বিনোদন

প্রতারণা করে সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার জামিন মঞ্জুর করেছেন আদালত। সম্প্রতি মামলার বাদী সৌদি প্রবাসী কামরুল ইসলামের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান।

শনিবার (২২ মে) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ এপ্রিল একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। সেসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১১ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম। মামলার পরদিন স্বর্ণা, তার মা শেইলী, ছেলে আন্নাফিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

২০২০ সালের ৬ জানুয়ারি আদালতে মামলা করেন কামরুল। মামলার পর স্বর্ণা টাকা, স্বর্ণালংকার, ফ্ল্যাট ও গাড়ি ফেরত দিতে চাইলে মামলাটি প্রত্যাহার করে সৌদি আরব ফিরে যান কামরুল। চলতি বছর ১২ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে কামরুল বাংলাদেশে এসে ফোন করলে লালমাটিয়ার বাসায় যেতে নিষেধ করেন স্বর্ণা। ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফোন করলে স্বর্ণা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। মোহাম্মদপুর থানার এসআই সাইফুল ইসলাম ও ফোর্সসহ রাত আনুমানিক ৩টার দিকে ওই বাসায় যান। বাসার নিরাপত্তাকর্মী জানান, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে স্বর্ণা বাসায় ফেরেন। পরে পুলিশ তাকে ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে।

বিনোদন

ব্যাচেলর এক ছেলে এক বাড়িতে ওঠে। তারপর তার পুত্রবধূর সঙ্গে ঘটে নানা নাটকীয়কতা। তুহিন হোসেনের পরিচালনায় এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী মেহাজাবিন বলেন, ‘নতুন এই নাটকের গল্পটি সুন্দর। তাই এতে অভিনয় করা।’

বৃহস্পতিবার ৩৬০ প্রযোজিত ‘আবার ভালোবাসার সাধ জাগে’ নাটকটি ইউটিউবে।

বিনোদন

মুসলিমদের সব দল, উপদল, মাজহাব— এ ব্যাপারে একমত যে, ইসলামি দৃষ্টিকোণ থেকে বায়তুল মুকাদ্দাস, মসজিদে আকসা এবং সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মাহাত্ম্য অনেক উচ্চ।

এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়; বরং সব মুসলিমের ওপর ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে।

এক. ইসরা ও মিরাজের ভূমি

আল্লাহ বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল-মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাইল, আয়াত-১)

জেরুজালেম হলো ইসরা বা রাসুলুল্লাহর (সা.) রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। এখানে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন। তার পর তিনি এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন।

এর দ্বারা আল্লাহতায়ালা ঘোষণা করেন, বিশ্ব ধর্মীয় নেতৃত্ব ইহুদীদের কাছ থেকে নতুন রাসুল, নতুন কিতাব ও নতুন উম্মতের নিকট হস্তান্তর করা হয়। এখানে যদি ফিলিস্তিনিদের গুরুত্ব না থাকত, তা হলে আল্লাহ তার প্রিয় নবীকে মক্কা থেকেই সরাসরি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করাতেন।

দুই. প্রথম কিবলা

মসজিদুল আকসা, ফিলিস্তিন হলো মুসলিমদের প্রথম কিবলা। যার দিকে মুখ করে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিরা ১০ বছর নামাজ আদায় করেছেন।  মহান আল্লাহ বলেন, ‘তুমি যেখান থেকে বাহির হওনা কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে।’( সুরা বাকারা, আয়াত-১৫০)

তিন. নবুয়ত ও বরকতময় ভূখণ্ড

আল-কোরআনের ৫ স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময়, পুণ্যময় ভূখণ্ড বলেছেন।

১. সুরা বনি ইসরাইলের প্রথম আয়াতে। ‘যার আশপাশে আমি বরকত নাজিল করেছি।’

২. সাইয়িদুনা ইবরাহিম (আ.)-এর ঘটনা বর্ণনার সময়- ‘আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে, যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য।’( সুরা আম্বিয়া, আয়াত-৭১)

