আন্তর্জাতিক

ক্রিমিয়ায় রাশিয়ান জাহাজে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া শনিবার ইউক্রেন থেকে গুরুত্বপূর্ণ শস্য রপ্তানির অনুমতি দেয়া যুগান্তকারী চুক্তি স্থগিত করেছে।

রাশিয়ান সেনাবাহিনী কৃষ্ণ সাগরে তাদের নৌবহরে ব্যাপক ড্রোন হামলার জন্য কিয়েভকে অভিযুক্ত করার পর রাশিয়া এই ঘোষণা দিয়েছে। ইউক্রেন এই অভিযোগকে ‘মিথ্যা অজুহাত’ হিসাবে চিহ্নিত করেছে এবং জাতিসংঘ চুক্তিটি সংরক্ষণের আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ আপত্তিকর’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন এটি কেবল ‘অনাহার বৃদ্ধি’ করতে সহায়তা করবে।

যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য সংকট কমাতে খাদ্য শস্য রফতানি চালু রাখতে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত জুলাইয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় ইতিমধ্যেই নয় মিলিয়ন টনেরও বেশি ইউক্রেনীয় শস্য রপ্তানি করার অনুমতি দিয়েছে এবং নভেম্বর ১৯ এ চুক্তিটি নবায়ন করার কথা ছিল।

একটি তুর্কি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, আঙ্কারাকে রাশিয়ার স্থগিতাদেশের বিষয়টি ‘আনুষ্ঠানিকভাবে অবহিত’ করা হয়নি, অন্যদিকে ইউক্রেন এবং জাতিসংঘ চুক্তিটি কার্যকর রাখার জন্য চাপ দিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে বলেছেন, ‘আমি রাশিয়াকে তার ক্ষুধার খেলা বন্ধ করার এবং তার বাধ্যবাধকতা পূরণে পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানাতে সকল রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার পদক্ষেপকে ‘আফ্রিকা ও এশিয়ায় বড় আকারের দুর্ভিক্ষের হুমকি ফিরিয়ে দেওয়ার জন্য রাশিয়ার সুষ্পষ্ট অভিপ্রায়’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘শুধু আজকেই দুই মিলিয়ন টনেরও বেশি খাদ্য শস্য রফতানি পথে সমুদ্রে রয়েছে। এর মানে হল এই শস্য খুবই খারাপ পরিস্থিতিতে থাকা ৭০ লাখ লোকের জন্য খাদ্য সহায়তা করবে।’

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য রফতানি উদ্যোগ ক্ষতিগ্রস্ত করে এমন কোনো পদক্ষেপ থেকে সকল পক্ষের বিরত থাকা অত্যাবশ্যক, এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক প্রচেষ্টা’।

আন্তর্জাতিক

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ বলেছেন, নেপাল এই মুহূর্তে বাংলাদেশকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, তবে তাদের বিদ্যুৎ খাতে একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পরে এর পরিমাণ আরও বাড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে গণভবনে সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

করিম নেপালের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, ‘প্রকল্পটি সম্পন্ন করার পর নেপাল বাংলাদেশকে আরও বেশি বিদ্যুৎ দিতে সক্ষম হবে।’

ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশের বাংলাবান্ধা বন্দরকে তাদের রপ্তানির উদ্দেশ্যে ব্যবহার করতে তার দেশের গভীর আগ্রহ প্রকাশ করেন। কারণ, এই বন্দরটি বুড়িমারী বন্দরের চেয়ে নেপালের কাছাকাছি।

নেপাল বাংলাদেশকে বিশেষ দৃষ্টিতে দেখে উল্লেখ করে তিনি বলেন, তার দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায়।

শিক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করে নেপালের রাষ্ট্রদূত বলেন, অনেক নেপালি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এখানে পড়াশোনা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে এই দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে নেপালের সহায়তার কথা স্মরণ করেন যা তিনি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

শেখ হাসিনা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের মধ্যে কানেকটিভিটির ওপর জোর দেন।

তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা ‘মুজিববর্ষ’ কর্মসূচিতে নেপালের রাষ্ট্রপতির বাংলাদেশে সফরের কথা স্মরণ করেন যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বাড়িয়েছিল।

তিনি নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানান।

এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার তিনি রাজা চার্লসের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পরই তার পূর্বসূরি লিজ ট্রাসের মন্ত্রিসভার অনেক মন্ত্রী পদত্যাগ করেছেন নয়ত বরখাস্ত হয়েছেন।

