খেলাধুলা

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠলো ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির দল।

আজ আহমেদাবাদে শেষ হওয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারায় ভারত। ফলে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলতে হলে এ ম্যাচে অন্তত ড্র’র প্রয়োজন ছিলো ভারতের। কিন্তু ব্যাটসম্যানদের-বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে জয় দিয়েই ফাইনালের টিকিট পেল ভারত।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ঋসভ পান্থের ১০১ রানের উপর ভর করে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৯৪ রান করেছিলো ভারত। দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৮৯ রানে এগিয়েছিলো টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ৬০ ও অক্ষর প্যাটেল ১১ রানে দিন শেষ করেন।

তৃতীয় দিন ৪৩ রানে প্যাটেল থামলেও, টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছে পৌঁছে যান সুন্দর। কিন্তু সুন্দরের মনের আশা পূরণ হয়নি। প্যাটেলের পর শেষ দুই ব্যাটসম্যান ৪ বলের ব্যবধানে ফিরে গেলে অন্যপ্রান্তে ৯৬ রানে অপরাজিত থেকে যান সুন্দর। ১৭৪ বল খেলে ১০টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ভারতের ইনিংস শেষ হয় ৩৬৫ রানে। এতে প্রথম ইনিংস থেকে ১৬০ রানের লিড পায় ভারত। ইংল্যান্ডের বেন স্টোকস ৪টি, জেমস এন্ডারসন ৩টি ও জ্যাক লিচ ২টি উইকেট নেন।
ইনিংস হার এড়াতে ১৬০ রানের প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। ব্যাট হাতে নেমেই ভারতের দুই স্পিনার প্যাটেল-অশ্বিনের তোপের মুখে পড়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৬৫ রানে উপরের সারির ছয় ব্যাটসম্যানকে হারায় তারা।

জ্যাক ক্রলিকে ৫, জনি বেয়ারস্টোকে শুন্য ও অধিনায়ক জো রুটকে ৩০ রানে আউট করেন অশ্বিন। আর ডম সিবলিকে ৩, বেন স্টোকসকে ২ ও ওলি পোপকে ১৫ রানে থামান প্যাটেল।

এরপর উইকেটরক্ষক বেন ফোকসকে নিয়ে দলের স্কোর ১শ স্পর্শ করেন ড্যান লরেন্স। দলীয় ১০৯ রানে ফোকসকে শিকার করে জুটি ভাঙ্গেন প্যাটেল। এরপর আরও দুই উইকেট ভাগাভাগি করেন প্যাটেল-অশ্বিন। আর শেষ উইকেট হিসেবে লরেন্সকে তুলে নিয়ে ইংল্যান্ডকে ১৩৫ রানে গুটিয়ে দেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানে আউট হন লরেন্স। ভারতের প্যাটেল ৪৮ রানে ও অশ্বিন ৪৭ রানে ৫টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের পান্থ। সিরিজ সেরা ভারতের অশ্বিন।

টেস্ট সিরিজ শেষে এবার টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ড। ১২ মার্চ থেকে আহমেদাবাদেই শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি লড়াই। ২৩ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২০৫ ও ১৩৫, ৫৪.৫ ওভার (লরেন্স ৫০, পোপ ১৫, অশ্বিন ৫/৪৭, প্যাটেল ৫/৪৮)।
ভারত : ৩৬৫/১০, ১১৪.৪ ওভার (পান্থ ১০১, সুন্দর ৯৬, স্টোকস ৪/৮৯)।
ফল : ভারত ইনিংস ও ২৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : ঋসভ পান্থ (ভারত)।
সিরিজ সেরা : রবীচন্দ্রন অশ্বিন (ভারত)।
সিরিজ : চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতলো ভারত।

খেলাধুলা

আধুনিক অলিম্পিকের সমবয়সী তিনি। ১১৮ বছর বয়স। অলিম্পিকের মশাল ধরতে যাওয়া সবচেয়ে বেশি বয়সী মানুষ হতে যাচ্ছেন কানে তানাকা নামের এই জাপানি নারী।

