খেলাধুলা

বল হাতে ২৩ ওভারে ৫৫ রান দিয়ে একাই ৫ উইকেট নিলেন তানভির ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে তার এই ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৭ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে গেলো ‘উলভস’ নামে পরিচিত আয়ারল্যান্ড ‘এ’ দল।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ইমার্জিং দল বনাম আয়ারল্যান্ড ‘এ’ দলের চারদিনের অনানুষ্ঠানিক ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীদের প্রথম উইকেট তুলে নেন তানভির। ওপেনার জেমস ম্যাককলামকে (১৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

আরেক ওপেনার জেরেমি ললরকে(১৩) সাজঘরে ফেরান খালেদ আহমেদ। তানভির দ্বিতীয় শিকার হিসেবে শূন্য হাতে ফেরান আইরিশ দলের অধিনায়ক হ্যারি ট্যাক্টরকে। কার্টিস ক্যাম্পার (৩৯) ও উইকেটরক্ষক লোরকান টাকার (২০) চেষ্টা করেছিলেন বড় জুটি গড়তে। তবে দু’জনকেই সাজঘরে ফেরান সাইফ হাসান।

তানভিরের পরের ৩ শিকার মার্ক অ্যাডায়ার (৯), গ্যারেথ ডিলেনি (৪) ও গ্রাহাম হিউম (১০)। এই বাঁহাতি স্পিনারের প্রথম শ্রেণির ক্রিকেটে আগের সেরা ছিল ৪/২৯। সফরকারীদের শেষ উইকেট জোনাথন গার্থকে বোল্ড করেন এবাদত হোসেন। ব্যক্তিগত ১৪ রানে অপরাজিত ছিলেন পিটার চেজ।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ ইমার্জিং দল। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ৫০ রান যোগ করে তারা। ৩৯ বলে ৮ চারে ৪১ রান করা ওপেনার তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন ট্যাক্টর। তবে ওপেনার-অধিনায়ক সাইফ হাসান (২২) ও মাহমুদুল হাসান জয় (১৮) আর কোনো উইকেট হারাতে দেয়নি স্বাগতিকদের।

আগামীকাল প্রথম ইনিংসে ১ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ ইমার্জিং দল। সাইফের দল এখনও পিছিয়ে আছে ৭০ রানে।

খেলাধুলা

ভারতীয় তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক সাক্ষাৎকারে বলেছেন, কোন ব্যাটসম্যান কীভাবে আমার বিরুদ্ধে শট খেলবে এবং তাদের কোন জায়গায় বল করতে হবে সবকিছু আমার নখদর্পণে আছে।

ভারতীয় জনপ্রিয় দৈনিক আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগে আমি ৮ ঘণ্টা ল্যাপটপের সামনে বসে অজিদের ব্যাটিং দেখেছি। ওদের ভুলভ্রান্তি বোঝার চেষ্টা করছি। লকডাউনে আমি পুরনো দিনের প্রচুর ভিডিও দেখেছি। প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের অনুশীলনের ভিডিও আমি দেখি। কোন ব্যাটসম্যান কীভাবে আমার বিরুদ্ধে শট খেলবে এবং তাদের কোন জায়গায় বল করতে হবে সবকিছু আমার নখদর্পণে।

ম্যাচ জয়ের পর স্টাম্প সংগ্রহ করা প্রসঙ্গে ৭৭ টেস্টে ৪০১ উইকেট শিকার করা অশ্বিন বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এগুলো নিয়ে এত ভাবতাম না কিন্তু বয়স বাড়ার সঙ্গে এ ব্যাপারেও যত্নবান হয়েছি।

তিনি আরও বলেন, ব্রিসবেন টেস্টের স্টাম্প নিজের কাছে না রাখলেও সিডনি ও শেষ দুই টেস্টের স্টাম্প নিজের কাছে রেখে দিয়েছি। তবে সবমিলিয়ে কত স্টাম্প আমার কাছে আছে এখন বলা সম্ভব নয়।

খেলাধুলা

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি।

আজ বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) বনানীতে এক সংবাদ সম্মেলনে রাকিবকে তালাক দেওয়ার কাগজ দেখালেন নাসিরের আইনজীবী। সাংবাদিক সম্মেলনে নাসির ও তামিমার আইনজীবী জানান, তারা বৈধভাবেই বিয়ে করেছেন। এসময় তিনি সাংবাদিকের উচিয়ে তালাকের কাগজ দেখান।

সংবাদ সম্মেলনে নাসির হোসেনের স্ত্রী তামিমা দাবি করেছেন, তার পূর্বের স্বামী রাকিবকে তালাক দিয়েই তিনি বিয়ে করেছেন। তিনি অভিযোগ করে বলেন, বিয়ে এবং বাচ্চা ছাড়া রাকিব যা বলছে সবই মিথ্যা কথা। পাবলিক প্লাটফর্ম পাওয়ার জন্যই সে এমন করছে।

এসময় নাসির হোসেন বলেন, ‘সংবাদমাধ্যমে যেসব তথ্য আসছে তা সত্যি নয়। আর যারা মিথ্যে প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেসব কথা বলা হচ্ছে এসব হয়তো আমি সহ্য করতে পারছি কিন্তু তামিমা তো সহ্য করতে পারছে না। ও যদি কোনো রঙ ডিসিশন নেয় তাহলে এর দায়ভার কে নেবে? আর রাকিব সাহেব যেভাবে কথা বলেছে, এভাবে তো বলতে পারেন না। তামিমাকে কিছু বলা মানে আমাকে বলা। তামিমা এখন আমার স্ত্রী। তাকে নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে তাহলে আমি তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবো।’

খেলাধুলা

করোনার ধাক্কা কাটিয়ে প্রথমবার বিদেশ সফরে গেল বাংলাদেশ দল। তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলতে মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয় টাইগাররা। এ সফরে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খরা কাটানোর আশা ব্যক্ত করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশটিতে এর আগে তিন ফরম্যাটে ২৬ ম্যাচ খেলেও জয় পায়নি বাংলাদেশ।

নতুন অর্জনের আশায় বসতি গড়ছেন তামিম। বিকেলে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউজিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।’ তামিমের নেতৃত্বে এটিই বাংলাদেশের প্রথম বিদেশ সফর। ওয়ানডে অধিনায়ক হিসেবে হোমে উইন্ডিজদের হারিয়ে তার শুরুটা ভালোই ছিল।

ঘরের মাঠে কোনো ক্যাম্প না হলেও ক্রিকেটাররা কেউ কেউ ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। সবাই মানসিকভাবে চাঙ্গা আছে বলেই জানালেন সৌম্য সরকার। বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিকভাবে ফিট হয়েছে বা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছুই হবে।’

নিউজিল্যান্ডে টানা হারের রেকর্ডটা দলের সবারই জানা আছে। অধিনায়ক তামিমের মতো সৌম্যর কণ্ঠেও ধরা পড়লো নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খাতা খোলার আশাবাদ। বিমানবন্দরে এ তরুণ বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আমরা ভালো করেছি। নিউজিল্যান্ডেও ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো ফল নিয়ে ফিরতে পারব। সেখানে যে ধারা আছে (কখনোই না জেতা), সেটা যেন আমরা ভাঙতে পারি, জিতে যেন ফিরতে পারি, সেই আশা থাকবে।’

সফরে পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গী হয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এখন থেকে প্রতিটি সিরিজেই একজন বোর্ড পরিচালক দলের সঙ্গে থাকবেন। দলের সঙ্গে দূরত্ব কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

খেলাধুলা

নতুন জার্সি, কিট ব্যাগগুলো সোমবারই পেয়ে গেছেন ক্রিকেটাররা। পড়ন্ত বিকেলে জার্সিসহ বিসিবি কার্যালয় ছেড়ে গেছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্য কোচরা। তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলতে মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশত্যাগ করবে বাংলাদেশ জাতীয় দল।

বিকেল ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে যাবেন তামিম-মাহমুদউল্লাহরা। সিঙ্গাপুরে এক ঘণ্টার বিরতি থাকলেও ফ্লাইট থেকে নামতে পারবেন না ক্রিকেটাররা। সিঙ্গাপুর থেকে ক্রাইস্টচার্চে উদ্দেশ্যে বিমানে চড়বে বাংলাদেশ দল।

দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনো জয় নেই। এবারও সফরটা চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা স্মরণ করে ডানহাতি এ পেসার বলেছেন, ‘আসলে নিউজিল্যান্ডে এর আগেও দুইবার খেলেছি আমি। বিশ্বকাপ খেলেছি এবং নিউজিল্যান্ড সিরিজ খেলেছি। সবসময় অনেক চ্যালেঞ্জিং হয় বাইরে থেকে যারাই খেলতে যায় ওদের কন্ডিশনে ওদের সঙ্গে। ওইখানে ভালো করতে হলে আসলে সহজে কোনো কিছু পাওয়া সম্ভব না বোলার, ব্যাটসম্যান দুজনের জন্যই। কারণ ওদের কন্ডিশনে সবসময় ওরাই ফেভারিট থাকে এবং কঠিন হয় প্রতিপক্ষ দলের জন্য। তবে আমাদের শতভাগ তো দিতেই হবে সঙ্গে ইতিবাচক থাকতে হবে।’

