খেলাধুলা

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল ভারত। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে গত ৪ মে আইপিএল স্থগিত করেছিল বিসিসিআই। প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো আইপিএলের দুই দলে খেলা বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানেরও দেশে ফেরার ব্যবস্থা করেছে বিসিসিআই। গতকাল বিকালে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ও বিমান যোগাযোগ বন্ধ। তাই বিশেষ বিমানে ফিরতে হয়েছে সাকিব-মুস্তাফিজকে। গতকাল বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বিশেষ বিমানে সাকিব-মুস্তাফিজ নিরাপদে দেশে ফিরেছে। বিমানবন্দর থেকে তারা সরাসরি হোটেলে চলে যাবেন। ওখানে তাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।’

দেশে ফিরেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সাকিব-মুস্তাফিজকে। সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। বিসিবি দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইনের মেয়াদ শিথিলের জন্য আবেদন করেছিল, কিন্তু তাতে সাড়া দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

আইপিএল স্থগিত হওয়ার পর ভারতে সস্ত্রীক মুস্তাফিজ ছিলেন দিল্লিতে, সাকিব ছিলেন আহমেদাবাদে। গতকাল দুজন একসঙ্গেই ফিরেছেন। তবে কোয়ারেন্টাইনের জন্য স্ত্রীসহ মুস্তাফিজ উঠেছেন হোটেল সোনারগাঁয়ে, সাকিব ফোর পয়েন্টস শেরাটনে উঠেছেন।

নিয়ম অনুযায়ী আগামী ২০ মে কোয়ারেন্টাইন শেষ হবে দুই ক্রিকেটারের। যার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে বাধা থাকছে না তাদের। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে খুব বেশি অনুশীলনের সুযোগ পাবেন না তারা। কারণ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু হয়ে যাবে ২৩ মে।

শ্রীলঙ্কা সফরে দেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন সাকিব। যদিও কেকেআরের হয়ে তার আইপিএল মিশন এবার ভালো হয়নি। শুরুর তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন, প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় একাদশ থেকে বাদ পড়েন তিনি। টুর্নামেন্টের বাকি সময়টা সাইড বেঞ্চেই কেটেছে তার। ৩৮ রানের সঙ্গে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। সে তুলনায় রাজস্থানে দারুণ সময় কেটেছে মুস্তাফিজের। দলের নির্ভরযোগ্য বোলারের জায়গাটা পেয়েছিলেন তিনি। ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার।

খেলাধুলা

দেশের ১৮৬ উপজেলায় সাড়ে ষোলশত কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করতে অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার ( ৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১৮৬টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক বৈঠকের সভাপতিত্ব করেন।

একনেক সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজকে অনুষ্ঠিত ২৪তম একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১৮৬ টি উপজেলায় সাড়ে ষোলশত কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। এটি ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে একটি বড় সুসংবাদ। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।

জাহিদ আহসান রাসেলের মতে, প্রধানমন্ত্রী সবসময় আমাদের স্পোর্টসকে এগিয়ে নিতে সঠিক দিকনির্দেশনা প্রদানপূর্বক সার্বিক সহযোগিতা করে চলেছেন। আমি আশা করছি অতি অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষে এ সকল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করতে পারবো। আমি বিশ্বাস করি, এ সকল স্টেডিয়াম দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নবজাগরণের সৃষ্টি হবে।

ইতোপূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক দেশের ১২৫ টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

খেলাধুলা

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সমানতালে লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে অবশ্য পুরো সময় স্বাগতিকদের চাপে কোণঠাসা ছিল মুমিনুল হকের দল। ক্যান্ডিতে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৯৩ রান তুলেছিল। দুই ইনিংস মিলে বাংলাদেশ ৪৭৮ রান করেছে, যা শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ৯ রান কম। ম্যাচে দুই দলের ব্যবধান এখানেই স্পষ্ট।