তবে এতে তাকে সহায়তা করবেন তার নাতি-নাতনিরা। এর আগে ২০১৬ সালে রিও সামার গেমসে ব্রাজিলের ১০৬ বছরের আইদা জেমাঙ্কু অলিম্পিকের মশাল তুলেছিলেন।

তার আগে ২০১৪ সালে ১০১ বছরের রুশ টেবিল টেনিস খেলোয়াড় আলেজান্ডার ক্যাপতারেনকো শীতকালীন অলিম্পিকের মশাল হাতে নেন। এবার পালা কানে তানাকার।

জীবনের একটি শতাব্দী পার করার মধ্যে দুবার ক্যানসার জয় করেছেন তিনি। একজোড়া মহামারির সাক্ষী এই নারী।

আগামী মে মাসে জাপানে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক গেমস। আর সেখানেই মশাল হাতে দেখা যাবে এই বৃদ্ধাকে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এমন তথ্য মিলেছে।

এ বছর জাপানের ফুকুওকার অলিম্পিকে মশাল নিয়ে হাঁটবেন বিশ্বের প্রবীণতম এই নারী। এক্ষেত্রে তানাকার পরিবার তাকে ১০০ মিটার হুইলচেয়ারে করে পাঠাবেন। তার পর মশাল হাতে কয়েক পা হাঁটতে দেখা যাবে তাকে।

তানাকা বলেন, এই অনুষ্ঠানের জন্য জানুয়ারিতে নতুন এক জোড়া জুতোও পেয়েছেন তিনি।

এই বিষয়ে তানাকার নাতি ষাটোর্ধ্ব ইজি তানাকা বলেন, ১১৮ বয়সে এসেও বেশ দারুণভাবে জীবনযাপন করছেন আমার দাদি। খুবেই স্বতস্ফূর্ত। অলিম্পিকে মশাল নেওয়া সত্যিই বড় ব্যাপার। আশা করি, তানাকাকে দেখে গোটা বিশ্ব অনুপ্রাণিত হবে।

খেলাধুলা

বীরেন্দ্রর শেহবাগের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ দল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধনী ম্যাচে জয়ে উড়ন্ত সূচনা করল স্বাগতিক ভারত।

বাংলাদেশ দলের বিপক্ষে ১১০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ১১৪ রানের জুটি গড়ে ৫৯ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন দুই ওপেনার শেহবাগ ও শচীন টেন্ডুলকার।

দলের জয়ে ৩৫ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করেন শেহবাগ, এছাড়া ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আরেক ওপেনার শচীন।

শুক্রবার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাজিমউদ্দিনের ৪৯ রানের পরও ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দল।

এদিন ওপেনিং জুটিতে ৮ ওভারে ৫৯ রান সংগ্রহ করেন জাতীয় দলের সাবেক তারকা দুই ওপেনার নাজিমউদ্দিন ও জাভেদ ওমর বেলিম।

এরপর মাত্র ২৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ১৯ বলে মাত্র ১২ রানে প্রজ্ঞান ওঝার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাভেদ ওমর বেলিম। ৯ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার নাজিমউদ্দিন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাঁ-হাতি স্পিনে বিভ্রান্ত হন তিনি। তার আগে ৩৩ বলে আট চার ও এক ছক্কায় খেলেন ৪৯ রানের ঝকঝকে ইনিংস।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মোহাম্মদ রফিক। ইউসুফ পাঠানের বলে তারই সহোদর ইরফান পাঠানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ রফিক (১)।

জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবাল ফেরেন ১০ বলে মাত্র ৭ রান করে। ৬ বলে মাত্র ৩ রানে যুবরাজ সিংয়ের দ্বিতীয় শিকারে পরিনত হন হান্নান সরকার। জাতীয় দলের সদ্য সাবেক তারকা বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২ রান করে রান আউট হন।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ফেরেন মোহাম্মদ শরীফ। মনপ্রীত গনির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে মুনাফ প্যাটেলের হাতে ধরা পড়েন তিনি।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে এক মাত্র ব্যতিক্রম ছিলেন রাজিন সালেহ। তিনি টি-টোয়েন্টির ম্যাচটি খেলেছেন টেস্টের আদলে। ২৪ বলে মাত্র ১২ রান করে ভিনয় কুমারের বলে বোল্ড হয়ে ফেরেন সালেহ।

শেষ দিকে হাল ধরতে পারেননি খালেদ মাহমুদ সুজন ও আলমগীর কবিররা। ৭ বলে ৭ রানে আউট সুজন। শূন্য রানে ভিনয় কুমারের বলে আলমীর কবির বোল্ড হলে ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ দল।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন প্রজ্ঞান ওঝা, যুবরাজ সিং ও ভিনয় কুমার। একটি করে উইকেট নেন মনপ্রীত গনি ও ইউসুফ পাঠান।

আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১০, ১২ ও ১৫ মে যথাক্রমে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন দলটি।

খেলাধুলা

নিস্তরঙ্গ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হঠাৎ খানিকটা আলোড়ন। স্টেডিয়াম পরিদর্শনে এলেন রাজস্থ্যান রয়্যালসের কয়েকজন কর্মকর্তা। মূল মাঠ, একাডেমি মাঠসহ বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখলেন তারা। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর পরে জানালেন, বাংলাদেশে একটি একাডেমি করার ভাবনা আছে তাদের।

রঞ্জিত বারঠাকুর ভারতের বিশিষ্ট ব্যবসায়ী, রাজস্থ্যান রয়্যালসের সত্বাধিকারী কোম্পানি রয়্যাল মাল্টিস্পোর্ট প্রাইভেট লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও যে তার সম্পর্ক পুরনো, স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সবার আগে তিনি জানালেন সেটিই।

“আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের পাশে থেকেছি। আশরাফুলের সময় (ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক), ১৯৮৭ সালে এখানে এসেছিলাম। এখানে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এশিয়া কাপ, আমি উইলস-এ ছিলাম, টুর্নামেন্টের স্পন্সর ছিলাম (১৯৮৮ উইলস এশিয়া কাপ)। এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি।”

তবে পুরনো সম্পর্কের টানেই তো শুধু এবার এখানে আসা নয়, এই সফরের কারণও তিনি খোলাসা করলেন।

“এবার আমি এসেছি স্টেডিয়াম দেখতে যে, কীভাবে আমরা বাংলাদেশের জেলাগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ও উত্তরবঙ্গের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারি। কীভাবে ক্রিকেটে কোনো বিনিময় কর্মসূচী নিতে পারি।”

“আরেকটি ব্যাপার, শুরু থেকেই রাজস্থ্যান রয়্যালসের চেয়ারম্যান হওয়ার সোভাগ্য হয়েছে আমার। আমরা এবার মুস্তাফিজকে নিয়েছি (আইপিএলের নিলামে)। আশা করি, সে খেলবে আমাদের হয়ে। অবশ্যই তার কাছে দেশের দায়িত্ব আগে, তারপর রাজস্থান। দেখা যাক…আশা করি, সে দেশের হয়ে সুযোগ পাবে। না পেলে আমরা সবসময় তার পাশে আছি।”

রঞ্জিত বারঠাকুর জানালেন, কলকাতা ও চেন্নাইয়ের পরই রাজস্থানের সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশে। এখানে ও উত্তর-পূর্ব ভারতে সমর্থকগোষ্ঠী আরও বাড়াতে তৃণমুলের ক্রিকেট নিয়ে তারা কাজ করতে চান বলেও জানালেন। সেই পরিক্রমায়ই জানালেন একাডেমি গড়ার আগ্রহের কথা।