কন্ডিশনে মানিয়ে নেয়া, বাতাসের বিপরীতে, বাতাসের প্রবাহে বোলিং করাই নিউজিল্যান্ডে পেসারদের জন্য বড় চ্যালেঞ্জ। এ জিনিসগুলো দ্রুত মানিয়ে নিতে হবে বলে জানান তাসকিন। গতকাল তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময় যে মানিয়ে নেয়া। প্রচণ্ড বাতাস থাকে। যে বাতাসটা নিউজিল্যান্ডে আসলে ফিল্ডিং করার সময় বা বোলিংয়ে রানআপের সময় বা ব্যাটিংয়ে ফোকাস করতে সমস্যা হয়। কিন্তু এগুলা আসলে অজুহাত হতে পারে না। এগুলা নিয়েই আমরা চেষ্টা করব মানিয়ে নিয়ে ভালো করার।’

দলে ডাক পেলেও সফরের আগ মুহূর্তে ইনজুরিতে পড়ায় ২০১৯ সালে নিউজিল্যান্ডে যেতে পারেননি তাসকিন। পুরোপুরি ফিট থাকায় এবার ভালো কিছুর আশায় আছেন এ তরুণ। জাতীয় দলে খেলার জন্যই ফিটনেস ও বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করেছেন তাসকিন। তিনি বলেছেন, ‘অবশ্যই আমার জন্য বড় বিষয় হবে কারণ আমি সবসময় চাই বাংলাদেশ দলের হয়ে থাকতে, খেলতে। দিন শেষ এটাই আমার স্বপ্ন। মেহনত করার পেছনে এটাই লক্ষ্য থাকে যে সবসময় জাতীয় দলের হয়ে খেলা।’

খেলাধুলা

নিজ দেশের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসান ভারতের আইপিএলে খেলতে যাওয়ায় নাখোশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২২ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানান, শুধু সাকিব নয়, দেশের হয়ে কেউ খেলতে না চাইলে কাউকে জোর করা হবে না। এছাড়া এখন থেকে ক্রিকেটাররা চুক্তির সময় কে কোন ফরমেটে খেলতে চায় তা লিখিত নেওয়া হবে।

পাপনের ভাষায়, সাকিবের দেশের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলতে চাই না, আমি ধরে নিচ্ছি টেস্ট ক্রিকেট ওর পছন্দ না। এদের দিয়ে টেস্টে কিছু হবে না।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হতাশাজনক পারফরমেন্সের পর ভেবেছিলাম, সবাই খেলার জন্য উন্মুখ থাকবে। অথচ এখন যদি কেউ এমন সিদ্ধান্ত নেয়, সেটা দুঃখজনক। সাকিব ৩ বছর আগেই টেস্ট খেলতে চায়নি।

সাকিবের এমন কাণ্ডে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘এখানে বিব্রত ঠিক না, মন খারাপ। একটা খেলোয়াড়দের পেছনে তো বোর্ড কম ইনভেস্ট করে না। সব কিছু মিলিয়ে এখনকার ক্রিকেটারদের যে ধরণের সুবিধা দেওয়া হয় সেটা তো অতীতে চিন্তাও করা যেত না।’

পাপনের মতে, ‘শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না, আমরা হেরেছি আফগানিস্তানের সাথে, আমরা হেরেছি পাকিস্তানের সাথে, আমরা ভারতের সাথে বাজেভাবে হেরেছি এবং ঘরের মাঠে দুটো টেস্ট হারলাম। এরপরে কেউ যদি বলে আমি টেস্ট খেলব না ফ্র্যাঞ্চাইজি খেলব, তাহলে এরপরে আর কিছু বলার থাকে না। আমাদের মাইন্ড ক্লিয়ার, কাউকে আমরা জোর করে রাখব না।”

সাকিব ইস্যুতে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অতীতের কথাও টেনে আনেন বিসিবি প্রধান। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন কাউকে জোর করে খেলিয়ে আর সময় নষ্ট করতে চায় না বিসিবি।

বিসিবি প্রধান মনে করেন, ‘দেশের ক্রিকেটারদের মধ্যে আজকের যারা ওয়ার্ল্ডের বেষ্ট ক্রিকেটার তাদের প্রথম ছয় বছরের গড় দেখেন! আমরা তো তখন বাদ দেইনি। তারপরেও আমরা তাদের সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, তারা আজকে এই জায়গায় এসেছে। যে সময়টায় তারা দেশের জন্য কিছু করবে… এটা অবশ্য তাদের ইচ্ছে। বিশেষ করে আমরা টেস্টে জোর করে খেলাতে চাই না। আমরা আর সময় নষ্ট করতে চাই না।’

