বিনোদন

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মীয়মান ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে, অনেকটাই সম্পন্ন হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারত সফররত তথ্যমন্ত্রী সোমবার মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক এই চলচ্চিত্র চিত্রায়নের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান।

সোমবার দুপুরে ড. হাছান মাহমুদ মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছুলে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ তাকে স্বাগত জানান এবং ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল ও আরেফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, দিলারা জামান প্রমুখসহ বায়োপিকের অভিনয় শিল্পীদের নিয়ে স্যুটিং সেট পরিদর্শন করেন তারা।

স্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, যেখানে সজীব ওয়াজেদ জয়ের জন্ম, তখনকার সেই পাকিস্তানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটি এবং আশেপাশের বাড়িগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করে চলচ্চিত্র চিত্রায়ণের প্রশংসা করেন ড. হাছান মাহমুদ।

মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সাথে বৈঠক ও ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সেট পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের স্যুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে স্যুটিং শুরু হবে।

এদিন বিকেলে মুম্বাইতে ‘ন্যাশনাল মিউজিয়াম অভ ইন্ডিয়ান সিনেমা’ পরিদর্শন ও সন্ধ্যায় মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক এবং মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গণের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান।

৫ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনের এ সফরে তথ্যমন্ত্রী কলকাতায় ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন ও ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে ১০ লাখেরও বেশি বাঙালির উদ্দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৪৯ বছরপূর্তি উপলক্ষে সেই ময়দানে বক্তব্য রাখেন। সফর শেষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

বিনোদন

ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের এক গানে ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর ও মরু প্রান্তরে চিত্রায়িত ‘জানি তুমি ছিলে’ শিরোনামে গানটির পেছনে এ অর্থ ব্যয় হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিগ বাজেটের এ গানে কণ্ঠ দিয়েছেন গেয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত করেছেন অদিত রহমান।

ঈদে মুক্তিকে সামনে রেখে সিনেমার একটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন।

ছবির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, ‘ছবির গান প্রকাশের অনুরোধ পাচ্ছিলাম অনেকদিন ধরে। তাই ভালোবাসা দিবসে সিনেমাটির সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক গানটি প্রকাশ করতে যাচ্ছি। এই গানটি চিত্রায়নে বিন্দু পরিমাণ আপোস করা হয়নি।

গানটির সুর ও সংগীত থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা দর্শকদের জন্য দুর্দান্ত সব চমক রাখার চেষ্টা করেছি। এবার ঈদে এই গানটি একটি বাড়তি বিনোদন যোগ করবে বলে আমার বিশ্বাস “

এর আগে গত ডিসেম্বরে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করে প্রচারণা শুরু করা হয়।

আগামী ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’র প্রথম খণ্ড। গত বছর ঈদ-উল-ফিতরে মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ায় পিছিয়ে যেতে বাধ্য হয় প্রযোজনা সংস্থাকে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি দুই খণ্ডের সিক্যুয়েল। প্রথম পর্বে মিশন যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম-২’।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আরিফিন শুভ।

তিনি বলেন, “করোনায় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির যত ক্ষতি হয়েছে, তা পূরণে ‘মিশন এক্সট্রিম’ বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এই সিনেমায় কাজ করা ছিল আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। নিঃসন্দেহ বলা যায়, দর্শকদের জন্য ঈদে দারুণ একটি সিনেমা অপেক্ষা করছে।”

সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে।

ঢাকা, গাজীপুর ও দুবাই শহরের নানা লোকেশনে তিন ধাপে সিনেমাটির দুই খণ্ডে শুটিং সম্পন্ন করার হয়। মাইম মাল্টিমিডিয়া এবং ঢাকা ডিটেকটিভ ক্লাব সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে সিনেমার দু’টি খণ্ড নির্মাণ করেছে।

সিনেমাটির প্রথম পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন – জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী, রাশেদ মামুন অপু, ইমরান সওদাগর, আরেফ সৈয়দ, দীপু ইমাম, সুষমা সরকার, লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ।

