খেলাধুলা

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টানা ১৮ ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে মরিয়া নাজমুল হোসেনরা।

শনিবার ভোরে নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে হারের খোলস ভেঙে বেরিয়ে আসার মিশনে নামবে বাংলাদেশ। ম্যাচটি আবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। প্রথম দুটি হেরেছেন টাইগাররা। এবার শেষ ম্যাচে জয় পেলে অন্তত হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো যাবে। শেষ ম্যাচটা যেন জিততে পারে দল সে জন্য দোয়া চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্তর ভাষায়, দলে অভিজ্ঞতার ঘাটতি আছে। তবে জুনিয়রদের পারফরম্যান্সে খুশি তিনি।

শান্ত বলেন, প্রথমত আমার কাছে মনে হয় এই দলটা আগের দল থেকে একটু নতুন। সেই তুলনায় আমি বলব বেশ কিছু ভালো জিনিস ছিল আমাদের। আমি একটু আগেই যেটা বললাম রিশাদের বোলিং, শরিফুল নতুন বলে যে রকম বোলিং করছে। হ্যাঁ, ২০০৭ থেকে এখন পর্যন্ত লম্বা সময় চিন্তা করলে এই জায়গায় আরেকটু কীভাবে একটা দল হিসেবে আমরা খেলতে পারি, এটা ভাবতে হবে।

হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চেয়ে তিনি বলেন, ব্যক্তিগত দুই-একটা পারফরম্যান্স হচ্ছে কিন্তু দল হিসেবে ওই পারফরম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরনের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।

নেপিয়ারে নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, এই কন্ডিশনে আগেও খেলেছি, টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় পরিকল্পনা আরেকটু বেটার হতে পারত আমার ব্যাটিং নিয়ে। কিন্তু দুটা ইনিংস গেছে, আমি চিন্তা করছি না কারণ একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিদিন রান করব এমন না। যেদিন রান করব সেদিন যেন ইনিংসটা ইমপ্যাক্টফুল হয়।

 

খেলাধুলা

গত এশিয়া কাপের সময় একটি ঘটনা আলোচিত হয়েছিল বেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকালে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের।

কিন্তু স্ট্রাইকে থাকা দুই ব্যাটার ফজল হক ফারুকী ও রশিদ খানকে দেখে মনে হয়নি তারা জানতেন বিষয়টি।

এ নিয়ে পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখ। তিনিই এখন বাংলাদেশ দলের নতুন ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দিচ্ছেন, অন্তত নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করবেন মহসিন।

তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মহসিন আমাদের সঙ্গে এই দুই সিরিজে কাজ করবে। দলের পক্ষ থেকে একটা চাওয়া ছিল ওর ব্যাপারে। ও তো অস্ট্রেলিয়ান নাগরিক। তো এরই মধ্যে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছে। ’

সবশেষ বিশ্বকাপেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় শ্রীনিবাসন চন্দ্রশেখরের। এরপর অন্তর্বর্তী দায়িত্ব পালন করেন নাসির আহমেদ। এবার নেওয়া হচ্ছে মহসিনকে। নিউজিল্যান্ড সিরিজে তার কাজ পছন্দ হলে স্থায়ী করা হবে বলেও জানিয়েছেন জালাল।

বাংলাদেশে এর আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অ্যানালিস্ট ছিলেন তিনি। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে কাজ শুরু করেন মহসিন। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে কাজ করেছেন বিগ ব্যাশের কয়েকটি দলে।

আইপিএল ও পিএসএলেও কাজের অভিজ্ঞতা আছে তার। সবশেষ আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি।

খেলাধুলা

প্রায় দেড় যুগ ধরে দেশের ক্রিকেটে কিছু মুখ নিয়মিত। তারা এখন প্রায় সবাই-ই ক্যারিয়ার সায়াহ্নে।

সাকিব আল হাসানা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের বাইরে রেখে নিয়মিতই খেলতে হচ্ছে বাংলাদেশকে। কিছুদিন পর তাদের কেউই থাকবেন না স্বাভাবিকভাবে।

বড় মুখদের বেশ কয়েকজনকে ছাড়াই নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সোমবার রাতে টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন নাজমুল হাসান পাপন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পালাবদলের কথা মনে করিয়ে দেন তিনি।

পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, একটা জিনিস আমি আপনাদেরকে আরেকবার বলে নেই, আমাদের কিন্তু এখন একটা ট্রাঞ্জিশন ফেজ (পালাবদল) যাচ্ছে। এই কথাটা কেউ মাথায় রাখে না। কয় বছর…এক বছর, দুই বছর, তিন বছর এরপর কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে, তারা কিন্তু থাকবে না। এটাই স্বাভাবিক। ’

‘এক বছর, দুই বছর, তিন বছর পর সম্পূর্ণ নতুন দল নিয়ে আমরা যাদের সঙ্গে খেলি এখন, এ সমস্ত দলের সঙ্গে খেলা কি সম্ভব? পারবে না তো! কাজে এই সুযোগটা যদি ওরা কাজে লাগাতে পারে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এখন থেকে যখন যে সুযোগ পাবে সে যেন এটা কাজে লাগায়। এই চেষ্টাটাই করা হচ্ছে। ’

কয়েক বছর পর বড় মুখদের অনুপুস্থিতিতে বাংলাদেশকে যেন ভুগতে না হয়, এজন্যই এখন নতুনদের তৈরি হওয়ার চেষ্টা চালাচ্ছে বিসিবি; এমনটি জানান পাপন। তিনি বলছেন, উপমহাদেশের অন্য দেশগুলোর মতো ৩-৪ বছর ধরে ভুগতে চান না তারা।

পাপন বলেন, ‘যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো। মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না। ’

‘অনেক দেশ আছে তিন-চার বছরেও ওরকম দল গড়ে তুলতে পারেনি। আমাদের যেন ওই সময়টা না লাগে, এক-দেড় বছরের মধ্যে আমরা যেন ভালো দলে পরিণত হই। ’

খেলাধুলা

জিততে হলে রান তাড়ার রেকর্ড গড়তে হবে; এমন সমীকরণ সামনে রেখে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের বোলার বিশেষ করে স্পিনারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছেন না কিউই ব্যাটাররা।আর তাতে চতুর্থ দিন বিকেলেই বড় জয়ের ঘ্রাণ পাচ্ছে স্বাগতিক দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জয় থেকে এখনও ২৫০ রান দূরে তারা। আর বাংলাদেশের চাই ৪ উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে কোনো উইকেট হারায়নি তারা। কিন্তু সাউদির করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন শান্ত। ১৯৮ বলে ১০৫ রানের দুর্দান্ত একটি ইনিংসের ইতি হয় তাতে।

এরপর মুশফিকুর রহিমের সঙ্গী হয়েছিলেন শাহাদাৎ হোসেন দীপু। কিন্তু তিনি বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ১৮ রান করে এলবিডব্লিউ হয়েছেন তিনি।

মুশফিকও হন এলবিডব্লিউ। ১১৬ বলে ৬৭ রান করার পর এজাজ প্যাটেলকে এগিয়ে এসে খেলতে গিয়ে হন এলবিডব্লিউ। পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। তিন স্বীকৃত ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর হাল ধরেন মেহেদী হাসান মিরাজ।

কিন্তু তিনি হাফ সেঞ্চুরি তুলে নিলেও অপর পাশের ব্যাটাররা লম্বা সময় সঙ্গ দিতে পারেননি। ২৭ বলে ১০ রান করেন নুরুল হাসান সোহান, ৭ বলে ১০ রান আসে শরিফুলের ব্যাট থেকে। ৩৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ।  ৭৬ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

৩৩২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারে ওপেনার টম ল্যাথামকে শূন্য রানে ফেরান শরিফুল ইসলাম। এরপর দশম ওভারের শেষ বলে তাইজুলের শিকার হন কেইন উইলিয়ামসন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ানকে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ১১ রানে।

এরপর নতুন আসা হেনরি নিকোলসও (২) বেশিক্ষণ টেকেননি। মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে বল তার ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় নাঈম হাসানের হাতে। বিপর্যয়ের মুখে হাল ধরতে পারেননি ওপেনার ডেভন কনওয়ে (২২)। দীর্ঘ সময় ক্রিজে কাটানো এই ব্যাটারকে বিদায় করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিজাদুর কোনো জবাব দিতে পারেননি নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল (৬) ও গ্লেন ফিলিপস (১২)। এর মধ্যে ব্লান্ডেলকে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় ও ম্যাচে সপ্তম উইকেটের দেখা পান তাইজুল। এরপর ২০ রান যোগ হতেই আঘাত হানেন নাঈম হাসান। তার বলে লেগ বিফোর হয়ে বিদায় নেন ফিলিপস।

