আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ২ ইসরাইলি নিহত হয়েছে। ইসলাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৬০ ও আরেকজনের বয়স ২৯ বছর।

ফিলিস্তিনের হুয়ারা নামক গ্রামের নিকটে তাদের গুলি করা হয়। খবর আল-জাজিরার।

অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুজনই অচেতন হয়ে পড়েন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপত্র আরবি ভাষার একটি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। এতে ফিলিস্তিনি সন্দেজভাজনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, হুয়ারায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে, যার ফলে দুজন নিহত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সন্দেহভাজনদের ট্র্যাক করছে এবং এলাকায় চেকপয়েন্ট স্থাপন করেছে।

প্রসঙ্গত, পশ্চিম তীরের অবস্থা গত ১৫ মাস ধরে মারাত্মকভাবে অস্থির। অভিযানের নামে ফিলিস্তিনি শিবিরগুলো দখল করে নিচ্ছে ইসরাইলিরা। সেই তুলনায় ফিলিস্তিনিদের গুলিতে ইসরাইলিদের নিহতের ঘটনা ঘটে না বললেই চলে।

আন্তর্জাতিক

বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মত দিয়েছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের নতুন সদস্য কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের নতুন সদস্য হয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। কংগ্রেশনাল এই ককাস বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে।

যুক্তরাষ্ট্রের মূলধারার প্রবীনতম রাজনীতিক মোরশেদ আলমের নেতৃত্বে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে একটি সংগঠন শুক্রবার, নিউইয়র্কের লং আইল্যান্ডে, ককাসের নতুন এই সদস্যকে সংবর্ধনা জানায়।

মতবিনিময় সভায় বাংলাদেশ সম্পর্কে কংগ্রেসম্যানকে অবহিত করেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এসময় বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ উল্লেখ করে অ্যান্ড্রু গারবারিনো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছর ধরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। আলোচনায় উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ।

কমিউনিটির নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্র সরকার একপেশে অবস্থান নিচ্ছে। তারা রোহিঙ্গাদের পুনর্বাসনে ব্যাপক সহায়তা দিলেও বঙ্গবন্ধুর খুনীকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে আগ্রহী নয়।

কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভূমিকায় হতাশা প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশ যেন সব ক্ষেত্রেই ন্যায়বিচার পায় এজন্য কাজ করবেন বলেও জানান তিনি।

আগামী নির্বাচনের আগে বাংলাদেশ ভ্রমণের আগ্রহ দেখালে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৭৩৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ২৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৬৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৬৬২ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৯৮৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃত আটজন ঢাকা সিটিতে এবং পাঁচ জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১১৫ জন মারা যান।

চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪৭ হাজার ৬৭১ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫০ হাজার ১৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৯ হাজার ৪৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৪৩ হাজার ৬২৯ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৪৫ হাজার ৮৭০ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট সাত হাজার ৮৯৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৬৯১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯১ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৮ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

আন্তর্জাতিক

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সোমবার শপথ নিয়েছেন আনোয়ার উল হক কাকার।

দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসাবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি।

মঙ্গলবার জিইও নিউজের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কাকার। তবে মন্ত্রিসভার আকার বড় করতে চান না পাকিস্তানের নতুন সরকারপ্রধান।

সম্ভাব্য প্রার্থীদের খুঁটিনাটি তথ্য তিনি ব্যক্তিগতভাবেই পর্যালোচনা করে দেখছেন।

সূত্র জানিয়েছে, আনোয়ার উল হক কাকার তার বন্ধুদের বলেছেন, অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের ওপর আমি আর বোঝা বাড়াতে চাই না। কাকারের বিবেচনাধীন কয়েকজন তত্ত্বাবধায়ক মন্ত্রীর নামও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব জলিল আব্বাস জিলানি, সাবেক আমলা শোয়েব সাডল, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সাবেক সভাপতি আহসান ভুন, সাবেক সিনেটর সরফরাজ আহমেদ বুগতি এবং পুলিশের সাবেক আইজি ও খ্যাতনামা কলামিস্ট জুলফিকার আহমেদ চিমা।

অন্তর্বর্তীকালীন সরকারে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুররানিকে।

আন্তর্জাতিক

বোমা হামলার আশঙ্কায় রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এর তিনটি তলা ও সামনের চত্বর খালি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বোমা হামলার আশঙ্কা থাকায় শনিবার (১২ আগস্ট) নিরাপত্তা সতর্কতা হিসেবে আইফেল টাওয়ারের তিনটি তলা ও সামনের চত্বর খালি কয়ে দিয়েছে প্যারিস কর্তৃপক্ষ। পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা।

আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতেও এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরাও তাদের সঙ্গে কাজ চালিয়ে গেছে।

খবরে আরও বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার পর আইফেল টাওয়ারের স্মৃতিস্তম্ভের নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। টাওয়ারের তিনটি তলায়ও লোকজন ছিল। তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

ঘোষণায় গারল্যান্ড জানান, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের শীর্ষ আইন কর্মকর্তা ডেভিড ওয়েইস এই তদন্ত পরিচালনা করবেন। তদন্ত কাজের সুবিধার্থে তার কিছু অতিরিক্ত ক্ষমতা প্রদানসহ ‘বিশেষ কৌঁসুলি’র পদমর্যাদা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন গারল্যান্ড।

অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত শেষে এ সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ে জমা দেবেন ওয়েইস। তার সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। জো বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন একজন ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির ভাইস-প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ওই আট বছর চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ব্যবসায়িক নানা চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে বাবার ভাইস-প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়েছেন তিনি। অভিযোগে বলা হয়েছে, বিদেশি অংশীদারদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় অধিকাংশ ক্ষেত্রেই বাবাকে সঙ্গে রাখতেন হান্টার, মাঝে মাঝে অংশীদারদের সঙ্গে টেলিফোনে কথাও বলতেন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক

১৯৭৬ সালের পর এই প্রথম চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাল রাশিয়া। রুশ মহাকাশযান লুনা-২৫ এর লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবতরণ করা।

এই দৌড়ে ভারতের চন্দ্রযান-৩ কে টক্কর দেবে যানটি।

শুক্রবার মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রাশিয়ার লুনা ২৫। রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

এই পরিস্থিতিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে অভিনন্দন জানানো হয়েছে। এতে লেখা হয়, আমাদের মহাকাশ যাত্রায় আরও একটি মিটিং পয়েন্ট পাওয়ায় আমরা আনন্দিত। চন্দ্রযান-৩ ও লুনা-২৫ যাতে তাদের লক্ষ্য পূরণে সফল হয়।

জানা যাচ্ছে, চাঁদের বলয়ে পৌঁছাতে রুশ মহাকাশযানটির লাগবে প্রায় পাঁচদিন। এরপর মহাকাশযানটি প্রায় পাঁচ থেকে সাত দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নিচে নামতে থাকবে।

২৩ আগস্ট এই মহাকাশযানের চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কথা। সেই একই দিনে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভারেরও চাঁদের মাটিতে পা রাখার কথা। লুনা ২৫ এর চারপায়া ল্যান্ডারের ওজন প্রায় ৮০০ কেজি।

রসকসমস বলছে, মডিউলটি এক বছরের জন্য কাজ করবে। মাটির নমুনা গ্রহণ, বিশ্লেষণ করবে এবং চন্দ্রপৃষ্ঠের উপাদান ও বায়ুমণ্ডলের ওপর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে।

সর্বশেষ ১৯৭৬ সালের আগস্টে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল মস্কো। তখন রাশিয়া নামে কোনো দেশ ছিল না। সাবেক সোভিয়েত ইউনিয়ন এ অভিযান পরিচালনা করেছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার প্রথম চাঁদে অভিযান এটি।

আন্তর্জাতিক

ভারত আবারও জানিয়ে দিল, বাংলাদেশকে ঘিরে চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহে ভারতের অবস্থান শেখ হাসিনার পক্ষেই থাকছে।

ভারত চায়, বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভারতের অবস্থান হচ্ছে, এ বিষয়টি বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সংগত নয়।

শুক্রবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা বলেন।

ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে বিরোধী দল বিএনপির আন্দোলন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ও নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। সেখানে ভারতীয় মুখপাত্র বলেন, কয়েকদিন আগে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন। সেই মনোভাব এখনও অপরিবর্তিত। বাংলাদেশের অভ্যন্তরে কী চলছে, সে বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলেও জানান তিনি।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনাকে কাল্পনিক বলে মন্তব্য করেন ভারতীয় মুখপাত্র। তিনি বলেন, কাল্পনিক কোনো বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক না। ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।

আন্তর্জাতিক

অনাস্থা প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার সংসদে ঝোড়ো ভাষণে কার্যত পর পর শক্তিশেল তাক করেন প্রধানমন্ত্রী মোদি। আর তার সব কয়টিই প্রায় ছিল বিরোধী ইন্ডিয়া জোটকে নিয়ে।

বক্তব্যের শুরুতেই মোদি বলেন, ফিল্ডিং বিপক্ষ দল সাজিয়েছে, আর চার-ছক্কা এদিক থেকেই যাচ্ছে। এর আগে, অনাস্থা প্রস্তাব নিয়ে নরেন্দ্র মোদি বিজেপির সংসদীয় বৈঠকে সমস্ত সাংসদকে ‘ছক্কা হাঁকানোর’ পরামর্শ দিয়েছিলেন।

মোদি তার ভাষণে বলেন, আমি আমার বিরোধীদের বলতে চাই আপনারা কেন একটু তৈরি হয়ে এলেন না? একটু পরিশ্রম করতে পারতেন। আমি পাঁচ বছর সময় আপনাদের দিয়েছি প্রস্তুতি করার জন্য। আমি ২০১৮ সালে বলেছিলাম, (অনাস্থা প্রস্তাবের বিতর্কে) আপনারা অবশ্যই ফিরে আসবেন। আপনারা তা পারলেন না পাঁচ বছরে। কী হাল আপনাদের!