সম্প্রতি সাকিবের পুরনো দল কলকাতা নাইট রাইডার্স তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয়। আগামী এপ্রিল-মে মাসে আইপিএলের ১৪তম আসরে কলকাতার হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।

খেলাধুলা

দানিল মেদভেদেভের স্বপ্ন গুঁড়িয়ে টানা তৃতীয় ও নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। আর এ জয়ে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নসশিপে যৌথভাবে শীর্ষে থাকা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের আরও কাছে চলে গেলেন বিশ্বের নাম্বার ওয়ান এই সার্বিয়ান তারকা।

২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতে যৌথভাবে শীর্ষে রয়েছেন ফেড ও রাফা। আর জোকোভিচ এনিয়ে জিতলেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম।

রোববার (২১ ফেব্রুয়ারি) রড লেভার অ্যারেনায় পাঁচ সেটের এই খেলায় প্রথম তিন সেট জিতেই ট্রফি নিশ্চিত করেন জোকোভিচ। বিশ্বের ৪ নাম্বার তারকা মেদভেদেভ প্রথম সেটে কিছুটা লড়াই করলেও পরে আর পেরে ওঠেননি। জোকোভিচ জিতে নেন ৭-৫, ৬-২ ও ৬-২ গেমে।

অস্ট্রেলিয়ান ওপেনে এমনিতেই রেকর্ডের মালিক জোকার খ্যাত এই তারকা। এই আসরটিতে উন্মুক্ত যুগ বা সর্বকালের সবচেয়ে বেশি শিরোপার মালিক তিনি আগেই ছিলেন। তার কাছাকাছি ৬টি শিরোপা জিতে দ্বিতীয়স্থানে ফেদেরার। এছাড়া এর আগেও ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন।

নিজের টেনিস ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম বিজয়ে অস্ট্রেলিয়ান ওপেনেই সবচেয়ে সফল জোকোভিচ। এরপর সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন হয়েছেন উম্বলডনে। ইউএস ওপেন জিতেছেন ৩বার। সবচেয়ে কম ফ্রেঞ্চ ওপেন জিতেছেন একবার।

এদিকে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে হতাশ হলেন রাশিয়ান মেদভেদেভ। এর আগে ২০১৯ আসরে ইউএস ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল এই তারকার।

খেলাধুলা

ক্রিকেটার নাসির হোসেন বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন । পরে ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা।

তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন। এদিকে ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদি এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তামিমা।

এ বিষয়ে নাসির হোসেনের সঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হয়। তবে তিনি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। নাসির নিজেই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান নাসিম।

খেলাধুলা

এপ্রিলের মাঝামাঝিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি চূড়ান্ত করেছে আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ম্যাচ দুটো খেলতে এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে দেশটি সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুরে সাংবাদিকদের একথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে ম্যাচ দুটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করেনি স্বাগতিক শ্রীলঙ্কা। শুধু এটা জানানো হয়েছে সিরিজের দুটি টেস্ট ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বিসিবি সিইও বলেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যে যোগাযোগ হচ্ছে তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। যেহেতু স্বাগতিক দেশ এই ঘোষণাটা দেয়, বিষয়টা তাদের কাছ থেকে আসলেই ভালো হবে।’

করোনাভাইরাস সতর্কতায় ইতোমধ্যে দুইবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। প্রথমবার স্থগিত হয়েছিল চলতি বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। সব ঠিক থাকলে স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজটিই এবার মাঠে গড়াতে যাচ্ছে।

খেলাধুলা

নিউজিল্যান্ড সফরে ২০ সদস্যের ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিকেলে এই দল ঘোষণা করা হয়। সফরে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল আর টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

২০ সদস্যের দলে রয়েছেন-তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আল-আমিন হোসেন, মোহাম্মদ মিঠুন ও শেখ মেহেদী হাসান।

২৩ ফেব্রুয়ারি এই সিরিজের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডে পৌঁছে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। এরপর টি-টুয়েন্টির তিনটি ম্যাচ হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

কিউইদের বিপক্ষে এ পর্যন্ত ৩৫টি ওয়ানডের মধ্যে ১০টি জিতেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের মাটিতে ১৩ ওয়ানডের একটিতেও জয়ের মুখ দেখেনি টিম টাইগাররা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজের দলে থাকছেন না সাকিব আল হাসান।