বিনোদন

অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ২০২০ সালের সেরা নায়িকা হয়েছেন তিনি। ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ ছবির জন্য ‘বেস্ট ফিমেল পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার জিতেছেন জয়া। ৪ জানুয়ারি রাতে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

হইচইয়ের বরাতে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার জন্য পুরস্কার প্রদান করেছে তারা। এতে চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে জয়া এ পুরস্কার পেয়েছেন। অতনু ঘোষের ‘রবিবার’র ছবিতে জয়া আহসানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অন্যদিকে, শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘কণ্ঠ। এতে রমিলা চরিত্রে অভিনয় করেছেন জয়া। তিনি একজন স্পিচ থেরাপিস্ট। এর মূল চরিত্র অর্জুন একজন কণ্ঠশিল্পী ও রেডিও জকি। একদিন হঠাৎ ক্যানসার রোগে আক্রান্ত হন তিনি। এই রোগে আক্রান্ত হয়ে অর্জুন বাকশক্তি হারান। স্পিচ থেরাপিস্ট জয়া তাকে কণ্ঠের বিভিন্ন রকম অনুশীলন করানোর মাধ্যমে পুনরায় তার বাকশক্তি ফিরিয়ে আনেন।

বিনোদন

‘আনারকলি’, ‘দোলনা’ ও ‘সাত ভাই চম্পা’ সিনেমার নায়িকা রোজিনাকে মনে আছে? মনে না রাখার কোনো কারণ নেই। ঢাকার সিনেমা ইন্ডাষ্ট্রির সোনালী দিনের নায়িকা তিনি। অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে।

ক্যামেরার সামনে দ্যোতি ছড়ানো এ নায়িকা এবার অভিজ্ঞতার ক্যারিশমা দেখাবেন ক্যামেরার পেছনে। মানে সিনেমা নির্মাণ করবেন তিনি। নির্মাণের পাশাপাশি অভিনয়ও করবেন সেই সিনেমায়। ছবির নাম ‘ফিরে দেখা’

বছরের একেবারে শেষের দিন ৩১ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফিরেই ‘ফিরে দেখা’র পোস্ট প্রডাকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার বিকেলে সমকালের সঙ্গে আলাপে রোজিনা বললেন, ”মার্চের ১ তারিখ থেকে ‘ফিরে দেখা’র শুটিং করবো। এখন ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। গান রেকর্ডিং করছি। এর মধ্যে ছবির আর্টিস্টও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।”

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন রোজিনা। গল্পটি তার নিজের। রোজিনা জানালেন, ‘ফিরে দেখা’র গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে তৈরি। ১৯৭১ সালে তার নানাবাড়ি গোয়ালন্দের একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হবে।

এর আগে রোজিনা জানান, ছবিতে তার বিপরীতে ইলিয়াস কাঞ্চনকে নেওয়ার পরিকল্পনার কথা। তবে এই প্রজন্মের দুই ছেলে-মেয়েকেও নেওয়া হচ্ছে বলে জানালেন তিনি। নতুন এই দু’জন কি চূড়ান্ত করা হয়েছে? প্রশ্ন রাখলে রোজিনা বলেন, সেটি এখনই জানাতে পারছিনা। শুটিংয়ের যাওয়ার আগে সবাইকে আনুষ্ঠানিক সবকিছু জানাতে চাই।

ছবিটির জন্য রোজিনা সরকারি অনুদান পেয়েছেন ৫০ লাখ টাকা। রোজিনা বলেন, ছবির জন্য যে গল্প বেছে নিয়েছি তা সঠিকভাবে পর্দায় তুলে আনতে কয়েক কোটি টাকার প্রয়োজন। তবে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রোজিনা জানান, ‘ফিরে দেখা’ নির্মাণে তার এক কোটি টাকার বেশি খরচ হবে। অনুদানের বাইরে বাকী ৫০ লাখ টাকা নিজেই লগ্নী করবেন বলে জানান তিনি।

গত বছরের ২৮ অক্টোবর যুক্তরাজ্যে উড়াল দিয়েছিলেন রোজিনা। করোনার এই ভয়াবহতার মধ্যে সেখানে খুব ভালো সময় কাটেনি বলে জানান তিনি।