বিনোদন

সিনেমার মতো টিভি নাটকেও জুটি বেঁধে অভিনয়ের প্রচলন শুরু হয়েছে অনেক আগে থেকেই। দর্শকও বেশ আগ্রহ নিয়েই ওইসব জুটির রসায়ন উপভোগ করেন।

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ জুটি বেধে পথচলা শুরু করেছেন। এই জুটির প্রথম নাটকের নাম ‘সব বিয়ে বন্ধ’।

এটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

এছাড়া একই পরিচালকের ‘মিশন আমেরিকা’ নামের আরেকটি নাটকের শুটিং করছেন তারা। নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, নিলয় আর আমি কাছাকাছি সময়ে মিডিয়ায় কাজ শুরু করেছি। সরাসরি জুটি বেঁধে অভিনয় না করলেও অনেক নাটকের সহশিল্পী তিনি। বেশ ভালো অভিনয় করেন। তার সঙ্গে জুঁটি বেঁধে অভিনয় শুরু করেছি। বেশ সহযোগিতা পরায়ন একজন অভিনয়শিল্পী নিলয়। আশা করছি দর্শক আমাদের অভিনয় আগ্রহ নিয়েই দেখবেন।’

নিলয় আলমগীর বলেন, ‘ তাহমিনা সুলতানা মৌয়ের অভিনয় ভালো লাগে। তার সঙ্গে দুটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। বেশ আন্তরিক একজন মানুষ তিনি। আশা করছি আমাদের অভিনয় রসায়ন দর্শকের ভালো লাগবে।’ নিলয় নাটকের পাশাপাশি কৌশিক শংকর দাসের পরিচালনায় ‘পাঞ্চ’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। তাহমিনা সুলতানা মৌ ফরিদুল হাসানের পরিচালনায় ‘বাহানা’ এবং সঞ্জিত সরকারের পরিচালনায় ‘চিটিং মাস্টার’ নাটকে নিয়মিত অভিনয় করছেন।

বিনোদন

‘আমার আত্মবিশ্বাস, আমার সুন্দর্য’ স্লোগান ধারণ করে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়ে। গত ১৩ জানুয়ারি এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়। গত শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) ছিলো নিবন্ধনের শেষ তারিখ। গত ৩৫ দিনে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধন করেছেন ৯২৫৬ জন। অর্থাৎ এবারের প্রতিযোগিতায় লড়বেন ৯২৫৬ সুন্দরী।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম।

এর আগে ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারিখ বাড়ানো হয়। এছাড়া শুরুর দিকে আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হলেও সামগ্রিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি তুলে নেওয়া হয়। ফলে নিবন্ধন ফি ছাড়াই আবেদন করেন প্রতিযোগীরা। প্রথম পর্যায়ে যারা পূর্ব নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেছিলেন তাদের ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফেরত দেওয়া হয়।এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় লড়বেন ৯২৫৬ সুন্দরী

( এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় লড়বেন ৯২৫৬ সুন্দরী )

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে অডিসনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চ মাসে। বাংলাদেশ পর্বে বিজয়ী আগামী মে মাসে অংশ নিবেন যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে।

‘২০১৯’ সালে প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রী হলে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে বিজয়ী শিরিন আক্তার শিলার নাম ঘোষণা করা হয়। ১২ হাজার ৫ শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স মুকুট জিতে নেন তিনি। এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আনিশা ইসলাম ও দ্বিতীয় রানার্সআপ জেসিয়া ইসলাম। বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন সাবেক মিস ওয়ার্ল্ড ও ভারতীয় তারকা সুস্মিতা সেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর বিজয়ী শিলা দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের ওয়েবসাইট ww.missuniverse.com.bd এবং অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/MUBangladesh এ।

বিনোদন

নির্মাণচলতি ‘দিন: দ্য ডে’র পর নতুন আরও একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এ ছবির নাম ‘নেত্রী: দ্য লিডার’।

তার এ ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা উপেন্দ্র মাধব।

এ তথ্য দিয়ে অনন্ত জলিলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস জানিয়েছে, ‘নেত্রী: দ্য লিডার’ ছবিটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হবে । ছবির পরিচালক হিসেবে তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধবকে চূড়ান্ত করা হয়েছে।

যদিও এর আগে জানা গিয়েছিল, ‘নেত্রী-দ্য লিডার’ ছবির পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী। ইফতেখারের নামও ঘোষণা করেছিলেন প্রযোজক অনন্ত জলিল।

ঘোষণা দিয়েও পরিচালক পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়টি রোববার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে মুনমুন ফিল্মস।

পরিচালক হওয়ায় আগে চিত্রনাট্যকার হিসেবে কাজ করতেন উপেন্দ্র। ‘বাদশাহ’, ‘দুকুডু’সহ বেশ কয়েকটি জনপ্রিয় তেলেগু ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি।

তবে ২০১৮ সালে তার পরিচালিত তেলেগু ছবি ‘এমএলএ’ দর্শকপ্রিয়তা পায়। ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কাজল আগরওয়াল ও রবি কিষান।

ছবির বিষয়ে অনন্ত জলিল জানিয়েছেন, এতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। তিনি নিজেও অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এ ছবির মাধ্যমে ভারতের জনপ্রিয় তিন খল অভিনেতাকে এক করছেন অনন্ত। তারা হলেন – দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং, ভোজপুরী অভিনেতা রবি কিষান এবং প্রদীপ রাওয়াত।

কবির দুহান সিংয়ের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’ ইত্যাদি।

উপেন্দ্রর ‘এমএলএ’ ছাড়াও রবি কিষানের উল্লেখযোগ্য ছবিগুলো হলো – ‘লাকি : দ্য রেসার’, ‘বাটলা হাউজ’, ‘তেরেনাম’।

আমির খানের সুপারহিট চলচ্চিত্র ‘গজনী’-তে খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন প্রদীপ রাওয়াত।

বিনোদন

শিল্পকলার ছয় জনসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান স্বরূপ তিন ভাষা সৈনিক, তিন মুক্তিযোদ্ধা, তিন সাহিত্যিক, সাংবাদিকতা, গবেষণা, অর্থনীতি ও আলোকচিত্রে একজন করে মোট ২১ জনকে এবছর একুশে পদক দেওয়া হচ্ছে। বিনোদনে পাচ্ছেন ছয়জন।

এ বছর সংগীতে একুশে পদক পাচ্ছেন পাপিয়া সারোয়ার, অভিনয়ে সম্মাননা পাচ্ছেন রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম। এছাড়াও নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী ও আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

সুজাতা আজিম

মূল নাম ছিল তন্দ্রা মজুমদার, এখন লোকে ‘সুজাতা আজিম’ নামেই চেনে। তিনি কুষ্টিয়ার থানাপাড়া জমিদার বাড়ির মেয়ে। রূপালি পর্দার প্রথম ‘রূপবান’ তিনি। ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত। আছে আরও অনেক স্মরণীয় চরিত্র। সংসারও করেছেন এক নায়কের সঙ্গে। অভিনেতা আজিমের সঙ্গে ১৯৬৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।

রাইসুল ইসলাম আসাদ

আসাদুজ্জামান মোহাম্মদ রাইসুল ইসলাম। যিনি রাইসুল ইসলাম আসাদ নামে পরিচিত। ১৯৫২ সালের ১৫ জুন তার জন্ম। তিনি বেতার, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি চার বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭২ সালে আসাদ প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন, ‘আমি রাজা হব না’ এবং ‘সর্পবিষয়ক’ নামের দুইটি নাটকে। তার প্রথম চলচ্চিত্র ১৯৭৩ সালে মুক্তি পাওয়া আবার তোরা মানুষ হ। আসাদ নাটক পরিচালনাও করছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আসাদ ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন।

পাপিয়া সারোয়ার

পাপিয়া সারোয়ার রবীন্দ্রসঙ্গীতের একজন প্রকাশক। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালের বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তিতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতষ্ঠা করেছিলেন।

ভাস্বর বন্দ্যোপাধ্যায়

ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৫২ সালের ১১ ফেব্রুয়ারি, খুলনা শহরে। ভাস্বর বন্দ্যোপাধ্যায় একাধারে একজন আবৃত্তি শিল্পী, অভিনেতা, স্বর ও বাচন প্রশিক্ষক, গণমাধ্যম ও চলচ্চিত্র প্রশিক্ষক, নাট্য প্রশিক্ষক, এবং নাট্য বিষয়ক লেখক। তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে তিন বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে এম.এ এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পি.এইচ.ডি করেন। বাংলাদেশ বেতারে ১৯৭০ সাল থেকে এবং বাংলাদেশ টেলিভিশনে ১৯৭৬ সাল থেকে তালিকাভুক্ত অভিনয় শিল্পী হিসেবে অভিনয় করে যাচ্ছেন অদ্যাবধি। নিয়মিত অভিনয় স্বর ও বাচন উৎকর্ষ এবং আবৃত্তি বিষয়ক কর্মশালা পরিচালনা করে থাকেন। সংবাদ উপস্থাপনা ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়েও নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে থাকেন। নাটকের দলগুলোতে নিয়মিত অভিনয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকেন।

বিনোদন

চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ছয় বোকাকে নিয়ে শহরের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সাথে রয়েছে তার শুটিং ইউনিট। পুরো ইউনিটসহ তিনি ঢাকা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে, বাড়ির ছাদে, বাস স্ট্যান্ডে, লেকের পাড়ে দেখা গেছে তাকে।

বিনোদন

ভালোবাসা দিবসে ‘মরীচিকা’ শিরোনামে একটি গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী শিলা দেবী।

সিলন টি-এর সৌজন্যে নির্মিত এই মিউজিক ভিডিওটি ১০ ফেব্রুয়ারি রিলিজ হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন অটামনাল মুন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জুয়েল পাইকার।

এটি ছাড়াও ভালোবাসা দিবসে আরও দুটি গান নিয়ে আসছে শিলা দেবী।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত, পরিচালক আনিস রহমানের ‘রুপার জামদানি’ নাটকে গেয়েছেন শিলা দেবী।

নাগরিক টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি রাত নয়টায়। গানটি লিখেছেন জয়ন্ত কর্মকার। সুর ও সঙ্গীত করেছেন আপেল মাহমুদ এমিল।

এছাড়া জয়ন্ত কর্মকারের লেখা ও সঙ্গীত পরিচালক বর্ণের কম্পোজিশনে ‘বরষা’ শিরোনামে আরও একটি গান আসছে এবারের ভালোবাসা দিবসে।

বিনোদন

সিএমভি’র ব্যানারে নির্মিত হল আরফান নিশোর গল্পে নতুন নাটক। নাটকটির নাম ‘কাজলরেখা’।

আফরান নিশোর গল্প ভাবনা থেকে চিত্রনাট্য তৈরি করেছেন পান্থ শাহরিয়ার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো আর মেহজাবীন চৌধুরী। এরমধ্যে কাজল চরিত্রে নিশো এবং রেখা চরিত্রে মেহজাবীন।

আরিয়ান বললেন, ‘একটা মফস্বল শহরের দু’জন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে নির্মাণ করেছি। আমি সাধারণত যে ধরণের প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটাও তেমনই। এরমধ্যে কিছু চমক বা বৈচিত্র্য তো থাকছেই। সেটি নাটকটি উন্মুক্ত হলে দর্শকরা দেখতে পাবেন।’

এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজন প্রমুখ।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে শিগগিরই এটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বিনোদন

প্রতি বছরের মতো এবার গোল্ডেন গ্লোবস অনুষ্ঠান বেভার্লি হিল্স’য়ের হিল্টোন হোটেলে হচ্ছে না।

