আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যায়ভিত্তিক বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় রাশিয়া ও চীন ঐক্যবদ্ধ। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরের আগে এ মন্তব্য করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে পুতিন বলেন, মস্কো ও বেইজিংয়ের কৌশলগত অংশীদারত্ব বৈশ্বিক অঙ্গনে এক স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করছে এবং বিশ্ব রাজনীতি নতুনভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বারবার আমরা আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের মাধ্যমে প্রমাণ করেছি—রাশিয়া ও চীন গুরুত্বপূর্ণ বিষয়ে অভিন্ন অবস্থান নেয়। আমরা ন্যায়ভিত্তিক, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়তে ঐক্যবদ্ধ, যেখানে ‘গ্লোবাল মেজরিটি’র দেশগুলো অগ্রাধিকার পাবে।

পুতিন আরও বলেন, ইউরেশিয়ার দুই প্রধান শক্তি হিসেবে আমরা আমাদের মহাদেশ ও বৈশ্বিক পর্যায়ের হুমকি ও চ্যালেঞ্জ থেকে নিরপেক্ষ থাকতে পারি না। বিষয়টি সবসময় আমাদের দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক মস্কো সফরের ধারাবাহিকতা। ওই সফর ছিল সোভিয়েত ইউনিয়নের নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে।

শি জিনপিংয়ের প্রশংসা করে পুতিন বলেন, তিনি নিজ দেশের ইতিহাসকে সর্বোচ্চ সম্মান করেন। তিনি দৃঢ়সংকল্প নেতা, যিনি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিক দৃষ্টি নিয়ে দেশের স্বার্থ রক্ষায় অবিচল। বৈশ্বিক পর্যায়ে শ্রদ্ধাশীল ও সমঅধিকারভিত্তিক সংলাপ কেমন হওয়া উচিত—শি জিনপিং তার একটি উজ্জ্বল উদাহরণ।

চীন সফর চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। সফরের প্রথম পর্বে তিয়ানজিনে এসসিও সম্মেলনে যোগ দেবেন পুতিন। পরে বেইজিংয়ে বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এসময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ ও আসন্ন বহুপাক্ষিক সম্মেলন নিয়ে আলোচনা হবে।

এছাড়া সফরের ফাঁকে ইরান, ভারত, তুরস্কসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের।

আন্তর্জাতিক

দখলদার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন।

ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

তারা জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার সময় একটি অ্যাপার্টমেন্টে থাকা আল-রাহাবি নিহত হন।

এসময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন বলে জানিয়েছে এদেন আল-গাদ পত্রিকা।

টাইমস অব ইসরায়েল জানায়, হুথিদের নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বঘোষিত ভাষণ শুনতে সানার বাইরের একটি স্থানে জড়ো হয়েছিলেন গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ শীর্ষ নেতা। এসময় তাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হন।

এরপর প্রধানমন্ত্রী আল-রাহাবিরও মৃত্যুর খবর এলো।

গৃহযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি অংশ ইরানসমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে। আরেকটি অংশের সরকার চালায় সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী। এই অংশের প্রধানমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক।

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ভ্লাদিমির পুতিন কতটা আন্তরিক, তা তিনি আজকের বৈঠকের ‘প্রথম দুই মিনিটের মধ্যেই’ বুঝে যাবেন।

তবে এরও আগে হয়তো একটি বড় ইঙ্গিত পাওয়া যেতে পারে — রুশ প্রেসিডেন্টের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজে কবে অবতরণ করে।

সাত বছর আগে হেলসিঙ্কি শীর্ষ সম্মেলনে পুতিন ট্রাম্পকে বৈঠক শুরুর আগে এক অতিথিশালায় এক ঘণ্টারও বেশি অপেক্ষায় রেখেছিলেন। পুতিন তখন বৈঠক শুরুর নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট আগে পৌঁছান। এটি ব্যাপকভাবে এক ধরনের ‘ক্ষমতার প্রদর্শনী’ হিসেবে দেখা হয়েছিল, বিশেষ করে তিনি একসময় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকেও চার ঘণ্টা অপেক্ষায় রেখেছিলেন।

তবে এখন পরিস্থিতি ভিন্ন। পুতিন ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছেন। সময়মতো পৌঁছানো কি চুক্তির ইঙ্গিত দেবে, তা স্পষ্ট নয়; তবে বড় ধরনের দেরি অবশ্যই তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে।