বিনোদন

বন্ড গার্ল খ্যাত হলিউড অভিনেত্রী তানিয়া রবার্টস (৬৫) মারা গেছেন। রোববার (০৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

হলিউড রিপোর্টার জানায়, গত ২৪ ডিসেম্বর তানিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সিডার-সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। রোববার এই তারকা চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন।

১৯৮৫ সালে জেমস বন্ড সিরিজের ‘অ্যা ভিউ টু অ্যা কিল’ সিনেমায় বন্ড গার্ল চরিত্রে অভিনয় করে তানিয়া রবার্টস খ্যাতি পেয়েছিলেন। এছাড়া ‘দ্যাট সেভেনটি’স শো’-এ অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

তানিয়াকে সর্বশেষ ২০০৫ সালে টেলিভিশন শো’তে দেখা গিয়েছিল। এছাড়া ১৯৯৪ সালে ‘দীপ ডাউন’ সিনেমার মাধ্যমে সর্বশেষ বড়পর্দায় দেখা যায় তাকে।

তার প্রকৃত নাম ভিক্টোরিয়া লে ব্লাম, কিন্তু সবার কাছে তিনি তানিয়া রবার্টস নামেই পরিচিত ছিলেন। ১৯৫৫ সালে নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তিনি আইরিশ-ইহুদি বংশোদ্ভূত। ১৯৭৪ সালে তিনি ব্যারি রবার্টসকে বিয়ে করেছিলেন। ২০০৬ সালেই তার স্বামী মারা গেছেন।

বিনোদন

বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই। আজ রবিবার (৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুণী এই ব্যক্তির প্রয়াণে শোকাহত সাংস্কৃতিক অঙ্গন।

সোমবার দুপুর ১২টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে রাবেয়া খাতুনের মরদেহ রাখা হবে। এরপর দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

সাহিত্যের সকল শাখায় ছিল রাবেয়া খাতুনের সফল বিচরণ। তাঁর প্রকাশিত শতাধিক গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা ইত্যাদি।

রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে রাবেয়া খাতুনের লেখা অসংখ্য নাটক, জীবন্তিকা ও সিরিজ নাটক। তার গল্পে নির্মিত হয়েছে কয়েকটি চলচ্চিত্র। এ তালিকায় উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক ছবি চাষী নজরুল ইসলামের ‘মেঘের পরে মেঘ’। এছাড়া শাহজাহান চৌধুরী পরিচালিত ‘মধুমতি’ এবং মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছবি দুটি প্রশংসিত হয়েছে।

লেখালেখির পাশাপাশি শিক্ষকতা ও সাংবাদিকতা করেছেন রাবেয়া খাতুন। তাঁর নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মাসিক পত্রিকা।

১৯৯৩ সালে রাবেয়া খাতুন একুশে পদকে ভূষিত হন। ১৯৯৯ সালে অনন্যা সাহিত্য পুরস্কার পান তিনি। এছাড়া স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি, বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার ও অসংখ্য সম্মাননা উঠেছে তাঁর হাতে।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন রাবেয়ো খাতুন। তাঁর পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত ষোলঘর গ্রামে। বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ এবং মা হামিদা খাতুন। ১৯৪৮ সালে আরমানিটোলা বিদ্যালয় থেকে প্রবেশিকা (বর্তমানে মাধ্যমিক) পাস করেন তিনি। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ হয়ে যায়।

১৯৫২ সালের ২৩ জুলাই সম্পাদক ও চিত্র পরিচালক এটিএম ফজলুল হকের সাথে রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাঁর বড় ছেলে ফরিদুর রেজা সাগর বিশিষ্ট শিশুসাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক। ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল একসময়ের টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক ও স্থপতি এবং বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ। বড় জামাতা মুকিত মজুমদার বাবু টেলিভিশন উপস্থাপক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালক। ছোট জামাতা জহির উদ্দিন মাহমুদ মামুন বিশিষ্ট শিল্পপতি, চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালক। বড় পুত্রবধূ কনা রেজা বিশিষ্ট নারী উদ্যোক্তা ও পানসুপারির স্বত্ত্বাধিকারী। ছোট মেয়ে ফারহানা কাকলী সুগৃহিনী।

বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এই প্রথম কোনও বাংলাদেশিকে দূত হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তাহসান।