“আমি ভাবছি, এখানে একাডেমি করব। রয়্যাল একাডেমি। এখনও চূড়ান্ত হয়নি, ভাবনা আছে। এবার এখানে এসে আমার মনে হয়েছে, পুরো আইপিএল এটা অনুভব করবে।”

খেলাধুলা

এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) চূড়ান্ত সূচি পাঠিয়েছে। খুব শিগিগরই সূচি প্রকাশ করবে বিসিবি। সফরে লঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে।

শ্রীলঙ্কা সফরের অগ্রগতি সম্পর্কে গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘শ্রীলঙ্কার যেটা বলেছি (আগে) তার বাইরে কিছু অগ্রগতি হয়েছে। চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট কিছু বিষয়ের অপেক্ষায়। সেটা হলে আশা করছি দুই এক দিনের মধ্যে সূচি প্রকাশ করে দিব।’

করোনার কারণে স্বাস্থ্যবিধি মানা, কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘অবশ্যই একটা চিন্তা ছিল আমাদের। ইতিমধ্যে ইংল্যান্ড শ্রীলঙ্কা সফর করে এসেছে। তো আমাদের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। বলা হচ্ছে প্রথম তিন দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। এরপর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন ও অন্যান্য কার্যক্রমে ফিরে যেতে পারবে। আগের কড়াকড়ি নিয়ম এখন শ্রীলঙ্কা থেকে তুলে দেওয়া হয়েছে।’

জানা গেছে, একই ভেন্যুতে হতে পারে দুটি টেস্ট। কলম্বো গিয়ে সরাসরি হাম্বানটোটায় চলে যাবে টাইগাররা। সেখানেই মুমিনুলদের কোয়ারেন্টাইন থাকতে হবে। এর আগে গত বছর দুইবার টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছিল করোনার কারণে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এ সিরিজটি খেলবে দুই দল। যদিও সিরিজে একটি টেস্ট কমেছে। এপ্রিলের মাঝামাঝি লঙ্কা যাবে বাংলাদেশ দল। সফরে সাকিব আল হাসানকে পাবে না মুমিনুল বাহিনী। আইপিএল খেলবেন বলে এ সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। তবে মুস্তাফিজুর রহমান বলেছেন, আইপিএলের চেয়ে দেশের খেলাই তার কাছে আগে।

খেলাধুলা

নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টাইনের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে রুম কোয়ারেন্টাইনের ধাপ শেষ করে আজ অনুশীলনে নামছে বাংলাদেশের ক্রিকেটাররা। স্থানীয় লিঙ্কন গ্রিন মাঠে অনুশীলন করবেন তামিম-মুশফিকরা। গ্রুপে ভাগ হয়ে অনুশীলন চলবে। বিসিবির মিডিয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি গ্রুপে থাকবেন সাত ক্রিকেটার।

তবে অনুশীলনের অনুমতি পেয়েছে বাংলাদেশ দল করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়ায়। নিউজিল্যান্ড গিয়ে টানা তিন বার বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। করোনামুক্ত হওয়ায় গতকাল হোটেলে জিম করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

জিম করতে পেরে খুশি মোহাম্মদ মিঠুন। মূলত মাঠে ফেরা, অনুশীলনের সুযোগ পেয়ে উদ্দীপ্ত এ উইকেটকিপার ব্যাটসম্যান।

গতকাল মিঠুন বলেছেন, ‘স্বাভাবিকভাবে এতদিন আমাদের চলাচলে সীমাবদ্ধতা ছিল। এখন আস্তে আস্তে বিষয়গুলো স্বাভাবিক হচ্ছে। আজকে (গতকাল) আমরা জিম করার সুযোগ পেয়েছি। প্রায় এক সপ্তাহ পরে জিম ব্যবহার করে ভালো লাগছে।’