মস্কোর অবস্থান

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন আজ সময়মতো পৌঁছাবেন। ‘প্রেসিডেন্ট সবসময়ই সময়মতো আসেন,’ রাশিয়ার সুদূরপ্রাচ্যের মাগাদান অঞ্চলে বিমানে থাকা অবস্থায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যদিও পুতিনের দেরি করার খ্যাতি সুপরিচিত।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে পেসকভ আরও জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের বৈঠক অন্তত ‘৬ থেকে ৭ ঘণ্টা’ স্থায়ী হতে পারে। রুশ পক্ষের প্রত্যাশা, আলাস্কার এই বৈঠক ‘ফলপ্রসূ’ হবে।

তিনি আরও জানান, দুই নেতার একান্ত বৈঠকে সহকারীদের অংশগ্রহণ থাকবে, যদিও কারা থাকবেন তা স্পষ্ট করেননি।

ক্রেমলিন জানিয়েছে, শীর্ষ সম্মেলনের শুরুতে একান্ত বৈঠকে দোভাষীরা সহায়তা করবেন, এরপর ব্যবসায়িক প্রতিনিধি নিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে আলোচনার ধারা চলবে।

আন্তর্জাতিক

‘বিদেশি অনুপ্রবেশের’ কারণে ভারতের সীমান্ত সংলগ্ন অঞ্চলে জনমিতিক পরিবর্তন ঘটছে অভিযোগ তুলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ‘বিপদ’ আখ্যা দিয়েছেন। এমনকি এই ‘বিপদ’ মোকাবিলায় তিনি মিশন ঘোষণা করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লা ময়দানে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মোদী এই ঘোষণা দেন। তিনি এসময় যুক্তরাষ্ট্রের শুল্ক, পাকিস্তানের সঙ্গে দ্বৈরথসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মোদী বলেন, সীমান্ত অঞ্চলের জনমিতিক পরিবর্তন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এটি সংঘাতের বীজ বপণ করে। কোনো দেশই অনুপ্রবেশকারীদের সামনে আত্মসমর্পণ করতে পারে না। তাহলে আমরা কীভাবে তা মেনে নেব? এমন কর্মকাণ্ডকে অনুমতি না দেওয়া আমাদের কর্তব্য—আমাদের পূর্বপুরুষদের প্রতি, যারা আমাদের একটি স্বাধীন ভারত উপহার দিয়েছেন। তাই আমি লালকেল্লার প্রাচীর থেকে ঘোষণা করছি যে, আমরা একটি উচ্চক্ষমতাসম্পন্ন জনমিতি মিশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এই মিশন ভারতের ঘাড়ে ভর করা এই বিপদ মোকাবিলা করবে।

অনুপ্রবেশকারীরা ভারতের যুবসমাজের রুটি রোজগার কেড়ে নিচ্ছে দাবি করে মোদী বলেন, এরা আমাদের দেশের কন্যা বোনদের টার্গেট করছে। এটা আর কোনোভাবেই সহ্য করা হবে না। এই অনুপ্রবেশকারীরা নিরীহ আদিবাসীদের বোকা বানিয়ে তাদের বনভূমি দখল করছে। এই দেশ এটা সহ্য করবে না।

পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করার পাশাপাশি ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে মোদী বলেন, ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে কখনোই নতি স্বীকার করবে না।

যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকার তার কৃষকদের স্বার্থের বিষয়ে কখনো আপস করবে না। ভারতের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালক আমাদের অগ্রাধিকার। আমাদের কৃষকদের স্বার্থে ভারত কখনোই কোনো আপস মেনে নেবে না।

মোদী প্রায় ১০৩ মিনিট বক্তৃতা দেন। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এত দীর্ঘ সময় বক্তৃতা দিলেন।

নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
এদিন গোটা ভারতজুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। কলকাতার রেড রোডেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়। এতে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সরকারি সংস্থা ও স্কুলের তরফে বিভিন্ন প্রদর্শনী ও শারীরিক কসরত দেখানো হয়।

ভারতের সীমান্তরক্ষীরাও দিবসটি উদযাপন করেছেন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তের নোমান্স ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ১৪৫ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা পতাকা উত্তোলন করেন। পরে সীমান্তে কর্তব্যরত ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)-এর সদস্যদের হাতে মিষ্টি তুলে দেয় বিএসএফ। এর মধ্যে দিয়ে দুই বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়। একই ছবি ধরা পড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা, চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ী সীমান্তেও।

