খেলাধুলা

আগের দুই ম্যাচের কোনোটিতেই ব্যাটিং ছিল না আশা জাগানিয়া। শেষদিনে এসে ৪১৪ রান এমনিতেই প্রায় অসম্ভব, দশ উইকেট হাতে নিয়েও ম্যাচ বাঁচানোটা ছিল বেশ কঠিন।

সেটি করতে পেরেছে স্বাগতিকরা। মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি করেছেন, পুরো দিনে কেবল ৪ উইকেট হারানো বাংলাদেশ ম্যাচ ড্র করেছে।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচের সিরিজের শেষটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল। শেষ ম্যাচটি ড্র হয়েছে। এর আগে প্রথম ম্যাচ ড্র হলেও দ্বিতীয়টিতে জয় পায় ক্যারিবীয়রা।

তৃতীয় চারদিনের ম্যাচে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪৫ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় ২০৫ রানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২০ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বড় রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ৩০৪ রান তুললে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২৮ ও জাকির হাসান ১৪ রান নিয়ে দিন শুরু করেন। হাফ সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে সাজঘরে ফেরত যান জাকির। ৬ চারে ৯৫ বলে ৪৩ রান করে কেভিন সিনক্লেয়ারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

সাবেক টেস্ট অধিনায়ক ও সাদা পোশাকে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার মুমিনুল হক প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও খুব বড় কিছু করতে পারেননি। ১২ বলে ৫ রান করে সিনক্লেয়ারের বলে এলবিডব্লিউ হন তিনি।

এরপর অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন মাহমুদুল। ৫ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৩৮ রান করে সাইফ আউট হন। তারপর ইয়াসির আলি রাব্বির সঙ্গে বড় জুটি হয় মাহমুদুলের। এর মধ্যে মাহমুদুল পান সেঞ্চুরির দেখা।

ধৈর্য ও ম্যাচ বাঁচানোর তাড়না ছিল তার পুরো ইনিংসে। ১৪ চারের ইনিংসে ২৬৮ বল খেলে ১১৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। ৬ চারে ৮৫ বলে ৬৭ রান করে অবশ্য ইয়াসির আউট হন সিনক্লেয়ারের বলে। দিনের বাকি সময় মাহমুদুলের সঙ্গী ছিলেন শাহাদাৎ হোসেন দীপু। ৩৯ বলে তিনি ২০ রান করেন তিনি।

খেলাধুলা

শনিবার লিগ ওয়ানের ফাইনালে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে দলীয় অনুশীলনের সময়ে কিলিয়ান এমবাপ্পের নেওয়া বুলেট গতির শট গ্যালারিতে থাকা এক নারীর মুখে লেগে নাক ফেটে যায়।

অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে।

এরপর ওই নারীকে ডাগআউটে এনে প্রাথমিক শুশ্রূষা দেন পিএসজির চিকিৎসকরা। এমবাপ্পে অনুশীলন থামিয়ে সেই নারীর কাছে গিয়ে ক্ষমা চান।

এর আগে কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ম্যাচের আগে অনুশীলনের সময় এমবাপ্পের শটে ছিটকে যান এক ভক্ত।

শনিবার এই অঘটনের রাতে শিরোপা উল্লাসে মেতেছে পিএসজি। স্ত্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করে পিএসজি। শিরোপা জয়ের জন্য একটি পয়েন্টই যথেষ্ট ছিল তাদের।

খেলাধুলা

অনেকটা হুট করেই নারী ফুটবল দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। নিজের সিদ্ধান্তে একদমই অনড় তিনি।

চলতি মাস শেষেই ছাড়বেন দায়িত্ব। তবে তার দায়িত্ব ছাড়ার খবরে অনেকটাই অবাক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশেষ করে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঘুণাক্ষরেও টের পাননি ছোটন পদত্যাগ করবেন।
নারী ফুটবলে বয়সভিত্তিক থেকে শুরু জাতীয় দল পর্যন্ত যত সাফল্য, তার সবগুলোই এসেছে ছোটনের হাত ধরে। গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা এনে দেন ৫৪ বছর বয়সী এই কোচ। এমন একজনকে হারাতে চায় না বাফুফে। তাই তাকে ধরে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কিরণ।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা রাখতে চাই, রাখতে চাইব না কেন? তিনি দীর্ঘদিন ধরে মেয়েদের সঙ্গে কাজ করছেন, মেয়েদের তিনি নিজের সন্তানের মতো দেখেন। উনাকে আমরা রাখব না কেন? অবশ্যই রাখব। ’

