জাতীয়

করোনায় দেশে টানা ১৮ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২১৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬ জন।

জাতীয়

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা লেগেছে। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পিলারে ধাক্কা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের। তবে পিলারের তেমন কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান।

এর আগে চারদিন আগে (৯ আগস্ট) একই পিলারে আরেকটি ফেরির ধাক্কা লেগেছিল। ওই ঘটনায় তদন্ত কমিটিও গঠন হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা ২ থেকে ৬ নম্বর পিলারের মাঝখান দিয়ে ব্যবহার করার কথা বলা হলেও তা ব্যবহার না করে বিআইডব্লিউটিসি বেশী স্রোতের স্থান দিয়ে অন্য পিলারের মাঝ দিয়ে ফেরি চালাতে গিয়ে পিলারে বারবার ধাক্কা লাগছে।’

আবহাওয়া অনুকূলে থাকলে আজ বসবে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে ফেরিটি আসার কথা থাকলেও নদীর প্রচণ্ড স্রোতে ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরির একপাশে ফাটল ধরলেও পানির স্তরের ওপরে হওয়ায় ফেরিতে পানিও ওঠেনি এবং কেউ আহত হয়নি এবং ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছে।

উল্লেখ্য, এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত লাগে। এ ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়।

জাতীয়

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২২ জন কম মারা গেছেন। গতকাল ২৩৭ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১০৭ ও নারী ১০৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১০ হাজার ১২৬ জন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ। গতকালও  মৃত্যুর হার একই ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৬২৫ জন, ৬৬ দশমিক ১৭ শতাংশ এবং নারী ৭ হাজার ৯৮৮ জন, ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ২ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৬ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৯ জন এবং ১০০ বছরের অধিক বয়সী ১ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছে। এদের মধ্যে ১৭৮ জন সরকারি, ৩৪ জন বেসরকারি হাসপাতালে এবং ৩ জন বাসায় মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ১২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৪২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৩ দশমিক ৪৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯৯ শতাংশ কম।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪১৭ জন। ঢাকায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। গতকাল এই জেলায় ১৪ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৩ জন। যা ২২ দশমিক ১৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। গতকাল ৫৬ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৩ লাখ ১ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৩ হাজার ৩১৩ জন। গতকালের চেয়ে আজ ৬৭৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৫ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৮৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪৪ হাজার ৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৯৮০ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৭৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪৪ হাজার ৪৩০ জনের। গতকালের চেয়ে আজ ৬৪৮ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

জাতীয়

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি উত্তরা পূর্ব থানাকে মামলা হিসেবে গ্রহণের করার নির্দেশ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ দেন। এর আগে একই আদালতে মামলার আবেদন করেন পুলিশের এক নারী পরিদর্শক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছিলেন। বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পুলিশ সুপার মোক্তার হোসেন ২০১৯ সালের মে মাসে সুদানে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে নিযুক্ত হন। বাদী আগে থেকেই সেখানে কর্মরত ছিলেন। মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকায় বিভিন্ন অজুহাতে সহযোগিতার নামে তার সঙ্গে যোগাযোগ করেন এসপি। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে তার ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে তাকে জাপটে ধরে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি-ধমকি দেন। ২২ ডিসেম্বর ক্ষমা চেয়ে আবারও তাকে ধর্ষণ করেন। ২০২০ সালের ৩ জানুয়ারি মৌখিকভাবে বিয়ে করে বাদীকে আবারও ধর্ষণ করেন। এরপরও আরও কয়েক দফা বাদীকে ধর্ষণ করেন মোক্তার হোসেন।

নিকাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাদীকে গ্রহণ করার তাগিদ দিলে মোক্তার হোসেন তার সঙ্গে অশোভন আচরণ করেন। বাদীকে এড়িয়ে যেতে থাকেন। এ অবস্থায় গত ২১ এপ্রিল বাদী মোক্তার হোসেনের রাজারবাগের বাসায় গিয়ে আশ্বাস অনুযায়ী বিয়ের কাবিননামা সম্পন্ন করার তাগিদ দেন। এতে মোক্তার হোসেন অস্বীকৃতি জানান। মোক্তার হোসেন, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উত্তেজিত হয়ে বাদীকে মারধর করেন এবং হুমকি-ধামকি দেন।

করোনার কারণে আদালত বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী। গত ১০ আগস্ট বাদী উত্তরা পূর্ব থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলার করার জন্য বলে। এজন্য আদালতে এসে মামলা দায়ের করেন বলে অভিযোগে উল্লেখ করেন বাদী।

