জাতীয় সব নিউজ

রাশিয়ার তৈরি দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এয়ার উইংয়ের যাত্রা শুরু হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিজিবি এয়ার উইং-এর দুটি অত্যাধুনিক এমআই ১৭১ ই হেলিকপ্টার ‘বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ’ এবং ‘বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। ২টি হেলিকপ্টার উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। আজকে থেকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী।

তিনি বলেন, বিজিবিতে হেলিকপ্টার সংযোজনের বিষয়টি অত্যন্ত গুরুত্বর্পূণ। বিজিবি এয়ার উইংয়ের এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমার বিশ্বাস।

শেখ হাসিনা বলেন, এখন থেকে বিজিবি দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবে। এটি শুধু বিজিবির উন্নতি নয়, মুজিববর্ষে এটি দেশবাসীর জন্যও অত্যন্ত গৌরবের ও আনন্দের বলে আমি মনে করি।

বর্ডার গার্ড বাংলাদেশকে একটি আধুনিক ও যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিজিবিতে আরও জনবল বাড়াতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ বাহিনীতে আরও ১৫ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে যা তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী জানান, প্রথম ধাপে ৪ হাজার ২৮২ জন জনবলের সমন্বয়ে একটি রিজিয়ন সদর দপ্তর, একটি সেক্টর সদর দপ্তর এবং ৪টি ব্যাটালিয়ন, একটি কে-নাইন ইউনিট, একটি রিজিয়ন ইন্টেলিজেন্স ব্যুরো, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ২০২২ সালের মধ্যে সম্পন্ন হবে। দ্বিতীয় ধাপে মোট ৫ হাজার ৭৮২ জন জনবলের সমন্বয়ে একটি সেক্টর, পাঁচটি ব্যাটালিয়ন, একটি রিজার্ভ ব্যাটালিয়ন, একটি কে-নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং পাঁচটি বর্ডার গার্ড হাসপাতালের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, একটি সুশৃঙ্খল ও দক্ষ বাহিনীর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।

সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের পাশাপাশি চুয়াডাঙ্গায় আরেকটি ট্রেনিং সেন্টার স্থাপন করার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা।

বিজিবির কার্যক্রমে তথ্য-প্রযুক্তি ব্যবহার ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকা নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা ও ব্যবস্থার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকা নির্বাচন করে অগ্রাধিকার ভিত্তিতে ৩২৮ কিলোমিটার সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলে সরাসরি নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ডিজিটাল মোবাইল রেডিও (ডিএমআর) নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে বিজিবি সদর দপ্তর থেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিওপি এবং বিওপি পরিচালিত টহলের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে বিজিবির অপারেশনাল সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে।

চোরাচালান প্রতিরোধে টহল কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইতোমধ্যে ১২০টি অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) এবং সীমান্তের সার্বিক সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বিজিবির সক্ষমতা বৃদ্ধির জন্য ১২টি আর্মড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং ১০টি রায়ট কন্ট্রোল ভেহিক্যাল কেনা হয়েছে বলে জানান শেখ হাসিনা।

মাদক কারবারিদের ধরতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিজিবির বহরে উচ্চক্ষমতাসম্পন্ন ১২টি হাইস্পিড বোট এবং ২টি পন্টুন সংযুক্ত করা হয়েছে। তাছাড়াও বিজিবির জন্য অত্যাধুনিক দুটি ফাস্ট ক্রাফট, সমুদ্রগামী ৭টি অত্যাধুনিক হাইস্পিড বোট, দুটি মেরিনা এবং দুটি ট্রেইলার ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুন্দরবন সংলগ্ন জলসীমায় কার্যকরী টহল পরিচালনার পাশাপাশি মায়ানমার সীমান্তে এসব উন্নত নৌযান মোতায়েন করে নাফনদী ও সাগর উপকূলে ইয়াবা পাচার ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি অধিক কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।

