সব নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (০৫ নভেম্বর)।

ভোটগ্রহণ করা হবে ব্যালট পেপারে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
শনিবার (০৪ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ভোটগ্রহণ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে প্রতিদ্বন্ধী পাঁচ প্রার্থী হলেন, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাহান আলম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা।

এ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ১০ হাজার ৭২ জন। ভোটগ্রহণ হবে ১৩২ কেন্দ্রের ৮৪৫টি ভোটকক্ষে।

এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনের চার প্রার্থী হলেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম ফারুক, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. সামছুল করিম ও আম প্রদীকে ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ। এই আসনে মোট ভোটার চার লাখ তিন হাজার ৭৪৪ জন। ১১৫টি ভোটকেন্দ্রের ৮২৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনে ২৬ জন নির্বাহী ও দু’জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আর লক্ষ্মীপুরের উপ-নির্বাচনে রয়েছে ২২ জন নির্বাহী ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট।

এছাড়া কেন্দ্র পাহারায় দুই উপ-নির্বাচনে নিয়োজিত রয়েছে পুলিশ, আনসারের ১৬ থেকে ১৮ জনের ফোর্স। এছাড়া পুলিশ আনসার ও এপিবিএনের ১৬টি মোবাইল টিম ও ১১টি স্ট্রাইকিং টিম নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাবের ১৫টি মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে ১১ প্লাটুন বিজিবি।

আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এদিকে এই নির্বাচনের মধ্যেই ঘোষণা করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। অর্থাৎ নির্বাচিত হয়ে আসা তিন সংসদ সদস্য কোনো অধিবেশন আর পাবেন না।

তবে এ নিয়ে কোনো সাংবিধানিক কোনো বাধা নেই বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, একটা হচ্ছে একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচন, আরেকটা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। উপ-নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন তাদের মেয়াদ হবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।

সব নিউজ

রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ শনিবার ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সভা সমাবেশের সংবাদ সংগ্রহ ও প্রচার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালনে যারা বাধা দেন তারা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী চিন্তা ধারণ করেন।

তারা বলেন, প্রায়শই রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। এ সব হামলার কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া যায় না। এ ধরণের অপসংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে।

আজ শনিবার রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ কালে নিউ এইজ পত্রিকার আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের ও ফ্রিল্যান্সার মারুফ আহত হন।

সব নিউজ

ইসলামাবাদের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঐতিহাসিক অ্যাটক জেলে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ শাসনামলে ৬৭ একর জমির ওপর নির্মিত কারাগারের ছোট্ট একটি ঘরে বন্দি রয়েছেন খান। ডন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খানকে সড়কপথে কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের চারপাশে পুলিশ ও এলিট ফোর্স মোতায়েন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারা কর্মকর্তা পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেন, খানের জন্য কারাগারে একটি ভিভিআইপি সেল প্রস্তুত করা হয়েছে। সেলটিতে শীতাতপনিয়ন্ত্রিত সুবিধা না থাকলেও ভেতরে একটি ফ্যান, বিছানা ও একটি শৌচাগারের ব্যবস্থা আছে।

সূত্র মতে, ইমরান খানই দেশটির প্রথম সাবেক প্রধানমন্ত্রী যিনি অ্যাটক জেলে বন্দি রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের নির্বাসনে জেদ্দায় পাঠানোর আগে ১৯৯৯ সালে অ্যাটক দুর্গে বন্দি রাখা হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের সীমান্তবর্তী সিন্ধু নদীর তীরে অ্যাটক দুর্গটি অবস্থিত।

খাজা শামসুদ্দিন খওয়াফির তত্ত্বাবধানে মোগল সম্রাট আকবরের শাসনামলে দুর্গটি নির্মিত হয়েছিল। সে সময়ে নদীপথ রক্ষার জন্য এটি তৈরি করেন মোগলরা। নির্মাণকাজ শুরু হয় ১৫৮১ সালে। শেষ ১৫৮৩ সালে। অ্যাটক কারাগারটি অ্যাটক দুর্গ থেকে প্রায় ২০ কিলোমিাটর দূরে। রাওয়ালপিন্ডি-পেশোয়ার রেলপথের ধারের অ্যাটক শহরের কেন্দ্রস্থলে। নির্মাণকাজ ১৯০৫ থেকে ১৯০৬ সালের মধ্যে সম্পন্ন হয়।

