বিনোদন

মধুচন্দ্রিমায় গিয়েছেন সদ্য বিবাহিতা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। রবিবার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি আপলোড করেন ভক্তদের উদ্দ্যেশে। কাজলের মধুচন্দ্রিমায় কাটানো সময়গুলোর ছবি কাউকে ঈর্ষায়, আবার কাউকে আক্ষেপের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাজল তার স্বামী গৌতম কিসলুকে নিয়ে এখন মালদ্বীপের কনরাড দ্বীপে অবকাশযাপন করছেন।

কাজলের ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায়, লাল বিচ গাউনে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী গৌতম। ক্যাপশনে লেখা, ‘সুন্দর তুমি’।

কাজলের মতো তার স্বামীও ইনস্টাগ্রামে পোস্ট করা থেকে পিছিয়ে নেই। মালদ্বীপে পৌঁছে গৌতম লিখেন, ‘বেড়াতে বের হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি। ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি…।’

গৌতম ও কাজলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে তারা অবস্থান করছেন। এ হোটেলটি রাঙ্গালি দ্বীপের পানির নিচে অবস্থিত।

এখানেই তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম অর্ধনিমজ্জিত জাদুঘর। সমুদ্র ভূ-পৃষ্ঠের প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে রয়েছে কাঁচে ঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা করতে দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখেরও বেশি।

বিনোদন

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাতে এসে গেছে অলৌকিক ক্ষমতা। যে ক্ষমতা দিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণূ ধ্বংস করবেন তিনি।এটি আসলে কোন সিনেমার দৃশ্য নয়। দেখা যাবে বিজ্ঞাপনে। যে বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া হাজির হচ্ছেন ‘সুপারওম্যান’ চরিত্রে।

বিজ্ঞাপনটি ‘এসএমসি’র জীবাণুনাশক একটি পণ্যের। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন ফারিয়া। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

বিজ্ঞাপনটি কাজ করে বেশ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। জানালেন, সুপারওম্যান চরিত্রগুলো আমাদের স্বপ্নের চরিত্র। হলিউড ছবিগুলোতে যে চরিত্রগুলো আমাদের বেশ টানে। এবার সেই সুপারওম্যান চরিত্রে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। এতে সুপারহিরোর বেশে অভিনয় করে অন্যরকম এক ভালোলাগা কাজ করেছে।

বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানান নির্মাতা আদনান আল রাজীব।

এদিকে ‘পটাকা’র পর কিছুদিন হয় নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ প্রকাশিত হয়েছে। গানটি বেশ দর্শক প্রিয়তা পায়। অন্যদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ নামের দুটি ছবি।

বিনোদন

‘পাঠান’ সিনেমা দিয়ে আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন বলিউডের কিং খ্যাত শাহরুখ খান। প্রায় দুই বছর পর আবারও শুটিং সেটে ফিরছেন তিনি। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হচ্ছে এই সিনেমাটির।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখতে পাওয়া যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। তবে চমকের বিষয়, এই সিনেমাতে শাহরুখের সাথে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকেও।

বলিউডলাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান’ সিনেমায় অভিনয় করবেন ভাইজান খ্যাত সালমান খান। এতে অতিথি চরিত্রে হাজির হবেন তিনি। এর আগেও, শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় সালমানকে। সিনেমাটির ‘ইশকবাজি’ গানে একসঙ্গে এই দুই তারকাকে স্ক্রিণে দেখা যায়।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন সিদ্ধার্থ আনন্দ।

ছবির শুরুর শুটিং মুম্বাইতে হবে, যেখানে শুধু শাহরুখ অংশ নেবেন। দীপিকা ও জন আগামী বছরের শুরুতে সিনেমাটির বাকি শুটিং করবেন। আগামী বছরের জুনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ করতে চাইছেন নির্মাতারা।