খেলাধুলা

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপরর জোড়া গোল করেন তহুরা খাতুন।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

কোচ সাইফুল বারী টিটুর অধীনে মেয়েদের এটা প্রথম জয়। সাফের শিরোপা এনে দেওয়ার পর কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন।

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে।

খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডিফেন্ডার আফিদা খাতুন হেডে গোল নিশ্চিত করেন।

১৬ মিনিটে মাঝমাঠ থেকে মারিয়া মান্ডা দুইজনকে কাটিয়ে বল দেন তহুরা খাতুনকে। তহুরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৬০ মিনিটে লম্বা শট নিয়েছিলেন মাসুরা পারভীন। বক্সের ভেতরে উড়ে আসা সেই বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্লেসিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তহুরা।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী), সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন (আকলিমা।

খেলাধুলা

মুমিনুল হক সংবাদ সম্মেলনে কথা বলছেন তখনও। তার গলার স্বর নিচু, এরপরও কথা বলছিলেন খুব হেয়ালি ভঙ্গিতে।

কাইল জেমিসন খেয়ালই করেননি সেটি। রুমে ঢুকেই হুড়মুড়িয়ে গেলেন কথা বলার ডায়াসের দিকে। পরে অবশ্য মুমিনুলকে খেয়াল করে পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি।

মাঠের বাইরের মতো মুমিনুল হকের সঙ্গে জেমিসনের সাক্ষাৎ হয়েছিল পিচেও। দুজনের উচ্চতায় তফাৎটা অনেক বেশি। একজন ছয় ফুট ছাড়িয়ে আরেকজন পাঁচের চেয়ে একটু বেশি। ওই সুবিধা কাজে লাগিয়ে জেমিসনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মুমিনুল।

ওই উইকেটে বদলে যায় ম্যাচের মোড়। সাউদির সঙ্গে জেমিসনের ৫২ রানের জুটি ভাঙে, নিউজিল্যান্ডেরও লিডটা বেশি বড় হয়নি। বাংলাদেশই এখন দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে এগিয়ে। সামনে এখনও দুদিন, বাংলাদেশের হাতে সাত উইকেট; এই রানটা কোথায় গিয়ে ঠেকতে পারে?

দিনের শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল বলেছেন, ‘এটা বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০-ও হতে পারে, ৩৫০-ও হতে পারে। কালকের ওপর নির্ভর করে। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশ হলে ঠিক আছে। ’

তার কাছে এ নিয়ে প্রশ্ন আসে এরপরও। ম্যাচের এখনও দুদিন বাকি। বাংলাদেশের হাতে সময়ের সঙ্গে উইকেটও আছে। ফলও আসার কথা এ ম্যাচে। প্রশ্ন শেষ করার আগেই মুমিনুল বলেন, ‘রেজাল্ট হয়ে যাবে ইন শা আল্লাহ। ’

এরপর নিজেদের কেমন পরিকল্পনা হবে তা নিয়ে মুমিনুল জানান, ‘স্বাভাবিক ক্রিকেট খেললেই ভালো। যত পারা যায় ওদের দিক থেকে খেলা নিয়ে আসতে হবে। টেস্ট ক্রিকেটটাই এমন। ধৈর্য ধরে বল করতে হবে। স্বাভাবিক ব্যাটিং করতে হবে। ’

২৬ রানে দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্তর সঙ্গী হয়ে দলকে খুব ভালোভাবে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল। কিন্তু দুজনের ৯০ রানের জুটি ভাঙে রান আউটে। মিড অফে বল ফেলে রান নিতে দৌড় শুরু করেন মুমিনুল, কিন্তু তখনও বলের দিকে তাকিয়ে ছিলেন শান্ত। মুমিনুল মাঝপথ থেকে ফেরার আগেই স্টাম্প ভেঙে যায়।