২০৯ রানে হারের পর সংবাদ সম্মেলনে অনেক তীর্যক প্রশ্নই ছুঁটে গেছে মুমিনুলের দিকে। উইকেট অনুযায়ী তিন স্পিনার না খেলানোর সিদ্ধান্তকে বড় ভুল মানছেন না অধিনায়ক। তার মতে, টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টসে হেরেই অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। সঙ্গে বেশ দৃঢ়তার সঙ্গেই মুমিনুল বলেছেন, এই উইকেটে বাংলাদেশ আগে ব্যাটিং করলে গল্পটা ভিন্নরকম হতো।

সিরিজ নির্ধারনী টেস্টে টস ভাগ্যের পরীক্ষায় হেরেছিলেন মুমিনুল। টস জয়ী লঙ্কানরা টানা দুই দিন বড় কোনো চ্যালেঞ্জ ছাড়াই ব্যাটিং করেছিল। দুই দিন পরই উইকেট ভোল পাল্টে ফেলে। তৃতীয় দিন বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই স্পিন বান্ধব হয়ে যায় উইকেট। যেখানে ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে।

গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়টাই তুলে ধরেছেন মুমিনুল। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এই টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। দেখুন, প্রথম ২ দিনে কিন্তু উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না। আমার মনে হয়েছে, এই ম্যাচটার ৫০ শতাংশ ফলাফল টসের সময়েই নির্ধারণ হয়ে গিয়েছিল।’

বাংলাদেশের অধিনায়কের বিশ্বাস, ম্যাচে আগে ব্যাট করতে পারলে পাঁচ দিনের লড়াইয়ের পর চিত্রটা অন্যরকম হতো। গতকাল মুমিনুল বলেছেন, ‘আমি যদি আগে ব্যাটিং করতাম তখন দেখতেন যে গল্পটা ভিন্নরকম হত।’ তাছাড়া প্রথম ইনিংসে কম রান করার আক্ষেপও শোনা গেল অধিনায়কের কন্ঠে।

দুই ম্যাচের সিরিজ ১-০ তে হেরেছে বাংলাদেশ। তারপরও সফরে তাসকিনের বোলিং, তামিম-শান্তদের ব্যাটিংয়ে প্রাপ্তি খুঁজছেন মুমিনুল। এ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র শেষ করলো বাংলাদেশ। ঝুলিতে মাত্র ২০ পয়েন্ট, সঙ্গে সাত ম্যাচে ৬টি হার। সিরিজ শেষে আজ দেশে ফিরবে মুমিনুল বাহিনী। ক্যান্ডি থেকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, কাল মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে বিমানে চড়বে পুরো দল। দেশে ফিরে কয়েকদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। তারপর ওয়ানডের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা ৭ মে অনুশীলনে যোগ দিবেন।

 

খেলাধুলা

সেশন শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশি ব্যাটসম্যানরা। এমন পরিস্থিতিতে ফলোঅনে টাইগার বাহিনী। প্রথম ইনিংসে ২৫১ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। যেখানে ফলোঅন এড়াতে দরকার ছিলো ২৯৪ রান। তবে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে আবারো ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। শ্রীলঙ্কার অভিষিক্ত প্রাভিন জয়াবিক্রমার ঘূর্ণিতেই দিশেহারা বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখনও পর্যন্ত বাংলাদেশের হারানো ৮ উইকেটের ৬টিই নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে ব্যাটিং ছেড়ে দিয়েছে বাংলাদেশকে। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে অন্তত ২৯৪ রান। অথচ, ২৫১ রান তুলতেই দলের সব ব্যাটসম্যানরা সাকঘরে ফেরেন। ২৪১ রানে ৭ম, ২৪৩ রানে পড়েছে ৮ম উইকেট এবং ২৪৭ রানে ৯ম ও ২৫১ রানে ১০ম উইকেটের পতন ঘটে।

বাংলাদেশের একাদশ সাজানো হয়েছে ৬ ব্যাটসম্যান আর ৫ বোলার দিয়ে। এরমধ্যে ওপেনার সাইফ হাসান আগের ম্যাচের তুলনায় কিছুটা উন্নতি করলেও তিনি আউট হয়েছেন ২৫ রান করে। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত বিদায় নিয়েছেন ‘ডাক’ মেরে।