মৌখিকভাবে বললেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি ছোটন। কিরণ বলেন, ‘দেখুন আপনাদের মতো আমিও সংবাদমাধ্যমে দেখেছি বা শুনেছি, যেটা বলেন। আজ আমি ছোটন ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং ছোটন ভাই আমাকে যেটা বলেছেন, তিনি মূলত অনেক ক্লান্ত। সেই কারণে তিনি কাজ করতে চাচ্ছেন না, থাকতে চাচ্ছেন না। আমি বিষয়টা বাফুফে প্রেসিডেন্টকে (কাজী সালাউদ্দিন) জানিয়েছি। এখন যা করার ফেডারেশন সিদ্ধান্ত নেবে। তিনি (ছোটন) আমাদের আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেননি। আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে, সেটা প্রেসিডেন্টকে জানিয়েছি। ’

সেপ্টেম্বরে সাফ জয়ের পর আর মাঠেই নামেনি জাতীয় নারী ফুটবল দল। অর্থ সংকটের কারণে অলিম্পিক বাছাই খেলার জন্য দল পাঠানো হয়নি। এছাড়া সাম্প্রতিক ফিফা উইন্ডোগুলোতে কোনো ম্যাচ ছাড়াই কাটাতে হয়েছে সাবিনা-সানজিদাদের। এর মাঝেই অবসরের সিদ্ধান্ত নেন তিন ফুটবলার। কিরণ জানালেন আগামী জুলাইয়ে আবারও মাঠে নামবে জাতীয় দল।

তিনি বলেন, ‘আমাদের খেলা জুলাই মাসে হবে। যখন-তখন তো আমরা খেলতে পারব না। আমাদের ফিফা উইন্ডোতে খেলতে হয়। জুলাইতে আমাদের মঙ্গোলিয়ার সঙ্গে খেলা আছে। ’

‘সেই উইন্ডোগুলোতে আয়োজন করতে পারিনি, কারণ আমরা যেই দলগুলোকে চিঠি দিয়েছিলাম। তারা কেউ বাংলাদেশে আসতে চায়নি এবং আমাদের হোস্ট করতে চায়নি। সে কারণেই হয়নি। ’

খেলাধুলা

খেলা থেকে অবসর নিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে খেলা থেকে অবসর নিলেও টেনিসকে ভুলছেন না।

আসছে ফ্রেঞ্চ ওপেনের নতুন রূপে দেখা যাবে তাকে। ফিরছেন ধারাভষ্যকার হিসেবে। খবর স্পোর্টস স্টার।

এ বছরই খেলার পাট চুকিয়ে টেনিস ব্যাট তুলে রাখেন সানিয়া। তবে নতুন অ্যাসাইন্টমেন্ট নিয়ে তিনি বলেন, ‘সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। আশা করব আমি ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে যাবে তারা।’

৩৬ বছর বয়সি সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।’

প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন তিনি।

খেলাধুলা

অবশেষে আসন্ন এশিয়া কাপ আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলে সমর্থন দিতে রাজি হয়েছে ভারত। তবে এ ক্ষেত্রে এক শর্ত জুড়ে দিয়েছে তারা। এ জন্য দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে হবে পাকিস্তানকে।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ইতোমধ্যে পিসিবির হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। ফলে তাতে সহমত না জানানোর খুব কম বিকল্প আছে ভারতের। পরিপ্রেক্ষিতে মডেলটি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে তারা।

মূলত বিপাকে পড়ে এ পথ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুধু তাই নয়, প্রয়োজনে এ মডেল ঢেলে সাজাতে পরামর্শ দিতেও চেয়েছে তারা।

কিন্তু সেই অচলাবস্থা ভাঙতে পারে কেবল একটি শর্তে। এ জন্য ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে পাকিস্তানকে। বিষয়টি নিশ্চিত করতে বিসিসিআইকে লিখিত দিতে হবে পিসিবিকে।

আগামী ২৭ মে ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ বৈঠক হবে (এসজিএম)। সেখানেই বিষয়টি চূড়ান্ত করা হবে।

এর আগে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলা নিয়ে অনড় ছিল ভারত। অবশেষে অবস্থান বদলেছে তারা। কারণ বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশে সফর করতে রাজি নয় ভারত। নেপথ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছে তারা।