এ ব্যাপারে পিপিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, আইন অনুযায়ী বিষয়টি তদন্ত হবে। তদন্তেই সব জানা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা করার আগে পিবিআইতে কোনো অভিযোগ করেননি।

জাতীয়

গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৩৯৮ জনে। গত ১০ আগস্টও দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন ও এক বছরের নিচে একজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৪ জন ও মহিলা ১০৩ জন। যাদের মধ্যে বাসায় ৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

জাতীয়

কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও প্রায় ১৮ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছালো। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরআগে, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বেইজিং বিমানবন্দর ছেড়েছে। এটি কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে। এটি ছিল সিনোফার্ম থেকে কোভ্যাক্সের আওতায় আসা প্রথম চালান।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

জাতীয়

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে, কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের।

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বাড়ায় শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে। ৪২ হাজার মানুষের নমুনা পরীক্ষা করে ১০ হাজার ২৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন। তাদের মধ্যে ২২ হাজার ৬৫২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

টানা ছয় দিন ১২ হাজারের ওপরে থাকার পর শনিবার ৮ হাজার ১৩৬ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু নমুনা পরীক্ষার সংখ্যা নেমে এসেছিল ৩২ হাজারের নিচে, যা শুক্রবারও ৪৮ হাজারের ওপরে ছিল। আর মৃত্যু হয়েছিল ২৬১ জনের, যা দৈনিক মৃত্যুর ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ।

সেই হিসেবে গত এক দিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও শনাক্ত রোগীর সংখ্যা আবার বেড়েছে।

তবে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে রোববার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশে, যা আগের দিন ২৫ দশমিক ৬৫ শতাংশ ছিল। ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে জুলাই মাসের একটি অংশ জুড়ে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশের বেশি ছিল।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪ হাজার ৫৭৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যা মোট সংক্রমণের প্রায় অর্ধেকের কাছাকাছি।

এই সময়ে যে ২৪১ জন মারা গেছেন, তাদের ১০৫ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৫৯ জন এবং খুলনা বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৬ হাজার ৬২৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫৯৬ জন।

লাখের উপর রোগী নিয়ে হাসপাতালগুলো বেসামাল অবস্থায় রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবারই সাংবাদিকদের বলেছিলেন, এখন রোগীর সংখ্যা কমানোর বিকল্প নেই।

সংক্রমণের গতি আটকাতে এদিনই ইউনিয়ন পর্যায়েও গণটিকাদান শুরু করেছে সরকার। বিশেষ এই কর্মসূচিতে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।

কিন্তু ঈদের পর থেকে সারা দেশে লকডাউনের যে বিধিনিষেধ ছিল, তা অধিকাংশ ক্ষেত্রে তুলে দেওয়া হচ্ছে ১১ অগাস্ট থেকে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে গত জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বেড়ে ১৩ লাখ পেরিয়ে যায় গত ৪ অগাস্ট। এর মধ্যে ২৮ জুলাই দেশে দিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৬ অগাস্ট তা ২২ হাজার ছাড়িয়ে যায়। তার আগের দিন রেকর্ড ২৬৪ জনের মৃত্যুর খবর আসে।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪২ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২০ কোটি ২২ লাখের বেশি রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৪২ হাজার ৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি নমুনা।

নমুনা পরীক্ষার বিবেচনায় দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। আর এ পর্যন্ত মৃত্যুর হার দাঁড়িয়েছে ১ দশমিক ৬৭ শতাংশে।

গত এক দিনে ঢাকা জেলায় দেশের সর্বোচ্চ ৩ হাজার ৩৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের গাজীপুরে ১৩১ জন, কিশোরগঞ্জে ১৩১ জন, মানিকগঞ্জে ১৫৩ জন, নারায়ণগঞ্জে ১৭৭ জন, নরসিংদীতে ১৪১ জন, রাজবাড়ীতে ১৪৪ জন এবং টাঙ্গাইলে ১০৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় ৯৩০ জন, কক্সবাজারে ১৭৫ জন, ফেনীতে ১৪১ জন, নোয়াখালীতে ১৮৮ জন, লক্ষ্মীপুরে ১৩০ জন, চাঁদপুরে ১৩০ জন, কুমিল্লায় ৩৪৬ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী জেলায় ১৯৭ জন, সিরাজগঞ্জে ১২২ জন এবং বগুড়ায় ১৭৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

