খেলাধুলা

অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের রাজ্য তাজম্যানিয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার আশায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ তাজম্যানিয়া। ভৌগলিক অবস্থানে যেমন, তেমনি আরও অনেক কিছুতেই দেশের অন্যান্য অংশ থেকে অনেকটা আলাদা এই রাজ্য। আয়তন ও জনসংখ্যায় ৬ রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট এটি, জীবন এখানে অস্ট্রেলিয়ার অন্য রাজ্যগুলোর মতো জাঁকালো, গতিময় ও যান্ত্রিক নয়। পাহাড়-নদী-সাগরের মিশেলে অপরূপ এক স্বর্গ যেন। ডারওয়েন্ট নদীর শান্ত জলরাশির মতোই জীবন যেখানে বয়ে চলে আপন সুখের প্রবাহে। ক্রিকেটের সুরও এখানে ভিন্ন, খুব উঁচু স্বরে তা বাজে না।

রাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহর হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায় কদাচিৎ। এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট শুরুর পর ৩৪ বছরে টেস্ট ম্যাচ হয়েছে স্রেফ ১৪টি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর এই সাড়ে ৭ বছরে আর কেবল ১টি ওয়ানডে ম্যাচ দেখেছে এখানকার দর্শকেরা। এমনকি অনেক নিস্তরঙ্গ ভূমিও আন্দোলিত হয় যে সংস্করণের দাপটে, সেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ এখানে হয়েছে এবারের বিশ্বকাপের আগে এক যুগে কেবল ৩টি।

মাঠের দর্শক ধারণক্ষমতা ২০ হাজারের মতো। কোনো ম্যাচে একসঙ্গে ১৭ হাজারের বেশি দর্শক হওয়ার নজির এখনও নেই। তবে এই রাজ্যই অস্ট্রেলিয়াকে উপহার দিয়েছে তাদের ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের একজনকে। নাম তার রিকি থমাস পন্টিং। ব্যস, আর কোনো বাড়তি পরিচয়ের প্রয়োজন নেই।

পন্টিংয়ের জন্ম অবশ্য হোবার্টে নয়, তাজম্যানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর লঞ্চেস্টনে। তবে তিনি যে গোটা রাজ্যেরই গর্ব-ভালোবাসার প্রতিনিধি, সেটির প্রমাণ বেলেরিভ ওভালে তার নান্দনিক এক ভাস্কর্য।

এই মাঠেরই একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ডেভিড বুনের নামের। পন্টিংয়ের আবির্ভাবের আগে যাকে মনে করা হতো এই রাজ্যের সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার। ব্যাট হাতে শৌর্য, আইকনিক গোঁফ আর শারীরিক আকৃতি মিলিয়ে আভিজাত্যপূর্ণ উপস্থিতির কারণে তাকে বলা হতো ‘তাসমানিয়ান টাইগার।’ন-পন্টিংদের সেই ক্রিকেট ভূমেই এবার পা পড়েছে বাংলাদেশ দলের। হোবার্টেই নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ দিয়ে সোমবার সাকিব আল হাসানরা শুরু করবেন তাদের বিশ্বকাপ অভিযান।

যে মাঠে অস্ট্রেলিয়ার ম্যাচেও গ্যালারি পরিপূর্ণ হয় না, যে শহরে ক্রিকেটের প্রতি লোকের আগ্রহ কিছুটা থাকলেও উন্মাদনা নেই, সেই আঙিনায় বাংলাদেশকে নিয়ে বাড়তি উচ্ছ্বাসের কোনো কারণ নেই। তবে হোবার্টের আড়াই-তিন হাজার প্রবাসী বাংলাদেশির নিস্তরঙ্গ জীবনে রোমাঞ্চের উথাল-পাথাল ঢেউ বইয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচ।

ম্যাচটির জন্য প্রবল উত্তেজনা নিয়ে অপেক্ষায় তারা। পাশাপাশি আছেন শঙ্কায়ও, আবহাওয়ার পূর্বাভাস যে জানিয়ে দিচ্ছে বৃষ্টির চোখরাঙানির কথা! শহরের প্রবাসী বাংলাদেশিরা অনেকেই বললেন, তারা খুব করে চান, ম্যাচটি যেন হয়।