তামিম ইকবাল একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। ভালোই ব্যাটিং করছিলেন। কিন্তু ৯০ এর ঘরে গেলে যে তার কী হয়! আজও তিনি আউট হলেন ৯২ রানে। এরপর মুমিনুল-মুশফিকের লড়াই। বাংলাদেশের মিডল অর্ডারের সবচেয়ে বড় শক্তি। বলা যায়, বাংলাদেশের ব্যাটিং লাইনআপের কোমর শক্ত এই দু’জনের কারণে।

তবে মুমিনুল আর মুশফিকের জুটিটা স্থায়ী হলো ৬৩ রানের জন্য। ৪০ রান করে বিদায় নেন মুশফিক। তার বিদায়ের পর তৃতীয় সেশনের শুরুতে লিটন দাসকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু ৪৯ রানের মাথায় গিয়ে তিনিও আউট হয়ে গেলেন। হাফ সেঞ্চুরিটাও করতে পারলেন না।

লিটন দাসও হতাশ করলেন। মাত্র ৮ রান করে অভিষিক্ত প্রাভিন জয়াবিক্রমার বলে উইকেট দিয়ে বিদায় নেন তিনি। প্রতিষ্ঠিত সব ব্যাসম্যানই বিদায় নিলেন ২২৪ রানের মধ্যে। এরপর বোলারের কোটায় খেলতে নামা অলরাউন্ডার মিরাজ এবং তাইজুল জুটি বাধেন। ১৭ রান টিকলেন তারা। ১৬ রান করে সাজঘরের পথ দেখলেন মিরাজ, সেই জয়াবিক্রমার বলে।

আজ ম্যাচের তৃতীয় দিন মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছে স্বাগতিকরা। তাসকিন আহমেদের বোলিংয়ে মুশফিকুর রহীমের দুর্দান্ত ক্যাচে আগেরদিনের অবিচ্ছিন্ন জুটি ভাঙতেই ৪৯৩ রানে ব্যাটিং ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

এর আগে, টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই রমেশ মেন্ডিসকে ক্যাচে পরিণত করেন পেসার তাসকিন আহমেদ। এই উইকেট পতনের সঙ্গে সঙ্গেই দলীয় ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চার উইকেট নিয়ে টাইগারদের সফলতম বোলার তাসকিনই। লঙ্কানদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৪০ রান করেছেন থিরিমান্নে, এছাড়া সেঞ্চুরি পেয়েছেন করুণারত্নেও। এবার পাহাড়সমান রানের চ্যালেঞ্জ সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

খেলাধুলা

অভিষেক টেস্টেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট পেলেন শরিফুল ইসলাম। দিমুথ করুনারত্নেকে ১১৮ রানে লিটন দাশের ক্যাচ বানান বাংলাদেশের বাঁহাতি পেসার। ১৯০ বলে ১৫ চারে সাজানো ছিল শ্রীলঙ্কা অধিনায়কের ইনিংস। ওপেনিংয়ে লাহিরু থিরিমান্নের সঙ্গে তার জুটি ২০৯ রানের। সেঞ্চুরির পথে আছেন ওপেনিংয়ে নামা অপর ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেও।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজ নির্ধারণী ম্যাচটিতে টস জিতে প্রথমের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের লক্ষ্য নিয়েই এদিন মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেসার ইবাদাত হোসেনকে বিশ্রামে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে অভিষেক হচ্ছে তরুণ পেসার শরিফুল ইসলামের।

এর আগে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছিল উভয় দল। টানা পাঁচ দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে সমানতালে লড়াই করে পাওয়া ড্র বাংলাদেশ শিবিরে ফিরিয়েছে আত্মবিশ্বাস। রানের জোয়ার বইয়ে দেয়া এই ম্যাচের মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ২০ পয়েন্ট পেয়েছে লাল-সবুজ বাহিনী।

 

খেলাধুলা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামীকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শুরু হবে ম্যাচটি। এই ম্যাচেও অপরিবর্তিত থাকছে বাংলাদেশের স্কোয়াড।

