বিনোদন

পেটের পীড়া থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলা সিনেমা ও বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার শুটিং সেটে এই অভিনেতা অসুস্থ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরিচালক বিবেক জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন মিঠুন।

বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টে সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো?’

পরিচালকের অকপট স্বীকারোক্তি, এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও সিনেমার সম্পদ।

২০১২-য় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ হিট হয়েছিল। সেই সাফল্যেই অনুপ্রাণিত পরিচালক ঠিক করেন, কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরবেন তাঁর আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের।

বিনোদন

হানিমুনের পর দেশে ফিরে চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী বাড্ডা থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করেছেন।

যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর মামলা করেছেন তমা। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর মামলা করেন এই অভিনেত্রীর স্বামী হিশাম চিশতী।

কয়েক সপ্তাহ আগে দুবাইয়ে তমা মির্জা ও তার কানাডাপ্রবাসী ব্যবসায়ী হিশাম চিশতী দুবাইয়ে হানিমুন করতে যান। সেখানকার বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

জানা গেছে, দেশে ফেরার পর থেকে তাদের সম্পর্কে অবনতি হয়। গত ৫ ডিসেম্বর রাতে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।

এরপরই তমা তার স্বামীর বিরুদ্ধে বাড্ডা থানায় নারী নির্যাতন মামলা ও সাইবার অপরাধ আইনের আওতায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি স্বামী হিশাম চিশতী।

এ বিষয়ে যুগান্তরকে তমামির্জা বলেন, বিয়ের পর থেকে তাকে হিশাম বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করতো। আর অকারণে গায়ে হাত তুলতেন। এমনকি ফেসবুকে পরিচয় গোপন করে মানহানিকর কথাবার্তা বলতেন।

তিনি বলেন, হিশাম আমার বাবা-মাকে ভয়ভীতি দেখান এবং হত্যার হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের ভয়ভীতি দেখান।

অন্যদিকে তমা মির্জার মামলার পর স্বামী হিশাম চিশতী এই নায়িকাসহ তার শ্বশুর–শাশুড়ি এবং ড্রাইভারের নামে মামলা করেন।

মামলাটির তদন্তের দায়িত্বে থাকা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কারণে আমরা মোবাইল জব্দ করে ফরেনসিকে পাঠিয়েছি।

মামলা হয়েছে দুইটা। একটি করেছেন তমা মির্জার স্বামী হিশাম চিশতি। আর অন্যটি তমা মির্জা করেছেন তার স্বামীর বিরুদ্ধে। পাল্টাপাল্টি মামলা করেছেন তারা।

প্রসঙ্গত, ২০১০ সালে এম বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ ঘটে তমা মির্জার। ‘২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতিকে বিয়ে করেন তমা মির্জা।

বিনোদন

চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের ওপর ক্ষিপ্ত হয়েছেন আরেক নায়িকা মৃদুলা আহমেদ রেসি। তিনি মিষ্টিকে বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি কোন ফাজলামি করার জায়গা না।

সম্প্রতি চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন নায়িকা মিষ্টি জান্নাত। ওই অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেন তিনি যা মৃদুলা আহমেদ রেসির পছন্দ হয়নি।

রেসি তার ফেসবুকে লিখেন, ‘sorry to say misty jannat , আমি নিজে একজন ফিল্ম এর অভিনেত্রী হয়ে তোমার এই কথা গুলো হজম করতে পারলাম না। ফিল্ম ইন্ডাস্ট্রি টা কোন ফাজলামি করার জায়গা না। ফিল্ম না দেখে,ফিল্ম এর নায়ক নায়িকা কে কে কাউকে না চিনে, তাদের শিক্ষাগত যোগ্যতা কত খানি সেটা না জেনে এভাবে কোন অভিনেতা অভিনেত্রী দের কে ছোট করে কথা বলার অধিকার তোমার নাই।আগে বড় দের কে সম্মান দিতে শেখ ।তার পর নিজের অবস্থান টা তৈরি কর।’

বিনোদন

করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তিনি বলিউডে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমায় গ্লামারের জৌলুস দেখিয়েছেন। মুগ্ধ করেছেন প্রাণবন্ত অভিনয়েও। গত ১৩ ডিসেম্বর অভিনেত্রী তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন বলেও জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে মাহিরা লেখেন, ‘অবশেষে করোনা পজিটিভ। আমি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছি। আশা করছি সবকিছুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গত কয়েকদিন আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমি তাদেরও হোম আইসোলেশনে যাওয়ার অনুরোধ করছি।’ সবার কাছে দোয়া চেয়ে তিনি আরো লিখেছেন, ‘আচ্ছা, এই দীর্ঘ হোম আইসোলেশনে কোন কোন সিনেমা দেখা যেতে পারে? ভক্তরা দয়া করে সাহায্য করুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার হওয়ার পরই তার ভক্ত এবং সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, পাকিস্তানি টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম মাহিরা খান। তার বলিউডে অভিষেক হয় বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে ২০১৭ সালে ‘রাইস’ সিনেমা দিয়ে।