শনিবার (০২ জানুয়ারি) ইউএনএইচসিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন বিশ্বজুড়ে, যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন।

২০১৯ সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআর-এর সাথে কাজ করে চলেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এবং বিশ্ব শরণার্থী দিবস ও ইউএনএইচসিআর-এর অন্যান্য অনুষ্ঠানের যুক্ত থেকে সহায়তা করেছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান

অনুষ্ঠানে তাহসান বলেন, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে ধন্যবাদ জানান তাহসান খান।

বিনোদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে ও আইসিটি ডিভিশনের অর্থায়নে চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোহেল মোহাম্মদ রানা। এটি নির্মাণ করছে অ্যানিমেশন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোলেন্সার স্টুডিও’।

ইতোমধ্যেই চলচ্চিত্রটির অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে। ট্রেইলার-টিজারের পর সম্প্রতি এর একটি গানও প্রকাশ পেয়েছে। আগামী বছর মুক্তি পাচ্ছে ছবিটি।

জুনাইদ আহমেদ পলক বলেন, “স্বাধীন বাংলাদেশের আধুনিক তথ্য-প্রযুক্তির ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি ওয়ারলেস প্রযুক্তির মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিয়েছিলেন গ্রেপ্তার হওয়ার ঠিক আগ মুহূর্তে ১৯৭১ সালের ২৬ মার্চ।

“বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুপরামর্শ এবং তত্ত্বাবধানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ মুজিববর্ষে বিভিন্ন ধরনের আয়োজন এবং উদ্যোগ গ্রহণ করেছি। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে এরকমই একটি নতুন উদ্যোগ অ্যানিমেশন মুভি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি।”

সম্প্রতি প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির প্রথম গান ‘তোমার সমাধি’। এটি মূলত ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তরাল’ চলচ্চিত্রে ব্যবহৃত একটি গান। গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছিলেন শ্যামল মিত্র। সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত। তবে চলচ্চিত্রটির জন্য গানের কেবল চারটি চরণ লেখা হয়েছিল।
১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দিতে এসে সত্যজিৎ রায় ও শ্যামল মিত্র দেখা করেন বঙ্গবন্ধুর সঙ্গে। তখন বঙ্গবন্ধু শ্যামল মিত্রকে গানটির পূর্ণ রূপ দিতে অনুরোধ করেন। গৌরীপ্রসন্ন বঙ্গবন্ধুর কথা মাথায় রেখে বাকি গান শেষ করেন। কিন্তু রেকর্ড সম্পন্ন হওয়ার আগেই ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।

‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রের জন্য গানটি নতুন করে তৈরি করেছে প্রোলেন্সার স্টুডিও, কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল।

বিনোদন

অভিনয়শিল্পীদের সকলের সাহিত্যপ্রেম থাকে না। আবার অনেকের সাহিত্যপ্রেম থাকলেও অভিনয়ে ব্যস্ততার সঙ্গে সঙ্গে সেই অভ্যেসেরও মৃত্যু হয়। এর ভেতরে কেউ কেউ সাহিত্য চর্চা করলেও ধারাবাহিকভাবে সাহিত্য নিয়ে নিবিষ্ট থাকা সবার ক্ষেত্রে হয় না। শানারেই দেবী শানু সেই বিরলদের ভেতরে একজন।

গত কয়েকবছর ধরে নিয়মিত লিখছেন। বই প্রকাশ করছেন। এ বছর লিখেছেন ‘আমার একটা তুই চাই’। নিজের উপন্যাসকে কেন্দ্র করে একটি গান গেয়েছেন। নিজের কাজকে বিপণন করার ভেতরে কোনো লজ্জা নেই। তাই সৃজনশীল এই প্রতিভাকে প্রথমদিকে অনেকে শৌখিন ভাবলেও পরে সাহিত্যিক হিসেবে শানুকে দারুণভাবে গ্রহণ করেছেন। এবারে বইমেলা পেছালেও এরই ভেতরে অনলাইনে তার বই পৌঁছেছে পাঠকের ঘরে।