ওই রান আউট পোড়াচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, ‘না ভোগাচ্ছে না ভাই। ক্রিকেটে এটা হতেই থাকে, হবে, স্বাভাবিক। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও জানেন, আমি এসব নিয়ে মন খারাপ করি না। দলের জন্য যতটুকু অবদান রাখা যায়, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ’

প্রথম ইনিংসে ২৬৬ রানে ৮ উইকেট হারানোর পর ৭ রানের লিড পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের জন্য রান করা আরও কঠিনই হওয়ার কথা। কেমন লক্ষ্য আদর্শ হয় কিউইদের জন্য? এই প্রশ্ন করা হয়েছিল ডানহাতি পেসার জেমিসনের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘এটা আমাদের ব্যাটারদের কাছে প্রশ্ন হতে পারে। এই মুহূর্তে আমার কোনো ধারণা নেই। আমি এটাও নিশ্চিত না তারা কোথায় আছে। আমরা আগামীকালকে সকালে কিছু উইকেট নিতে চাই। যেন ব্যাটারদের জন্য অল্প লক্ষ্য থাকে। ’

খেলাধুলা

২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের ৯ম আসরে ২০টি দল অংশ নিবে। আজ বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে কোন কোন দল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার দেশ উগান্ডা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরাসরি সুযোগ পেয়েছে ১২টি দল। বাকি ৮টি দলকে যোগ্যতা অর্জন করতে হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আটে শেষ করা আটটি দলও সরাসরি সুযোগ পেয়েছে। তারা হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও শ্রীলংকা।

এই আটটি দলের বাইরে ২০২২ সালের ১৪ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে ক্রমতালিকায় থাকা বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে খেলবে।

এছাড়া আটটি দলকে যোগ্যতা অর্জন করে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে হয়েছে। পাঁচটি অঞ্চলে হয়েছিল যোগ্যতা অর্জন পর্বের লড়াই।

আফ্রিকা অঞ্চল থেকে- নামিবিয়া ও উগান্ডা।

যুক্তরাষ্ট্র থেকে- কানাডা

এশিয়া থেকে-নেপাল আর ওমান

ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে- পাপুয়া নিউগিনি

ইউরোপ থেকে- আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

খেলাধুলা

আজ মঙ্গলবার সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে বাংলাদেশ দল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব বোধ করবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। তাদের ছাড়া হোম সিরিজে বড় চ্যালেঞ্জে পড়েছে দল, এমনটা আগেরদিন বলেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এবার প্রতিপক্ষ অধিনায়ক টিম সাউদিও জানালেন, সাকিবের অভাব নিশ্চয়ই বোধ করবে বাংলাদেশ। চোটের কারণে খেলছেন না সাকিব আল হাসান। নেই তামিম ইকবালও। ছুটিতে আছেন লিটন দাস। চোটে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। তবে সাউদি মনে করছেন, সাকিবের অভাবই বেশি টের পাবে স্বাগতিকরা।

সাউদি বলেন, ‘অবশ্যই, সাকিব লম্বা সময় ধরে দারুণ একজন খেলোয়াড়। অনেক বছর ধরে সে বাংলাদেশের দুর্দান্ত খেলোয়াড়। লিটনও মানসম্পন্ন খেলোয়াড়। সে অতীতে আমাদের বিপক্ষে ভালো করেছে। আমি মনে করি, তাদের না পাওয়ার অভাব বোধ করবে বাংলাদেশ। একই সঙ্গে এটা অন্য অনেকের জন্য এগিয়ে এসে শূন্যস্থান পূরণ করার ভালো সুযোগ। কারণ ওই জায়গাগুলো অনেকদিন ধরে দখলে রেখেছে ওই দুজন।’

সাউদি আশা করছেন, স্পিনবান্ধব উইকেট হবে। তাদের বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার থাকায় ভালো কিছু করতে পারবেন বলে মনে করেন কিউই অধিনায়ক।

তিনি বলেন, ‘উইকেট দেখলাম, এখানে বেশি টেস্ট খেলা হয়নি। ভালো উইকেট আশা করছি। পাকিস্তানে এ বছরের শুরুতে খেলেছি আমরা। ছেলেদের এমন উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। নিউজিল্যান্ডে পেস বড় ভূমিকা রাখে। এখানে হয়তো স্পিনের ভূমিকা বেশি থাকবে। আমাদের মানসম্পন্ন স্পিনার আছে, যাদের টেস্টে ভালো রেকর্ড আছে। উইকেট থেকে সকালে বোলাররা সুবিধা পেতে পারে। সব মিলিয়ে উইকেট ভালোই মনে হচ্ছে। এখানে ভিন্ন শক্তি কাজে লাগাতে হবে। নিউজিল্যান্ডে স্পিন বড় ভ‚মিকা রাখবে না, তবে এখানে স্পিন সহায়কই হতে পারে।’

