বিনোদন

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের দাফনকার্য সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর পুরান ঢাকার জুরাইন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে সূত্রাপুর জামে মসজিদে এই কিংবদন্তির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে তার মরদেহ রাখা হয়।

শনিবার সকালে এটিএম শামসুজ্জামানের পরিবার জানায়, সূত্রাপুরে নিজ বাসায় তিনি ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

এটিএম শামসুজ্জামান এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে।

এর আগে এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়াও এফডিসি বা অন্য কোথাও মরদেহ অন্য কোথাও না নিতে জীবিত অবস্থায় বলে গেছেন তিনি।

বিনোদন

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে উপজীব্য করে রচিত বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে তুলে ধরা হয়েছে। যেখানে মধুসূদন (মধুদা) তখনকার মধুর ক্যান্টিনের মালিক, যিনি বর্তমান সময়ে একটি চায়ের দোকানে বসে ভাষা আন্দোলনের ঘটনাটি বর্ণনা করছেন।

বর্ণনার মাঝে গান, নৃত্য এবং কবর নাটকের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এই আলেখ্যানুষ্ঠানের মাধ্যমেই তুলে ধরা হয়েছে।

নাটকটিতে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, রমিজ রাজু, সাজ্জাদ সাজু, দিপা প্রমুখ। নৃত্যে অংশ নিয়েছেন ওর্য়াদা রিহাব ও তার দল।

মধুর ক্যান্টিনে বসে ভাষা আন্দোলনের বর্ণনা

সংগীত পরিবেশনা করেছেন অপু আমান, শারমিন, লায়লা, মনির, পারভেজ, স্বরলিপি, রাসেল শেফালী। আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক আনোয়ার হোসেন। প্রযোজনা করেছেন আবু তৌহিদ।

আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’ ২১ ফেব্রুয়ারি রাত ১০টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এখন যে কোনো সময় পৃথিবীর আলো দেখবে বলিউডের এই অভিনেত্রীর দ্বিতীয় সন্তান। এরই মধ্যে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে কারিনা কাপুর খানকে।

১৫ ফেব্রুয়ারি সন্তান ভূমিষ্ট হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) যে কোনো সময় সাইফ-কারিনা দম্পতির দ্বিতীয় সন্তানের আগমন হতে পারে।

বৃহস্পতিবার দিনভর সোশ্যাল মিডিয়ায় চাপা উত্তেজনা ছিল, এখনও সেই রেশ কাটেনি। সন্তানের জন্মের আগে থেকেই সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ‘ড্যাডি কুল’ সাইফ আলী খান। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় যেখানে হাতে রঙ-রঙের প্যাকড খেলনা নিয়ে বাড়ির দিকে ফিরতে দেখা যায় সাইফকে।

কারিনা-সাইফের হবু সন্তান ইতিমধ্যেই উপহার পাচ্ছে ভুরি ভুরি, সেই ঝলক সোশ্যাল মিডিয়াতে খোদ শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

কারিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার বাবা হতে চলেছেন সাইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সাইফের দুই সন্তান-সারা ও ইব্রাহিম। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ-কারিনা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দু মাস আগেই চার পূর্ণ করেছে তৈমুর। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের বিরতি নিয়ে শিগগির কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।

বিনোদন

কেরালার চলচ্চিত্র উৎসবটি দক্ষিণ ভারতের সবচে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। আগামী ২০ থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। গোয়া চলচ্চিত্র উৎসবের পর এবার কেরালার চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি আমন্ত্রিত হয়েছে। চলচ্চিত্র উৎসবটির ওয়ার্ল্ড সিনেমা প্যানোরমায় ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি প্রদর্শিত হবে।

কেরালা উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ বাবুল। সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।

এর আগে ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ ওয়ার্ল্ড প্রিমিয়ায় অংশ নিয়েছিলো। গত ১৬-২৪ জানুয়ারি এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

বিনোদন

ভারতীয় টেলিভিশন চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’র বড় আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান। ২০১০ সাল থেকে অনুষ্ঠানটির সঞ্চালকের আসনে রয়েছেন তিনি।

কিছুদিনের মধ্যে শেষ হতে চলেছে ‘বিগ বস-১৪’র আসর। এরপরই ১৫তম আসর শুরু করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু নতুন আসর শুরু আগেই সালমান খান নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