অনুশীলনের মাধ্যমে কন্ডিশনে মানিয়ে নেওয়ার আশা করছেন মিঠুন। তিনি বলেন, ‘এই ব্যাপারে অনেক বেশি উদ্দীপ্ত। কারণ ঘরের মধ্যে থাকা খুব কষ্টকর। এখানে খুব একটা কিছু করার নাই সারা দিন ঘরের মধ্যে থেকে। এছাড়া আমরা একটা টুর্নামেন্ট খেলতে এসেছি সিরিজ খেলার মধ্যে কাল (আজ) থেকে আমরা মাঠে যেতে পারব। এই ব্যাপারটা ভাবতে আলাদা ভালো লাগা কাজ করছে। কালকে থেকে যখন ক্রিকেট অনুশীলনে ফিরব আস্তে আস্তে আমরা সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারব।’

নিউজিল্যান্ডে নতুন বলে খেলার সময়টা পার করাই মূল চ্যালেঞ্জ হবে ব্যাটসম্যানদের জন্য। নতুন বলে উইকেট না দিলে ভালো কিছু করা সম্ভব হবে মনে করেন মিঠুন। এ মিডল অর্ডার ব্যাটসম্যান বলেছেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং। এটা ভিন্ন কন্ডিশন আমাদের থেকে। আমাদের খুব বেশি এই কন্ডিশনে খেলার সুযোগ হয় না। তার পরও আমরা সবাই জানি নিউজিল্যান্ডে নতুন বলটা খুব চ্যালেঞ্জিং হয়। আমরা দল হিসেবে নতুন বলে যদি টিকে থাকতে পারি অবশ্যই আশা করছি আগের চেয়ে অনেক ইতিবাচক ফলাফল হবে। এটাকে আমরা অবশ্যই সুযোগ হিসেবে নিচ্ছি। কারণ আগে কি হয়েছে এর চেয়ে সামনে কি করব যেহেতু এবার অনেক আগে এসেছি। অনেক অনুশীলনের সুবিধা পাব। আশা করা যায় দলের সবাই যত দ্রুত সম্ভব নিজেদের স্কিলের সঙ্গে মানিয়ে নিতে পারব।’ কোয়ারেন্টাইনের ১৪ দিন ক্রাইস্টচার্চে থাকবে বাংলাদেশ দল। তারপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প শেষে সফরের মূল লড়াইয়ে নামবে টাইগাররা।

খেলাধুলা

নিউজিল্যান্ডের মাটিতে আজ অবধি বাংলাদেশের কোনো জয়ের রেকর্ড না থাকলেও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, ‘সতীর্থদের তাড়না দেখে মনে হচ্ছে এই সিরিজে টাইগাররা ভালো করবে। আমার বিশ্বাস ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ দল।

সোমবার (১ মার্চ) ক্রাইস্টচার্চ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন অভিমত ব্যক্ত করেন তামিম। স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম বিদেশ সফরে গেলেন তামিম। এর আগে ২০১৯ সালে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলেছিলেন, যদিও সেই সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় টাইগারদের।

তামিমের মতে, ‘এটা আমার প্রথম বিদেশ সফর, অধিনায়ক হিসেবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত, প্রথম ওয়ানডে খেলার আগে আমাদের অনুশীলন সেশনে দল হিসেবে তৈরি হয়ে যেতে পারব। ইনশাআল্লাহ, দেখা যাক।’

দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের। শুধু তামিমই বা কেন, দলও নিজেদের সামর্থ্যে রাখছে বিশ্বাস। তামিম জানান, ‘বাংলাদেশ দলের ঐ সামর্থ্য আছে, পরিকল্পনা কাজে লাগিয়ে একসাথে ভালো পারফর্ম করলে আমরা যেকোনো দলকে হারাতে পারি। দলও এটা বিশ্বাস করে।’

খেলাধুলা

নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ছবিতে দেখা যাচ্ছে, ব্যাট হাতে দাঁড়িয়ে ভন কোনোমতে বলকে ঠেকানোর চেষ্টা করছেন।