উপন্যাসকে কেন্দ্র করে গান প্রসঙ্গে শানু বলেন, ‘আমি নিজে যেহেতু গ্ল্যামার ইন্ডাস্ট্রির একজন, তাই বই নিয়ে শুভেচ্ছা বা এ নিয়ে টুকটাক প্রচারণা করতে ভালোবাসি। এই কাজটিও তেমনি অনেকটা হুট করে করা। আমি তো গায়িকা নই, বইয়ের জন্যই কয়েক লাইন লিখেছিলাম। সেটাই খেলাচ্ছলে গান হয়ে উঠল। বন্ধুদের পাগলামিতে ভিডিও তৈরি হলো।’

বিনোদন

বলিউডের পরিচিত মুখ রিচা চাড্ডা। গ্যাংস অব ওয়াসীপুর, ফাকরে রিটার্নস, রাম-লীলা, সর্বজিৎসহ প্রায় দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। বলা যায়, বলিউডে একটা শক্ত অবস্থানই তার। অথচ এই অভিনেত্রী এবার জানালেন, কাস্টিং কাউচে রাজি না হওয়ায় হাত থেকে অনেক ছবির সুযোগ চলে গেছে তার।

এক সাক্ষাৎকারে রিচা জানান, একদিন একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক প্রযোজক তাকে জিজ্ঞেস করেন, ‘ডিনার করবে’? রিচা তাকে জানান যে তিনি ডিনার করে নিয়েছেন এবং কী কী খেয়েছেন তার বিস্তারিত তথ্যও দেন। তারপর রিচার গায়ে হাত দিয়ে সেই প্রযোজক বলেন, ‘এই ডিনার না, ওই রকম ডিনারের কথা বলছি।’ সেদিন তাকে মুখের ওপর ‘না’ বলে দেন রিচা। এরপর তার হাত থেকে একাধিক ছবির কাজ চলে যায়।

২০১৫ সালে রিচা ‘মাসাঁ’ নামক একটি নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরে ‘ওয়ে লাকি! ওয়ে লাকি!’ নামক একটি কৌতুক চলচ্চিত্রে ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। পরে তিনি বেশ কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।

২০১৩ সালে ‘ফাকরে’ ছবি থেকে তার জীবনের মোড় ঘুরে যায়। সেই ছবিতে অভিনয় দেখে তার অনেক ফ্যান তৈরি হয়।

‘গ্যাংস অব ওয়াসীপুর’ ছবির জন্য ‌অনুরাগ কাশ্যপের এমন এক অভিনেত্রীর প্রয়োজন ছিল, যিনি তরুণী ও মধ্যবয়সি—দুই চরিত্রেই মানিয়ে যাবেন। সেখানেই ‘নাগমা খাতুন’ চরিত্রের জন্য বেছে নেওয়া হয় রিচা চাড্ডাকে। মনোজ বাজপেয়ীর স্ত্রী ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের ভূমিকায় অভিনয় করে চমকে দেন রিচা। নাগমা চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারসহ বেশ কয়েকটি পুরষ্কার পান রিচা। তারপর ১১টি ছবির সুযোগ আসে তার কাছে।

ফাকরেতে অভিনয় করতে গিয়ে অভিনেতা আলি ফজলের সঙ্গে আলাপ হয় তার। শোনা যাচ্ছে , আগামী বছরের শুরুতে তাদের বিয়ে হবে।

মজার বিষয় হচ্ছে, বলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সঙ্গে সম্পর্ক ভালো না রিচার। কারণ ধর্মা ‘অগ্নিপথ’ ছবিতে তাকে হৃতিক রোশনের মায়ের ভূমিকাও অফার করেছিল, তিনি সোজাসুজি সেই প্রস্তাব নাকচ করে দেন। ধর্মা প্রোডাকশনের কাস্টিং ডিরেক্টরের সঙ্গে সেই থেকে তার সম্পর্ক ভালো নয় বলে জানান রিচা।

সঞ্জয় লীলা বানশালীর ছবি ‘রামলীলা’-তে দীপিকা পাড়ুকোনের বৌদির চরিত্রে অভিনয় করেন রিচা। ‘সর্বজিৎ’ ছবিতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। কিন্তু চিত্রনাট্যে তার চরিত্রের যতটা গুরুত্ব ছিল, এডিটিংয়ের পরে সেই গুরুত্ব আর নজরে পড়েনি বলে জানান রিচা।