সব নিউজ

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ১০ বেসামরিক নিহত হয়েছেন। গত দিনের এই হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের কোস্তিয়ানতিনিভকা শহরে একটি সহায়তা স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করলে পাঁচজন নিহত হন।

রাতে রকেট, কামান ও বিমান হামলায় সুমি প্রদেশের বিলোপিলিয়ায় দুই বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। উত্তর-পূর্বাঞ্চলের প্রশাসন এই দাবি করেছে।

দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চল, জেলেনস্কি যেখানে বৃহস্পতিবার ঘুরে এলেন, সেখানে রাশিয়ার হামলায় একজন নিহত হন। বিলোজেরকায় এক বেসামরিক নিহত ও চারজন আহত হয়েছেন।

গেল বুধবার কিয়েভের দক্ষিণাঞ্চলে একটি স্কুলের ছাত্রাবাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হন বলে জানিয়েছে এপি।

বিনোদন সব নিউজ

সারোগেসির মাধ্যমে ২০২২ সালের শুরুতে মা হওয়ার খবর জানিয়েছিলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে।

সম্প্রতি ভোগকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে।

ভোগকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলাখুলি জানিয়েছেন কেন তিনি ও তার স্বামী নিক তাদের একমাত্র মেয়ে মালতী মেরিকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছিলেন।

প্রিয়াঙ্কা জানান, ‘আমার কিছু শারীরিক জটিলতা ছিল’। তিনি আরো বলেন, এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব হয়েছে।

নিজেদের সারোগেট সম্পর্কেও মুখ খোলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার। দীর্ঘ ছয় মাস ধরে তিনি আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।

এই অভিনেত্রী আরো বলেন, আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিক্যাল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তার মানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে।

সারোগেসি নিয়ে ওঠা বিতর্কে প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী আরো যোগ করেন, লোকেদের আমাকে নিয়ে বলা কথার জন্য আমি একটি কঠিন আড়াল তৈরি করেছি। কিন্তু তারপরও আমার মেয়েকে নিয়ে কথা ওঠা খুবই বেদনাদায়ক। ওকে এসব থেকে দূরে রাখুন। আমি জানি ওর ছোট্ট হাতগুলো ধরে থাকতে কেমন লেগেছিল যখন ওর হাতের শিরা খোঁজার চেষ্টা চলছিল। তাই সে অন্তত গসিপের অংশ হবে না।

নির্ধারিত সময়ের অন্তত ৩ মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ৩ মাস ধরে তাকে রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। প্রতিদিন মেয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতেন নিক-প্রিয়াঙ্কা।

সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ওকে বুকের ওপরে নিয়ে আমি আর নিক প্রতিটা রাত কাটিয়েছি। আমরা এটাও নিশ্চিত ছিলাম না যে আদৌ ওকে পাবো কিনা।

একই সঙ্গে সেই সময় মার্কিন মুলুকে ছিল ওমিক্রনের তরঙ্গ। তার মাঝেই মেয়েকে আগলে রেখেছিলেন এই তারকা দম্পতি।

সব নিউজ

তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই মানুষের ভিড়ে ছিলেন সালমানের সহ-অভিনেত্রী ওয়ারিনা হোসেন। কাবুলসহ প্রায় গোটা আফগানিস্তানকে ফের তালেবানের কবলে যেতে দেখে সেই আতঙ্ক ঘিরে ধরেছে তাকেও। মনে পড়ছে ২০ বছর আগের কথা। সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘লাভযাত্রী’র নায়িকা।

২০ বছর আগে তালেবানের হাত থেকে বাঁচতে ওয়ারিনার গোটা পরিবার সে দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে। তারপর থেকে এই দেশকেই নিজের দেশ হিসেবে ভালবাসেন ওয়ারিনা। কিন্তু আফগানিস্তানের কথা মনে পড়ে তার। সপরিবার বনভোজন করার দিনগুলি ভেসে ওঠে তার চোখের সামনে। কাবুলের মনোরম বসন্তে কতো সুন্দর সময় কাটাতেন তারা !