ছবিতে ভনের ব্যাটিংপোজ নিয়ে কথা না থাকলেও যে পিচে তিনি দাঁড়িয়ে তা দেখে চোখ চড়াকগাছ ক্রিকেটপ্রেমীদের। দেখে মনে হচ্ছে, কোনো একটি মাঠের ভালো পিচকে পাগলামি করে কুপিয়ে ফসলের জমির মতো অবস্থা করে ফেলেছেন ভন। আর সেই নষ্ট পিচেই ব্যাটিং করছেন তিনি। পেছনে পোঁতা তিনটি স্টাম্পকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এ ইংলিশ ধারাভাষ্যকার।

ভনের এই অদ্ভূত কাণ্ড দেখে যে কেউ অবাক হয়ে প্রশ্ন করবেন, স্বাভাবিক আছেন তো এই সাবেক ইংলিশ তারকা?

পরে অবশ্য ছবির ক্যাপশন পড়লে সবাই ঠিকই বুঝে নেবেন, কোনই সমস্যা হয়নি ভনের। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের পিচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ভন এই কাণ্ড ঘটিয়েছেন! মূলত আহমেদাবাদের স্পিনসহায়ক উইকেট প্রসঙ্গ টেনে ভারতের পিচকে অপমান করতে চেয়েছেন ভন।

ভনের এই কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় তুমুল হাস্যরসের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ভারতের মাটিতে দীর্ঘ সফরে রয়েছে ইংল্যান্ড। ইতোমধ্যে ভারতের বিপক্ষে ৩টি টেস্ট খেলে ফেলেছে তারা। এই টেস্ট সিরিজের তৃতীয়টিতে জয় পেতে এমন মারাত্মক ঘূর্ণি উইকেট বানিয়েছে ভারত। যে টেস্ট মাত্র দেড় দিনেই শেষ হয়ে যায়। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

এরপর থেকেই মাইকেল ভনসহ ক্রিকেটের বর্তমান ও সাবেকরা আহমেদাবাদের উইকেট টেস্ট খেলার যোগ্য কি না – সে প্রশ্ন তুলেছেন।

আগামীকাল (৪ মার্চ) আহমেদাবাদের একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।

সেই টেস্টকে সামনে রেখে মঙ্গলবার ভন এমন ব্যাঙ্গত্মক ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘চতুর্থ টেস্টে ভালো কিছু করার প্রস্তুতি নিচ্ছি’।

খেলাধুলা

প্রত্যাশিত জয়ে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে হোম সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। তানভির ইসলামের ঘূর্ণি জাদুতে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ম্যাচের তৃতীয় দিনেই আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ও ২৩ রানে পরাজিত করেছে সাইফ হাসানের দল।

ম্যাচের শুরু থেকেই তানভিরের বাঁহাতি স্পিনের জবাব দিতে পারছিল না আইরিশরা। গতকাল তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৩৯ রানে। প্রথম ইনিংসে সফরকারীদের ১৫১ রানের পর ইমার্জিং দল করেছিল ৩১৩ রান। তানভিরের বোলিংয়ে দ্বিতীয় বার আর ব্যাটিংয়ে নামতে হয়নি স্বাগতিকদের।

আগের দিন ৪ উইকেটে ৩৫ রান তুলে খেলা শেষ করেছিল আইরিশরা। গতকাল শেষ ৬ উইকেটে ১০৪ রান যোগ করতে পেরেছে তারা। তানভির একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ইনিংস। ৫১ রানে ৮ উইকেট নিয়েছেন এ তরুণ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। প্রথম ইনিংসেও ৫৫ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। দুই ইনিংসে ১৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরাও তানভির। এ ম্যাচের আগে লঙ্গার ভার্সনে কখনোই ৫ উইকেট পাননি তিনি। গতকাল দুই সেশনও স্থায়ী হয়নি আইরিশদের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনে চা বিরতির আগেই অলআউট হয় তারা।