জানা যায়, আগের পারিশ্রমিকের সঙ্গে আরও ১৫ শতাংশ বেশি পারিশ্রমিক দাবি করছেন সালমান। শুরু থেকেই সালমান খান এই শো’টির বিপুল পরিমাণ পারিশ্রমিক নিচ্ছিলেন। তবে ‘বিগ বস’র প্রযোজনা সংস্থা তার নতুন দাবি মানবে কিনা সে বিষয় এখনো কিছু জানানো হয়নি।

২০১৮ সালে ‘বিগ বস’র পুরো আসরে সালমান খান ১৬৫ কোটির রুপি পারিশ্রমিক নেন। ১৩ তম সিজনের প্রত্যেক পর্বে ‘ভাইজান’ ১১ কোটি রুপি করে নিয়েছেন। চলতি সিজনে প্রত্যেক পর্বে ২০ কোটি পারিশ্রমিক ছিল তার। ‘বিগ বস ১৪’তে সালমানের মোট পারিশ্রমিকের পরিমাণ ৪৫০ কোটি টাকা।

এবার নতুন আসরের জন্য ৪৫০ কোটি সঙ্গে ১৫ শতাংশ আরও বেশি পারিশ্রমিক দাবি করছেন তিনি।

এদিকে ‘বিগ বস ১৪’র কাজ শেষ করে ‘টাইগার পার্ট থ্রি’র শুটিং শুরু করবেন সালমান খান। এরপর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে আরেকটি সিনেমা শুরু করার কথা রয়েছে তার। এছাড়া আসন্ন ঈদুল ফিতরে এই অভিনেতার ‘রাধে’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

বিনোদন

টেলিভিশনে তারকাদের নিয়ে ‘এবং পূর্ণিমা’ দিয়ে উপস্থাপনার নাম লেখিয়েছিলেন অভিনেত্রী পূর্ণিমা। কয়েক বছর ধরেই উপস্থাপনায় বেশ আলোচিত হয়েছেন। এবারো নতুন একটি অনুষ্ঠানের উপস্থাপক হলেন পূর্ণিমা। আর এই অনুষ্ঠানের নাম ‘পূর্ণিমার আলো’। আগামী ৬ মার্চ থেকে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি মোট ৫২ পর্বে হবে।

এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিকে নিয়ে। তবে প্রথম পর্বেই থাকছে জমক। এই পর্বে পূর্ণিমার সঙ্গে থাকবেন নায়ক ফেরদৌস ও রিয়াজ। তারা দুজন উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন ভক্তদের সঙ্গে। থাকবে তিনজনের আড্ডাও। দ্বিতীয় পর্ব থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

তারকা দম্পতিদের নিয়ে হাজির হবেন পূর্ণিমা

আগামী ১৬ ফেব্রুয়ারি পূণিমার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন বিরতি দিয়ে চলচ্চিত্রেও কাজ করছেন এই অভিনেত্রী। একসঙ্গে দুটি ছবিতে কাজ করছেন। দুটি ছবিরই পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামূল। একটি ‘গাঙচিল’ আরেকটি ‘জ্যাম’। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আর ‘জ্যাম’–এ আছেন আরিফিন শুভ। এরই মধ্যে ‘গাঙচিল’ ছবির শুটিং শেষ হয়েছে। ‘জ্যাম’ ছবির বাকি অংশের কাজ ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং শেষে আরিফিন শুভ ভারত থেকে দেশে ফিরলে শুরু হবে।

বিনোদন

চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান সিনেমা হলগুলো সংস্কার, আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের জন্য ঋণ-বিনিয়োগ দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবে রূপ দিতে হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ-বিনিয়োগ দিতে ১ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

মেট্রোপলিটন এলাকার হল মালিকরা এই তহবিল থেকে ৫ শতাংশ এবং মেট্রোপলিটন এলাকার বাইরের হল মালিকরা ৪ দশমিক ৫ শতাংশ সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ নিতে পারবেন। ১ বছর গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময়সীমা হবে আট বছর।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দেশের সিনেমাপ্রেমী দর্শকদের সুস্থ ধারার বিনোদন উপহার দেওয়ার লক্ষ্যে বিদ্যমান সিনেমা হলগুলো সংস্কার এবং আধুনিক মানের নতুন সিনেমা হল নির্মাণ করা প্রয়োজন। এক্ষেত্রে সিনেমা হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ/বিনিয়োগ দেওয়া গেলে নতুন নতুন সিনেমা হল নির্মাণের পাশাপাশি বিদ্যমান হলগুলো সংস্কার ও আধুনিক যন্ত্রপাতি সংযোজন করতে সক্ষম হবেন হল মালিকরা।

