খেলাধুলা

দেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ক্রিকেট খেলার পাশাপাশি শুরু করেছেন সোনার ব্যবসা।

এ নিয়ে তিনি পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) প্রকাশিত বিজ্ঞাপনে সাকিব আল হাসান বলেছেন, প্রিয় দেশবাসী, সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।

বিজ্ঞাপনে সাকিব আল হাসান উল্লেখ করেন, আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন।

সাকিব আল হাসান আরো বলেছেন, স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ; নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। এর আগে, সাকিব আল হাসান সোনা আমদানির জন্য লাইসেন্স নেন।

জানা গেছে, ২০১৯ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’। ঢাকা, রংপুর ও কুমিল্লা-এই তিন জেলায় অফিস নিয়ে এরই মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিদেশ থেকে  স্বর্ণের বার ও  স্বর্ণের অলংকার আমদানিও শুরু করেছেন তারা।

সূত্র জানায়, এর আগে সাকিব নানামুখী বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে করপোরেট জগতে প্রবেশ করেছেন।

রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে হাতেখড়ি সাকিব আল হাসানের। এরপর দ্রুতই নিজের ব্যবসায়িক পরিমণ্ডল বিস্তৃত করেছেন তিনি। দেশের শেয়ার বাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে তার। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ করেছেন সাকিব আল হাসান।

=============================================================================

রাতে দেশে ফিরছেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। আজ মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ঢাকায় ফিরে দলের সঙ্গে হোটেলে যোগ দিবেন তিনি।

বাংলাদেশ দল অবশ্য আজ সকালেই হোটেলে উঠে যাবে। হোটেলে তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষেই অনুশীলনের সুযোগ পাবেন সাকিব।

জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজ খেলে ছুটিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গিয়েছিলেন সাকিব। পরিবারের সান্নিধ্যে দুই সপ্তাহ কাটিয়ে হোম সিরিজ খেলতে আবারও ফিরে আসছেন তিনি। এ সিরিজের পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আরব আমিরাতে যাওয়ার কথা বাঁহাতি এ অলরাউন্ডারের।

খেলাধুলা

সদ্যই ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত সবগুলো ম্যাচই হয়েছে লো-স্কোরিং। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন নেটিজেনরা। তবে সৌভাগ্যবশত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে কোনো ডিমেরিট পয়েন্ট পায়নি ভেন্যুটি।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও একই উইকেটে খেলতে পারে টাইগাররা। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাংবাদিকদের তিনি বলেন, স্পোর্টিং উইকেট নয় বরং এমন উইকেট খেলা হবে যেন সাকিব-মুশফিকরা জয়ের দেখা পান।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ক্রিকেট এমন এক খেলা যেখানে আপনাকে জয়ের ধারা ধরে রাখতে হবে। নয়তো আত্মবিশ্বাস পাবেন না। জয়ের পর যে আত্মবিশ্বাস পাওয়া যায় তা আর কিছুতেই আপনি পাবেন না। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এটাই সবসময় পথ দেখায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টাইগাররা ছন্দ ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চাই। আমরা ভালো করার ব্যাপারে আশাবাদী। ঘরের মাঠে খেলা হওয়ায় সবাই আত্মবিশ্বাসী।

আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলোই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

খেলাধুলা

ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস, আমিনুল ইসলাম বিপ্লব।

আর বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার সিরিজের পর এই সিরিজেও নেই তামিম ইকবাল।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরেরটি ৩ সেপ্টেম্বর। শেষ তিনটি যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু বিকাল চারটায়, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

খেলাধুলা

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সূচি ঘোষণা করে আইসিসি। যদিও বিশ্বকাপের গ্রুপিং আগেই ঠিক হয়ে ছিল। প্রথম পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর।

উদ্বোধনী ম্যাচে অবশ্য মাঠে নামবে একই গ্রুপের স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

আর গ্রুপ ‘এ’তে থাকা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ অক্টোবর।

প্রথম রাউন্ডের ম্যাচ ২২ অক্টোবর পর্যন্ত চলবে। এই দুই গ্রুপ থেকে সেরা দুই দল মূল আসরের সুপার ১২তে যোগ দেবে। মূল আসর শুরু হবে ২৩ অক্টোবর থেকে।