আন্তর্জাতিক সম্মান পাওয়ার পর সংবাদমাধ্যমে রিচার অভিনয় নিয়ে অনেক লেখালেখি হয়। এখন তার ছবি কেবল ভারতের গণ্ডির মধ্যে নেই। বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে। অথচ এরপরও কেবল কাস্টিং কাউচে রাজি না হওয়ায় ছবি চলে যাচ্ছে তার হাত থেকে। সূত্র: আনন্দবাজার

বিনোদন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজরিত বিলাসবহুল বাড়ি ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’ অবশেষে বিক্রি হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়ায় অবস্থিত বাড়িটি সম্প্রতি ২২ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কল।

জানা গেছে, দুই হাজার ৭০০ একর (১১ শ’ হেক্টর) জমির ওপর ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’ নির্মিত। মাইকেল জ্যাকসন ১৯৮৭ সালে এই অট্টালিকাটি কিনেছিলেন সাড়ে ১৯ মিলিয়ন ডলারে। তখন এই টাকা পরিশোধ করতে তাকে বহু কষ্ট করতে হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, রন বার্কল ২২ মিলিয়ন ডলার দিয়ে বাড়িটি কিনে নিয়েছেন। ২০১৫ সালে বাড়িটির দাম উঠেছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার। সেই দামের তুলনায় বাড়িটি ন্যায্য দামের চার ভাগের একভাগ দামে বিক্রি করা হয়েছে। সবশেষ গত বছরও বাড়িটির দাম উঠেছিল ৩১ মিলিয়ন ডলার।

২০০৯ সালে অতিরিক্ত ওষুধ গ্রহণের প্রতিক্রিয়ায় ৫০ বছর বয়সে মারা যান মাইকেল জ্যাকসন। তার মৃত্যুর পরই এই বিশাল বাড়িটি বিক্রির সিদ্ধান্ত হয় ।

বিনোদন

চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মডেল-অভিনেত্রী সেলিনা আফ্রি।

সম্প্রতি এই অভিনেত্রী অংশ নেনে শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় টেলিভিশন টকশো ‘৩০০ সেকেন্ড’-এ।

এই শোতে উপস্থিত হয়ে জয়ের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

অনুষ্ঠানের এক পর্যায় আফ্রিকে জয় প্রশ্ন করেন, ‘একজন নায়কের নাম বলুন, যে খুব জনপ্রিয় কিন্তু তাকে নায়কই মনে হয় না। ’

প্রশ্নটির উত্তরে আফ্রি সোজাসাপ্টা বলেন, ‘শাকিব খান। যে খুব জনপ্রিয় অথচ তাকে নায়ক হিসেবেই মনে হয় না। ’

আফ্রির এমন মন্তব্যে খেপেছেন শাকিব ভক্তরা। বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর সমালোচনা করেছেন অনেকে।

আরিফ নামে একজন সামাজিক মাধ্যমে লেখেন, ‘ভালো কাজ করলে অবশ্যই মানুষ গ্রহণ করবে, অযথাই মানুষকে নিয়ে বাজে মন্তব্য করলে গ্রহণ যোগ্যতা পাওয়া যায় না। ’

শ্রাবন্তী নামে আরেকজন লেখেন, ‘যদিও উনাকে আজ প্রথম দেখলাম, কিন্তু ওনার কথাগুলো এমন হবে আশা করিনি। ’

মোহাম্মদ হোসেন নামে আরেক ব্যক্তি লেখেন, ‘শাকিবকে নায়ক মনে হয় না এটা বলা ঠিক না। এই মেয়েটাকে আমি কখনো দেখিনি, চিনিও না। সে আবার মানুষকে ব্যঙ্গ করে। ’

গত নভেম্বরের প্রোগ্রামে এমন প্রশ্ন-উত্তরের বিষয়টি হলেও সম্প্রতি সামনে আসে এর প্রতিবাদ। ঐ অনুষ্ঠানে বাংলাদেশের দর্শকদের রুচিগত পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন আফ্রি। তার মতে, কলকাতার দর্শক দেখে আর বাংলাদেশের দর্শক না দেখেই মন্তব্য করে।

‘স্বপ্ন যে তুই’ সালে পার্শ্ব অভিনেত্রী হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে সেলিনা আফ্রির। এই সিনেমাটির পর ‘নীল ফড়িং’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া মিউজিক ভিডিও ও ওয়েব প্ল্যাটফর্মে কাজ করতে দেখা গেছে এই তরুণীকে।