বিষয়টি মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য হাইব্রিড মডেল প্রস্তাব করেছে পিসিবি। সে অনুযায়ী, এ টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারবে টিম ইন্ডিয়া। বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে। অবশ্য তাদেরও দুবাইয়ে খেলতে হবে।

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৬তম আসরের গ্রুপ পর্বের খেলা শেষ। টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করে প্লে-অফে জায়গা করে নিয়েছে চারটি দল।

বিশ্বের কোটিপতি এই ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ খেলা সত্ত্বেও গ্রুপপর্ব থকেই বিদায় নেয় বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিময় ম্যাচে ৫ উইকেটে ১৯৭ রানের বিশাল স্কোর গড়েও হেরে যায় বেঙ্গালুরু। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে প্লে-অফের আগেই বিদায় নেয় কোহলিরা।

কোহলিদের বিদায়ে কোনো সমীকরণ ছাড়াই চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে আইপিএলের রেকর্ড পাঁচ আসরের শিরোপাজয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স।

সবার আগে প্লে-অফ নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। তারা ১৪ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

১৭ পয়েন্ট করে নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্ট।

১৪ পয়েন্ট করে নিয়ে লিগ টেবিলের পঞ্চম ও ষষ্ঠ দল হিসেবে আইপিএল ১৬তম আসর শেষ করে রাজস্থান রয়েলস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১২ পয়েন্ট করে নিয়ে সপ্তম ও অষ্টম দল হিসেবে আইপিএল এবারের আসর শেষ করে কলকাতা নাইট রাইডার্স ও প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস।

১০ ও ৮ পয়েন্ট করে নিয়ে নবম ও দশম দল হিসেবে আসর শেষ করে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

আগামীকাল মঙ্গলবার রাত ৮টায় চেন্নাইয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ২৮ মে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ফাইনালে।

২৪ মে বুধবার এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। আহমেদাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনালে খেলবে।

খেলাধুলা

বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের নাজেহাল করে ছাড়ল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একমাত্র টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে (৪-১ ) এবং একমাত্র টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে পাকিস্তান।

বুধবার একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে হেরেছে পাকিস্তানের কাছে। এর আগে সফরকারী পাকিস্তানের কাছে চার দিনের একমাত্র টেস্ট ১০ উইকেটে এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।

বুধবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করেতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ যুব দল।

উদ্বোধনী জুটিতে মঈন ইসলাম তন্ময়ের সঙ্গে ৯ ওভারে ৭২ রান করেন জিশান আলম। তিনি দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। আরেক ওপেনার মঈনুল করেন ২১ রান।

অধিনায়ক আহরার আমিন ১০ বলে করেন ২০ ও আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ রান করেন। শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি ১৩ বলে ১১ এবং আশিকুর রহমান শিবলি ১২ বলে অপরাজিত ১৮ রান করেন।

১৬০ রানের টার্গেট তাড় করতে নেমে ৫ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় পাকিস্তান যুব দল। দলের জয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করেন শামিল হোসেন। ২২ বলে ৪১ রান করেন মিনহাজ।

খেলাধুলা

দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের গতিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড ক্রিকেট দল। ২৪৭ রানের টার্গেট তাড়ায় ৫ ওভারে ২৭ রানের দুই তারকা ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে আইরিশরা।

মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের (৬১) ফিফটি আর নাজমুল হোসেন শান্তর ৪৪ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। এছাড়া ৩৪ ও ৩১ বলে ২৭ রান করে করেন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। ২১ বলে ২০ রান করেন সাকিব আল হাসান।

এদিন ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে জশ লিটলের ফুললেংথ বলে এলবিডব্লুউ হয়ে শূন্যরানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস।

দলীয় ১৫ রানে ৩.৫ ওভারে মার্ক এডেয়ারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হন অধিনায়ক তামিম ইকবাল। ১৯ বলে ১৪ রান করে ফেরেন তিনি।

দারুণ খেলতে থাকা সাকিব আল হাসান ফেরেন বাজেভাবে আউট হয়ে। গ্রাহাম হিউমের লেংথ বলে বোল্ড হয়ে যান তিনি। ২১ বলে ২০ রান করে সাকিব আউট হলে ভাঙে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৭ রানে জুটি। ৫২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬৩ বলে ৫০ রানের জুটি গড়ার পর থামেন নাজমুল হোসেন শান্ত। ক্যাম্ফারের বলে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ারে লেগে থাকা ফিল্ডারের কাছে ক্যাচ তুলে দেন শান্ত।

সাজঘরে ফেরার আগে ৬৬ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন শান্ত। তার বিদায়ে ২১.৪ ওভারে ১০২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৩১ বলে ২৭ রান করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন তাওহিদ হৃদয়।

ষষ্ঠ উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৬৬ বলে ৬৫ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। ৩৪ বলে চার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে ফেরেন মিরাজ।

সপ্তম উইকেটে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে ৪৪ বলে ৩৩ রানের জুটি গড়েন মুশফিক। এই জুটিতেই দলীয় স্কোর দুইশ পার হয়। ৭০ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৬১ রান করে ফেরেন মুশফিকুর রহিম।

৪৪.৫ ওভারে দলীয় ২২০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মুশফিকের বিদায়ে স্বীকৃত সব ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর ২৩ রানের ব্যবধানে ফেরেন তাইজুল ও শরিফুল। বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ২৪৬ রানে ইনিংস গুটায়।

খেলাধুলা

শেষ দিনে ইনিংস হার এড়াতে ৭ উইকেট হাতে রেখে আরও ১০৫ রান করতে হবে বাংলাদেশকে।

শাহজাইব খানের সেঞ্চুরিতে পাকিস্তান বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বাংলাদেশ। আশিকুর রহমান, শাহরিয়ার সাকিবদের দারুণ ব্যাটিংয়ে ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক যুবারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৬ রান। ইনিংস হার এড়াতে তাদের করতে হবে আরও ১০৫ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৪৯ রানের জবাবে শাহজাইবের ১৭৪ রানের সৌজন্যে ৪২০ রান করে পাকিস্তান। পায় ২৭১ রানের লিড।

বাংলাদেশের পক্ষে বল হাতে ৫ উইকেট নেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি। পরে ব্যাট হাতে লড়াই জমান আশিকুর, সাকিবরা। দারুণ ব্যাটিংয়ে ৭৯ রান করেন আশিকুর।

দিনের শুরুতেই দুই উইকেট নিয়ে চারশর আগে পাকিস্তানকে থামানোর সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তৃতীয় ওভারে দারুণ ইনসুইং ডেলিভারিতে ওবাইদ শহিদকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন। পরের ওভারে আমির হাসানকে আউট করেন এই ডানহাতি পেসার।

তবে শেষ উইকেটে মোহাম্মদ ইসমাইলকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হতাশা বাড়ান আলি আসফান্দ। এই জুটিতে আসে ৪৫ রান। চারশ পেরিয়ে যায় পাকিস্তান।

চল্লিশে পা রেখে ওয়াসির ঝুলিয়ে দেওয়া ডেলিভারি দূর থেকে খেলতে গিয়ে ক্যাচ আউট হন আসফান্দ। শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।

২৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় ওভারে ইসমাইলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাজহারুল ইসলাম। প্রথম ইনিংসের মতো এবারও রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ওপেনার।

বাংলাদেশের হয়ে যু্ব টেস্টে দুই ইনিংসেই শূন্য (পেয়ার) রানে ফেরা প্রথম স্বীকৃত ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৪ সালে ডানহাতি পেসার নাজমুল হোসেন ও শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে লেগ স্পিনার রিশাদ হোসেন এই তিক্ত স্বাদ পান।

শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ধৈর্য্যের পরীক্ষা দেন আশিকুর ও আদিল বিন সিদ্দিক। দুজন মিলে ২২০ বলে যোগ করেন ৬৯ রান।

দ্বিতীয় সেশনের শেষ ওভারে সাদামাটা এক ডেলিভারিতে শেষ হয় আদিলের প্রতিরোধ। ওয়াহাজ রিয়াজের খাটো লেংথের ডেলিভারি ব্যাক ফুটে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৫ চারে ১০৫ বলে তিনি করেন ২৬ রান।

এরপর অধিনায়ক সাকিবকে নিয়ে শেষ সেশনে দলকে এগিয়ে নেন আশিকুর। আমিরের বলে দারুণ এক কাভার ড্রাইভে চার মেরে ১৫৯ বলে নিজের ফিফটি পূরণ করেন ডানহাতি ওপেনার।

অন্য প্রান্তে সাকিবও দেন দৃঢ়তার পরিচয়। আশিকুরের সঙ্গে তার জুটিতে আসে ১৮০ বলে ৯০ রান।

দিনের শেষ ভাগে আশিকুরের আলগা শটে ভাঙে এই জুটি। শেষ হয় তার ২০১ বলে ১০ চার ও ২ ছক্কার ইনিংস।

নাইটওয়াচম্যান একান্ত শেখকে নিয়ে বাকি সময় কাটিয়ে দেন ৪৭ রানে অপরাজিত সাকিব।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে): 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ১৪৯

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ১২৮.১ ওভারে ৪২০ (আগের দিন ৩৬৪/৭) (ওবাইদ ৬৭, আসফান্দ ৪০, আমির ০, ইসমাইল ১৪*; একান্ত ১৯-২-৮০-১, ইকবাল ২৮-৮-৮১-৪, পারভেজ ২৫-৭-৫৩-০, মাহফুজুর ২৮-৬-৯১-০, ওয়াসি ২৫.১-৭-৮৬-৫, জাকারিয়া ৩-০-১৪-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২য় ইনিংস: ৭০ ওভারে ১৬৬/৩ (আশিকুর ৭৯, মাজহারুল ০, আদিল ২৬, সাকিব ৪৭*, একান্ত ৫*; ইসমাইল ১২-১-৫১-১, আমির ১২-৫-২০-০, আসফান্দ ১৮-৭-২৮-০, ইবতিসাম ১২-৪-৩১-০, আরাফাত ১৩-৬-১৬-১, ওয়াহাজ ৩-১-২০-১)

খেলাধুলা

উর্বশী রাউতেলা ভারতীয় মডেল-অভিনেত্রী। সুন্দরী প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। ‘সিং সাব দি গ্রেট’, ‘সানাম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’ ও ‘পাগলপান্তি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয় দিয়ে আলোচনায় থাকতে না পারলেও আইটেম গার্ল হিসেবে পরিচিত উর্বশী এখন পৌঁছে গেছেন ক্রিকেট মহলে। কখনো ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে আবার কখনো পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে নিজের নাম জুড়িয়ে তাদের ধ্যানভঙ্গ করছেন উর্বশী- লোকে এমন কথা বলছেন।

কয়েক মাস আগে জন্মদিন উদযাপন করেন নাসিম, যাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন উর্বশী। এর আগে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন পেসার নাসিম শাহ। এরপরই পুরো লাইমলাইটে চলে আসেন পাক পেসার।

ঠিক তখনই নাসিম শাহের একটি ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে দেন উর্বশী। সঙ্গে জুড়ে দেন আতিফ আসলামের গান ‘কই তুঝকো না মুঝসে চুরা লে’।

নাসিম শাহের ২০তম জন্মদিনেও (১৫ ফেব্রুয়ারি) শুভেচ্ছা জানিয়েছেন উর্বশী। নাসিম শাহর একটি পোস্টের নিচে কমেন্টে উর্বশী লেখেন, ‘শুভ জন্মদিন নাসিম শাহ। পুলিশের (বেলুচিস্তান রাজ্যের) সম্মানজনক ডিএসপি পদে ভূষিত হওয়ায় অভিনন্দন।’

পরে সেই কমেন্টের জবাবও দিয়েছেন নাসিম। তিনি বলিউড অভিনেত্রীকে শুভেচ্ছার জন্য ‘ধন্যবাদ’ জানান।

উর্বশীর শুভেচ্ছাবার্তা ও নাসিমের ধন্যবাদে দুয়ে দুয়ে চার মেলাচ্ছিলেন দুই জগতের দুই তারকার ভক্ত-সমর্থকরা। তবে এ বিষয়টি নিয়ে এতদিন চুপই ছিলেন দুজন।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন নাসিম শাহ। এই পাক পেসার জানিয়েছেন, কাজটি তিনি নন, বরং তার ম্যানেজার করেছে।

তিনি বলেন, আমি তখন খেলছিলাম। আর এটা সবাই জানে যে, ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তাদের ম্যানেজাররা পরিচালনা করে। আর আমার জন্মদিনে যেসব তারকারা উইশ করেছেন সবাইকেই ধন্যবাদ জানানো হয়। যখন তিনি (উর্বশী) শুভেচ্ছা জানান, তখন আমার ম্যানেজার সেখানেও ধন্যবাদ লিখেছেন। গোটা বিষয়টি নিয়ে ইস্যু বানানো উচিত নয় বলেও মনে করেন নাসিম।

সূত্র: ক্রিকেট পাকিস্তান