দেশের সব রাজ্যে যথাযথ মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল লালকেল্লাসহ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, পাঞ্জাব, শ্রীনগরসহ গুরুত্বপূর্ণ শহরগুলো।

আন্তর্জাতিক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার শুরু হয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে পূর্বাচলে মা, ভাই, বোনকে অনিয়মের মাধ্যমে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ এক দীর্ঘ পোস্ট করেছেন টিউলিপ। সেখানে নিজেকে ‘নির্দোষ’ ও এ বিচারকে ‘প্রহসন’ হিসেবে দাবি করেছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার এ ভাগ্নি।

টিউলিপ লিখেছেন, ‘ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি বানানো অভিযোগের উপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত। গত এক বছরে, আমার বিরুদ্ধে অভিযোগগুলো বারবার পরিবর্তিত হয়েছে, তবুও বাংলাদেশের কর্তৃপক্ষ একবারও আমার সাথে যোগাযোগ করেনি। আমি কখনও কোনো আদালতের সমন পাইনি, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সাড়া পাইনি।’

তিনি আরও লিখেছেন, ‘যদি এটি একটি প্রকৃত আইনি প্রক্রিয়া হতো, তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বা আমার আইনি দলের সাথে যোগাযোগ করত, আমাদের আনুষ্ঠানিক চিঠিপত্রের জবাব দিত, এবং তাদের কাছে থাকা প্রমাণ পেশ করত। এর পরিবর্তে, তারা মিথ্যা এবং হয়রানিমূলক অভিযোগ ছড়িয়েছে, যা সংবাদমাধ্যমকে জানানো হয়েছে কিন্তু তদন্তকারীরা কখনও আনুষ্ঠানিকভাবে আমার কাছে উপস্থাপন করেনি।’

৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু প্রফেসর ইউনূস এতে সাড়া দেননি। এ বিষয়টি আজ আবারও উল্লেখ করেছেন তিনি।

টিউলিপ লিখেছেন, ‘লন্ডনে ড. ইউনূসের সাম্প্রতিক সফরের সময় তার সাথে দেখা করার প্রস্তাব দিয়েছিলাম আমি। কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয়। আমি শুরু থেকেই স্পষ্ট যে আমি কোনো ভুল করিনি এবং আমার কাছে উপস্থাপন করা যেকোনো বিশ্বাসযোগ্য প্রমাণের জবাব দেব।’

এদিকে দুদকের তদন্তে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামে মোট ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার তথ্য পাওয়া গেছে। তার মধ্যে একটি শেখ হাসিনার নিজের নামে, আরেকটি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে, অপর একটি তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে।

অপরদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানার নামে, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে ও অপরটি তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে।

টিউলিপের নামে প্লট না থাকলেও প্রভাব খাটিয়ে নিজের মা, বোন ও ভাইকে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে তাকে আসামি করা হয়েছে।

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছেন, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার বিশ্বাসযোগ্য প্রমাণ অব্যাহত থাকলে আগামী বছর তাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘের কালো তালিকায় উঠতে পারে।

নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনে তিনি জানান, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের যৌনাঙ্গে সহিংসতা, জোরপূর্বক নগ্ন করে রাখা ও অপমানজনক পোশাক তল্লাশির অভিযোগ রয়েছে।

পর্যবেক্ষকদের প্রবেশাধিকার না থাকায় পূর্ণাঙ্গ যাচাই কঠিন হলেও এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ, নিরপেক্ষ তদন্ত ও সেনাদের জন্য স্পষ্ট আচরণবিধি প্রণয়নের আহ্বান জানান তিনি।

২০২৪ সালের জুলাইয়ে সিদে তেইমান কারাগারে এক ফিলিস্তিনি বন্দিকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নয়জন ইসরায়েলি সেনাকে আটক করা হয়। অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলের রাষ্ট্রদূত দানি দানন বলেন, দাবি ভিত্তিহীন এবং জাতিসংঘের উচিত হামাসের অপরাধে মনোযোগ দেওয়া।

আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

একের পর এক মার্কিন শুল্কের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিল ভারত। যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে তারা।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং আগামী কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে গিয়ে অস্ত্র ও বিমান কেনার বিষয়টি ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।

সর্বশেষ রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে ভারতীয় পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ।

ভারত জানিয়েছে, শুল্ক নিয়ে পরিষ্কার কোনো সুরাহা না হলে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬টি বোয়িং পি৮আই বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ভারতের।

আন্তর্জাতিক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।