প্রথম টেস্টেও আগের দিন ২১ এপ্রিল টেস্ট শুরুর আগের দিন প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়। এবারও একই পথে হেঁটেছে বিসিবি। দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ম্যাচের আগের দিন। তাতে আসেনি কোনো পরিবর্তন। অর্থাৎ দ্বিতীয় টেস্টের একাদশ বিবেচনার জন্যও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের হাতে থাকছে ১৫ সদস্যের স্কোয়াড।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের বহরে খেলোয়াড় ছিলেন ২১ জন। তাদের মধ্যে টেস্টের মূল স্কোয়াডে জায়গা পাওয়া হয়নি পেসার খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম; স্পিনার নাঈম হাসান; অলরাউন্ডার শুভাগত হোম এবং উইকেটরক্ষক কাজী নুরুল হাসানের।

মূল স্কোয়াডে টেস্ট অভিষেক হয়নি এমন ক্রিকেটার হলেন ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুইজনই অবশ্য আগের টেস্টের স্কোয়াডে ছিলেন।

ব্যাটসম্যানদের দাপটে ক্যান্ডিতে প্রথম টেস্ট ড্র হয়। দ্বিতীয় টেস্টের ভেন্যুও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শ্রীলঙ্কার অন্যান্য ভেন্যুর মত এই ভেন্যুতেও জয়-পরাজয় নির্ধারণী টেস্টের সংখ্যা বেশি। আগের ম্যাচ ড্র হওয়ায় উইকেট নিয়ে খানিক অসন্তোষ আছে দুই দলেই। দ্বিতীয় ও শেষ টেস্টে তাই বৈচিত্র্য দেখা যেতে পারে পিচে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম।

খেলাধুলা

ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে টি-টেয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলংকা অথবা আরব আমিরাতে আয়োজন করা হতে পারে- এমন আভাসই দিয়েছে সংস্থাটি।

আইসিসি সূত্রে জানা যায়, ভারতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাস বাকি, তারপরও করোনা পরিস্থিতি চিন্তায় ফেলেছে আইসিসিকে।

ভারতে প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

এমন পরিস্থিতিতে চলমান আইপিএল শেষ করা নিয়েও রয়েছে দারুণ সংশয়। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, সূচি অনুসারেই আইপিএল সম্পন্ন করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

খেলাধুলা

চতুর্থ দিন গেছে উইকেটহীন। গতকাল ম্যাচের পঞ্চম দিনে হন্যে হয়ে উইকেট খুঁজছিল বাংলাদেশ দল। দিনের শুরু থেকেই পাল্লেকেলের রানপ্রসবা উইকেটে গতির ঝড় তুলেছেন তাসকিন আহমেদ। প্রচণ্ড গরমের মধ্যেও নাকাল বল, স্লোয়ার বাউন্ডার তথা নিজের সর্বোচ্চটুকু উজাড় করে সব অস্ত্র প্রয়োগের চেষ্টা করেছেন তিনি। তার প্রাণান্ত চেষ্টা সফলতার মুখ দেখে দিনের পঞ্চম ওভারে। অফ স্ট্যাম্পের বাইরের বলটা ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানে।

দুই হাত প্রসারিত করে উড়তে থাকা তাসকিনের মুখ থেকে বের হলো, ‘আলহামদুলিল্লাহ’। করুনারত্নে-ধনাঞ্জয়ার ৩৪৫ রানের জুটি ভেঙেই থামেননি তিনি। নিজের পরের ওভারে লঙ্কান অধিনায়ক করুনারত্নেকেও ফেরত পাঠান দ্রুতগতির এ পেসার।

শুধু গতকালই নয়, চার বছর পর টেস্ট খেলতে নেমে ক্যান্ডিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তাসকিন। বিরুদ্ধ কন্ডিশনে ৩০ ওভার বোলিং করেছেন, ৬ মেডেনসহ ১১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ২৬ বছর বয়সি এ পেসার।

ম্যাচ শেষে তাসকিনের প্রচেষ্টার প্রশংসা করেছেন অধিনায়ক মুমিনুল হক। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বোলিংয়ে তাসকিন অসাধারণ চেষ্টা চালিয়েছে। ও অনেক চেষ্টা করেছে। আমি তাসকিনের বোলিং খুবই উপভোগ করেছি। ওর বোলিং দেখে মনে হচ্ছে না, এই টেস্ট নিয়ে ও মাত্র ছয়টা টেস্ট খেলেছে। তো কোনোভাবেই মনে হয়নি ছয় টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড়।’