সেই একই চাওয়া থাকার কথা বাংলাদেশ দলেরও। প্রথম পর্বের নাটকীয় নানা সমীকরণ শেষে যখন চূড়ান্ত হলো প্রথম ম্যাচের প্রতিপক্ষ, বাংলাদেশ দলের আশার ক্যানভাসে তখন বাড়তি রঙের ছটা খেলে গেছে নিশ্চিতভাবেই। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর এমন সুযোগ তো সহসা মিলবে না!

বিশেষ করে, এই ম্যাচে প্রতিপক্ষ হতে পারত শ্রীলঙ্কাও। সেখানে নেদারল্যান্ডসকে পেয়ে জয়ে শুরুর হাতছানিটা স্পষ্ট করেই দেখার কথা সবার।

যদিও জয়ের হাতছানি থাকা মানেই, চূড়ান্ত লক্ষ্য ছোঁয়ার নিশ্চয়তা নয়। টি-টোয়েন্টি সংস্করণে ফেভারিট তত্ত্ব যে খুব একটা খাটে না, এটা বারবার যেমন প্রমাণিত হয়েছে, এবারের বিশ্বকাপও তেমনি সেই বার্তা দিয়েছে জোরালভাবেই। দলের সঙ্গে থাকা বিসিবির পরিচালক জালাল ইউনুস যেমন তুলে ধরলেন এই সংস্করণের সব দলের বাস্তবতা।

“আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব এই পর্বে যারা কোয়ালিফাই করেছে, তাদের সবারই সামর্থ্য আছে এবং তারা খুব শক্তিশালী দল। নিজেদের প্রমাণ করেই এখানে এসেছে। নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, তারা কিন্তু এই ফরম্যাটে খুব ভালো করেছে। তাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। তারা কিন্তু প্রমাণ করেছে, টি-টোয়েন্টিতে তারা খুবই শক্তিশালী দল। যাদের বিপক্ষেই আমরা খেলি, তারা সবাই খুবই শক্তিশালী।”

তার নিজের সেই ভাবনার ছোঁয়া তিনি দেখেছেন ক্রিকেটারদের মধ্যেও। কোনো দলকেই কম গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই জানালেন তিনি।

“আমি দলের কথা যেটা বলব, ওদের যে ব্রিফিংগুলো হচ্ছে, পরিকল্পনাগুলো হচ্ছে, তারা প্রতিটি দলকেই সিরিয়াসভাবে নিচ্ছে। তাদের মাথায় ছিল না কে আসবে (প্রথম রাউন্ড পেরিয়ে)… নেদারল্যান্ডস না হয়ে প্রতিপক্ষ অন্য কোনো দল থাকতে পারত, শ্রীলঙ্কা হতে পারত। সেটা যাই হোক, যে প্রতিপক্ষই হোক, তারা খুবই সিরিয়াস।”

কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞ একগাদা ক্রিকেটারকে নিয়ে গড়া নেদারল্যান্ডস দলকে এমনিতে খুব একটা দুর্বল ভাবার কারণ নেই। তাদের কাছে ২০১০ সালে ওয়ানডেতে ও ২০১২ সালে টি-টোয়েন্টিতে হারের অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। আর সত্যি বলতে, বাংলাদেশের এখন কোনো দলকে খাটো করে দেখার অবস্থা নেই। প্রতিপক্ষ নিয়ে ভাবনা তো পরে, নিজেদের অবস্থাই যাচ্ছেতাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি জয়ের খোঁজ চলছে গত ১৫ বছর ধরে!

