিল কিভাবে হাত দেওয়া হয়েছিল আর কি ডিটেইল বলব। এছাড়া কোনো ডিটেইল বলার নেই আমার।

অমিকে কিভাবে চেনেন এমন প্রশ্নে চিত্রনায়িকা বলেন, জিমির কলেজ থেকে ফ্রেন্ড। আমি তাকে এভাবে চিনি।

‘অমি ভাইয়া কি করে কোন পেশায় কাজ করে বিস্তারিত জানি না। আমি জানি সে একজন ব্যবসায়ী। সিঙ্গাপুর কি একটা ট্রেনিং সেন্টার রয়েছে।’

আইনের প্রতি আস্থার কথা জানিয়ে তিনি বলেন, এখন আর ভরসা হারানো অবস্থায় নেই। আমার আইনের ওপর আস্থা রয়েছে। আসলে প্রথমে আমার মামলা নেওয়া হয়নি। এখন তো আমি সাহস পাচ্ছি। আমার তো ভয় পাওয়ার কারণ নেই।

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তো ওনাদের জন্য কাজ করছি। ওনার আমাকে পাগলের মতো ভালোবাসে কয়েক ঘণ্টায় টের পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। এভাবে আমার পাশে থাইকেন।

‘আমি আসলে যাকে মা ডেকেছি, তিনি মনে হয় দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন আর আমি এতিম না। আমি এখন পারব। ’

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের আগে নাসির উদ্দিন বলেছিলেন, ‘তারা তো নিতে পারে না, তারা তো মেম্বার না। আমি জাস্ট তাদের বাধা দিয়েছি, এটা নেওয়া যাবে না। এটা বিক্রিযোগ্য না। এরপরই সে (পরীমনি) উত্তেজিত হয়ে যায়। তারপর সে আমাকে গালাগালি শুরু করে। আমার স্টাফরা তাকে থামানোর চেষ্টা করে’।

‘তার সঙ্গে যে ছেলেগুলো ছিল, সে আমাকে চড় থাপ্পড় দেয়, ও (পরীমণি) গ্লাস মারলে আমার ঘাড়ে লাগে। এই অবস্থায় আমার সিকিউরিটিদের আমি নির্দেশ দেই, সিকিউরিটিরা তাকে নিয়ে যায়’ যোগ করেন নাসির। ওই সময় পরীমণি মাতাল ছিলেন বলে দাবি করেন নাসির।

এদিকে সোমবার পরীমণির করা মামলায় প্রধান আসামি নাসিরসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উত্তরার একটি বহুতল ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে তুহিন সিদ্দিকী অমি নাসির উদ্দিনের বন্ধু। গ্রেফতারদের মধ্যে অপর তিনজন কম বয়সী নারী। পুলিশ জানিয়েছে ফূর্তি করার জন্য তাদের ব্যবহার করতেন নাসির ইউ মাহমুদ।

এর আগে পরীমণিকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি কারও নাম উল্লেখ না করে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে এই ঘটনার বিচার চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর পরের দিন রোববার তিনি বনানীর বাসায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের নাম উল্লেখ করেন।

এদিকে ঢাকা বোট ক্লাবের আলোচিত ঘটনায় নির্বাহী সদস্যের পদ থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।