আন্তর্জাতিক বিনোদন সব নিউজ

পরিণীতি চোপড়ার বলিউডে ক্যারিয়ারের বয়স বাড়ছে। তবে এখনো জনপ্রিয় নায়িকাদের তালিকায় পেছনের দিকেই রয়েছেন। তাক লাগিয়ে দেওয়ার মত অভিনয় দিয়ে ভক্তদের মাঝে শীর্ষ অবস্থানটি নিজের দখলে নিতে পারেননি তিনি। তবে এবার হয়তো ভাগ্য ঘুরতে চলেছে তার।

Fপ্রথমবারের মত ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। ৩০ বছরের এই ব্যাডমিন্টন তারকাকেই পর্দায় ফুটিয়ে তুলছেন পরিণীতি চোপড়া। এর আগে নায়িকার অনুশীলনের ছবি প্রকাশ্যে এসেছে। এবার নেট দুনিয়ায় ভাইরাল নতুন ছবি।

পরিণীতি চোপড়ার ফ্যান ক্লাবের পক্ষ থেকে ছবিটি টুইটারে আপলোড করা হয়। যা অল্পসময়েই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিটি নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন সাইনা। ক্যাপশনে ব্যাডমিন্টন তারকা লিখেছেন, ‘অবিকল আমার মতো’।

পরিণীতি ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। গণমাধ্যমে তিনি বলেন, ‘ক্যারিয়ারের অনেক ভালো কাজ করার সুযোগ এসেছে। কিন্তু এই সিনেমাটি শুধু আমার ক্যারিয়ারের ভালো কাজই নয়, এটি আমাকে অনেক বাস্তব অভিজ্ঞতাকে হাতেকলমে শিখিয়েছে। বক্সঅফিস হিটের প্রয়োজন নেই। দর্শকদের মনে রাখার মত কাজ হয়েছে আশাকরি।’

আন্তর্জাতিক বিনোদন সব নিউজ

প্রায় ছয় মাস পর মুম্বাইতে ফিরলেন বলিউড তারকা সানি লিওনি। গত শুক্রবার, ইন্সটাগ্রামে ছবি আপলোড দিয়ে নিজের দেশে ফিরে আসার কথার জানান এই অভিনেত্রী।

সানি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, ‘পরিবারকে ছেড়ে আসতে খুব মন খারাপ করছেন। তবে, এখন কাজের সময়।’

লস অ্যাঞ্জেলসকে বিদায় জানানোর আগে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি ছবি তুলে তা আপলোড দেন। তার একটিতে লিখেন, ‘মুম্বাইতে ফেরার অপেক্ষা এবার শেষ হোক। নতুন রোমাঞ্চ’-এর আশায় ফিরছি।’

অবশেষে দীর্ঘ লকডাউনের পর আবারও নতুন কোন কাজে দেখতে পাওয়া যাবে সানিকে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের পতাকার সামনে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি। হাতে শোভা পাচ্ছিলো ‘আই ভোট’ এর ব্যাজ। ভোট দিয়ে এসে জানান, এবারের নির্বাচনে কে প্রেসিডেন্ট হবেন তা নিয়ে খুবই চিন্তায় রয়েছেন।তারা। নিজের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেন, ‘রহস্যটা আমাকে মেরে ফেলছে!!!’

অর্থনীতি বিনোদন

সাত মাস পর সিনেমা হল খুললেও নতুন সিনেমা সেভাবে মুক্তি না পাওয়ায় হলগুলো স্থায়ীভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে জানিয়ে সরকারের হস্তক্ষেপ চাইছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

এ বিষয়ে প্রযোজকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে রোববার বাণিজ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রদর্শক সমিতি বলছে, প্রযোজকদের হাতে ২০টির বেশি চলচ্চিত্র থাকলেও তা ‘মুক্তি না দেওয়ায়’ দর্শক সঙ্কটে সিনেমা হলগুলো স্থায়ীভাবে বন্ধের শঙ্কা তৈরি হয়েছে।

সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস  বলেছেন, বিষয়টি নজরে আনতেই তারা দুই মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি বলছে, সিনেমা হল খোলার পর ‘সাহসী হিরো আলম’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামে দুটি চলচ্চিত্র মুক্তি দিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি খোরশেদ আলম খসরু  বলেন, “সিনেমা মুক্তি দেওয়ার পর প্রডিউসারদের টাকা তো তুলতে হবে। যে অনুপাতে খরচ হচ্ছে সেই অনুপাতে অর্থ তুলতে না পারলে সিনেমা কীভাবে মুক্তি দেওয়া যাবে।”

মুক্তির অপেক্ষায় থাকা ২০টি চলচ্চিত্রের মধ্যে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’, শাপলা মিডিয়ার প্রযোজনায় শামীম আহমেদের ‘বিক্ষোভ’, এম এ রাহিমের ‘শান’, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, নাদের চৌধুরীর ‘জ্বিন’, চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’সহ বেশ কয়েকটি তারকাবহুল ও বড় আয়োজনের চলচ্চিত্র রয়েছে।এর মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র করোনাভাইরাস পরিস্থিতির আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সঙ্কটের মধ্যে তা মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন হল খোলার পর প্রযোজকরা লোকসানের শঙ্কায় ছবিগুলো আপাতত মুক্তি দেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না।

মুক্তির তালিকায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পাঁচটির মতো চলচ্চিত্র রয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, “আপাতত ছবিগুলো মুক্তি দেব না। আসছে ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।”

ছবি: মোস্তাফিজুর রহমানছবি: মোস্তাফিজুর রহমানকরোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সাত মাস বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে ৮০টির মতো সিনেমা হল খুলেছে; এর মধ্যে বেশিরভাগ হলে প্রথম সপ্তাহে ‘সাহসী হিরো আলম’ চললেও দর্শক সঙ্কটে ছবিটি এখন আর প্রদর্শিত হচ্ছে না।
এর বাইরে ‘ঊনপঞ্চাশ বাতাস’ রাজধানী ও এর আশেপাশে গুটিকয়েক সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে।

নতুন সিনেমা না পাওয়ায় অনেকে পুরনো ছবি চালালেও দর্শক টানতে পারছে না; বেশিরভাগ হল বিদ্যুৎ বিলই তুলতে পারছে না আক্ষেপ করেছেন হল মালিকরা।‘ভালো’ ছবি মুক্তি না পাওয়ায় রাজধানীর বলাকা, শ্যামলী, মধুমিতাসহ দেশের ৪০টির বেশি সিনেমা হল এখনও খোলেনি।

মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ  বলেন, “ভালো সিনেমা মুক্তি না পেলে সিনেমা হল খুলব না। লোকসান দিয়ে ছবি চালানো সম্ভব নয়।”

শিগগিরিই নতুন চলচ্চিত্র মুক্তি না দিলে যে হলগুলো খুলেছে সেগুলোও বন্ধ হয়ে যাবে মন্তব্য করে হল মালিকদের নেতা সুদীপ্ত বলেন, “চার মাস আগে প্রডিউসাররা বলেছিল, হল খুললে তারা সিনেমা দেবে। এখন পরিস্থিতি তো আগের তুলনায় যথেষ্ট ভালো। তারপরও ছবি দিচ্ছেন না তারা।

“তারা হয়ত ভেবেছে, তাদের কাছে আমরা ধর্ণা দিই। তারা হয়তো শিক্ষা দিতে চাইছে আমাদের। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা তারা ভাবছে না।”

দুই সংগঠন মিলে বিষয়টির সুরাহা টানা যাচ্ছে না কেন?- এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘যে কোনো সময়, যে কোনো জায়গায় বিষয়টি নিয়ে বসতে রাজি আছি।

“করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে চলচ্চিত্র সঙ্কট নিরসনে হল মালিকদের নিয়ে সরকারের সঙ্গে একাধিকবার বসতে চেয়েছি, তারা সাড়া দেয়নি। কিন্তু তারা অভিযোগ করে যাচ্ছেন। অভিযোগ করে তো কোনও লাভ নেই।”