অন্য বিভাগগুলোর বিভিন্ন জেলার মধ্যে ময়মনসিংহে ২২৪ জন, রংপুরে ২৮০ জন, খুলনায় ১৩০ জন, কুষ্টিয়ায় ১১৪ জন, বরিশালে ১৭৭ জন, সিলেটে ২৯০ জন এবং মৌলভীবাজারে ১৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ঢাকা বিভাগে গত এক দিনে যে ১০৫ জনের মৃত্যু হয়েছে, তাদের ৫০ জনই ছিলেন ঢাকা জেলার। চট্টগ্রাম বিভাগে মারা যাওয়া ৫৯ জনের মধ্যে ১৫ জন চট্টগ্রাম জেলার, ১১ জন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং ১০ জন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন।

এছাড়া খুলনা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জনের মৃত্যু ঘটেছে গত এক দিনে।

মৃত ২৪১ জনের মধ্যে ১৩১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৫৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২৮ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১০ বছরের কম ছিল।

মৃতদের মধ্যে ১২৮ জন ছিল পুরুষ, ১১৩ জন নারী। ১৮৮ জন সরকারি হাসপাতালে, ৪৪ জন বেসরকারি হাসপাতালে এবং ৩ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয়

আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিধিনিষেধ শিথিল হওয়ায় দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে খুলছে দোকানপাট ও শপিংমল। রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১১ আগস্ট থেকে শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা যাবে। সবক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়। ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার বিধিনিষেধ শুরু হয়। সেই বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

জাতীয়

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকের’ জন্য চূড়ান্ত করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৬ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলনকক্ষে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’ প্রদানের বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

তিনি বলেন, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিবসকে (৮ আগস্ট) ‘ক’ শ্রেণির জাতীয় দিবস ঘোষণা করেছে সরকার। বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে এ বছর থেকে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ পদক প্রদান করা হবে। এ অনুষ্ঠানে এ বছরই প্রথম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়ন এবং রাজনীতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট নারীকে এই পদক প্রদান করা হবে।

যারা পদক পাচ্ছেন

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে টাঙ্গাইলের জয়া পতি (মরণোত্তর), ‘কৃষি ও পল্লীউন্নয়ন’ক্ষেত্রে পাবনার কৃষি উদ্যোক্তা মোছা. নুরুন্নাহার বেগম, ‘রাজনীতি’ক্ষেত্রে কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং ‘গবেষণা’ক্ষেত্রে নেত্রকোনার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহিদ)। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী পদকপ্রাপ্তদের চেক ও সম্মাননাপত্র তুলে দেবেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট বেলা সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ৬৪ জেলায় চার হাজার অসচ্ছল নারীকে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার নারীকে দুই হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন অনলাইনে বঙ্গমাতার জন্মস্থান গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনলাইনে আরও সংযুক্ত থাকবে গোপালগঞ্জের জেলা প্রশাসক।