সুপার ১২তে প্রথম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইতে লড়বে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই গ্রুপ ওয়ান’র।

তবে আসরের সবচেয়ে জমজমাট ম্যাচটি গড়াবে ২৪ অক্টোবর। গ্রুপ টু’র এই ম্যাচে দুবাইতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

সুপার টুয়েলভ পর্বে গ্রুপ ‘ওয়ান’-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স আপ। গ্রুপ ‘টু’-তে থাকবে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।

বাংলাদেশ প্রত্যাশিতভাবে ‘বি’ গ্রুপের সেরা হতে পারলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের এই গ্রুপেই।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৬ সালে প্রথম রাউন্ডে সেরা হয়েই পরের ধাপে গিয়েছিল বাংলাদেশ। তবে ‘সুপার টেন’ পর্বে তারা সব ম্যাচ হেরেছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে।

খেলাধুলা

লর্ডসে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে ভারতের বিপক্ষে ২২তম সেঞ্চুরি করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুকের রেকর্ড ছুঁলেন বর্তমান অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে অ্যালেস্টার কুক মোট ৩৮টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

তন্মধ্যে ১৬টি ওয়ানডে ফরম্যাটে এবং ২২টি পেয়েছিলেন টেস্টে।

এর আগে ট্রেন্ট ব্রিজেও সেঞ্চুরি করেন ইংলিশ এ ব্যাটসম্যান। এ নিয়ে চলতি বছর ১০টি টেস্ট ম্যাচে ৫টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। এক ক্যালেন্ডার বছরে এ পর্যন্ত কোনো ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে এত শতক আসেনি।

এর আগে ৪টি সেঞ্চুরি নিয়ে রুটসহ যৌথভাবে এ রেকর্ডে নাম ছিলো গ্রাহাম গুচ, মাইক আথারটন ও অ্যান্ড্রু স্ট্রাউসের।

এদিকে সামনে আরও টেস্ট খেলার সুযোগ পাবেন ইংলিশ এ ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের করা সর্বোচ্চ ৭টি টেস্টের রেকর্ড হয়তো ভেঙ্গে ফেলবেন ইংলিশ এ অধিনায়ক।

সেঞ্চুরির পর আরেকটি মাইলফলক স্পর্শ করেন রুট। ১১৩ রান করে ৯ হাজার রান করার কীর্তি গড়েন তিনি।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ইতোমধ্যে ১১টি টেস্ট সেঞ্চুরি হয়ে গেল রুটের। আর কেবল একটি সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন অ্যলেস্টার কুকের আরেকটি রেকর্ড।

ভারতের দেয়া ৩৬৪ রানের জবাবে ৭ উইকেটে ৩৪১ রান নিয়ে ব্যাট করছে ইংল্যান্ড। ১৫১ রান নিয়ে মাঠে অপরাজিত আছেন রুট।

খেলাধুলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবস।

তার মতে, কুড়ি ওভারের ম্যাচে যে কোনো কিছু ঘটতে ঘটতে পারে। বাংলাদেশ ও শ্রীলংকাও দুর্দান্ত খেলতে পারে।

যদিও ফেবারিট হিসেবে তিনটি দেশের কথা বলেছেন তিনি।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলংকা যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে। বিষয়টি আসলে বিশ্বকাপের কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’

৪৭ বছর বয়সি এ সাবেক তারকা আরো বলেন, ‘পাকিস্তান দল তো আনপ্রেডিক্টেবল সবসময়ই। একটা বড় একটা প্রভাবক। তবে ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’

খেলাধুলা

তিনমাস পর কোপা আমেরিকা, ইউরো কাপ- সব মিলিয়ে র‌্যাংকিং আপডেট করলো ফিফা। নতুন র‌্যাংকিয়ে কোপা এবং ইউরো চ্যাম্পিনরা বেশ ভালোই এগিয়েছে। তবে, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আশানুরূপ ভালো খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। র‌্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