বিনোদন

নিজের হারিয়ে যাওয়া হিরের কানের দুল ফেরত পেতে পুরস্কার ঘোষণা করেছেন বলিউড তারকা জুহি চাওলা। রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জুহি তার দুল খুঁজে পেতে সবার সহায়তা চান। সেই সঙ্গে যে দুল খুঁজে পাবেন তাকে পুরস্কার দেওয়ারও প্রতিশ্রুতি দেন। রোববার রাতে মুম্বাই এয়াপোর্টে কানের দুলটি হারিয়ে ফেলেন জুহি।

সামাজিক মাধ্যমে জুহি লেখেন, ‘সকালে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের গেট 8 এর দিকে যাওয়ার সময়, ড্রাইভওয়েতে, প্রানাম বগিতে যখন আমি আমিরাত কাউন্টারে চেক ইন করছিলেন তখন কোথাও আমার হীরার দুলটি পড়ে গেছে। যদি কেউ এটি খুঁজে পেতে আমাকে সহায়তা করেন আমার খুব উপকৃত হবো।’ তিনি আরও লেখেন, দুলটি কেউ খুঁজে পেলে দয়া করে পুলিশকে জানান। জুহি লিখেছেন, দুলটি যিনি খুঁজে পাবেন তাকে পুরষ্কৃত করতে পারলে তিনি খুশী হবেন।

ওই পোস্ট জুহি জানান, প্রায় ১৫ ধরে দুলটি তিনি প্রায় নিয়মিতই ব্যবহার করছেন। এ কারণে এটি তার খুব পছন্দের।

ওই পোস্ট জুহি তার হারিয়ে যাওয়া সেই দুলের একটি ছবিও শেযার করেন।

বলিউডে জুহি চাওলার আবির্ভাব ঘটে ১৯৮৬ সালে ‘সুলতানাত’ ছবি দিয়ে। তিনি নব্বই দশকের শীর্ষ অভিনেত্রীদের একজন ছিলেন। তার অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তক’ ‘বোল রাধা বোল’, ‘আয়না’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘লোফার’, ‘হাম হে রাহি প্যার কে’ ছবি উল্রেখযোগ্য।

সর্বশেষে, জুহিকে বলিউডে দেখা গেছে ২০১২ সালে ‘এক লাডকি কো দেখ তো আইসা লাগা’ ছবিতে।

বিনোদন

বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত মদপানের ফলে বেসামাল হয়ে মৃত্যুকোলে ঢোলে পড়েন। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা যায় এ কারণেই মৃত্যু হয়েছে তার। তদন্তে পুলিশ আরিয়ার ঘর থেকে ওয়াইনের বোতল ও পানমশলার প্যাকেট উদ্ধার করেছে।

জানা যায়, ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে, এমনকি তার সঙ্গে ভদকা এই তিনটি একসঙ্গে মিলিয়ে মদ পান করতেন আরিয়া। মৃত্যুর দিনের রাতে ডিনারের পর মদপান করে বেসামাল হয়ে পড়ে যান তিনি। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরিয়া প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। কলকাতাতে জন্ম নেয়া আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি আরিয়া নামেই পরিচিতি পান। শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতকোত্তর শিক্ষা লাভ করেছিলেন অভিনেত্রী আরিয়া।

হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, শুক্রবার সকালে শেষবারের মতো অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। সকাল ১০টা নাগাদ পরিচারিকা চন্দনা দাস এসে ডাকাডাকি করেও অভিনেত্রীর সাড়া পাননি। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের খবর দেন পরিচারিকা। পরে পুলিশ এসে অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, যোধপুর পার্কের একটি বহুতল ভবনের তিনতলার ফ্ল্যাটের বিছানায় তার দেহ পড়েছিল। নাকে রক্তের দাগ দেখা গেছে। ভেতর থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। তার নাকে ও মুখে বমির বর্জ্য মিলেছে। আরিয়ার শরীরে রক্ত থাকলেও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। তবে অভিনেত্রী নেশাগ্রস্ত ছিলেন কি-না তা তদন্ত করা হচ্ছে।

বলিউডে তার প্রথম সিনেমা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স আওর ধোকা’ (২০১০) এবং পরের বছরই তিনি অভিনয় করেন বিদ্যা বালান অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’–এ। এরপর থেকে আর কোনো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি।