অন্যদিকে সুদীপ্ত কুমার দাস বলেন, এফডিসির সংগঠনগুলোর মধ্যে নানা বিশৃঙ্খলার কারণে সমঝোতা হচ্ছে না। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় উদ্যোগ নিলেই তা কার্যকর হবে।

বিনোদন

ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট। এই কঠিন সময়ে প্রত্যেকে যাতে ফারাজ খানের পরিবারের পাশে থাকে, সেই আবেদনও করেন মহেশ ভাটের মেয়ে।

মস্তিষ্কে সংক্রমণের কারণে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এর পরই তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। এর পরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ফারাজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করে তার পরিবার।

ফারাজের চিকিৎসার জন্য তার পরিবারের পাশাপাশি পূজা ভাটও প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান।

পূজা ভাটের টুইটের পর আর্থিক সাহায্য নিয়ে ফারাজ খানের পরিবারের পাশে দাঁড়ান সুপারস্টার সালমান খান। তবে শেষরক্ষা হলো না। ৫০ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।

ফারাজ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ফারেব’ (১৯৯৬), ‘পৃথ্বী’ (১৯৯৭), রানি মুখার্জির সঙ্গে ‘মেহেন্দি’ (১৯৯৮), ‘দুলহান বানু ম্যায় তেরি’ (১৯৯৯) ইত্যাদি। এছাড়া টেলিভিশনেও তিনি বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন।

বিনোদন

রাজশাহী: কিংবদন্তি কণ্ঠশিলী এন্ড্রু কিশোরকে ছাড়া প্রথমবারের মতো তার জন্মদিন উদযাপন করলেন ভক্ত এবং ঘনিষ্ঠজনরা।

বুধবার (৪ নভেম্বর) শিল্পীর ৬৬তম জন্মবার্ষিকীতে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এন্ড্রু কিশোরের প্রতিষ্ঠা করা সংগঠন আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ এর আয়োজন করে। অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, কেক কাটা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে এন্ড্রু কিশোরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। এরপর শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপরই জন্মদিনের কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এন্ড্রু কিশোরের বড় বোন ডা. শিখা বিশ্বাস, তার স্বামী প্যাট্রিক বিপুল বিশ্বাস, আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুল আলম খোকন, সহ-সভাপতি কাজী সুলতান মাহমুদ, সাবিনা আনজুম শাপলা প্রমুখ।

কেক কাটার পর এন্ড্রু কিশোরের গানগুলো নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সদস্যরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুল আলম বলেন, গতবছরও এদিনে দাদা (এন্ড্রু কিশোর) ছিলেন। আজ দাদাকে ছাড়াই তার জন্মদিন উদযাপন করতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক কষ্টের। তারপরও সুখের বিষয় এই যে, দাদা তার সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা- দাদা যেখানেই থাকুক ভালো থাকুক।

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। তার মা ছিলেন সংগীতানুরাগী। মায়ের স্বপ্নপূরণ করতেই তিনি মাত্র ছয় বছর বয়সে সংগীতাঙ্গনে পা রাখেন। সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে। ১৯৭৭ সালে চলচ্চিত্রে তার প্রথম গান ‘অচিনপুরের রাজকুমারী নেই’ প্রকাশ পায় ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে।

এরপর ১৯৮২ সালে এন্ড্রু কিশোর ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রের ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে আরও সাত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন গুণী এ শিল্পী। এছাড়া তিনি জীবদ্দশায় পাঁচ বার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। পেয়েছেন ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।

গত বছর উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পীর দেহে ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুরে চিকিৎসা চললেও চিকিৎসকরা হাল ছেড়ে দেন। তাই শিল্পীর ইচ্ছায় তাকে গত ১১ জুন রাজশাহী আনা হয়। দীর্ঘ ১০ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পরে ৬ জুলাই রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। ১৫ জুলাই রাজশাহীতে তার পছন্দের জায়গায় সমাহিত করা হয়।

বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে।

অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান সোনারবাংলা টিভি – কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী পরিবারের সদস্যরা চিকিৎসকের নির্দেশনা মেনে অভিনেতাকে আইসিইউতে ভর্তি করান।

দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন বলে তিনি জানান। মিজানুর রহমান আরিয়ান নিজেও হাসপাতালে রয়েছেন এবং তদারকি করছেন।

আরিয়ান বলেন, কয়েক দিন আগে থেকেই অপূর্ব ভাইয়ের জ্বর জ্বর ভাব ছিল। দুদিন আগে করোনা পজিটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রক্তের বেশ কটি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে, যার ফলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তাদের কথামতোই চিকিৎসা চলছে। তার জন্য প্রার্থনা দরকার।

বিনোদন

বয়স হওয়ার পরও অনেকেই আগে ভোট দেননি। কেউ আবার নাগরিকত্ব পাওয়ার পর প্রথম নির্বাচনের হাওয়া পেলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকে। অথচ হলিউডের অনেক শিল্পী মনে করেন ভোট দেওয়াটা তেমন কাজের বিষয় না। তবে এবার সেই ধারণা থেকে বের হয়ে অনেকেই প্রথম ভোট দিচ্ছেন। কেউ আবার নতুন নাগরিকত্ব পেয়ে পালন করছেন ভোট দেওয়ার মতো নাগরিক দায়িত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব শিল্পীদের পোস্ট নিয়ে ইনসাইডার ডটকম’য়ের প্রতিবেদনের আলোকে জানানো হল এমনই কিছু তারকার প্রথম ভোট দেওয়ার গল্প।

কেনি ওয়েস্টকেনি ওয়েস্টআমেরিকান র‌্যাপার, ফ্যাশন ডিজাইনার নিজেও এবার ভোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। নিজের জন্য ভোট দিয়ে সেটা ইন্সটাগ্রামে পোস্টও করেছেন।

সেলেনা গোমেজসেলেনা গোমেজ২৮ বছর বয়সি এই মার্কিন গায়িকা আগে কখনও ভোট দেওয়ার বিষয়টা গুরুত্বসহকারে নেননি। সেই হিসেবে তিনি এবার প্রথম ভোট দিলেন।
রায়ান রেনল্ডসরায়ান রেনল্ডসইন্সটাগ্রামে তিনি লেখেন, “আমেরিকায় জন্য এটা আমার প্রথম ভোট।” কারণ এই বছরই কানাডার এই নাগরিক আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। সেই হিসেবে সে এখন দুই দেশেরই নাগরিক। আর ভোটের ব্যাপারে তাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তার স্ত্রী মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি।

স্নুপ ডগস্নুপ ডগমার্কিন গায়ক ও র‌্যাপার স্নপ ডগ মনে করেছিলেন তার নামে মামলা আছে। আসামী হিসেবে তার ভোট দেওয়ার অধিকার নেই। আর তিনি অপরাধের অপরাধী হয়েছিলেন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে। অথচ তিনি জানতেনই না তার ‘ক্রিমিনাল রেকর্ড’ খারিজ করা হয়েছে বহু আগেই। রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এমনই বলেন ৪৯ বয়সি এই গায়ক। সেই হিসেবে এবারই তিনি প্রথম ভোট দিলেন।
মাইক টাইসনমাইক টাইসনএকই কারণে যুক্তরাষ্ট্রের পেশাদার বক্সার মাইক টাইসন কোনোবার ভোট দিতে পারেননি। অর্থাৎ তার নামেও ছিল মামলা। তবে এবার তিনি মামলা থেকে মুক্ত থাকায় প্রথমবারের মতো ভোট দিলেন।
কোবি স্মলডার্সকোবি স্মলডার্সঅ্যাভেঞ্জারস’ খ্যাত কানাডার অভিনেত্রী কোবি এই বছর সেপ্টেম্বরে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। যে কারণে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন তিনি।