প্রধানমন্ত্রী এদিন বিরোধীদের দিকে খোঁচার সুরে বিরোধীদের বলেন, গোটা দেশ আপনাদের দেখছে। আপনাদের পার্টি কী বলছে, কী করছে, তারা দেখছেন। তবে আপনারা মানুষকে হতাশা ছাড়া কিছু দেননি।

মোদি তার ভাষণের শুরুতেই বলেন, অনাস্থা প্রস্তাব প্রতিবারই এনডিএর জন্য লাকি প্রমাণিত হয়েছে। তিনি মনে করিয়ে দেন, ২০১৮ সালে বিরোধীরা অনাস্থা ডাকার পর ২০১৯ সালে এনডিএ বড় অঙ্ক নিয়ে ফেরে শাসকের গদিতে।

মোদি বলেন, এ কেমন আলোচনা আপনারা করছেন এই অনাস্থা প্রস্তাবের আলোচনায়, আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় আপনাদের দরবারিরাও খুব দুঃখী হয়ে রয়েছেন। ফিল্ডিং বিপক্ষ আয়োজন করেছে, কিন্তু চার ছয় এখান (আমরা) থেকে যাচ্ছে!

বিপক্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা প্রমাণ করে দিয়েছেন যে, তাদের পার্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে, দেশের চেয়েও। দরিদ্রদের খিদে নিয়ে আপনারা চিন্তিত নন, ক্ষমতা নিয়ে চিন্তিত। যুবকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কেউ যুক্তরাষ্ট্রে টাকা নিয়ে যাওয়ার পর সে দেশ যদি তা জব্দ করে তাহলে আমরা খুশি হব।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।

মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্নীতির মাধ্যমে কেউ যুক্তরাষ্ট্রে টাকা পাচার করলে, সেই টাকা জব্দ করা হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা খুব খুশি হব। তবে ওদের (যুক্তরাষ্ট্রের) দেশে আইন আছে কেউ সেখানে টাকা নিয়ে গেলে ওয়ার্ক পারমিট পায়,  সিটিজেনশিপ পায়। ওদের মতো এমন আরো অনেক দেশ আছে। তবে আমাদের দেশ থেকে কেউ যদি সেখানে (যুক্তরাষ্ট্রে) টাকা নিয়ে যায়, আর তারা যদি সে টাকা জব্দ করে, আমরা খুব খুশি হব।

যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ১১ জন বাংলাদেশির ওপর নিষেধাজ্ঞা আসছে। গণমাধ্যমের এমন খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা তারাই বলতে পারবে, তাদের জিজ্ঞেস করেন।

মতবিনিময়ে কী বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা রুটিন ওয়ার্ক। প্রায়ই এ ধরনের মতবিনিময় করে আমরা পরামর্শ নিয়ে থাকি।

তিনি বলেন, বিদেশি দূতদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের কী ধরনের প্রশ্ন করা উচিৎ, সে বিষয়ে মতবিনিময় সভায় অনেকেই পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন দেওয়া উচিত বলেও জানিয়েছেন কেউ কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে প্রশ্ন করা উচিৎ জেনেভা কনভেনশন তারা ভঙ্গ করেছেন কি না, তাদের ওখানে বিচার বহির্ভূত হত্যা কেন হয়, তাদের ওখানে অংশীদারিত্বমূলক নির্বাচন হয় কি না। তবে এমন প্রশ্ন এখানকার সাংবাদিকরা করেন না। কীভাবে প্রশ্ন করতে হবে, সাংবাদিকদের তা নিয়ে ওরিয়েন্টেশন দেওয়া উচিত।

ড. মোমেন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভায় তারা আমাদের নির্দেশনা দিয়েছেন, সে জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ১৪ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যে চিঠি দিয়েছেন, সেখানকার অনেক তথ্য সঠিক নয়। সে কারণে আমাদের পরামর্শ দেওয়া হয়েছে, এ বিষয়ে সেমিনার করে সঠিক তথ্য তুলে ধরা উচিত।

মতবিনিময় সভায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক লাইলুফার ইয়াসমিন, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, নাঈমুল ইসলাম খান, স্বদেশ রায়, রাহুল রাহা, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.)  আব্দুর রশীদ প্রমুখ।