বিনোদন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বর ও ঠাণ্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শারীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’

করোনায় আক্রান্তের মিছিল শোবিজে দিন দিন বেড়েই চলছে। আজ শনিবার দুপুরে জানা গেছে অভিনেতা আরেফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার খবর এলো করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন। সেখানেই করোনায় আক্রান্ত হন ফারিয়া, এমনটাই মনে করছেন তিনি।

এদিকে শিহাব শাহীন বলেন, ‘গত ৭ ডিসেম্বর থেকে আমি জ্বরে আক্রান্ত। ধীরে ধীরে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। করোনা টেস্ট করাইনি। ধারণা করছি করোনা পজিটিভ আমার। সেজন্যই বাসায় আইসোলেশনে রয়েছি। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি। আজ থেকে আবার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এখন করোনার জন্য শুটিং বন্ধ রেখেছি।’

শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।

 

বিনোদন

ভারতের কৃষক আন্দোলন নিয়ে দুভাগে বিভক্ত বলিউড। কেউ নিচ্ছেন সরকারের পক্ষ আবার কেউ কৃষকদের পক্ষ নিচ্ছেন। সানি দেওল, কঙ্গনা রানাউতরা যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছেন, সেই সময় দিলজিৎ দোসাঞ্জ, সোনু সুদ ও প্রিয়াঙ্কা চোপড়ারা উল্টো সুর গান গাইছেন। এরপরই দিলজিৎ ভক্তরা কঙ্গনার বিরোধিতা শুরু করেন। এসবের মধ্যে মুখ খুললেন কঙ্গনা।

টুইটারে এক পোস্টে কঙ্গনা বলেন, কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎ ভক্তরা যেভাবে আক্রমণ করছেন, তাতে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে আমাকে।

অন্যদিকে কঙ্গনা যখন তার বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন, সেই সময় কোনও মন্তব্য করেননি দিলজিৎ সিং দোসাঞ্জ। কঙ্গনা তাকে করণ জোহরের পোষ্য বলায়, একবারই ফুঁসে ওঠেন তিনি।

বিনোদন

এই ডিসেম্বরে বলিউডে চার বছর পূর্ণ হবে সানিয়া মালহোত্রার। গত চার বছরে ধীরে ধীরে নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে সমর্থ হয়েছেন ২৮ বছর বয়সী এই মেধাবী তরুণী। ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে সানিয়ার আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেত্রী হিসেবে। নারী কুস্তিগীর ববিতা কুমারির ভূমিকায় রূপালি পর্দায় তার অভিষেক ছিল দর্শকদের জন্য দারুণ এক চমক।

সুপারস্টার আমির খানের সঙ্গে ক্যারিয়ারের শুরুতে অভিনয়ের সুযোগ লাভ সানিয়ার জন্য চমত্কার একটি অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে আজও। অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তাকে এবং তার বোনের ভূমিকায় রূপদানকারী আরেক তন্বী অভিনেত্রী ফাতিমা সানা শেখকে প্রশিক্ষকের কাছে কুস্তির প্রশিক্ষণ নিতে হয়েছে অভিনয়ের আগে। ‘দঙ্গল’ ছবিতে সানিয়া এবং ফাতিমা সানা শেখ উভয়েই সুঅভিনয়ের জন্য উচ্চপ্রশংসা লাভ করেন।

‘দঙ্গল’র পর গত কয়েক বছরে সানিয়াকে ‘পটাকা’, ‘বাঁধঘাই হো’, ‘ফটোগ্রাফ’, ‘শকুন্তলা দেবী’ এবং ‘লুডো’ ছবিতে দেখা গেছে। মজার ব্যাপার হলো, অভিনীত ছবিগুলোতে বিচিত্র চরিত্রে পর্দায় হাজির হয়েছেন সানিয়া। একটির সঙ্গে আরেকটির কোনোভাবেই মিল নেই। অভিনীত প্রতিটি চরিত্র রূপায়নে তার আন্তরিকতা, নিষ্ঠা, পরিশ্রম এবং সিরিয়াস মনোভাব ছবিগুলোর নির্মাতা ও সহশিল্পীদের মুগ্ধ করেছে।

‘পটাকা’ ছবিতে প্রত্যন্ত গ্রামের দুই ঝগড়াটে বোনের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে সানিয়া মালহোত্রা এবং রাধিকা মদনকে দুই বোনের ভূমিকায় দেখা গেছে। রাজস্থানের প্রত্যন্ত গ্রামের পটভূমিকায় গড়ে ওঠা গল্পের ছবিতে অভিনয়ের আগে সানিয়া সেখানকার গ্রামের নারীদের সঙ্গে থেকে তাদের কথাবলার ভঙ্গি উচ্চারণ ইত্যাদি রপ্ত করেছেন, শরীরের ওজন বাড়িয়েছেন, মাথায় ও কাঁধে পানিভর্তি কলসি নিয়ে কয়েক মাইল পথ হাঁটার অভ্যেস রপ্ত করেছেন। ফলে ‘পটাকা’ ছবিতে সানিয়ার অভিনয় ব্যাপক প্রশংসা লাভ করেছে সমালোচকদের।