সার্বিক বিষয়াদি বিবেচনা করে, সিনেমা হল মালিকদের অনুকূলে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। বিদ্যমান সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও এই সংশ্লিষ্ট মেশিনারি/যন্ত্রাংশ/প্রযুক্তি ক্রয় এবং নতুন সিনেমা হল নির্মাণের উদ্দেশ্যে তফসিলি ব্যাংকের অর্থায়নের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে।

নীতিমালার অন্যান্য শর্ত পরিপালন সাপেক্ষে বিভিন্ন শপিং কমপ্লেক্সে বিদ্যমান সিনেমা হলসহ নতুনভাবে নির্মিতব্য সিনেমা হলসমূহও আলোচ্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ/বিনিয়োগ সুবিধা প্রাপ্য হবে। তবে, চলতি মূলধন বাবদ কোনরূপ ব্যয় পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় আসবে না। এ স্কিমের আওতায় গৃহীত ঋণ দ্বারা কোনভাবেই অপর কোন ঋণ/বিনিয়োগ এর দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না।

এ স্কিম হতে প্রথম ধাপে ৫০০ কোটি টাকা বিতরণ করা হবে। প্রথম ধাপে বিতরণকৃত ঋণ/বিনিয়োগের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবার পর দ্বিতীয় ধাপে ৫০০ কোটি টাকা বিতরণযোগ্য হবে। ব্যাংকিং নিয়মাচার অনুসরণপূর্বক প্রত্যেক গ্রাহককে প্রতিটি সিনেমা হলের জন্য ঋণ/বিনিয়োগ সুবিধার প্রাপ্যতা যুক্তিযুক্তভাবে অর্থায়নকারী ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। তবে, তা কোনভাবেই প্রতিটি সিনেমা হলের বিপরীতে ৫ কোটি টাকার অধিক হবে না।

স্কিমের আওতায় অংশগ্রহণকারী তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংক হতে নির্ধারিত ১ দশমিক ৫ শতাংশ হারে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। গ্রাহক পর্যায়ে মেট্রোপলিটন এলাকায় ৫ শতাংশ সুদ/মুনাফা এবং মেট্রোপলিটন এলাকার বাইরে ৪ দশমিক ৫ শতাংশ সুদ/মুনাফা হারে তফসিলি ব্যাংক অর্থায়ন করবে। পুনঃঅর্থায়ন সুবিধাপ্রাপ্ত ঋণ/বিনিয়োগ ১ বছরের গ্রেস পিরিয়ডসহ সমমাসিক-ত্রৈমাসিক কিস্তিতে সর্বোচ্চ ৮ আট বছর মেয়াদে গ্রাহক কর্তৃক পরিশোধ্য হবে। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক এ পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে।

পুনঃঅর্থায়ন গ্রহণে আগ্রহী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করতে হবে। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণ/বিনিয়োগ বিতরণ উত্তর অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে।

বিনোদন

দু’জনের ভীষণ খুনশুটি। মনোমালীন্যও অবশ্য কম নয়।

পাগলের পাগলামিতে পাগলিটা হুটহাট রাগ করে। সেই রাগ ভাঙাতে গিয়ে পাগল কবিতা লেখে, পাগলিকে ভালোবেসে হয়ে যায় কৃষ্ণ, রোমিও, অ্যান্টোনি, ত্রিস্তান। কখনওবা অরফিয়াস, মজনু, সেলিম বা শাহজাহান। কম যায় না পাগলিও। যুগে যুগে সেও রাধা, জুলিয়েট, ক্লিওপেট্রা, আইসোলেইড, ইরিডাইস, আনারকলি বা মমতাজ। কিংবা কারারক্ষীর সেই অন্ধ মেয়েটি। মৃত্যুদণ্ড কার্যকরের আগে যার জন্য প্রেমিক ভ্যালেন্টাইন রেখে যায় অমর চিঠি।
এরপর কতো বসন্ত, কত ফাল্গুন কেটে গেলো! পাগলিরা পাগলরূপী ‘ভ্যালেন্টাইন’র কাছ থেকে চিঠি পেতেই থাকলো, পেতেই থাকলো। সেই চিঠি প্রেমের, ভরসা আর ভালোবাসার। সে চিঠি পড়লে যেমন প্রতিশব্দে হৃদয়ের জানলা খুলে যায়, তেমনি একটা মস্ত আকাশ গিয়ে ওড়ে পুরো বুকের ভেতর। আরও কত কথা, কত শব্দ। তবে চিঠির শেষ লাইনে খুব যতনে একটি কথাই লেখা, ভালোবাসি…।