সীমান্তের সার্বিক সুরক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য বিজিবির সাংগঠনিক কাঠামোভুক্ত অতি পুরাতন ট্যাংক বিধ্বংসী অস্ত্রের পরিবর্তে আধুনিক, যুগোপযোগী ও কার্যকরী ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

ভারত এবং মিয়ানমারের সাথে ৫৩৯ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় নতুন ৬২টি বিওপি নির্মাণের মাধ্যমে ৪০১.৫ কিলোমিটার সীমান্ত ইতোমধ্যে নজরদারিতে আনা হয়েছে। অবশিষ্ট ১৩৭.৫ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় আরও বিওপি স্থাপন করা হবে বলে জানান সরকার প্রধান।

পিলখানায় বিজিবি সদর দপ্তর প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

আন্তর্জাতিক বিনোদন সব নিউজ

পরিণীতি চোপড়ার বলিউডে ক্যারিয়ারের বয়স বাড়ছে। তবে এখনো জনপ্রিয় নায়িকাদের তালিকায় পেছনের দিকেই রয়েছেন। তাক লাগিয়ে দেওয়ার মত অভিনয় দিয়ে ভক্তদের মাঝে শীর্ষ অবস্থানটি নিজের দখলে নিতে পারেননি তিনি। তবে এবার হয়তো ভাগ্য ঘুরতে চলেছে তার।

Fপ্রথমবারের মত ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। ৩০ বছরের এই ব্যাডমিন্টন তারকাকেই পর্দায় ফুটিয়ে তুলছেন পরিণীতি চোপড়া। এর আগে নায়িকার অনুশীলনের ছবি প্রকাশ্যে এসেছে। এবার নেট দুনিয়ায় ভাইরাল নতুন ছবি।

পরিণীতি চোপড়ার ফ্যান ক্লাবের পক্ষ থেকে ছবিটি টুইটারে আপলোড করা হয়। যা অল্পসময়েই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিটি নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন সাইনা। ক্যাপশনে ব্যাডমিন্টন তারকা লিখেছেন, ‘অবিকল আমার মতো’।

পরিণীতি ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। গণমাধ্যমে তিনি বলেন, ‘ক্যারিয়ারের অনেক ভালো কাজ করার সুযোগ এসেছে। কিন্তু এই সিনেমাটি শুধু আমার ক্যারিয়ারের ভালো কাজই নয়, এটি আমাকে অনেক বাস্তব অভিজ্ঞতাকে হাতেকলমে শিখিয়েছে। বক্সঅফিস হিটের প্রয়োজন নেই। দর্শকদের মনে রাখার মত কাজ হয়েছে আশাকরি।’

আন্তর্জাতিক বিনোদন সব নিউজ

প্রায় ছয় মাস পর মুম্বাইতে ফিরলেন বলিউড তারকা সানি লিওনি। গত শুক্রবার, ইন্সটাগ্রামে ছবি আপলোড দিয়ে নিজের দেশে ফিরে আসার কথার জানান এই অভিনেত্রী।

সানি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, ‘পরিবারকে ছেড়ে আসতে খুব মন খারাপ করছেন। তবে, এখন কাজের সময়।’

লস অ্যাঞ্জেলসকে বিদায় জানানোর আগে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি ছবি তুলে তা আপলোড দেন। তার একটিতে লিখেন, ‘মুম্বাইতে ফেরার অপেক্ষা এবার শেষ হোক। নতুন রোমাঞ্চ’-এর আশায় ফিরছি।’

অবশেষে দীর্ঘ লকডাউনের পর আবারও নতুন কোন কাজে দেখতে পাওয়া যাবে সানিকে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের পতাকার সামনে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি। হাতে শোভা পাচ্ছিলো ‘আই ভোট’ এর ব্যাজ। ভোট দিয়ে এসে জানান, এবারের নির্বাচনে কে প্রেসিডেন্ট হবেন তা নিয়ে খুবই চিন্তায় রয়েছেন।তারা। নিজের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেন, ‘রহস্যটা আমাকে মেরে ফেলছে!!!’