ওয়ারিনা সেই দিনগুলোর সঙ্গে এখনকার সময়কে তুলনা করে বললেন, ‘এখন সে দেশে শুধু শোষণ এবং অত্যাচারের বাতাস বইছে। আগের মত‌ো সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।’

ওয়ারিনা এখন সে দেশের জনসাধারণের কথা ভেবে আতঙ্কিত। বলেন, ‘ফের শরণার্থীর সংখ্যা বাড়বে। আমি জানি, এতো মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয় কোনও দেশের পক্ষেই। কিন্তু তাও আমি অনুরোধ করব সমস্ত রাষ্ট্রনেতাকে, এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়ান। আমি চাই না আফগান মহিলারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বসবাস করুন। আমি সৌভাগ্যবান যে ভারত সে সময়ে আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল।’

আন্তর্জাতিক সব নিউজ

জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানবে মৌসুমি ঝড় নেপারতাক। এর প্রভাবে টোকিও ও এর আশপাশের এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত হানবে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিওসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৭ জুলাই) তীব্র বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের কারণে টোকিও অলিম্পিকে এরইমধ্যে আর্চারি ও সার্ফিংসহ বেশ কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সব নিউজ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেটররা। ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখা হবে কিনা এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটররা ভোট দেন।

ভোটে ৫৬ জন মার্কিন সিনেটর ট্রাম্পের অভিশংসন শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছে । আর ৪৪ জন মার্কিন সিনেটর এর বিপক্ষে ভোট দিয়েছেন। এর মানে দাঁড়াচ্ছে যে মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত থাকবে।

জানা গেছে, এই ভোটাভুটির পর শুরু হবে বিতর্কসভা। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট ট্রাম্পের বিরুদ্ধে গেলে তার ইমপিচমেন্টে আর কোনও বাধা থাকবে না ।

ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে গত মাসে হাউস অব রিপ্রেসেন্টেটিভস ট্রাম্পকে অভিশংসন করে। তার পর সেই প্রস্তাব যায় সিনেটে।

রাজনীতি সব নিউজ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবি এয়ার উইংয়ে সংযোজিত দুটি নতুন এমআই-৭১ই হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বলেছিলেন, এ বাহিনী দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেছিলেন, ‘ইমানের সঙ্গে কাজ করো, সৎপথে থেকো, দেশকে ভালোবাসো’।

শেখ হাসিনা বলেন, এটি শুধু বিজিবি না, আমি মনে করি বাংলাদেশের সবার জন্যই এটি প্রযোজ্য। আমি মনে করি প্রত্যেকেই বঙ্গবন্ধুর এই নির্দেশনা মেনে চলবে এবং বিজিবি সদস্যরাও এ নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ন রাখবে এবং এ বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষ উদযাপন করছি। এই মুজিববর্ষে বিজিবি দুটি হেলিকপ্টার পেল। এটি অত্যন্ত গৌরবের ও আনন্দের বলে আমি মনে করি।

‘বিজিবিতে হেলিকপ্টার সংযোজনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি এয়ার উইংয়ের এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। দুটি হেলিকপ্টার উদ্বোধনের মাধ্যমে আমি বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। আজকে থেকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী।’

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ২২৫ বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর সাহসী ও গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।

আওয়ামী লীগ সরকারে আসার পর বিজিবির উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় বসার পরের মাসেই পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদফতরে রক্তাক্ত বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

প্রধানমন্ত্রী বলেন, এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটি অনাকাঙ্ক্ষিত। এই ধরনের ঘটনা আর ঘটুক সেটি আমরা চাই না। অনেক প্রাণ ঝরেছে। যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদের যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। ভবিষ্যতে আমরা আশা করি এই জাতীয় ঘটনা যেন না ঘটে।