খেলাধুলা

অস্ট্রেলিয়ার জশ ইংলিশের সেঞ্চুরি ম্লান করে অধিনায়ক সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত। গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ইংলিশ ৫০ বলে ১১০ রান করেন। ৪২ বলে ৮০ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন সূর্য।

ওয়ানডে বিশ^কাপের ফাইনালের চারদিন পর বিশাখাপতœমে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে ভারত ও অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮ বলে ৩১ রানের সূচনা করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার স্টিভেন স্মিথ ও ম্যাথু শর্ট। জুটিতে ১৩ রান তুলে ফিরেন শর্ট।

এরপর দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন স্মিথ ও ইংলিশ। ভারতীয় বোলারদের উপর ব্যাট হাতে তান্ডব চারিয়ে ৪৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন ইংলিশ। এর মাধ্যসে সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরিতে অ্যারন ফিঞ্চের সঙ্গী হলেন তিনি। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ফিঞ্চ।

১৮তম ওভারে ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হওয়ার আগে ৫০ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় ১১০ রান করেন ইংলিশ।

স্মিথের সাথে ৬৬ বলে ১৩০ রানের জুটি গড়েন তিনি। স্মিথ ৪১ বলে ৫২ রান করেন। ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের কৃষ্ণ ও রবি বিষ্ণোই ১টি করে উইকেট নেন।

জবাবে ২২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১১২ রান যোগ করে ভারতকে লড়াইয়ে ফেরান ইশান কিশান ও সূর্যকুমার যাদব। কিশান ২টি চার ও ৫টি ছক্কায় ৩৯ বলে ৫৮ রানে আউট হলেও, দলের জয়ের পথ সহজ করে থামেন সূর্য। ৯টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে ৮০ রান করেন তিনি।

১৮তম ওভারে সূর্য আউট হওয়ার সময় ভারতের সমীকরন দাঁড়ায় ১৪ বলে ১৫ রান । শেষ ওভারে ৭ রানের দরকারে প্রথম ৫ বলে ৩ উইকেট হারিয়ে ৬ রান নিয়ে ম্যাচ টাই করে ভারত। শেষ বলে ভারতের জয় নিশ্চিত করেন ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকা রিঙ্ক সিংু।

আগামী ২৬ নভেম্বর থিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

খেলাধুলা

সিলেটে টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। গত দুই দিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘাম ঝরানো অনুশীলন করেছে দু’দলই খেলোয়াড়রা।

শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রাউন্ড-২ অনুশীলন করে নিউজিল্যান্ড দল। একই সময়ে গ্রাউন্ড-১ অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলে আসা নিউজিল্যান্ড এবার সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের সেরাটাই দিতে চায়। অপরদিকে, বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এবার ঘরের মাঠে নতুন উদ্যামে শুরু করতে চায় টাইগাররা।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৮ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ এ। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।

ইনজুরির কারণে হোম সিরিজে নেই অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ড দলের ১০ জন আছেন তাদের টেস্ট স্কোয়াডে। টিম সাউদির নেতৃত্বে সফরকারী নিউজিল্যান্ড লড়াই করবে বাংলাদেশের বিপক্ষে।

দশ বছর পর বাংলাদেশ সফরে টেস্ট খেলতে এসেছে কিউইরা। তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা। দুই দলের নয়টি দ্বিপাক্ষিক সিরিজে ১৭ টেস্টের মধ্যে ১৩টি জিতেছে কিউইরা ও ১টিতে বাংলাদেশ। ৩টি হয় ড্র। নিউজিল্যান্ডের মাটিতে গত বছর পেয়েছিল একমাত্র জয়টি। কিউদের বিপক্ষে ঘরের মাঠে ৬টি ম্যাচ খেলে টাইগাররা ড্র করেছে তিনটিতে। জয় এখনো অধরা। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলো নিউজিল্যান্ড।