টিম ডিরেক্টর খালেদ মাহমুদের যদিও বিশ্বাস, এবার সেই অপেক্ষার অবসান হবে।

“ছেলেরা সবাই অনেক ভালো ট্রেনিং করেছে। প্রস্তুতি ভালো হয়েছে। তবে আমরা একসঙ্গে এখনও আমাদের সেরা খেলাটা খেলিনি। আশা করি বিশ্বকাপেই খেলব। সেই বিশ্বাস আছে।”

“সবাই জানে কাজ ভালো হয়েছে। যার যার মতো করে কাজ করেছে। সবাই নিজের ভূমিকা জানে। বিশ্বাসগুলো এখান থেকেই এসেছে। সবাই কষ্টও করেছে অনেক। যথাযথভাবে অনুশীলন করেছে সবাই।”

তবে এর চেয়েও বেশি আশা, এমন বিশ্বাস, আরও বেশি সহায়ক কন্ডিশন ছিল গত আসরে। প্রাপ্তির পালা ছিল শূন্য। এবারও তাই দেশের ক্রিকেটের অপেক্ষা থাকবে উৎকণ্ঠা নিয়েই।

খেলাধুলা

২০১৫ সালে শেষবার বাংলাদেশের মাটিতে খেলেছিল ভারত। ৭ বছর পর আবারও দুই ফরম্যাটের সিরিজ খেলতে আসছে তারা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের পহেলা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত ।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর; সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টেস্ট সিরিজের ম্যাচ হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট ।

এরপর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর ।

ম্যাচগুলো চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ–ভারত সিরিজের সূচি–

তারিখ সূচি ভেন্যু
০১ ডিসেম্বর ২০২২ ঢাকায় আসবে ভারতীয় দল –
০৪ ডিসেম্বর ২০২২ প্রথম ওয়ানডে মিরপুর
০৭ ডিসেম্বর ২০২২ দ্বিতীয় ওয়ানডে মিরপুর
১০ ডিসেম্বর ২০২২ তৃতীয় ওয়ানডে মিরপুর
১৪-১৮ ডিসেম্বর ২০২২ প্রথম টেস্ট চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর ২০২২ দ্বিতীয় টেস্ট মিরপুর
২৭ ডিসেম্বর ২০২২ ভারতীয় দল বাংলাদেশ ছাড়বে

খেলাধুলা

মাঠে গড়ানোর আগেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। ম্যাচ শুরুর ৩০ মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের আকাশে মেঘের ঘনঘটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর যে কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।

বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টায় ম্যাচটি শুর হওয়ার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচটি।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ ছিল। শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়া তো দূরের কথা, ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্স দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। টপঅর্ডারের দুর্দশা যে কিছুতেই কাটছে না। ওপেনিংয়ে একের পর এক পরীক্ষা চালিয়েও মেলানো যাচ্ছে না কম্বিনেশন। মিরাজ-সাব্বিরকে দিয়ে চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সাব্বিরকে ছুড়ে ফেলতে হয়েছে। জায়গাটা পেয়ে এখনো খুব ভালো কিছু করে দেখাতে পারেননি স্ট্যান্ডবাই তালিকা থেকে চূড়ান্ত দলে ঢুকে পড়া সৌম্য সরকারও।

আশার কথা, আফগানদের বিপক্ষে না খেললেও এই ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল লিটন দাসের। বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ না থাকায় টিম কম্বিনেশন করতে এটাই শেষ সুযোগ বাংলাদেশের জন্য। তাই সেরা একাদশ নিয়েই এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামার ইঙ্গিত দিয়েছিল।

খেলাধুলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের কারণে এক মাস নিষিদ্ধ হলেন চট্টগ্রামের তারকা পেসার মেহেদী হাসান রানা।

nagad-300-250
মঙ্গলবার তার শাস্তির বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায়- বিসিবিতে নিবন্ধিত কোনো ক্রিকেটারের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় সংবাদপত্রে এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য মনে হয়েছে।

গত ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রানা লেখেন- যোগ্য মানুষ যোগ্য জায়গায় না থাকলে কাজ হবে না।

কেন তিনি এমনটি লেখেন- খোঁজ নিয়ে জানা যায়, ৫ অক্টোবর ভারত সফরের জন্য চার দিন ও এক দিনের ম্যাচের জন্য আলাদা দুটি দল ঘোষণা করে বিসিবি। কোনো সংস্করণের দলেই ছিলেন না বাঁহাতি পেসার রানা।

কিন্তু বিসিবির একজন নির্বাচক রানাকে ফোন করে ‘এ’ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা বলেন। পরদিন থেকে অনুশীলন শুরু হলেও সেখানে রাখা হয়নি রানাকে। রানা তখন ওই নির্বাচককে ১০-১২ বার ফোন করেন কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তাই ওই নির্বাচককে ইঙ্গিত করে রানা ফেসবুকে স্ট্যাটাস দেন।

জাতীয় লিগের চলতি আসরে চট্টগ্রামের হয়ে খেলছেন রানা। প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন তিনি। এক মাসের নিষেধাজ্ঞার কারণে লিগে আর খেলা হবে না তার।

মেহেদি হাসান রানা নিজের ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮টি প্রথম শ্রেণি, ৩৪টি লিস্ট ‘এ’ ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮২টি উইকেট শিকার করেন।

খেলাধুলা

রোববার অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের অষ্টম আসর শুরুর ঠিক দুদিন আগে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এলো।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুমতি নিয়ে সাব্বির রহমান রুম্মন এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে সৌম্য সরকার এবং পেস বোলার শরিফুলকে দলে যুক্ত করেছে বিসিবি।

বিশ্বকাপে অতিরিক্ত তালিকায় থাকা সৌম্য ও শরিফুল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও তাদের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলা দলগুলোর জন্য ১৫ থেকে ২১ অক্টোবর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আয়োজক কমিটি। এ সময়ে যে কোনও কারণেই দল পরিবর্তন করা যাবে। পরবর্তীতে কেবল ইনজুরির কারণেই দল পরিবর্তন করা যাবে। সেই সুযোগটি নিতে যাচ্ছে বিসিবি।

বিশ্বকাপের মূল দলে থেকেও জায়গা হারালেন সাব্বির ও সাইফউদ্দিন। দুজনে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। সাব্বির বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হন। সাইফউদ্দিনের বোলিং কোনও কাজেই আসছে না।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ে যান সৌম্য সরকার। এরপর ১১ মাস দলে জায়গা হয়নি তার। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে তাকে খেলানো হয় নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

দুই ম্যাচে আহামরি তেমন কোনো পারফরম্যান্স করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে করেন মাত্র ২৩ রান। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ৪ বলে মাত্র ৪ রান করেই আউট হন। এমন পারফরম্যান্সের পরও তাকে বিশ্বকাপ দলে নিল বিসিবি।

খেলাধুলা

তিন বছর পর জাতীয় দলে ফিরে চরম ব্যর্থ সাব্বির রহমান। ৫ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩১। ওপেনিংয়ে নেমে রান না পাওয়া সাব্বিরকে বসিয়ে রেখে রোববার নামানো হয় নাজমুল হোসেন শান্তকে।

বড় স্কোর করতে না পারলেও তার ২৯ বলে ৩৩ রানই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। সে হিসাবে সব ব্যাটারের চেয়ে ভালো খেলেছেন শান্ত। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর তাকেই দেখা যায় সংবাদ সম্মেলনে।

আর এ হারের জন্য শিশিরকে দুষলেন জাতীয় দলের এ টপঅর্ডার ব্যাটার।

অধিনায়ক সাকিব আল হাসানের মতো এ ওপেনারের বক্তব্য— বাকি দুই ম্যাচে ব্যাটিং অতো কষ্টসাধ্য হবে না। কারণ দিনের আলোয় হবে ম্যাচ দুটি।

শান্ত বলেন, ‘আমরা মিডল ওভারে উইকেট হারিয়ে ফেলেছি। সত্যি বলতে প্রথম ইনিংসে উইকেট এত সহজও ছিল না। শিশিরের কারণে শুরুতে ব্যাটিংটা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিং দেখে আবার সহজ মনে হলো। তখন আবার আমাদের স্পিনারদের কাজ সহজ ছিল না। আমার মনে হয় দিনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই ইনিংসে এত তারতম্য হবে না। ’

অবশ্য ব্যর্থতার জন্য শুধু শিশিরকেই কাঠগড়ায় দাঁড় করাননি শান্ত। দ্রুত উইকেট পড়ে যাওয়ার কথাও তুললেন।

তিনি বলেন, ‘আমরা আসলে মিডল ওভারে ব্যাক টু ব্যাক উইকেট দিয়ে এসেছি। ওই জায়গায় আমরা একটু স্মার্ট ক্রিকেট খেললে হয়তো আরেকটু ভালো হতো। আরেকটু বড় স্কোর হতে পারত। মাঝখানে আরেকটু ভালো ব্যাট করার সুযোগ ছিল।’

ব্যাটিং নিয়ে আক্ষেপ থাকলেও দলের বোলারদের বিশেষ করে পেসারদের নিয়ে সন্তুষ্ট শান্ত।

এ টপঅর্ডার ব্যাটার বলেন, ‘আমাদের পেসাররা তো নিয়মিতই ভালো করছে। গত ম্যাচে, এই ম্যাচেও পেস বোলাররা তাদের প্ল্যান অনুযায়ী বল করতে পারছে। বোর্ডে যদি আরেকটু রান থাকত, তবে ভালো হতো।’

ম্যাচে নিজের পারফর্মের বিষয়ে শান্ত বলেন, ‘আমি আমার স্কিলের ব্যাপারে সবসময় আত্মবিশ্বাসী। একটা খারাপ সময় গেছে, চেষ্টা করব সামনে সুযোগ এলে ভালোভাবে কন্টিনিউ করতে।’

খেলাধুলা

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের জন্য নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ।

সিরিজ শুরুর আগে তিন দলের অধিনায়ককে নিয়ে ট্রফি সামনে রেখে বুধবার হয়ে গেল ফটোসেশন। অনুষ্ঠানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম থাকলেও ছিলেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় ফটোসেশনে ছিলেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।

এদিকে ত্রিদেশীয় সিরিজের ফটোসেশনে সাকিবকে দেখা না যাওয়ায় ফের আলোচনা শুরু হয়েছে। ২০১৯ বিশ্বকাপে দলের ফটোসেশনে সাকিবের না থাকা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। গত জানুয়ারিতে বিপিএলের ফাইনালের আগেও ফটোসেশনে ছিলেন না তিনি। তখনো তার জায়গায় ছিলেন সোহান।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিবের নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা আগামীকাল। এ কারণে ফটোসেশনে দেখা যায়নি তাকে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর পর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বেন টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহঅধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই
শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

খেলাধুলা

শুরুতে ব্যাট হাতে লড়তে পারল না বাংলাদেশ। ভেজা উইকেটেই হারাল দুই উদ্বোধনী ব্যাটারকে।

এরপর ওই ধাক্কা সামলে উঠতে পারেনি তারা। ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসদের কোনো সুযোগ না দিয়েই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তানের মেয়েরা।

সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান নারী দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রানের সংগ্রহ পায় নিগার সুলতানা জ্যোতির দল। জবাব দিতে নেমে ৪৬ বল আগেই জয় পেয়েছে লঙ্কানরা।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। ৫ বলে ১ রান করে একদম সোজা বলে আউট হয়ে যান তিনি। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার ফারজানা হক ৭ বলে ১ রান করে আউট হন সাদিয়া ইকবালের স্পিনে।

দুই উইকেট হারানোর পর একদমই মন্থর হয়ে যায় বাংলাদেশের রান তোলার গতি। ৪ ওভার শেষে রান ছিল মাত্র ৩। ইনিংসের পঞ্চম ওভারে এসে দলের হয়ে প্রথম বাউন্ডারি হাঁকান নিগার সুলতানা জ্যোতি। ডায়ানা বাইগকে টানা দুই চার মারেন তিনি।

পরের ওভারেই অবশ্য মেডেন দেন লতা মণ্ডল। তবে জ্যোতিকে সঙ্গে নিয়ে দলকে বাঁচানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু নবম ওভারে এসে নিদা ধারের বলে আউট হয়ে যান তিনি। ১৯ বল খেলে ১২ রান করেন এই ব্যাটার।