তবে কেউ কেউ পদে রয়েও গেছেন। তেমনই একজন হচ্ছেন জেরেমি হান্ট। লিজ ট্রাসের আমলে অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং এর স্থলাভিষিক্ত হয়েছিলেন হান্ট। সুনাকের মন্ত্রিসভাতেও তিনি অর্থমন্ত্রী হয়েই থেকে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী পদেও থেকে যাচ্ছেন জেমস ক্লেভারলি। আর ডমিনিক রাব নিয়োগ পেয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী পদে। সুয়েলা ব্রাভারম্যান সুনাকের মন্ত্রীসভাতেও হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এক সপ্তাহ আগেই ট্রাসের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন ব্রাভারম্যান। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন গ্রান্ট শ্যাপস। এবার শ্যাপস হচ্ছেন বাণিজ্যমন্ত্রী। জ্যাকব রিস-মগের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

আর টোরি দলের নেতা নির্বাচনে ঋষি সুনাকের প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, সেই পেনি মর্ডান্ট হাউজ অব কমন্সের নেতা হিসাবেই থাকছেন। আর স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন স্টিভ বার্কলে। টেরেজে কফির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আর কফি এখন হচ্ছেন পরিবেশমন্ত্রী।

আর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে থেকে যাচ্ছেন বেন ওয়ালেসই। সুনাকের মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলেও ছিলেন।

ডমিনিক রাব, জেমস ক্লেভারলি, গ্র্যান্ট শ্যাপস, বেন ওয়ালেস, স্টিভ বার্কলে, টেরেজা কফি- সবাই জনসনের আমলে ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

তাই সুনাকের এই নতুন মন্ত্রিসভা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিরোধীদল লেবার পার্টি বলেছে, বরিস জনসন হয়ত প্রধানমন্ত্রী হয়ে ফেরেননি, কিন্তু তার মন্ত্রিসভা ফিরে এসেছে। এখানে সব জনসন মন্ত্রিসভারই পুরোনো মুখ।

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড় থেকে সরে গেছেন বরিস জনসন।

ফলে ক্ষমতাসীন দলটির এমপিদের সমর্থনের দিক থেকে অনেক এগিয়ে থাকা ঋষি সুনাক পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

রোববার কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জনসন।

জনসন বলেন, দেশ ও কনজারভেটিভ পার্টির ঐক্য দরকার বলে তিনি বুঝতে পেরেছেন। তিনি জানান, ক্ষমতাসীন দলের ১০২ জন এমপি তাকে সমর্থন দিয়েছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে লিজ ট্রাস পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামতে ক্যারিবীয় অঞ্চলে অবকাশযাপনরত জনসন ছুটি সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে গিয়েছিলেন।

মাত্র ছয় সপ্তাহ আগে সেপ্টেম্বরে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

তখন ধারাবাহিক কয়েকটি কেলেঙ্কারির ঘটনার পর জনসন চাপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। কিন্তু ট্রাসও বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি, ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের ৪৫ দিন পর পদত্যাগ করতে বাধ্য হন।

আন্তর্জাতিক

দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোরিয়ার এয়ারলাইন্সের একটি বিমান।

১৭৩ যাত্রী নিয়ে বিমানটি রোববার মধ্যরাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়ে দুবার ব্যর্থ হয়। তৃতীয়বার অনেকটা ঝুঁকি নিয়ে পাইলট বিমানটি স্থানীয় সময় রোববার রাত ১১টা ৭ মিনিটে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়।

এ সময় বিমানের নোজ হুইল ভেঙে রানওয়ের পাশে আছড়ে পড়লেও আগুন না ধরায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌভাগ্যক্রমে বিমানটির সব যাত্রীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১৯৯৭ সালের পর এবারই প্রথম বড় ধরনের দুর্ঘটনায় পড়ল কোরিয়ান এয়ারলাইন্সের বিমান।

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আপাতত দুজনকেই দেখা যাচ্ছে। মাত্র তিন মাস আগে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক চ্যাঞ্চেলর ঋষি সুনাক।

মাত্র ৪৫ দিনের মাথায় ২০ অক্টোবর প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগে বাধ্য হন। তারপর থেকেই জল্পনা-কল্পনা চলছে কে হতে চলেছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী।

একাধিক নাম শোনা গেলেও এখন আলোচনায় দুজনকেই দেখা যাচ্ছে। তবে বরিস জনসন ও ঋষি সুনাক ছাড়াও পেনি মরডন্তের নামও শোনা যাচ্ছে।

এর মধ্যে বাজির দৌড়ে অনেকটাই এগিয়ে আছে ঋষি সুনাক। অডসচেকারের হিসেবে দেখা যাচ্ছে, বাজিকরদের ৬০ শতাংশের পছন্দ ঋষি সুনাক। বরিস জনসন ৩৫ শতাংশের পছন্দ। আর পেনি মরডন্তের পক্ষে ৫ শতাংশ।