করোনাভাইরাস মহামারীর কারণে বদলে যাচ্ছে বিশ্বের বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানের ধরন। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে টেলিভিশন অনুষ্ঠানের জন্য দেওয়া সম্মানজনক পুরষ্কার গোল্ডেন গ্লোবসের আয়োজনেও এসেছে পরিবর্তন।

মঙ্গলবার আয়োজকদের দেওয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বেভার্লি হিল্স’য়ের হিল্টোন হোটেলে এবার অনুষ্ঠান হবে না গোল্ডেন গ্লোবস।

এর পরিবর্তে, ফেব্রুয়ারির ২৮ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজন নিউ ইয়র্ক থেকে সম্প্রচার করা হবে। নিউ ইয়র্কের রেইনবো রুম থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবেন কমেডি শিল্পী টিনা ফে। অন্যদিকে, বেভারলি হিলসে উপস্থিত থাকবেন তার সহ-সঞ্চালিকা এমি পোলার।

মহামারীর কারণে টেলিভিশনের পাশাপাশি গত বছরে ‘ওয়েব’ মাধ্যমে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ও ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সেটার প্রতিফলনও পড়েছে গোল্ডেন গ্লোবস’য়ে।

বুধবার ঘোষণা করা হয় এই পুরষ্কারের জন্য মনোনিত অনুষ্ঠানের নাম। তাতে দেখা যায় নেটফ্লিক্সের ২০টি ধারাবাহিক মনোনয়ন পেয়ে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের থেকে এগিয়ে আছে।

এছাড়া এটিঅ্যান্ডটি ইন-কর্পোরেট’য়ের এইচবিও সাতটি অনুষ্ঠানের মনোনয়ন পেয়ে রয়েছে দ্বিতীয় সারিতে। আর ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠানের হুলু টেলিভিশন নেটওয়ার্কের ছয়টি অনুষ্ঠান পেয়েছে মনোনয়ন।

মনোনয় পাওয়া অনুষ্ঠান ও শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হল:

সেরা অভিনেতা: চ্যাডউইক বোজম্যান (মা রাইনি’জ ব্ল্যাক বটম)। রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)। গ্যারি ওল্ডম্যান (মেইঙ্ক), তাহার রাহিম (দ্য মারিটানিয়ান)।

সেরা অভিনেত্রী: ভেনেসা কির্বি (পিসেস অফ এ উইম্যান), ভায়োলা ডেভিস (মা রাইনি’জ ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দি ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ফ্রান্সেস ম্যাকডোর্মাড (নোমাডল্যান্ড), ক্যারি মুলিগান (প্রোমিজিং ইয়ং উইম্যান)।

সেরা পরিচালক: ডেভিড ফিঞ্চার (মেইঙ্ক), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি), অ্যারন সরকিন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন) এমেরাল্ড ফেনেল (প্রোমিজিং ইয়ং উইম্যান) ক্লোয়ি জাও (নোমাডল্যান্ড)।

সহ-অভিনেতা: জারেড লেটো ( দ্য লিটল থিংস)। বিল মারে (অন দ্য রকস), লেসলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি)। সাচা ব্যারন কোহেন (ওয়ান নাইট ইন মায়ামি), ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড ব্ল্যাক মেসিহা)।

সহ-অভিনেত্রী: জোডি ফস্টার (দ্য মারিটানিয়ান), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার), গ্লিন ক্লোস (হিলবিলি এলেজি), অ্যামান্ডা শেফার্ড (মেইঙ্ক), হেলেনা জেঙ্গেল (নিউজ অফ দ্য ওয়ার্ল্ড)।

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): দি ফাদার (সনি পিকচার্স ক্লাসিক), মেইঙ্ক (নেটফ্লিক্স), নোমাডল্যান্ড (সার্চলাইট পিকচার্স), প্রোমিজিং ইয়ং উইম্যান (ফোকাস পিকচার্স), দি ট্রায়াল অফ দি শিকাগো সেভেন (নেটফ্লিক্স)।

সেরা অ্যানিমেইশন: দি ক্রুডস, ওনওয়ার্ড, ওভার দ্য মুন, সৌল, উল্ফওয়াকার্স।