সব নিউজ

শুক্রবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এলিমিনেটর ম্যাচে দক্ষিণের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। ওভার প্রতি ৬.৫ রানরেটে খেলতে নেমে প্রথমেই চাপের মুখে পড়ে হায়দ্রাবাদ। ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়ার্নারের হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই ১৩১ রান তুলতে শেষ ওভার পর্যন্ত যেতে হয় ওয়ার্নারের হায়দ্রাবাদকে। তবে, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডারের বদৌলতে কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করে হায়দ্রাবাদ। পঞ্চম উইকেটে তাদের ৬৫ রানের জুটি, দলকে জয়ের দিকে নিয়ে যায়।

৪৪ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস উইলিয়ামসনকে এনে দেয় ম্যাচসেরা তকমা। এরই সাথে আইপিএলে চতুর্দশ হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

রোববার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে ওয়ার্নারের হায়দ্রাবাদের এই দল।

রাজনীতি সব নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারি বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং বৈশ্বিক ভাবেই এটির সমাধান করা দরকার। এই সংকট মোকাবিলার জন্য একটি সু-সমন্বিত রোডম্যাপ প্রয়োজন। রাজস্ব প্রণোদনা, নমনীয় শর্তের আর্থিক সহায়তা এবং ঋণের মাত্রা কমানোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলডিসি এবং উন্নয়নশীল দেশসমূহকে বেইল আউটের হাত থেকে রক্ষা করার জন্য জি-৭, জি-২০, ওইসিডি দেশসমূহ, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

উন্নত অর্থনীতির দেশসমূহকে অবশ্যই উন্নয়নশীল দেশসমূহের জন্য প্রতিশ্রুত অথচ অদ্যাবধি অপূরণকৃত কোটা মুক্ত বাজার সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে। আমরা আশা করছি যে, বিশ্ব শিগগিরই কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন পেতে চলেছে। বিশ্বের সকল দেশের জন্য বিশেষত: এলডিসি এবং উন্নয়নশীল দেশের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে পেতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানান।

শুক্রবার ভার্চুয়াল পদ্ধতিতে চতুর্দশতম আসেম (এশিয়া ও ইউরোপ) অর্থমন্ত্রী পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বক্তব্যে এ সব কথা বলেন। এবারের আসেম অর্থমন্ত্রী পর্যায়ের আয়োজক দেশ বাংলাদেশ। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।

সভায় ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে উল্লেখ করেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী প্রতিপালনের জন্য চলমান ‘মুজিব বর্ষ’উপলক্ষে আমরা এই সভাটি অনেক আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে আমাদেরকে এই সভাটি ভার্চুয়াল ভিত্তিতে আয়োজন করতে হয়েছে। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখেছিলেন, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন স্বার্থ রয়েছে এমন রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনার ক্ষেত্রে এশীয় ও ইউরোপীয় জাতিসমূহের জন্য আসেম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। অংশীদার দেশসমূহের জন্য গুরুত্ব বহন করে এমন অভিন্ন অর্থনৈতিক ও আর্থিক বিষয়াদি নিয়ে চতুর্দশ আসেম অর্থমন্ত্রী পর্যায়ের সভাটি আলোচনা করবে।