তবে এটি শুধুই বাজিকরদের হিসেব।

এদিকে বরিস জনসন তার অবকাশ যাপন সংক্ষিপ্ত করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আগেভাগেই লন্ডনে ফিরেছেন।

এদিকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বরিস জনসন, ঋষি সুনাক ও পেনি মরডন্তকে যা করার সোমবার দুপুরের মধ্যেই করতে হবে। এই সময়ের মধ্যে তাদেরকে প্রত্যাশিত এমপিদের সমর্থন জোগাড় করতে হবে।

আগামী শুক্রবারের মধ্যে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার বলেছেন, রাশিয়ানরা সারা রাতব্যাপী ৩৬টি রকেট ছুঁড়ে ‘বড় হামলা’ চালিয়েছে৷

জ্বালানি স্থাপনায় হামলায় ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জেলেনস্কি ‘বড় হামলার’ বিষয়ে বিবৃতি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, আগ্রাসনকারীরা আমাদের জনগণকে আতঙ্কিত করা অব্যাহত রেখেছে৷ রাতে, শত্রুরা বড় ধরনের হামলা চালিয়েছে: ৩৬টি রকেট, যেগুলোর বেশিরভাগ গুলি করে ভূপাতিত করা হয়েছে৷ এগুলো গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর জঘন্য হামলা। জঙ্গিদের চিরাচরিত কৌশল এগুলো৷

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার জ্বালানি স্থাপনার ওপর যেসব হামলা চালানো হয়েছে এগুলো এ মাসের শুরুতে চালানো হামলার চেয়েও বড়৷

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন ইউক্রেনের ১০ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।

আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, মিয়ানমারের সামরিক জান্তা সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হয়েছে। মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে আগের করা সব চুক্তি অনার করেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সামরিক সরকার আগের করা সব চুক্তির অনার করেছে। তবে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ডকুমেন্ট চায়। রোহিঙ্গারা যখন এখানে আসে, তখন তো ডকুমেন্ট নিয়ে আসেনি। আর আমরা বলেছি, গেলে পুরো ফ্যামিলি যাবে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা বলেছি- মিয়ানমার রোহিঙ্গাদের নিতে চাইলে নিয়ে যাক।আমরা ফেরত পাঠাতে এক পায়ে দাঁড়িয়ে। তবে কবে নেবে, তার কোনো ডেট এখনো ঠিক হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনাদের বলার পর মিয়ানমার সীমান্তে বোমাবাজি কমেছে। তবে জিরো লাইনে ৫ হাজার রোহিঙ্গা আছে। আমরা চীনকে বলেছি, মিয়ানমারকে তারা যেন বলে এসব রোহিঙ্গাদের ভেতরে নিয়ে যাও।

 

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সিদ্ধান্ত গত ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর ধরা হবে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

তবে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসেই ভারতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠানোর ঘোষণা দিয়েছিল।

২০২১ সালের জানুয়ারিতে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. সহিদুল ইসলাম।
রাষ্ট্রদূত হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সেলর এবং মিনিস্টার বা মিশন উপ-প্রধানের দায়িত্বও পালন করেন সহিদুল।

সহিদুল ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

আন্তর্জাতিক

আড়াই দশক পর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি হলেন গান্ধী পরিবারের বাইরের কেউ।

বিপুল ভোটের ব্যবধানে জিতে সভাপতির পদে বসলেন ‘সোনিয়া-অনুগত’ মল্লিকার্জুন খড়গেই।

ভোটে খড়গের থেকে অনেকটাই পেছনে রয়েছেন আরেক প্রার্থী শশী থারুর। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায়, নির্বাচনে ভোট পড়েছিল ৯৩৮৫টি, তার মধ্যে মল্লিকার্জুন পেয়েছেন ৭৮৯৭ ভোট। শশী থারুরের ঝুলিতে গেছে ১০৭২ ভোট।
তার ফলে কংগ্রেস সভাপতি পদে আসীন হলেন মল্লিকার্জুনই। বাতিল হয়েছে ৪১৬ ভোট।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটির (সিইএ) তথ্য বলছে, ভারতজুড়ে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭।

প্রতি ২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল।

তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ ‘ভারত যাত্রী’। সভাপতি নির্বাচনের জন্য গোপন ব্যালটে হয় ভোটগ্রহণ। এ প্রথমবার ভোটদাতাদের কিউআর কোডসহ পরিচয়পত্র দেয় সিইএ। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোটগ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসারও নিয়োগ করে কংগ্রেস।

১৯৯৮ সালের পর এ প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ হতে চলেছেন। এর আগে গান্ধী পরিবারের বাইরে ওই পদে ছিলেন সীতারাম কেশরী।