সরকারপ্রধান বলেন, আমাদের স্থলসীমানা চুক্তি জাতির পিতা ১৯৭৪ সালে করে যান। কিন্তু এটি আইনও তিনি পাস করে যান, ভারত তখনও পারেনি। কিন্তু ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতায় এসেছে, তারা কখনও আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের, এটির ব্যাপারে তারা কোনো উদ্যোগই গ্রহণ করেনি। আমি প্রথমবার যখন আসি, তখন থেকে উদ্যোগ গ্রহণ করি।

অনুষ্ঠানে পিলখানায় বিজিবি সদরদফতর প্রান্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সব নিউজ

বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করা কঠিন চ্যালেঞ্জ। তবে সাহস আর দায়িত্ব বোধ থাকলে সব সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, ড্যাপ বাস্তবায়নে আমাদের শক্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর এটা না করা গেলে কখনো কোনো রকমের লক্ষ্যে পৌঁছানো যাবে না। এছাড়া আগামী দিনগুলোতে আমরা কীভাবে কাজ করতে পারি সেটার জন্য একটা কর্মপরিকল্পনা করবো। আমি মনে করি যে, সবাই মিলে একসঙ্গে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান করার জন্য সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে সততা ও নিষ্ঠার সহিত একসঙ্গে কাজ করবো।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ড্যাপ রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের আবাসিক ভবন যেমন লাগে কর্মাশিয়াল ভবনও লাগবে। কিন্তু এগুলো এমন কোনো ব্যবস্থাপনায় গড়ে ওঠা যাবে না যাতে সেখানে যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন ইউটিলিটি সাপোর্ট আবার প্রভাইট করতে হবে। এজন্য আমাদের সে ধরনের জায়গা রাখতে হবে। যদি না করি তাহলে ভবিষ্যতে দুর্ভোগের কারণ হবে। আমরা সত্যিকার অর্থে একটি বসবাস যোগ্য শহর করতে চাই, সেখানে গ্রিনাইজেশনের জন্য অ্যাডুকেট স্পেজ রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থা, সবুজায়ন, খেলার মাঠ রেখে যেটুকু হাউজিংয়ের জন্য করা যায় সেটুকু করতে হবে।

‘এখানে অনেক কঠিন চ্যালেঞ্জ আসবে। এজন্য আমাদের শক্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর এটা না করা গেলে কখনো কোনো রকমের লক্ষ্যে পৌঁছানো যাবে না। দায়িত্ব নিলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব নিয়ে লুকোচুরি খেললে চলবে না। ’

তাজুল ইসলাম বলেন, ঢাকা শহর আবাসযোগ্য সুন্দর শহর হবে প্রধানমন্ত্রী এ প্রত্যাশাটি করছেন। এজন্যই এ কমিটিকে পুনর্গঠন করা হয়েছে। মানুষের জন্য আবাসযোগ্য ঢাকা শহর গড়ে তুলতে সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে। এজন্য ৪০ শতাংশ এরিয়ায় আবাসিক ও কর্মাশিয়াল ভবন এবং এরমধ্যে ১৫ শতাংশ সবুজায়ন। আর খেলার মাঠ ও লেক রয়েছে, যা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঢাকাসহ অন্য শহরগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক গড়ে না ওঠার কারণে শহরে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা তা সংরক্ষিত করে সেভাবে নগরায়ন করা হয়নি। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশটি যে একটি লক্ষ্যমাত্রা পৌঁছার জন্য বঙ্গবন্ধুর যে দর্শন ছিল সেটারও ব্যতয় ঘটেছে।

তিনি বলেন, ১৯৯৫ থেকে ২০১৫ সাল এ সময়টাতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর ২০১০ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান গেজেট আকারে প্রকাশ করা হয়। এখন এ পরিকল্পনা নিয়ে অনেকেই ভিন্ন মত প্রকাশ করেছে। সেগুলো সমাধন করে অনেকেই আরবান এরিয়া করার কাজ করেছেন। আজকে আমরা ড্যাপের প্রথম সভায় উপস্থিত হয়েছি। তাই আমি মনে করি সবাই মিলে একসঙ্গে কাজ করবো।