৩. মুসা (আ.)-এর ঘটনা বর্ণনায়, যখন ফিরাউনের কবল থেকে মুসা (আ.) ও বান ইসরাইলকে উদ্ধার করে আনা হয় এবং ফেরাউন ও তার সৈন্যদলকে পানিতে ডুবিয়ে মারা হয়। আল্লাহ বলেন, ‘যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো, তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি; এবং বনি ইসরাইল সমন্ধে আপনার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হলো, যেহেতু তারা ধৈর্যধারণ করেছিল। (সুরা আ’রাফ: ১৩৭)

৪. হজরত সুলায়মান (আ.)-এর ঘটনায়। মহান আল্লাহ তাকে রাজ্য দান করেছিলেন এবং সব কিছুকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ‘আর সুলায়মানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে; সে তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই ভূখণ্ডের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি; প্রত্যেক বিষয় সম্পর্কে আমিই সম্যক অবগত।’ (সুরা আম্বিয়া, আয়াত-৮১)

৫. সাবা-এর ঘটনায় আল্লাহ তাদের কীভাবে সুখ-শান্তিতে রেখেছিলেন। আল্লাহ বলেন, ‘ওদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং ওদেরকে বলেছিলাম— ‘তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ কর দিনে ও রাতে।’ ( সুরা সাবা: আয়াত-১৮)

আল্লামা মাহমুদ আলুসী তাফসিরে রুহুল মাআনীতে উল্লেখ করেছেন, এই জনপদ বলতে শামকে ঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবন আব্বাস বলেন, এ জনপদ হলো,বায়তুল মুকাদ্দাস। (রুহুল মা’আনী, ২২/১২৯)

প্রাচীন শামদেশ (Levant) হলো— বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন।

চার. তৃতীয় সম্মানিত শহর

হাদিসের আলোকে প্রমাণিত যে তিনটি শহর সম্মানিত— মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বায়তুল মুকাদ্দাস।

সহিহ বুখারিও মুসলিমে হজরত আবু সাইদ খুদুরি (রা.) হতে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো (জায়গা ইবাদাতের) উদ্দেশ্যে ভ্রমণে বের হওয়া যাবে না- মসজিদুল হারাম, মসজিদুল আকসা এবং আমার এই মসজিদ। (হাদিস, ৭০৭)

অন্য হাদিসে এসেছে, মসজিদুল আকসায় ১ রাকাত নামাজ আদায় অন্যান্য মসজিদের তুলনায় ৫০০ গুণ, মসজিদুল হারাম এবং মসজিদুন নববী ব্যতীত। (বুখারি, মুসলিম)

এসব কারণে ফিলিস্তিনকে ভালোবাসা, তাদের পাশে থাকা ঈমানের দাবি।

বিনোদন

প্রায় ছয় মাস পর চলচ্চিত্রের শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস; এফডিসিতে ‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন তিনি।

ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

বুধবার দুপুরে অপু গ্লিটজকে জানান, সোমবার থেকে ছবির দৃশ্যধারণে তিনি অংশ নিয়েছেন। আরও সপ্তাহখানেক দৃশ্যধারণ চলবে। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

এর আগে ২০২০ সালের নভেম্বরে তরুণ পরিচালক বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিয়েছেন। তারপর আর কোনও চলচ্চিত্রের দৃশ্যধারণে দেখা যায়নি তাকে।

‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি প্রযোজনা করেছে উপমা কথাচিত্র। ছবিতে অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা।
গত বছরের মার্চে মুক্তি পেয়েছে অপু অভিনীত ছবি ‘প্রিয় কমলা’; ছবিটি ঈদে টেলিভিশনেও দেখানো হয়েছে।

দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ও সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্পে টালিগঞ্জের ছবি ‘শর্টকাট’ চলচ্চিত্রের দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিনোদন

অনেক রকম শরবতের নাম শুনেছেন। অনেক রঙের শরবতও দেখেছেন। তবে গোলাপের শরবত হয়তো অনেকে এই প্রথম শুনে থাকবেন। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন তৃপ্তিকর গোলাপের শরবত।

উপকরণ

গোলাপের পাঁপড়ি- প্রয়োজন মতো

চিনি- স্বাদ মতো

রোজ এসেন্স- কয়েক ফোঁটা

দুধ- অর্ধেক গ্লাস

বরফ কিউব- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালি

একটা পাত্রে চিনি মিশ্রিত পানিতে গোলাপের পাঁপড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে।

এবার এতে দিন রোজ এসেন্স এবং অল্প দুধ দিয়ে দিন।

ভালো করে মিশিয়ে নিন।

একটি গ্লাসে বরফের কিউব দিয়ে তাতে গোলাপের পাঁপড়ি সহ শরবত সার্ভ করুন।

তবে পিতলের গ্লাসে শরবত সার্ভ করলে বেশ রাজকীয় লাগে।

বিনোদন

মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় ভারতের মানুষি চিল্লারকে মুকুট পরতে দেখেছেন মেক্সিকান রূপবতী আন্দ্রেয়া মেজা। তবে দমে যাননি। নিজেকে ছাড়িয়ে যেতে খেটেছেন। চার বছর পর তিনি জিতলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার আন্দ্রেয়া মেজাকে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে অভিনন্দন জানানো হয়েছে। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলেছে, ‘আমরা তোমার মুকুট জয়ে গর্বিত ও আনন্দিত। তুমি সত্যিই এর যোগ্য।’

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মানুষি চিল্লারের কাছে হেরে প্রথম রানারআপ হন আন্দ্রেয়া মেজা। এর আগে মিস মেক্সিকো ২০১৭ খেতাব পান। সেখানেই থেমে যাননি তিনি। ভেবে নেননি যা পাওয়ার পেয়ে গেছেন। তাই লক্ষ্যে অটুট ছিলেন। এছাড়া মেক্সিকানা ইউনিভার্সাল ২০২০ স্বীকৃতি জিতেছেন। আর এবার কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিলো ২৬ বছর বয়সী এই রূপসীর মাথায়।

বিশ্বসুন্দরী মানুষির সঙ্গে মিস যুক্তরাষ্ট্র হিসেবে মানবকল্যাণমূলক কাজে অংশ নিতে ভারত, চীন, ইন্দোনেশিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও আমেরিকায় ঘুরেছেন আন্দ্রেয়া মেজা। তারা দরিদ্রদের জন্য তহবিল সংগ্রহ করেছেন।

মানুষির কাছে হেরে যাওয়া মেয়েটি এখন মিস ইউনিভার্সআন্দ্রেয়া মেজার সুবাদে ১০ বছর পর মিস ইউনিভার্সের মুকুট এলো মেক্সিকোতে। ১৯৯১ সালে মেক্সিকোর লুপিটা জোন্স প্রথমবার নিজের দেশকে মুকুট এনে দেন। সবশেষ ২০১০ সালে হিমেনা নাভারেতে খেতাবটি পান।

ইনস্টাগ্রামে বিজয়ের মুহূর্তের একটি ভিডিও শেয়ার দিয়ে আন্দ্রেয়া মেজা লিখেছেন, ‘মেক্সিকো এটা তোমার জন্য।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে রবিবার রাতে (বাংলাদেশ সময় ১৭ মে) আন্দ্রেয়া মেজার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স জোজিবিনি টুনজি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে খেতাবটি পান জনসংযোগ কর্মকর্তা পেশায় নিযুক্ত এই তরুণী।

ইনস্টাগ্রামে মুকুট পরার মুহূর্তের একটি ছবি শেয়ার করে আন্দ্রেয়া লিখেছেন, ‘কী দারুণ মুহূর্ত! এই পথচলার জন্য আমি তৈরি!’

ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক সিটিতে গিয়ে বিভিন্ন জনদরদি সংস্থার পক্ষে কাজ করবেন আন্দ্রেয়া মেজা। বিজয়ের পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘৭৩ জন অসাধারণ তরুণীর সঙ্গে নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত। মিস ইউনিভার্স মুকুট জয়ে স্বপ্ন সত্যি হলো আমার। আশা করি, আগামীতে সমতার জন্য অবদান রেখে বিশ্বের সেবা করতে পারবো।’

আন্দ্রেয়া মেজার চোখে সৌন্দর্যে সংজ্ঞা কী? প্রতিযোগিতা চলাকালে তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এখন অনেক আধুনিক সমাজে বসবাস করি। আজকাল সৌন্দর্য শুধু সুন্দর মুখের বৃত্তে আটকে নেই, সৌন্দর্য কেবল চেতনায় নয়, আমাদের হৃদয়ে থাকে। আমরা যেভাবে ভাবি সেভাবেই তা ছড়ায়। কখনো কাউকে বলার সুযোগ দেবেন না যে, আপনি অর্থহীন।’

৬৯তম আসরের চূড়ান্ত পর্বে একজন বিচারক জানতে চেয়েছেন, দেশের প্রধান হতে পারলে কীভাবে কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলা করবেন? আন্দ্রেয়া মেজার উত্তর, ‘আমার মনে হয়, এমন কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জুতসই কোনো পথ নেই। তাই করোনা ছড়িয়ে পড়ার আগে দ্রুত লকডাউন আরোপ করবো। কারণ আমরা অনেককে হারিয়েছি, এই শোক সইবার মতো নয়। মানুষের যত্ন নিতে হবে আমাদের সবাইকে।

১৯৯৪ সালের ১৩ আগস্ট মেক্সিকোর চিহুয়াহুয়া সিটিতে বাদামি রঙা চোখজোড়া নিয়ে জন্মগ্রহণ করেন আলমা আন্দ্রেয়া মেজা কারমোনা। তার পূর্বপুরুষরা এশীয়। বাবা সান্তিয়াগো মেজা, মায়ের নাম আলমা কারমোনা। তিন বোনের মধ্যে আন্দ্রেয়া সবার বড়। তাদের মোট ৪০ জন কাজিন! ২০১৭ সালে অটোনোমাস ইউনিভার্সিটি অব চিহুয়াহুয়া থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই তরুণী।

মানুষির কাছে হেরে যাওয়া মেয়েটি এখন মিস ইউনিভার্সশুধু রূপে নয়, পড়াশোনায় মেধাবী আন্দ্রেয়া মেজা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি আছে তার। সনদপ্রাপ্ত রূপসজ্জা শিল্পী তিনি। নারী অধিকারের পক্ষে কথা বলা এই তরুণী বর্তমানে মিউনিসিপ্যাল ইনস্টিটিউট ফর উইমেন-এর সঙ্গে লিঙ্গ সহিংসতা রোধে কাজ করছেন। পৃথিবীকে সুন্দর রাখতে ও প্রাণীদের কল্যাণে নিরামিষভোজী তিনি। চিহুয়াহুয়ার পর্যটনের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্দ্রেয়ার গান গাইতে ভালো লাগে। তিনি মনে করেন, অনুভূতি প্রকাশে এর চেয়ে জুতসই মাধ্যম আর হয় না। শরীরচর্চায় ২৬ বছর বয়সী এই তরুণীর গুণ হলো, টানা তিন মিনিট প্ল্যাঙ্ক করতে পারেন!

বিনোদন

ঢালিউডের অন্যতম দর্শকপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। এবার ঈদে নতুন সিনেমা মুক্তি না পেলেও, নতুন উপহার নিয়ে দেখা দিচ্ছেন ববি।

সম্প্রতি তরুণ নির্মাতা রাকিব আহমেদের নির্দেশনায় একটি মেহেদির বিজ্ঞাপনে কাজ করেছেন ববি। কাজটি নিয়ে এই চিত্রনায়িকা জানান, সুপরিচিত একটি মেহেদির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনটি করেছি।

তিনি বলেন, ঈদ মানেই মেহেদি, বিশেষ করে এই উৎসবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বিভিন্ন বয়সীরা মেহেদি দিয়ে থাকেন। মহামারির এই সময়ে নতুন সিনেমা নিয়ে হাজির হতে না পারলেও মেহেদি দিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, যা ভীষণ আনন্দের।

ববি আরও বলেন, আমার দর্শক এবং ভক্তদের জন্য এটাই আমার ঈদ উপহার। কাজটি বেশ বড় বাজেটের এবং নতুনত্ব ছিল। আশা করি, আমার ভক্ত এবং দর্শকরা নিয়মিতভাবেই ভিন্ন ভিন্ন কাজে আমাকে দেখতে পারবেন।

বিনোদন

‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা/ বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া/ দামান বও দামান বও।’ সিলেটি আঞ্চলিক ভাষার গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আরটিভি মিউজিকের আয়োজনে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার কণ্ঠে ধারণকৃত গানটি চারদিকে সাড়া ফেলেছে। ইতোমধ্যেই ইউটিউবে গানটি ১০ লাখের বেশি এবং ফেসবুকে ২৫ লাখের বেশি বার দেখা হয়েছে।

এ প্রসঙ্গে সালমা বলেন, আরটিভিকে বিশেষ ধন্যবাদ এতো সুন্দর একটি প্লাটফর্মে আমাকে গান করার সুযোগ দেওয়ার জন্য। গানটি গাইতে পেরে বেশ ভালো লেগেছে। খুব ভালো সাড়া পাচ্ছি। আরটিভি সামনে আরো ভালো ভালো গানের চমক দেখাবে আশা করছি। বাংলা গান বিশ্বব্যাপী ছড়িয়ে যাক এই প্রত্যাশা রইলো।

গত মার্চে গানের কথা থাকলেও করোনার কারণে ও ব্যক্তিগত ব্যস্ততার ময়মনসিংহে থাকায় গানটিতে কণ্ঠ দিতে পারেননি সালমা। তাই গানটি প্রচারে খানিকটা বিলম্ব হয়েছে। জে কে মজলিসের সঙ্গীতায়োজনে গানটিতে প্রচলিত কথা ও সুর ব্যবহার করা হয়েছে।

জনপ্রিয় প্রোগ্রাম আরটিভি ফোক স্টেশনের এই গানটি এতো অল্প সময়ে গানটি মানুষ গ্রহণ করায় আরটিভি কর্তৃপক্ষ নতুন করে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবে।

গানটির মূলশিল্পী একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত রামকানাই দাসের মা লোককবি দিব্যময়ী দাস। গানটির কথা ও সুর তারই। আজ থেকে ৫০-৬০ বছর আগে প্রচলিত এই গানের রেকর্ড না থাকায় মুখে মুখে প্রচারিত হয়। মানুষের মুখে মুখে চলার কারণে গানের কথায় কিছুটা পরিবর্তন এসেছে। যেহেতু মূল গানটি সেভাবে সংরক্ষণ হয়নি সেহেতু কিছুটা পরিবর্তন হওয়াই স্বাভাবিক।

বিনোদন

করোনায় সারা বিশ্ব যখন বিপর্যস্ত। তবুও ঈদ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে সেজেছে বিটিভির অনুষ্ঠানমালা। নাটক, সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, পাপেট শো, প্রামাণ্য অনুষ্ঠান, আড্ডা-আলোচনার পাশাপাশি এবার বিটিভি সরাসরি সম্প্রচার করবে একটি ম্যাগাজিন অনুষ্ঠান। অন্যান্য অনুষ্ঠানের তুলনায় ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ কষ্টসাধ্য বিধায় সবসময় রেকর্ডিং করে ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করা হতো কিন্তু এবার একটি ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘আনন্দ হিল্লোল’।

অনুষ্ঠানটির পরিচালক ও প্রযোজক নূর আনোয়ার রনজু বলেন, ‘মানুষের কর্মব্যস্ততা এবং অস্থিরতার রোবটিক জীবনকে কিছুটা ঘরমুখো করেছে কোভিড-১৯। মহামারীর এই সময়ে প্রায় সবাইকে বাসাতেই ঈদ উদযাপন করতে হবে। দর্শকগণ টিভি অনুষ্ঠান দেখারও পর্যাপ্ত সময় পাবেন; তাই দর্শককে ভিন্নধর্মী স্বাদ দিতেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা করেছি’।

তিনি বলেন, মাদার টিভি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজকদের অনুষ্ঠান নির্মাণে যথেষ্ট সক্ষমতা রয়েছে। কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার কারণে আমি এই ম্যাগাজিন অনুষ্ঠানটি লাইভ করার উদ্যোগ নিয়েছি। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে লাইভটি শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। আশা করছি, অনুষ্ঠানটি দর্শককে আনন্দ দিতে সক্ষম হবে।

অনুষ্ঠান সম্পর্কে তিনি আরও জানান, ‘আনন্দ হিল্লোল’-এ সংগীত পরিবেশন করবেন অবন্তী দেব সিঁথি, কাজী নওরীন, মেহরাব, সুরাইয়া শাকিলা শুক্লা, সুভাশিষ ভৌমিক প্রমুখ। লিখন রায়ের নির্দেশনার নৃত্য পরিবেশন করবেন জান্নাতুল সুমাইয়া হিমি, টিভি তারকা আরোশ এবং তাঁদের দল। কৌতুক পরিবেশন করবেন মীরাক্কেল খ্যাত শাওন মুজমদার। আড্ডায় অংশ নেবেন নুসরাত ফারিয়া, টনি ডায়েস, মীর সাব্বির, শম্পা রেজা, শাইখ সিরাজ এবং আরও অনেকে।

অনুষ্ঠানের উপস্থাপনা করছেন দেবশীষ বিশ্বাস। ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নান্দনিক আরও বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

বিনোদন

আজ বিশ্ব মা দিবস। দিবসটি ঘিরে প্রত্যেকবার নানান আয়োজন থাকলেও করোনার কারনে এবার কোন আয়োজন নেই। বলতে গেলে ঘরে বসেই উদযাপন হচ্ছে মা দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সাথে ছবি-ভিডিও পোস্ট করে অনেকই মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। মা দিবসে একটি ভিডিও শেয়ার করে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলা বলেন, ‘মা হওয়া বাধ্যতামূলক নয়। একজন নারী নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কি না। কারও উপর সেটা চাপিয়ে দেওয়া উচিত নয়। একজন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের উপরে মানসিক চাপ দেওয়াও ঠিক নয়।’

মা হওয়ার সিদ্ধান্ত একান্তই নারীর: মিথিলা
তার কথায়, ‘মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। মানসিক এবং শারীরিক সহায়তার তাদের প্রয়োজন। আর এই দায়িত্ব নেওয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের।’
তিনি মনে করেন, মায়েদের ‌সুখে রাখতে হবে। তা হলেই পরের প্রজন্মকে তারা সেই ‌অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজ বপন হবে এ ভাবেই।
মিথিলা এবং অভিনেতা-সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানের একমাত্র কন্যা আয়রা ৮-এ পা দিল গত মাসেই। আয়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা লিখেছিলেন, ‘তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। মাতৃত্বের আনন্দময় ৮ বছর’।
মা হওয়ার সিদ্ধান্ত একান্তই নারীর: মিথিলা
এদিকে মডেলিং, উপস্থাপনা, নাচ, গান, ছোট পর্দায় অভিনয়সহ সবই করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। বাদ ছিলো শুধু সিনেমায় কাজ। অবশেষে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী।
অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে কাজ করছেন তিনি। এই ছবিতে মিথিলার বিপরীতে আছেন নিরব। সম্প্রতি ‘অমানুষ’ ছবির পয়লা পোস্টারে সামনে এসেছে।