জাতীয়
ডা: এস এ মা‌লেকঃ  যে মৃত‌্যুর কথা ‌কেউ কো‌নো‌দিন ‌চিন্তাও ক‌রে‌‌নি, স্ব‌প্নেও ভা‌বে‌নি, সেই অপ্রত‌্যা‌শিত ‌‌‌নির্মম ঘটনা ঘ‌টে গেল ১৫ই আগস্ট ১৯৭৫ সা‌লে। বিজ‌য়ের পর যখন দে‌শে ফি‌রে তি‌নি রা‌ষ্ট্রের প‌রিচ‌লিনভার গ্রহণ কর‌লেন, তখন এ‌দে‌শের মানুষ ভে‌বে‌ছিল বঙ্গবন্ধু যত‌দিন জী‌বিত থাক‌বেন, তত‌দিন এ‌দেশ শাসন কর‌বেন। বাংলার মানু‌ষের ভাগ‌্য প‌রিবর্তন না হওয়া পর্যন্ত তি‌নি ত‌ার দা‌য়িত্ব পালন ক‌রে যা‌বেন।
কিন্তু ভা‌গ্যের এমন নির্মম প‌রিহাস যে, ১৯৭৫ সা‌‌লের ১৫ই আগস্ট তা‌কে নিহত হ‌তে হল তারই দে‌শের মানু‌ষের হা‌তে। এ‌দে‌শের মানুষ তা‌কে হত‌্যা ক‌রে‌ছে কথাটা ‌বোধহয় স‌‌ঠিক নয়। হ‌্যা একথা ঠিক, মোশতাক তার দ‌লের লোক। আর ফারুক ডা‌‌লিম, র‌শিদ, এ‌দে‌শরই সন্তান। তাই সাধারন বি‌বেচনায় বল‌তে হয় যে লোক‌টি তার গোটা জীবন‌কে স্ব‌পে দি‌লেন দে‌শের কার‌নে। ২৩ বছ‌রের রাজ‌নৈ‌তিক সংগ্রাম, ১৪ বছ‌রের কারাবরণ‌কে উ‌পেক্ষা ক‌রে বাংলার গণমানু‌ষের জন‌্য কাজ কর‌ল‌েন, সেই বাঙাল‌ি কি ক‌রে তা‌কে হত‌্যা কর‌তে পা‌রে। আস‌‌লে যারা হত‌্যাকারী তারা মন ও মান‌‌ষিকতায় ছিল পা‌কিস্থা‌নী, বাঙালী জাত‌ীয়তাবা‌দে তারা বিশ্বাসী ছিল না। বিশ্বাসী ‌ছিল পা‌কিস্থা‌নের ধর্ম‌‌ভি‌ত্তিক জাত‌ীয়তাবা‌দে। তাই পা‌কিস্থান ভাঙ্গার প্র‌তিশোধ হি‌সে‌বে তারা বাংলা‌‌‌দ‌‌‌েশের প্রতিষ্ঠাতা‌কে হত‌্যা ক‌রে‌ছে। বঙ্গবন্ধু বাংলা‌দে‌শের সর্ব‌‌শ্রেষ্ঠ সন্তান‌কে হত‌্যা করার ম‌তো সাহস তা‌দের কখনও ছিল না। প্র‌তি‌হিংসার বশবর্তী হ‌য়ে তারা স্বাধীন বাংলার রাষ্ট্রপ‌তি‌কে হত‌্যা ক‌রে‌ছে। বিন্দুমাত্র বাঙ্গালীত্ব‌ বোধ থাক‌লে এ‌দে‌শের জনগ‌ণের প্র‌তি দরদ থাক‌লে তারা এ‌দেশ‌ের শ্রেষ্ঠ সন্তান‌কে এভা‌বে হত‌্যা কর‌তে পা‌রে না। তারা কি কার‌ণে বঙ্গবন্ধু‌কে হত‌্যা ক‌রে‌ছিল তার বস্তু‌নিষ্ঠ ই‌তিহাস জাতীয় দ‌লিল ‌হি‌সে‌বে হয়‌তো প্র‌তি‌ষ্ঠিত হ‌য়ে গে‌ছে। ‌কিন্তু হত‌্যার মূল কারণ এখনও উদঘা‌ঠিত হয় নি। খুনীরা বল‌ছে ডা‌লি‌মের ব‌্যক্ত‌িগত আক্র‌েশের কার‌ণে সে ভারা‌টে‌দের নি‌য়ে বঙ্গবন্ধু‌কে হত‌্যা ক‌রে‌ছে।