জ্যোতির সঙ্গী হন সালমা খাতুন। কিন্তু এর মধ্যে ফিরে যান টাইগ্রেস অধিনায়কও। ৩০ বল খেলে ২ চারে ১৭ রান করেন তিনি। তার বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নেন সালমা খাতুন।

শেষ অবধি অপরাজিত থেকে ২ চারে ২৯ বলে ২৪ রান করেন তিনি। পাকিস্তানের পক্ষে দুই উইকেট করে নেন ডিয়ানা বেগ ও নিদা ধার।

জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। ৪৯ রানের উদ্বোধনী জুটি পায় তারা। ১৯ বলে ১৪ রান করা মুনিবা আলীকে আউট করেন সালমা খাতুন। বোলিংয়ে বাংলাদেশের একমাত্র সাফল্য এটিই।

এরপর সিধরা আমিন ও অধিনায়ক বিসমাহ মারুফ মিলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ৪ চারে ৩৫ বলে ৩৬ রান করেন সিধরা, ২০ বলে ১২ রান আসে বিসমাহর ব্যাট থেকে।

খেলাধুলা

ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ‘জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য শিরোপা ধরে রাখা।’

কথার প্রমাণ মাঠেই দিলেন তারা। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে পাত্তাই দিল না বাঘিনীরা।

৫০ বল বাকি থাকতে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এ জয়ের দিনেও আক্ষেপে পুড়তে পারেন টাইগ্রেস ওপেনার শামিমা সুলতানা। মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের ৩য় হাফসেঞ্চুরি বঞ্চিত হন। পুথাওয়াংয়ের বলে বোল্ড হওয়ার আগে ১০ বাউন্ডারিতে ৩০ বলে ৪৯ রান করেন শামিমা।

শামিমার সাজঘরে ফেরার পর আর কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। আরেক ওপেনার ফারজানা হককে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন অধিনায়ক নিগার সুলতানা। ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ফারজানা। অপরপ্রান্তে ১১ বলে ১০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন নিগার।

এর আগে রোমানা-নাহিদাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড। আর সেই মামুলী লক্ষ্য ১১.৪ ওভারেই পার করে দেয় বাংলাদেশ।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়াকাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

টসে হেরে ফিল্ডিং পায় নিগার সুলতানার দল।

আর জাহানারা-রোমানাদের দুর্দান্ত বোলিংয়ে পুরো ২০ ওভার খেলতে পারেনি থাইল্যান্ড। ২ বল বাকি থাকতেই মাত্র ৮২ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।

সর্বোচ্চ ২৬ রান এসেছে টপঅর্ডার ব্যাটার পানিথা মায়ার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ বলে ২০ রানে করেছেন ওপেনার নাথাকা চানথাম। এরপর আরও দুজন ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি।

বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের রোমানা আহমেদ। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সানজিদা ও সোহেলি। সালামা খাতুন ১ উইকেট পেয়েছেন।

খেলাধুলা

মোস্তাফিজুর রহমানে একসময় মুগ্ধ হয়েছিলেন সবাই। কিন্তু সময়ের সঙ্গে ধার হারাচ্ছেন তিনি, পারছেন না কার্যকরী হতে।

উপমহাদেশের বাইরে মোস্তাফিজ যেন আরও নির্বিষ, টি-টোয়েন্টি ফর্মটাও ভালো যাচ্ছে না তার।

প্রশ্ন উঠেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজ আর এক নম্বর পছন্দ থাকবেন কি না। এই নিশ্চয়তা অবশ্য দিয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন, তার বিশ্বাস মোস্তাফিজ ফিরবেন।

পাপন বলেছেন, ‘মোস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর চয়েজ। আমাদের ধারনা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে। ’

টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে নেতৃত্বও দিয়েছেন তিনি। সাকিবকে নিয়ে সোহান বলেছেন, ‘অধিনায়কত্ব খুবই ভালো। উইকেট কিপিং সেরা…মানে আমি যেটায় সমস্যাই দেখি না।