অন্যদিকে ভুটানের মত দেশও র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। সর্বশেষ বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ঠিল ৯১৭। এবারের আপডেট অনুসারে রেটিং পয়েন্ট ৯০৯। সে তুলনায় ছোট্ট দেশ ভুটান এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাদের রের্টিং ৯১১। এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিল।

ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে নেইমারের ব্রাজিল। ইউরো কাপজয়ী ইতালি এগিয়েছে দুই ধাপ। তারা এসেছে ৫ম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনাও এগিয়েছে দুই ধাপ। তারা রয়েছে ৬ষ্ঠ স্থানে।

ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা রয়েছে ৪র্থ স্থানে। স্পেন রয়েছে ৭ম এবং রোনালদোর পর্তুগাল রয়েছে ৮ম স্থানে। ৯ম এবং ১০ম স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। জার্মানি চলে গেছে ১৬তম স্থানে।

খেলাধুলা

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি। প্যারিসে নেমেই পিএসজির সঙ্গে চুক্তি সেরে ফেললেন তিনি। এর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মেসির নতুন পথচলা। প্রত্যাশিত ভাবে পিএসজিতে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। ক্লাবটিতে যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন তার বন্ধু নেইমার জুনিয়র ও দলটির কোচ পোচেতিনো। চুক্তি শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মেসি। খবর ডেইলি মেইল।

মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরথে গুঞ্জন উঠেছিলো যে নেইমার প্রতিনিয়ত মেসিকে পিএসজিতে যোগ দেওয়ার কথা জানিয়ে আসছিলেন।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মেসি বলেন, আমি নেইমারকে ভালো করে জানি, আমরা আগেও আলাদা ছিলাম কিন্তু একসঙ্গে আমরা বেশি ভালো। পিএসজিতে যোগ দেওয়ার অন্যতম কারণ নেইমার এখানে আছে। ক্লাবের অন্যান্য সতীর্থদেরও আমি চিনি। একাধিকবার তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। সবার সঙ্গে খেলার জন্য উদগ্রীব হয়ে আছি। কারণ আমদের সবার লক্ষ্যই এক।

পিএসজিতে যোগ দেওয়ার পেছনে দলটির কোচ পোচেতিনোও বড় ভূমিকা পালন করেছেন জানিয়ে মেসি বলেন, যখন দেখলাম পিএসজিতে যোগ দেওয়া সম্ভব তখন সবার আগে পোচেতিনোওর সঙ্গে যোগাযোগ করেছি। সে বড় ভূমিকা পালন করেছে।

এদিকে, তুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারে। ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে।

নতুন ইনিংস শুরু করার আগে মেসি বলেন, প্যারিসে নতুন ভাবে সব কিছু শুরু করতে চাই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। আশা করি, নতুন দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারব। এ বারের দলটাও বেশ ভাল হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।

প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরেই তিনি ক্লাবে পা রাখেন। এর পর চলে ছবি তোলার পালা। ক্লাবের টুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করা হয়েছে। বছরে ৩৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।

খেলাধুলা

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘ তিন বছর পর তিনি নিজের স্থান ফিরে পেলেন।

বুধবার দুপুরে আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন সাকিব। এই সিরিজে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে মোট ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে এই ফরম্যাটে শীর্ষস্থানে ছিলেন সাকিব।

সাকিবের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট এখন ২৮৫। এদিকে বোলিংয়ে ২০ ধাপ এগিয়ে ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ দশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় জিতে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ দল।

সিরিজের চতুর্থ খেলায় ১০৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও হারতে হারতে শেষ পর্যন্ত জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া।

সোমবার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।

তবে সিরিজের শেষ ম্যাচে খেলার সম্ভাবনা কম দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

প্রথম তিন ম্যাচে টানা জয় পাওয়ায় চতুর্থ খেলায় একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে শেষ ম্যাচে একাদশে পরির্তন আনতে পারে স্বাগতিকরা।

সবশেষ ম্যাচে জয় পাওয়ায় একাদশে পরিবর্তন নাও আনতে পারে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

শনিবার চতুর্থ ম্যাচে ১০৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে।

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া: ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমোট, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স কেরি, অ্যাস্টন টার্নার, ডেন ক্রিশ্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউড।