খেলাধুলা

দুই দিন আগের বাস্তবতা ছিল, এশিয়া কাপ তো বটেই, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে সাকিব আল হাসানের। আর এখন সেই সম্পর্ক আরও পোক্ত।

দলে ফিরলেন অধিনায়ক হয়ে। আসন্ন এশিয়া কাপ তো বটে, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব। মানে, তিনি এখন টেস্ট ও টি-টোয়েন্টি দুদলেরই অধিনায়ক।

এমন পুরস্কারের কারণ জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সাকিব।

এর পরও প্রশ্ন বিসিবির অনুমতি না নিয়ে কেন এমন বাজি ধরার প্রতিষ্ঠানের চুক্তিতে সই করতে গেলেন সাকিব? একজন আর্ন্তজাতিক তারকার কি সেটা করা মানায়?

জানা গেছে, সাকিব নাকি ভুল বুঝে চুক্তিতে সই করেছিলেন। তিনি নাকি এটিকে একটি নিউজ পোর্টাল ভেবে (বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেটউইনার নিউজ) চুক্তি করেছিলেন।

এমন তথ্যই দিলেন বিসিবির ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শনিবার গুলশানে সাংবাদিকদের তিনি বললেন, ‘সাকিব আমাদের কাছে দাবি করেছেন যে তাকে ভুল বোঝানো হয়েছে এই চুক্তি নিয়ে, তার কাছে মনে হয়েছে যে হয়তো তাকে মিসগাইড করা হয়েছে। যেহেতু সাকিব প্রেসিডেন্টের সামনে এবং আমাদের বলেছে যে, ভুল করে ওটাকে অনলাইন (নিউজ পোর্টাল) মনে করে এন্ডোর্সমেন্ট করেছিল। কাজটা ঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে কিন্তু সরে এসেছে।’

মাত্রই বিতর্কের কেন্দ্রে থাকা একজনকে কেন নেতৃত্বের জন্য বেছে নেওয়া হলো?

জবাবে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এটা করা তার উচিত হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আগে বোর্ড মিটিংয়েই আমাদের একটা চিন্তা-ভাবনা ছিল যে সাকিবকে অধিনায়ক করা হবে। আমরা সেটাতেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে বিসিবিকে না জানিয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বিসিবির কেন্দ্রীয় চুক্তির একটি ধারা ভঙ্গ করেছেন সাকিব। সে হিসাবে সাকিব শাস্তি পাবেন কি?

জালাল ইউনুস জানালেন, ‘এসব নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু আমাদের অনুমতি ছাড়া চুক্তি করেছে। এ ব্যাপারে পরবর্তী বোর্ডসভায় আলোচনা করা হবে।’

খেলাধুলা

ফরাসি লিগ ওয়ানের এ মৌসুমে পিএসজির প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এর মধ্যে দ্বিতীয় গোলটি রীতিমতো চোখ ধাঁধানো, যা বহুদিন ফুটবলভক্তদের স্মৃতিতে সংরক্ষিত থাকবে।

ওভারহেড কিকে করা গোলটি করে আর্জেন্টাইন ফরোয়ার্ড ইতিহাসেও জায়গা করে নিয়েছেন।

ক্লেহমোঁর বিপক্ষে গতকাল শনিবার রাতে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মৌসুম শুরু করেছে পিএসজি। ম্যাচের শেষ দুই গোল আসে মেসির পা থেকে। দ্বিতীয় গোলটি আবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোর একটি গোলের সঙ্গে তুলনা করা হচ্ছে। লিয়ান্দ্রো পারেদেসের উঠিয়ে দেওয়া পাসে বল বুক দিয়ে ঠেকিয়ে, গোলকিপারের মাথার ওপর দিয়ে বাইসাইকেল কিকের মতো শটে লক্ষ্যভেদ করেন মেসি।

ক্যারিয়ারে প্রথমবারের মতো ওভারহেড কিকে গোলের দেখা পেলেন মেসি। ‘খুদে ফুটবল জাদুকর’-এর এটি ক্যারিয়ারের ৭৭২তম গোল। সমানসংখ্যক গোলের মালিক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিকদের তালিকায় দুজনেরই অবস্থান এখন তৃতীয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের মোট ক্যারিয়ার গোল ৮১৫টি। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রীয় কিংবদন্তি ইউসেফ বিকান; যার মোট গোলসংখ্যা ৮০৫টি। তালিকার তিনে অবস্থান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (৭৬৭)।

এদিকে মেসির ওভারহেড কিকে গোলের প্রতিক্রিয়ায় পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেন, ‘এটাই মেসি। আর কিছু বলার নেই। আমরা সবাই জানি সে কি করতে পারে। সে ১৭ বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছে। গত মৌসুমটা তার জন্য খারাপ গেছে, কারণ সে মানিয়ে নিতে শুরু করেছিল। কিন্তু এর আগের প্রতি মৌসুমে সে কমপক্ষে ৩০টি করে গোল করেছে। তবে এবার সে পুরোপুরি প্রস্তুত। সে নিজের পরিবার নিয়ে এবং দলের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। সামনে যে দারুণ একটা মৌসুম কাটাবে সে তাতে কোনো সন্দেহ নেই। ‘

খেলাধুলা

সিরিজ বাঁচাতে আগামীকাল হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সব বিভাগে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর টাইগাররা।

বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের ধারা শেষ হয় বাংলাদেশের। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচের হার বাংলাাদেশকে হতাশ করেছে। কারন ২ উইকেটে ৩০৩ রান করেও ম্যাচটি হারতে হয় তাদের। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে আট বল বাকি থাকতেই ৩০৪ রানের বিশাল টার্গেট স্পর্শ করে ফেলে জিম্বাবুয়ে। ডিপ মিড উইকেট দিয়ে ছক্কায় জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রাজা। ১০৯ বল খেলে অপরাজিত ১৩৫ রান করেন রাজা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া কাইয়া ১১০ রানে আউট হন।

বাংলাদেশের টপ-অর্ডার ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছে। চার ব্যাটার করেছেন হাফ সেঞ্চুরি। তবে ব্যাটিং উপযোগী উইকেটে ধীরলয়ে ব্যাট করেছেন অধিনায়ক তামিম। ৮৮ বল খেলে ৬২ রান করেন তিনি। গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করার জন্য ফিল্ডারদের দায়ী করেছেন তামিম।

শেষদিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ৪৯ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। শেষ পাঁচ ওভারে সাত উইকেট হাতে রেখে মাত্র ৩৯ রান করে বাংলাদেশ।

আহত হয়ে অবসর নেবার আগে ৮৯ বলে ৮১ রান করেন লিটন দাস। তার ফেরার পরই বাংলাদেশের অবস্থা খারাপ হতে থাকে। ইনজুরিতে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইনফর্ম লিটন।

প্রথম পাওয়ার প্লেতে নিজের ধীর ব্যাটিংয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘আমরা জানতাম প্রথম ১০ ওভারে টেস্ট ম্যাচের মতো ব্যাট করতে হবে, যেখানে টিকে থাকার চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘১০তম ওভারের পর সত্যিই উইকেট ভাল পেয়েছিলাম এবং অসাধারণ জুটি হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে নিয়মিত ক্যাচ ড্রপ করে আসছি। এর আগে আমি বলেছিলাম ক্যাচ ড্রপ করা আমাদের একদিন ভোগাবে এবং প্রথম ম্যাচটি ছিল ঐদিনই।’

দ্বিতীয় ম্যাচে ক্যাচ না ফেলার উপর জোর দিয়েছেন তামিম। সিরিজে সমতাই আনাই এখন প্রধান লক্ষ্য তাদের। যেহেতু সিরিজটি তিন ম্যাচের তাই দ্বিতীয় ম্যাচে হার ২০১৩ সালের পর জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হার নিশ্চিত করবে টাইগারদের।

ওয়ানডের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। এর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি জয়ই নয় প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিলো জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে জয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ^াস দিয়েছে জিম্বাবুয়েকে।

জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রেগিস চাকাবভা বলেন, ‘অবশ্যই এমন জয় পাওয়াটা সত্যি অনেক আনন্দের। আমি মনে করি এজন্য রাজা এবং কাইয়াকে পুরো কৃতিত্ব দিতে হবে। শুরুর দিকে কয়েকটি উইকেট হারানোর পর তারা যেভাবে লড়েছে এটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল।’

সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৯টিতে।
দ্বিতীয় ওয়ানডেতে দু’টি পরিবর্তন আসবে বাংলাদেশ দলে। এই ম্যাচে লিটন ও শরিফুলকে পাবে না টাইগাররা।

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ের : ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও সিন উইলিয়ামস।

খেলাধুলা

‘সবার জন্য খেলা’-স্লোগান তুলে পর্দা উঠল ২২তম কমনওয়েলথ গেমসের। বৃহস্পতিবার উৎসবের নগরীতে পরিণত হয়েছিল ইংল্যান্ডের সর্ববৃহৎ শিল্পনগরী বার্মিংহাম। হাজারও মানুষের ঢল নামে আলেকজান্ডার স্টেডিয়ামে। আতশবাজির বর্ণিল আয়োজন মুগ্ধ করে দর্শকদের।

স্টেডিয়ামের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের প্রায় দেড়শ কোটি দর্শক বিমোহিত হয়েছেন টেলিভিশনের কল্যাণে। পারফরমাররা ইন্দ্রজাল বিস্তার করেছিলেন অনুষ্ঠানজুড়ে। আলোক রোশনাইয়ে অপরূপ হয়ে ওঠে আলেকজান্ডারের আকাশ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শুরু হয় বার্মিংহামের নয়নাভিরাম উপস্থাপনা। একের পর এক চোখ ধাঁধানো উপস্থাপনায় মুগ্ধ হয়েই অবগাহন করেন দর্শকরা। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আলেকজান্ডার স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। লন্ডন অলিম্পিকের পর বার্মিংহাম কমনওয়েলথ গেমস সবচেয়ে বড় ক্রীড়া আসর। সেই ক্রীড়াযজ্ঞকে বর্ণিল করতে আয়োজনের কোনো কমতি ছিল না।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচিত বিষয় ছিল নোবেল বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের উপস্থিতি। খেলাধুলার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি স্থাপনের জন্য ক্রীড়াবিদদের কাজ করার আহ্বান ছিল মালালার বক্তব্যে। অনুষ্ঠানের অন্যতম চমক ছিল প্রায় ১০ মিটার লম্বা ষাঁড় পেরির আগমন। উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক ছিলেন পিকি ব্লাইডার্সের প্রতিষ্ঠাতা স্টিভেন নাইট।

‘অন্ধকার সময়ে আমরাই-স্বপ্ন দেখার আলো বহন করব, যা আমাদের সবাইকে একসঙ্গে করবে।’ গোল্ডকোস্ট গেমসের তুলনায় ১৮৯ পাউন্ড কম খরচ হয়েছে বার্মিংহামে। এই গেমসের খরচ ৭৭৮ মিলিয়ন পাউন্ড। উইলিয়াম শেকস্পিয়রের চার মিটার লম্বা পুতুল, নাচের সঙ্গে আলো-আঁধারির অদ্ভুত সংমিশ্রণ ছিল উদ্বোধন অনুষ্ঠানজুড়ে। অসংখ্য নারীর নাচের সঙ্গে ১৮ থেকে ৮০ বছর বয়সি ২০০০ পাফরমারের অনবদ্য ডিসপ্লে দর্শকদের নয়ন জুড়িয়েছে। ডুরান ডুরান ব্যান্ডের সঙ্গে ব্ল্যাক সাকার্থের গানের তালে মজেছিলেন অতিথিরা। বরণ করে নেওয়া হয় প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলিয়া পার্কারকে। ইংল্যান্ড দলকে যখন কনফেত্তির ভেলায় চড়িয়ে নিয়ে আসা হয় তখন ‘উই উইল রক ইউ’ গানের তালে পুরো স্টেডিয়ামে উন্মাদনার সৃষ্টি হয়। মার্চপাস্টের শুরুতেই ছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ দলের পতাকা বহন করেন তারকা ভারোত্তোলক মাবিয়া আকতার ও বক্সার সুরকৃষ্ণ চাকমা।

৭২টি দেশের পাঁচ হাজার অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনে ১১ দিন ডুবে থাকবেন। ২৮০টি স্বর্ণপদকের লড়াই শেষ হবে ৮ আগস্ট।

খেলাধুলা

মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশ। টানা তিন ম্যাচে বাংলাদেশ হারায় শ্রীলংকা, স্বাগতিক ভারত ও মালদ্বীপকে।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থাকা বাংলাদেশ ফাইনালে এক পা দিয়ে রেখেছে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপাল। রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

শুক্রবার ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করেন মিরাজুল।

এই মিরাজুলের গোলই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে (১-০) হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতকে ২-১ গোলে হারায় লাল সবুজের দল।

ভারতের বিপক্ষে গোল পাননি মিরাজুল ইসলাম। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে আবার জ্বলে উঠেছেন দিসি।

ম্যাচের ১৮ মিনিটে মিরাজুলের গোলে বাংলাদেশ ১-০তে এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের যুবারা। দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছেন সফরকারীরা।

পাঁচ দলের টুর্নামেন্টে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালের পথে বাংলাদেশ। শুক্রবার জিতলেই শেষ লড়াই নিশ্চিত। প্রতিপক্ষ মালদ্বীপ। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ এবং দ্বিতীয়টিতে ফেভারিট ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। নেপালের সমান ছয় পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

শুক্রবার জিতলে ফাইনাল নিশ্চিত। বৃহস্পতিবার অধিনায়ক তানভির হোসেন বলেন, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের প্ল্যান হলো, ম্যাচ বাই ম্যাচ এগোব। সেটাই হচ্ছে। টানা দুই ম্যাচ জিতেছি। হাতে ছয় পয়েন্ট। মালদ্বীপের সঙ্গে জিততে পারলেই ফাইনাল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাতে আমরা ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারি।

দলের ম্যানেজার বিজন বড়ুয়া বলেন, দুটো ম্যাচেই ছেলেরা কোচের পরিকল্পনা অনুযায়ী ভালো খেলেছে। আগামীকাল আমাদের খেলার আগে নেপাল ও ভারতের ম্যাচ। ওই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে। কাল সকালে জিম ও সুইমিং করেছেন তানভিররা। বিকালে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করান কোচ পল স্মলি।

খেলাধুলা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলো বাংলাদেশ। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিডিং প্রক্রিয়ায়’ চূড়ান্ত করা হয়েছে আয়োজক। প্রত্যেক বিড খুবই সুক্ষ্মভাবে পর্যালোচনা করেছে আইসিসি বোর্ডের সাব-কমিটি, যার প্রধান ছিলেন মার্টিন স্নিডেন। তার সঙ্গে ওই কমিটিতে আরও ছিলেন ক্লেয়ার কনর, সৌরভ গাঙ্গুলী ও রিকি স্কেরিট। সেখানে বাংলাদেশের নাম এসেছে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার অভিজ্ঞতা আছে অবশ্য বাংলাদেশের। ২০১৪ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গেই মেয়েদেরটিও আয়োজন করেছে বিসিবি। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

অর্থাৎ ১০০ বছর পর আবারও বৈশ্বিক এই প্রতিযোগিতা ফিরছে লাল-সবুজ দেশে।

২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মেয়েদের আইসিসি ইভেন্ট:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ

২০২৫ ওয়ানডে বিশ্বকাপ: ভারত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ড

২০২৭ চ্যাম্পিয়নস ট্রফি: শ্রীলঙ্কা ( যদি তারা যোগ্যতা অর্জন করে )।

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়কত্ব করার সুযোগ এই কিপার-ব‍্যাটসম‍্যানের সামনে।

ব‍্যাট হাতে কাটছে বাজে সময়। দলও আটকে ব‍্যর্থতার চক্রে। দুইয়ে মিলিয়ে নেতৃত্বের পাশাপাশি মাহমুদউল্লাহর দলে থাকা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। কঠিন সময় কাটানো অভিজ্ঞ এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানকে বিশ্রাম দেওয়া হয়েছে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে। তার অনুপস্থিতিতে নেতৃত্ব পেয়েছেন কিপার-ব‍্যাটসম‍্যান নুরুল হাসান সোহান।

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পুরো সফর থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারকে।

হজে যাওয়ার জন‍্য ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সিরিজে না খেলা অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান মুশফিকুর রহিমও নেই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন।

সবশেষ সিরিজের দলে পরিবর্তন দুটি। ১৫ জনের দলে নতুন মুখ বিস্ফোরক ওপেনার পারভেজ হোসেন। চোট কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পেসার হাসান মাহমুদ।

এখনও সেরে না ওঠায় টি-টোয়েন্টি দলে নেই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসির আলি চৌধুরি।

রাজধানীর একটি হোটেলে শুক্রবার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও তিন নির্বাচক।

বৈঠক শেষে গণমাধ‍্যমকে জালাল জানান, কেবল জিম্বাবুয়ে সিরিজের জন‍্যই নেতৃত্ব পেয়েছেন সোহান।

“টি-টোয়েন্টিতে (মাহমুদউল্লাহ) রিয়াদ আমাদের অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে।”

“এই দলটাকে সামলানোর জন্য সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে মাহমুদউল্লাহকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় নিয়ে চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের পারফরম্যান্স কি হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।”

এই দলকে নিয়ে খুব বেশি দূরে দেখতে চান না জালাল।

“এশিয়া কাপের ভাবনায় তারা (মাহমুদউল্লাহ, মুশফিক) আছে। পরেরটা আমরা পরে চিন্তা করব। শুধুমাত্র জিম্বাবুয়েতে আমরা এই টি-টোয়েন্টি দলটাকে দেখতে চাচ্ছি। আমরা এটাকে পরীক্ষামূলক দল বলছি না, কারণ এই সংস্করণে আমরা ভালো করছি না। সামনে ভালো করতে পারব কি না আমরা জানি না। তবে আমরা চেষ্টা করছি। দেখি আমরা, নতুনরা কী করে।”

জাতীয় দলে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে থাকা সোহান ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতায় ঋদ্ধ। উইকেটের পেছনে দারুণ তৎপর। বোলার ও ফিল্ডারদের অনুপ্রাণিত করে যান পুরোটা সময়। তাকে নেতৃত্বে আনার পেছনে এসবেরই বড় ভূমিকা থাকার কথা জানান জালাল।

“সোহান ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে। ওর মধ‍্যে আমরা লিডারশিপ কোয়ালিটি দেখেছি। ঘরোয়া ক্রিকেটে সে পরীক্ষিত একজন অধিনায়ক। ও অভিজ্ঞ এবং অনুপ্রাণিত করার সামর্থ‍্য ওর আছে।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানান, মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিবকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

“সাকিব, মুশফিক, রিয়াদ এই সিরিজে নাই, মনে হয় সোহানই সবচেয়ে সিনিয়র। ওর নেতৃত্ব দেওয়ার সামর্থ‍্য আছে। মাঠে দেখি ও দলকে কীভাবে অনুপ্রাণিত করে। রিয়াদকে আমরা এখনই সরিয়ে দিচ্ছি না। ও ফিরবে, সবারই বিরতির দরকার পড়ে। রিয়াদ ইতিবাচকভাবেই নিয়েছে।”

“বিভিন্নজনকে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি। আমরা ওয়ানডেতে সহ-অধিনায়ক দেব, সেটা হয়তো অন‍্য কেউ হবে। লিডার্স তৈরি করা আমাদের জন খুব গুরুত্বপূর্ণ। সোহান এখান থেকে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক নয়। সে শুধু এই সিরিজের জন‍্য অধিনায়ক।”

এশিয়া কাপের আগে কয়েক জন খেলোয়াড়কে পরীক্ষা করে দেখতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তাদের একজন টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব‍্যাটসম‍্যানদের মধ‍্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী পারভেজ। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেন যুব বিশ্বকাপজয়ী এই ওপেনার।

“ইমন তরুণ খেলোয়াড়। আমাদের এইচপিতে ওর নার্সিং হচ্ছে। ওর ব‍্যাপারে যা পাচ্ছি, সবই ইতিবাচক। পরশু দিনও একটা ম‍্যাচে ও সেঞ্চুরি করেছে এবং ও খুব ভালো অবস্থানে আছে। ওর কাছ থেকে আমরা এই সিরিজে ভালো কিছু আশা করছি।”

চোটের জন‍্য লম্বা সময় মাঠের বাইরে ছিলেন পেসার মাহমুদ। ২০২১ সালের ২০ মার্চ দেশের হয়ে সবশেষ খেলেন তিনি। ২০২০ সালে মার্চে খেলেন একমাত্র টি-টোয়েন্টি। এই সংস্করণে নিজের সামর্থ‍্য দেখানোর সুযোগ তার সামনে।

খেলাধুলা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম পর্ব পেরিয়ে কোনোরকমে সুপার টুয়েলভে উঠেছিল।

কিন্তু সেখানে একটি ম্যাচও জিততে পারেনি। এরপর টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানোর কথা শোনা গিয়েছিল বেশ জোরেশোরে।

কিন্তু খুব বেশি দিন লম্বা হয়নি ওই প্রক্রিয়া। দলের পারফরম্যান্সেও উন্নতি হয়নি। সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, রান পাননি ব্যাট হাতেও। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর গুঞ্জন, অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন তিনি।

বোর্ড সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সফরের আগেই অধিনায়কত্ব হারাতে পারেন রিয়াদ। তবে তিনি এখনও ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরেননি। আগামী ২০ জুলাই ফেরার পর নেতৃত্বের ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসার কথা রয়েছে তার। এরপরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

জানা গেছে, বোর্ড পরিচালকদের অনেকেই এখন আর রিয়াদকে অধিনায়ক হিসেবে চাইছেন না। ব্যাট হাতে তিনি একদমই পারফর্ম করছেন না। তাই দলকে উজ্জ্বীবিত করার ক্ষমতাটাও হারিয়েছেন রিয়াদ। তিনি নেতৃত্ব ছাড়লে অধিনায়ক হিসেবে ফিরতে পারেন সাকিব আল হাসান।

ওয়ানডে সিরিজ না খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে শনিবার দেশে ফেরেন তিনি। ফেরার পর টেস্ট অধিনায়কের সঙ্গে বৈঠক হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। সাকিব নাকি টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিতে সম্মতিও জানিয়েছেন।

২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হন সাকিব। এরপরই টি-টোয়েন্টির নেতৃত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এখন আবার সাকিবের কাছেই যেতে পারে টি-টোয়েন্টির নেতৃত্বের ভার।

খেলাধুলা

ওয়ানডে সিরিজে তৃতীয়বারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে ২০০৯ ও ২০২০ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। প্রতিবারই সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে।

শুধু হোয়াইটওয়াশই করেনি বাংলাদেশ, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে টানা ১১টি ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে টাইগাররা। গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ৪ উইকেটের।

এ নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় সিরিজে ক‍্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সঙ্গে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে পেল টানা একাদশ জয়।