গত বছর করোনাকালে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছিলেন তাসকিন। যার ধারাবাহিকতা ধরে রেখে নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত বোলিং করেছেন। মুমিনুল মনে করেন, কষ্টের ফল পেয়েছেন তাসকিন। অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এটা কষ্টের ফল। সত্যি কথা বলতে ও অনেক চেষ্টা করেছে। যখন দলের দরকার তখন এসেছে। এই কন্ডিশনে এত লম্বা সময় বল করাও কঠিন। আমি খুবই খুশি ওর পারফরম্যান্সে।’

ছয় টেস্টে ১০ উইকেট তাসকিনের। ক্যান্ডিতে রাহী, এবাদতরা নিষ্প্রভ থাকায় তার বোলিংই ছিল বাংলাদেশের বড় অবলম্বন।

খেলাধুলা

নায়ক হতে পারতেন কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ একক ইনিংস খেলেন তিনি। জয়ের খুব কাছেও পৌঁছে গিয়েছিলো দল। কিন্তু শেষ ওভারে জয়ের নায়ক আর হতে পারেননি। ম্যাচ শেষ করতে হয়েছে সমান রানে। এতেই চলমান আইপিএল প্রথম সুপার ওভারের স্বাক্ষী হলো ক্রিকেটপ্রেমিরা। সুপার ওভারের লড়াইয়ে আর পেরে ওঠেনি সানরাইজার্স হায়দরাবাদ, জয় পেলো দিল্লি ক্যাপিটালস।

দিল্লির দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটসম্যানকে ফিরে যেতে দেখেও অবিচল ছিলেন উইলিয়ামসন। শেষ দুই ওভারে দরকার ছিল ২৮ রান। এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখেছিলেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান। তার ব্যাটিং নৈপুন্যে ম্যাচ ড্র হয়ে সুপার ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়।

সুপার ওভারে দিল্লির বল করতে নামেন অক্ষর প্যাটেল। হায়দরাবাদের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসন। অথচ দুই হার্ডহিটার ব্যাটসম্যান ৭ রানের বেশি তুলতে পারেননি। শেষ বলে দুই রান নেওয়ার সময় ওয়ার্নার তার ব্যাট লাইন পার না হওয়ায় একটি রান ধরা হয়। উইলিয়ামসনের একটি চার ছিল।

স্পিনের বদলে স্পিন আক্রমণ আনে হায়দরাবাদ। আফগান বোলার রশিদ খানের ওপর এসে দায়িত্ব পড়ে। ব্যাটিংয়ে ছিলেন ঋষভ পান্ত ও শিখর ধাওয়ান। প্রথম দুই বলে এপ্রান্ত-ওপ্রান্ত বদল করে দুটি রান নেন তারা। তৃতীয় বলে চার মেরে কাজ সহজ করে দেন পান্ত। পরের বলটি ডট দেন রশিদ। পঞ্চম বলে লেগ বাইয়ে এক রান নেন পান্ত। শেষ বলে দরকার ১ রান। লেগ বাই থেকে একটি রান নিয়ে জয় নিশ্চিত করেন ধাওয়ান।

খেলাধুলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এতে বিরামপুরের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত শুটিংয়ের স্কিট প্রতিযোগিতায় রোববার ৭৪ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতে নেন দিনাজপুর রাইফেল ক্লাবের এই শুটার।

সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের ক্রীড়াঙ্গন ঘিরে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টার সবচেয়ে বড় মঞ্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এই গেমস অর্থবহ হলেই জাতির পিতার প্রতি সত্যিকার অর্থে সম্মান প্রদর্শন সম্ভব হবে। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, তরুণরা পারবে এ দেশের ক্রীড়াঙ্গনের চেহারা পাল্টে দিতে, পারবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পরিচিত করতে।

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ব্রোঞ্জ পদক অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন- বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান মণ্ডল, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।