আন্তর্জাতিক

নাইজেরিয়ায় এক মসজিদে নামাজের সময় হামলা চালিয়ে ৫ মুসল্লিকে হত্যা এবং আরো ১৮ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় ১০০ জন ‘গরু চোর’ মটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছুঁড়ে।

রাজ্যের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দস্যুরা ৫ জন মুসল্লিকে হত্যা করেছে এবং ১৮ জনকে অপহরণ করেছে, এদের মধ্যে ইমামও রয়েছেন।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলাকারীরা ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে।

ইব্রাহিম আলটিন নামে এক বাসিন্দা এএফপি’কে বলেন, ইমাম যখন খুতবার পাঠ করছিলেন এসময় বন্দুকধারীরা হামলা চালায় এবং ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করে।

অন্যদিকে আনাদলু এজেন্সির খবরে ৪০ জনের বেশি মুসল্লিকে অপহরণের কথা বলা হয়েছে। দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত ও অভিযান শুরু করেছে।

আন্তর্জাতিক

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তত্ত্বাবধানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যাবে এমন অলীক কল্পনা চীনের অবশ্যই বাদ দিতে হবে। চীনা সরকারের এক উপদেষ্টা শেনঝেং ভিত্তিক থিংক ট্যাঙ্ক, অ্যাডভান্সড ইন্সটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেং ইয়ংনিয়ান এই মন্তব্য করেছেন।

তিনি আরো বলেছেন, ওয়াশিংটনের কাছ থেকে যে কঠোর মনোভাব আসছে এজন্য বেইজিংয়ের প্রস্তুত থাকা দরকার। ঝেং ইয়ংনিয়ান বলেন, চীনা সরকারের উচিৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানো।

এছাড়া চীনা সরকারের এই উপদেষ্টা জো বাইডেনকে একজন দুর্বল প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, যদি তিনি ঘরোয়া সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে কূটনীতিকভাবে কিছু করবেন, চীনের বিরুদ্ধে কিছু করবেন। আমরা যদি বলি ট্রাম্প গণতন্ত্র এবং স্বাধীনতার প্রচারে আগ্রহী নন, তবে বাইডেন হন। ট্রাম্প যুদ্ধে আগ্রহী নয়… কিন্তু ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করতে পারেন।

আন্তর্জাতিক

ফের প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শুধু এই নভেম্বর মাসেই এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে একমাসে শনাক্ত রোগীর এই সংখ্যা সর্বোচ্চ।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের ১-২২ তারিখ পর্যন্ত দেশটিতে ৩০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা দেশটিতে মোট করোনা রোগীর প্রায় এক চতুর্থাংশ।

দেশটিতে করোনা পরীক্ষা বেড়েছে কিন্তু শনাক্ত রোগীর হার কমছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের সপ্তাহ থেকে দেশটিতে গত সপ্তাহে দৈনিক শনাক্ত রোগী বেড়েছে ২৫ শতাংশ। দেশটির ৪৪ টি রাজ্যেই করোনা ঊর্ধ্বমুখী।

সিএনএনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আবারো দেশটির হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক করোনা রোগী ভর্তি হয়েছে। এতে করে বাড়ছে শঙ্কা।

শুধু শনিবারই অন্তত ৮৩ হাজার ২২৭ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। টানা কয়েকদিন থেকে দেশটিতে করোনারোগী ভর্তির রেকর্ড ভাঙছে।

যুক্তরাষ্ট্রের কোয়ালিটি অ্যান্ড পেশেন্ট সেইফটি পলিসির ভাইস প্রেসিডেন্ট ন্যান্সি ফস্টার বলেন, কমপক্ষে ২৪ জন হাসপাতাল প্রধান আমেরিকান হসপিটাল এ্যাসোসিয়েশনে সর্তকতা বার্তা দিয়েছে যে তারা কর্মী সংকটে।

এছাড়া দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, নতুন করে করোনার সংক্রমণ, হাসপাতালে ভর্তির সংখ্যা এবং মৃত্যু ভয়াবহ হবে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ২২ লাখের বেশি মানুষ শনাক্ত হয়েছে। সেইসঙ্গে এতে মারা গেছে ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় ডাকযোগে আসা লাখ লাখ ভোট বাতিলের দাবিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছে একটি ফেডারেল আদালত।

শনিবার ওই রায়ে বিচারক ম্যাথু ব্র্যান বলেছেন, অনিয়মের যে অভিযোগ ওই মামলায় আনা হয়েছিল তার কোনো ‘মেরিট’ তিনি পাননি।

সিএনএন লিখেছে, গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় উল্টে দিতে ট্রাম্পের চেষ্টা এই রায়ের মধ্য দিয়ে মরণ ধাক্কা খেল।

বিবিসি জানিয়েছে, পেনসিলভেইনিয়ায় রিপাবলিকান ট্রাম্পের চেয়ে ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে থেকে জয় পেয়েছেন ডেমোক্র্যাট বাইডেন।

ট্রাম্পের মামলা আদালতে খারিজ হয়ে যাওয়ায় এ রাজ্যে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করতে আর বাধা থাকল না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পুরো দেশে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের অন্তত ২৭০টি পেতে হয়। এর মধ্যে ২০ ইলেকটোরাল ভোটের রাজ্য পেনসিলভেইনিয়ায় জয় নিশ্চিত হওয়ায় গত ৭ নভেম্বর বাইডেনের হোয়াইট হাউজ নিশ্চিত হয়ে যায়।

সব রাজ্যের ভোট গণনা শেষে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট, আর ২৩২ ইলেকটোরাল ভোট ট্রাম্পের পক্ষে গেছে।

নির্বাচনে হার স্বীকার করতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ করে এলেও কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটের চিত্র দেখেই পরাজিত প্রার্থীরা হার স্বীকার করে নেন, এবং বিজয়ী প্রার্থী সরকার গঠনের প্রস্তুতি শুরু করে; বহু বছর ধরে এই রেওয়াজ চলে আসছে। কিন্তু ট্রাম্প তা না করায় সেই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর সঙ্গে তার পারকিনসন রোগেরও লক্ষণ দেখা দিয়েছে। এ কারণে আগামী জানুয়ারিতে ক্ষমতা ছাড়তে পারেন তিনি।

রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক ভ্যালেরি সলোভেইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার । ভ্যালেরি সলোভেই হলেন রাশিয়ান রাষ্ট্রবিজ্ঞানী। ইতিহাসবিদ ও পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট মস্কো স্টেট ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের সাবেক প্রধান।

ভ্যালেরি সলোভেই বলেন, গত ফেব্রুয়ারিতে পুতিনের একবার জরুরি অপারেশন করা হয়েছে।তার রোগ দুটি। একটি পারকিনসন এবং অন্যটি হলো ক্যান্সার।

পুতিনের পদত্যাগের বিষয়ে সলভেই বলেন, পুতিনের ওপর তার পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে। তার ইচ্ছা জানুয়ারিতে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

এদিকে, পুতিনের পারকিনসন রোগ আছে, এ দাবি জোর দিয়ে অস্বীকার করেছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন। তার পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। তবে পুতিনের ক্যান্সার ও জরুরি অপারেশনের বিষয়টিও নিশ্চিত করা হয়নি।

আন্তর্জাতিক

ইরাক এবং আফগানিস্তান আরো সেনা প্রত্যাহারের করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মঙ্গলনার শঙ্কা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে , ইরাক এবং আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহার করা হবে ।

এ নিয়ে ট্রাম্পের নির্ভরশীল মিত্র সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল , এটি একটি ভুল পরিকল্পনা।

বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার সেনা মোতায়েন রয়েছে।এছাড়া ইরাকে বর্তমানে তিন হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বড়দিনের আগেই সকল সেনাকে ফিরিয়ে আনতে চান তিনি। এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে সেনা প্রত্যাহারের কার্যক্রম ১৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ট্রাম্পকে। কারণ এর পরের দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন জো বাইডেন।

আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ঢাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে একটি নির্দিষ্ট ‘একটি তারিখ’ নির্ধারণ করার জন্য নবনির্বাচিত মিয়ানমার সরকারের কাছে দাবি জানাবে। বাংলাদেশের বন্ধু দেশগুলো এ ব্যাপারে নেপিদোর ওপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ বিষয়ে আলোচনা অনুষ্ঠানের পরে তিনি সাংবাদিকদের একথা জানান। খবর বাসসের

মন্ত্রী বলেন, ‘আমরা তাদেরকে (মিয়ানমারের নবনির্বাচিত সরকার) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য একটি তারিখ নির্ধারণ করতে বলবো। তাদের (রোহিঙ্গাদের) ফেরত পাঠাতে আমরা (বাংলাদেশ) প্রস্তুত রয়েছি।’

ড. মোমেন বলেন, বাংলাদেশের বন্ধু দেশগুলো ঢাকাকে আশ্বস্ত করেছে যে, মিয়ানমারের নির্বাচন শেষ হয়েছে, এখন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য নেপিদোর ওপর নতুন করে চাপ জোরদার করবে।

তিনি বলেন, চীন, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মতো আমাদের বন্ধুরা বলেছে, তারা আমাদের সহায়তা করবে যাতে মিয়ানমার এ ব্যাপারে (রোহিঙ্গা প্রত্যাবাসন) উদ্যোগ নেয়।

ড. মোমেন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বাংলাদেশ-চীন-মিয়ানমার ত্রিপক্ষীয় উদ্যোগে যুক্ত হয়েছে, যাতে মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড ১৯ মহামারি এবং মিয়ানমারের নির্বাচনের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা বন্ধ ছিল। ঢাকা এখন মিয়ানমারে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, মিয়ানমারে নতুন সরকার পূর্ণাঙ্গরূপে গঠিত হওয়ার পরে অন্যান্য দেশগুলো যখন এই সরকারকে স্বীকৃতি দেবে, বাংলাদেশও তখন স্বীকৃতি দেবে।

ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর প্রসঙ্গে ড. মোমেন বলেন, সরকার ভাসানচরে ১ লাখ রোহিঙ্গাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যদিও স্থানান্তরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ঢাকা রোহিঙ্গাদের এখন স্থানান্তর করতে চাইছে। জোরপূর্বক বাস্তুচ্যুত এই রোহিঙ্গারা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার পক্ষ ঢাকাকে জানিয়েছে যে, রাখাইনে যে কাজ হয়েছে সে বিষয় তারা একটি পুস্তিকা প্রকাশ করেছে এবং রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে আসার পরে তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা সম্পর্কে জানতে তাদের এই পুস্তিকা দেওয়া হবে।

মিয়ানমারের পক্ষ বিভিন্নভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছিল, তবে গত তিন বছরে একজন রোহিঙ্গাও রাখাইনে ফিরতে পারেনি।

মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ কক্সবাজার জেলায় আশ্রয় দিয়েছে। তাদের জন্মভূমিতে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পরে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বেশিরভাগ রোহিঙ্গা পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে।

আন্তর্জাতিক

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিও’তে ফেরত আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত বলেন, বাইডেন ওয়াশিংটনকে আগের অবস্থায় ফেরত আনতে পারলে পারলে তা হবে তাদের জন্য একটি ভালো খবর। তবে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অভাবনীয় কিছু করে ফেলবেন এমন কিছুও ইইউ আশা করে না।

জোসেপ বোরেল আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকাকে যেসব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তি থেকে বের করে নিয়েছিলেন বাইডেন সেসব চুক্তিতে আবার ফিরে যেতে পারেন।

আরও পড়ুনঃ ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল’

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারাভিযানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতাসহ সব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তিতে ফেরত নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আন্তর্জাতিক

মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় হাই কমিশন কর্তৃক প্রণীত বিশেষ সংস্করণের এই হাতঘড়ি উন্মোচন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ ভারতীয় হাই কমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে। ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর, যা তাঁর বার্তার নিরবচ্ছিন্নতা এবং তাঁর চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে।

বিশেষ হাতঘড়ি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন।

মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করলো ভারত

এছাড়াও সংবাদ সম্মেলনে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন যে, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালবাসা দেখিয়েছিলেন তেমনিভাবে মুজিববর্ষও উদযাপন করতে চায় ভারত।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা রোববার এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ১০ লাখ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

এ ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধের চেষ্টায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী ও রাজ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরও ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদিকে সোমবার থেকে শিকাগোতে ঘরে থাকার নির্দেশ কার্যকর করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত ৯ নভেম্বর সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করে।

এর মাত্র ছয় দিন পর স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় সোমবার ০১৩০টা) জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ১০ লাখ ২৫ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৪৬ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। ফলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিকে থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।