তিনি বলেন, কোভিড -১৯ মহামারি সকল দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের বেশিরভাগই আয় হ্রাস এবং চাকরি হারানোর সম্মুখীন হয়েছে। দারিদ্র্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং স্বাস্থ্যখাত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অধিকাংশ দেশেই টেকসই উন্নয়ন অভীষ্টের সুচক সমূহের অর্জন ও কষ্টার্জিত সমৃদ্ধি এখন হুমকির সম্মুখীন। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশসমূহ এ মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ গত এক দশক ধরে অব্যাহতভাবে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং আর্থ-সামাজিক সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে উন্নীত করার লক্ষ্য নিয়ে আমরা ‘ভিশন ২০৪১’গ্রহণ করেছি। এসডিজি অর্জনের ক্ষেত্রে আমাদের দেশটা ভাল অবস্থানে ছিল। তবে করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্বেও এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সুবিশাল প্রণোদনা প্যাকেজ গ্রহণ করা সত্বেও এ মহামারী আমাদের অগ্রযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। আমার সরকার এখন পর্যন্ত আমাদের অর্থনীতির বিভিন্ন সেক্টরের পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন খাতকে সহায়তা করার জন্য ১৪.১৪ বিলিয়ন মার্কিন ডলার সমতুল্য ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই সহায়তা প্যাকেজের পরিমাণ জিডিপির ৪.৩ শতাংশের সমান। কয়েক মাসব্যাপী মহামারির প্রাথমিক ধাক্কা সামলানোর পর আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রপ্তানি, প্রবাস আয়, কৃষি উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে সর্বশেষ প্রবণতাই এটি নির্দেশ করে যে, আমাদের অর্থনীতি এখন টেকসই প্রবৃদ্ধির পথে পুনরায় ফিরে আসছে।

আমরা অতীতে শিখেছি যে বিচ্ছিন্নতা নয় বরং সহযোগিতা যে কোনও সংকট কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে। এই কঠিন সময়ে আমাদের সমৃদ্ধির পথে সকল ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে অধিকতর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

সব নিউজ

আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিস্পত্তি করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এছাড়া সব কারগারে ভার্চুয়াল কোর্ট ভবন নির্মাণ করা উচিত বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেছেন, আমি, আমার ছোট বোন রেহানা। আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। বিচার চাইতে পারি নাই।

তিনি বলেন, রেহানার পাসপোর্ট দেয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ। সেটা রিনিউ করে দেয়নি। আমাদের বিচারের বাণী নিভৃতে কেঁদেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

খেলাধুলা জাতীয় সব নিউজ

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থাকার কারণে বাদ পড়েছিলেন আইসিসির র‍্যাঙ্কিং থেকে। ঠিক এক বছর পরেই আবারো হারানো সেই শীর্ষ স্থান ফিরে পেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

সে তালিকায় সাকিবের ধারেকাছেও নেই অন্য কোন ক্রিকেটার। আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং নিয়ে নিজের হারানো স্থানে ফিরেছেন এই অলরাউন্ডার। আইসিসির প্রকাশিত তালিকায় সেরা দশে জায়গা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার উইলিয়ামস। ২৩৮ রেটিং দশে রয়েছেন এই জিম্বাবুয়ের ক্রিকেটার।

এছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩০১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। তিনে রয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। সেরা পাঁচের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার রেটিং ২৭১।

জাতীয় সব নিউজ

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন রাতে ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে শত শত আন্দোলনকারী এই বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

বিক্ষোভকারীরা এ সময় বলেন , আমরা যদি ন্যায়বিচার না পাই তবে তারা শান্তি পাবে না!

এদিকে হোয়াইট হাউজের বাইরে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের বাইরে থেকে তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস , ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, ওরেগন, নিউ ইয়র্ক সিটিতেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে।

 

জাতীয় সব নিউজ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। গতকাল শনিবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছে।

তথ্যমন্ত্রী এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন।

১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হন।

দেশে গতকাল শনিবার পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭। এর মধ্যে ৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৬৩ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার ১৯৮ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৯৪৩ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার।

অর্থনীতি জাতীয় রাজনীতি সব নিউজ

শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে শাশুড়ির দায়ের করা মামলায় সস্ত্রীক কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী নেতা আনোয়ার হোসেন রানাকে।

রানা বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আজ রবিবার দুপুরে তাকে কারাগারে নেওয়া হয়।