অধিনায়ক টেক্টরই কিছুটা দৃঢ়তা দেখাতে সক্ষম হয়েছিলেন। তিনি ১৩৭ বলে ৫৫ রান করেন। ক্যাম্পার ২২, অ্যাডেইর ১৪ রান করেন। ইমার্জিং দলের এবাদত, সাইফ হাসান ১টি করে উইকেট নেন। চার দিনের ম্যাচের পর এবার বাংলাদেশ ইমার্জিং দলের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড উলভস। চট্টগ্রামে ৫, ৭, ৯ মার্চ যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখানেই শেষ হবে চট্টগ্রাম পর্ব। তারপর ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ চতুর্থ, পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৭, ১৮ মার্চ দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ ছাড়বে আইরিশরা।

খেলাধুলা

‘সেলিব্রেটিং ফ্রেশ ক্রাইস্টচার্চ এয়ার’—সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন আহমেদের এ পোস্টই বলে দেয় মুক্ত বাতাসে ফিরতে কতটা ব্যাকুল ছিলেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর টানা ৪৮ ঘণ্টা রুমবন্দি ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথমবার করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ রিপোর্ট পাওয়ায় গতকাল হোটেল রুমের বাইরে আসার অনুমতি পেয়েছে গোটা দল। তাও আধঘণ্টার জন্য! এটুকু সময় পেয়েই আনন্দে বিহ্বল তাসকিনরা।

বিসিবির মিডিয়া বিভাগের পাঠানো ভিডিও, ছবিতে দেখা গেছে হোটেলের সীমানার ভেতরই হালকা রানিং, স্ট্রেচিং করার সুযোগ পেয়েছেন সবাই। কোয়ারেন্টাইনের ৬ দিন পর্যন্ত এমন করে ৪০ মিনিট রানিংয়ের সুযোগ পাবেন ক্রিকেটাররা। সপ্তম দিন থেকে গ্রুপ করে অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

ভিডিওতে দেখা যায় তাসকিন, সাইফউদ্দিন, সৌম্যরা দুই মিটার দূরত্ব বজায় রেখে হাঁটছেন। কেউ ফিটনেসের কাজ করছেন। নির্বাচক হাবিবুল বাশার, সফরের পর্যবেক্ষক বিসিবি পরিচালক জালাল ইউনুসও যোগ দিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে। প্রায় ৩০ মিনিট রানিং করে আবার রুমে ফিরে যান সবাই।

রুমে বন্দি থাকলেও ফিটনেসের কাজ করছেন মুশফিকুর রহিমরা। কারো কারো রুমে রয়েছে সাইক্লিংয়ের সুবিধা, ফিটনেসের কাজ করার সরঞ্জামও পেয়েছেন অনেকে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, রুমের মধ্যে একাকী ফিটনেসের কাজে কঠোর পরিশ্রম করছেন।

করোনাকালের প্রথম বিদেশ সফরে ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ দল। তা জানাতে গিয়ে তাসকিন গতকাল বলেছেন, ‘আসলে এ রকম আইসোলেশন একটি আলাদা অভিজ্ঞতা। আর আগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য দুই মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি।’

করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন জানিয়ে তাসকিন বলেন, ‘প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। এরপর ইনশাআল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। তো সব মিলিয়ে আলাদা অনুভূতি। চাইব যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক ততই ভালো।’

ক্রাইস্টচার্চে হোটেল রুমে একাকী সিনেমা দেখে, পরিবারের সঙ্গে ফোনে কথা বলে, ফিটনেসের কাজ করেই সময় কাটছে বাংলাদেশের ক্রিকেটারদের। গতকাল ডানহাতি এ পেসার বলেছেন, ‘সময় কাটছে আসলে পরিবারের সঙ্গে কথা বলে (ফোনে), সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু ব্যান্ডস আর সাইকেলিংয়ের জন্য দেওয়া হয়েছে। কিছু কর্মসূচি দেওয়া হয়েছে যে রুমে যে সব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য।’