বসন্তের পাতাঝরা ঝিরঝির বাতাসে আজ হারিয়ে যাবে প্রেমিকযুগল। সব আবেগ আর অনুভূতি দিয়ে প্রিয় মানুষটিকে বুঝিয়ে দেবে ভালোবাসার গভীরতা। উতলা হাওয়ার এমন দিনে মনের মানুষটির দিকে একগুচ্ছ গোলাপ তুলে দিয়ে বলবে, ‘ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। ’ ও প্রান্ত থেকে হয়তো কোনো উত্তর পাওয়া যাবে না। হয়তো সে চুপ করে থাকবে। হয়তো সব জড়তা ভেঙে বলতেও পারে, ‘আমিও ভালোবাসি। ’ আজ ভালোবাসার জয় হবেই। আজ যে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন ডে।

অনেকের জন্য যেমন আজকের কোনো একটা সময় হবে ভালোবাসার প্রথম প্রহর, তেমনিভাবে অনেকে উদযাপন করবেন একসঙ্গে পথচলার দিন। দু’জনের পদচারণায় মুখর থাকবে শহরের নানা পথ-প্রান্তর। দু’জনে দু’জনার হাত ধরে ঘুরবে একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত। ফুল আর উপহারসামগ্রীর দোকানে জমেবে ভিড়। ফাল্গুনের বাহারি রঙে ফুল প্রিয় মানুষটি তুলে দেবে প্রিয় মানুষের হাতে। প্রেমিকের হাত হয়ে প্রেমিকার সুবিন্নস্ত খোঁপায় উঠবে লাল গোলাপ।

ভ্যালেন্টাইন ডে’তে তারুণ্যেরই জয়জয়কার দেখা যায়। আর দিবসটির মাধ্যমে মূলত প্রেমিক-প্রেমিকা বা মানব-মানবীর চিরায়ত প্রেমকেই বোঝানো হয়ে থাকে। তবে ভালোবাসা প্রকাশের আলাদা কোনো দিনক্ষণ না থাকলেও নিজের প্রিয় মানুষটিকে অন্তত একবারের জন্য হলেও ‘ভালোবাসি’ বলতে এই দিনটিকে বেছে নেন অনেকেই। তাইতো এই দিনে নির্দ্বিধায় প্রিয় মানুষটাকে বলে ফেলা যায়- ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে’; অথবা ‘তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না’।

ভালেন্টাইন ডে আমাদের দেশে এখন ঘটা করে পালন করা হলেও এটি এসেছে পশ্চিমা দেশের সংস্কৃতি থেকে। ২৬৯ খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন রোমান ক্যাথলিক ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তার প্রেয়সীকে লিখে গিয়েছিলেন ‘লাভ ফ্রম ইওর ভ্যালেন্টাইন’। তারই ধারাবাহিকতায় আজও প্রতিটি পাগলীর জন্য পাগলেরা চিঠির শেষে একটি কথাই লেখে, ‘ভালোবাসি…’! যেখানেই যাক, যেভাবেই থাক, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলবে- ‘ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি’।

বিনোদন

নতুন ছবিতে কাজের জন্য ঋতুপর্ণাকে চান শ্রীলেখা, না হলে দিয়া মির্জা কিংবা উর্মিলাকে প্রস্তাব দেবেন।

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ‘বিটার হাফ’ ছবির দিয়ে পরিচালনার জগতে নাম লিখিয়েছেন। এই ছবির কাজ শেষ করতে না করতেই আরেকটা ছবির চিত্রনাট্যও শেষ করে এনেছেন তিনি। আর নতুন ছবির কাহিনী নিয়ে কাজ করার সময় কলকাতার আরেক অভিনেত্রী ঋতুপর্ণার কথাই বার বার মনে আসছিল তার।

তাই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “চিত্রনাট্য তৈরির সময় তো মাথায় ঋতুপর্ণার কথাই ঘুরছিল। তাই তাকেই প্রস্তাব দিতে চাই।”

তবে শ্রীলেখার প্রস্তাবে ঋতু রাজি হবেন কিনা তা এখনও জানেন না শ্রীলেখা।

কারণ গতবছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন বলিউড ইন্ডাস্ট্রিতে নেপোটিজম নিয়ে কাদা ছোঁড়াছুড়ি চলছে, ঠিক তখনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে জড়িয়ে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন শ্রীলেখা। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতেও যে ‘নেপোটিজম’ শব্দটি বিদ্যমান, সে প্রসঙ্গ তিনিই প্রথম উত্থাপন করেন। যার ফলাফলে পানিও ঘোলা হয়েছিল অনেক। সেই সময় ঋতুপর্ণা সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। আর শ্রীলেখার অভিযোগের প্রেক্ষিতে কোনোরকম মন্তব্যও করেননি তিনি।

তবে সেই কথা ‘অতীত’ হিসেবে আখ্যা দিয়ে শ্রীলেখা বলেন, “পেশাদারিত্বের জায়গায় মন কষাকষির কোনো জায়গা না থাকাই বাঞ্ছনীয়। একান্তই যদি ঋতু রাজি না হয় সেক্ষেত্রে বলিউডের উর্মিলা মাতন্ডকার কিংবা দিয়া মির্জার কথা ভেবে রেখেছি।”

স্বল্পদৈর্ঘ্যের ‘বিটার হাফ’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হওয়া, একই সঙ্গে ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা সম্পর্কে শ্রীলেখা বলেন, “শুধু অভিনয় আর পরিচালনা নয়, শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনাও করেছি আমি। আসলে আমার মাথাতেই আঁকা ছিল কী করতে হবে, তাই কাজ করতে কোনো অসুবিধাই হয়নি।”

আধুনিক এই যুগে মানুষের আবেগ ‍শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জায়গা হয়ে গিয়েছে। অথচ বাস্তবের মানুষের সঙ্গে সেই আবেগ আর নেই। এরকম পরিস্থিতিতে একটি সংসারে ‘বেটার হাফ’ থেকে কীভাবে ‘বিটার হাফ’য়ের রূপান্তরিত হয়ে, সেটা নিয়েই এগিয়েছে কাহিনী। এতে আরও অভিনয় করেছেন ভারত কাউল এবং চান্দ্রী মুখোপাধ্যায়।

অন্যদিকে শ্রীলেখা অভিনীত সাম্প্রতিক ছবির মধ্যে আছে অনিক দত্ত পরিচালিত ‘বরুণ বাবুর বন্ধু’।

বিনোদন

বড় পর্দায় দেখা যায়নি তাকে । নেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর সঙ্গে সম্পর্ক। কিন্তু যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। মীরা কাপুর। শাহিদ কাপুরের স্ত্রী।

এবার নিজের শরীরকে ফলের সঙ্গে তুলনা করে আলোচনায় এসেছেন সেই মীরা কাপুর।

মঙ্গলবার তার ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

ইনস্টাগ্রামে গোয়া ট্রিপের বিকিনি পরা ছবি আপলোড করলেন মীরা। ছবিতে দেখা যাচ্ছে, পুলের সামনে খয়েরি রঙের টু পিসে খোলা চুলে দাঁড়িয়ে মীরা। শরীর ঢাকা হালকা শ্রাগে।

নিজেই তার টাইমলাইনে ক্যাপশন দিলেন, ‘বিকিনি বডি (শরীর) অনেকটা অ্যাভোক্যাডো (এক ধরনের ফল)-এর মত হয়। সারা জীবন তুমি এমন দেহ পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু একদিনেই আবার সেটা নষ্ট হয়ে যেতে পারে।’ সঙ্গে জুড়ে দেন ড্রিমিং হ্যাশট্যাগ।

ছবি পোস্ট হওয়ার অর্ধদিন যেতে না যেতেই এতে ২ লাখেররও বেশি লাইক পড়ে।

এর দিন কয়েক আগেই শাহিদের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে এলেন তিনি। একান্তে সময় কাটানোর মুহূর্তগুলি শাহিদ গোপনে রাখলেও, মীরা কিন্তু তা লুকালেন না। প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার জন্ম দেন তিনি।