একইভাবে ‘ফটোগ্রাফ’, ‘বাঁধঘাই হো’, ‘শকুন্তলা দেবী’ এবং ‘লুডো’ ছবিগুলোর কথা বলা যায়। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘লুডো’। এখানেও সানিয়া বাজিমাত করেছেন। বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ প্রণয়ের দৃশ্য সম্বলিত ভিডিও টেপ ফাঁস হয়ে যাওয়া এক তরুণীর ভূমিকায় তার অভিনয়ে অসাধারণত্ব ছিল।

‘লুডো’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সানিয়া বলেন, ‘মেধাবী ও গুণী চিত্রনির্মাতা অনুরাগ বসুর সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমাদের জন্য নির্ধারিত কোনো স্ক্রিপ্ট ছিল না ‘লুডো’ ছবিতে। কেবলই স্টোরি লাইনটা আগে থেকে ধরিয়ে দেওয়া হয়েছিল। শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় পরিচালক অনুরাগ দাদা আমাদের প্রত্যেক শিল্পীকে নিজের মতো করে ইমপ্রোভাইজ করে নিতে বলতেন। আমি ব্যাপারটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। ফলে কাজটি হয়েছে সম্পূর্ণ ভিন্ন রকমের।’

সানিয়া মালহোত্রা নিজে একজন উত্তর ভারতীয় হলেও সম্প্রতি কাজ শেষ করেছন একটি দক্ষিন ভারতীয় তেলেগু সিনেমার। যেখানে তাকে সদ্য বিবাহিত এক দক্ষিন ভারতীয় তেলেগু মেয়ের চরিত্রে দেখা যাবে।

এছাড়াও বর্তমানে অভিনয় করছেন ‘পাগলিয়াত’ এবং ‘লাভ হোস্টেল’ ছবি দুটিতে। প্রথম ছবিটি কমেডি ধাঁচের, যা প্রযোজনা করেছেন একতা কাপুর তার বালাজি মোশন পিকচার্সের ব্যানারে। দ্বিতীয় ছবিটি ‘লাভ হোস্টেল’ এর প্রযোজক শাহরুখ খান। এ ছবিটি হরর ধাঁচের। সানিয়া নিজে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। অভিনয়ের পাশাপাশি নাচটাও তার ভীষণ প্রিয়। আগামীতে নাচনির্ভর ছবিতে নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয়ের প্রবল ইচ্ছা তার।

বিনোদন

বলিউড তারকা কিয়ারা আদভানি। অক্ষয় কুমারের বিপরীতে সম্প্রতি ‘লাক্সমি’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে বক্স অফিসে হিট তকমা পেতে ব্যর্থ। কিন্তু এ নিয়ে হতাশ নন কিয়ারা।

কিয়ারা বলেন, ‘প্রতিটি সিনেমা আমি সমান পরিশ্রম দিয়ে করি। ব্যর্থতা নিয়ে আমি হতাশ নই। ফ্লপ সিনেমা তো ক্যারিয়ারের অংশ। আমি কৃতজ্ঞ নির্মাতাদের প্রতি। তারা আমাকে নতুন চরিত্রে কাজের সুযোগ দেন। আমার চেষ্টা থাকে তাদের প্রত্যাশা পূরণ করার।’

২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন কিয়ারা। যেটি প্রযোজনা করেন অক্ষয় কুমার। যদিও ফুগলি দিয়ে স্পটলাইটে আসেননি তিনি। ‘এম এস ধনি’ সিনেমা দিয়ে দর্শকদের নজরে আসেন ২৮ বছর বয়সী এই বলিউড তারকা।

পরবর্তীতে ‘কবির সিং’ দিয়ে ঘুরে যায় কিয়ারার ভাগ্যের চাকা। একের পর এক বিগ বাজেট সিনেমায় অভিনয়ের সুযোগ আসে তার। এরমধ্যে নির্মিত হয় ‘গিল্টি’ সিনেমা। যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কিয়ারা। করোনার মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কিয়ারার ‘ইন্দো কি জাওয়ানি’। এছাড়াও একাধিক সিনেমার শুটিংয়ে ব্যস্ততা চলছে তার। বলা যায়, ২০২১ সালে কিয়ারার ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় কাটবে।