আ‌রেকদল বল‌ছে গাজী গ‌োলাম ম‌োস্তফা, শ‌েখ কামালওে ডা‌লি‌মের অন্তদ্বন্দে‌র কার‌ণে বঙ্গবন্ধু নিহত হ‌য়ে‌ছে। এসব এ‌কেবা‌রেই অমুলক উ‌ক্তি। বঙ্গবন্ধুর হত‌্যাকান্ড ছিল রাজ‌নৈ‌তিক। ১৯৭১ সা‌লে পা‌কিস্থা‌নের কারাগা‌রে যখন তি‌নি আবদ্ধ, তা‌কে যখন পা‌কিস্থান ভাঙ্গার অপরা‌ধে বিচার করা হ‌য়ে‌ছিল তখন তারা অ‌তি সহ‌জেই তার মৃত‌্যুদন্ড কার্যকর কর‌তে পার‌তো। তা কিন্তু করা হয়‌নি। সে‌দিন সাম্রাজ‌্যবাদ ‌‌ভে‌বে‌ছিল যে হো‌সেন শহীদ ‌সোহরাওয়ার্দীর ভাবশীর্ষ ‌শেখ মু‌জিব। ‌শেখ মু‌জি‌বের নেতৃ‌ত্বে বাংলা‌দেশ স্বাধীন হ‌লেও পুজিবাদী বু‌র্জোয়া গনত‌ন্ত্রের ধারক এবং বাহক হো‌সেন শহীদ সোহরাওয়ার্দীর ভাবশীর্ষ আর কতদুরই বা অগ্রসর হ‌বে। তাই ৭২ এ সং‌বিধান প্রনয়ন, ৭৩ এ নির্বাচন ও বাংলা‌দে‌শে সংসদীয় গনতন্ত্র প্র‌তিষ্ঠায় তারা সহ‌যো‌গিতা না কর‌লেও চরম বাধা সৃ‌ষ্টি ক‌রে‌রি।ন কিন্তু এ‌দে‌শের দুঃখী মানু‌ষের মু‌ক্তির জন‌্য বঙ্গবন্ধু যখন তার ২য় বিপাল‌বের কর্মসূ‌চি ‌ঘোষনা দি‌লেন ‌ঠিক তার পূ‌‌র্বেই তা‌কে হত‌্যা করা হল। য‌দিও বঙ্গবন্ধুর কর্মসূ‌চি মা‌র্সিও দর্শন ভ‌ি‌ত্ত‌িক আর্থ-রাজ‌নৈ‌তিক ধারা ছিল না। বঙ্গবন্ধু ব‌লে‌ছি‌লেন বি‌দেশ থে‌কে তন্ত্র-মন্ত্র ধার ক‌রে নয়, আমার দে‌শের মা‌টি ও মানু‌ষের প্র‌য়োজ‌নীয় গণতা‌ন্ত্রিক সমাজবা‌দ তি‌নি প্র‌তিষ্ঠা কর‌বেন। আর ঐ গণতা‌ন্ত্রিক সমাজবা‌দের কর্মসূচী ২য় বিপ্ল‌বের মাধ‌্যমে ‌ঘোষনা ক‌রে‌ছি‌লেন।
‌রে‌জি‌মে‌‌ন্টেড সোসাই‌টির ম‌তো তি‌নি ব‌্যক্তিগত ভো‌টের অ‌ধিকার ও সম্প‌ত্তির অ‌ধিকার কখ‌‌নোই তু‌লে‌ নেন‌ নি। তাই আপ‌সোস বঙ্গবন্ধু‌কে যারা হত‌্যা কর‌লো বি‌‌শেষ ক‌রে পিছ‌নে থাকা সাম্রাজ‌্যবাদ তারা বঙ্গবন্ধু‌কে তার কর্মসূ‌চি বাস্তবায়‌নের সময় ও সু‌‌যোগ দেয় নি। তি‌নি ত‌ার ২য় বিপ্ল‌বে যে গভর্ণর সি‌স্টেম জেলা প্রশাস‌নের চারু ক‌রে‌ছি‌লেন তা‌তে তি‌নি সর্বস্ত‌রের লোক‌কে সং‌শ্লিষ্ট ক‌রে‌ছি‌লেন। প্রশাসক হি‌সে‌বে গভর্ণ‌রের ব‌্যা‌ক্তিগত ইচ্ছা পূরণ করার কোন সু‌যোগ ছিল না। সক‌‌লের মত ও সমর্থন নি‌য়ে প্রশাসন‌কে দা‌য়িত্ব পালন কর‌তে হ‌‌তো। ‌ব্রি‌টিশ ক‌লো‌নিয়াম যে প্রশাসন তা তি‌নি ভে‌ঙ্গে গণপ্রশাসন চালু কর‌তে ‌চেয়ে‌ছি‌লেন। তার মূল ছিল পা‌র্টি‌সি‌পেটা‌রি গণতন্ত্র। সর্বস্ত‌রের লোক‌দের প্রশাস‌নে সং‌শ্লিষ্ট হওয়ার সু‌যোগ দেওয়া। যা‌কে এক কথায় গণপ্রশাসন বলা যে‌তে পা‌রে। বাংলা‌দে‌শের অ‌‌ভিজ্ঞতার আ‌লো‌কেই তি‌নি এ পদ‌ক্ষেপ গ্রহণ ক‌রে‌ছি‌লেন। এটা সেচ্ছাচারী একদলীয় ‌ভ‌ি‌ত্তিক কোন ব‌্যবস্থা ছিল না। একইভা‌বে তি‌নি যে বাধ‌্যতামূলক গ্রাম‌্য সমবা‌য়ের রুপ‌রেখা দি‌য়ে‌ছি‌লেন, সেটা ছিল এমন এক সমবায় যা‌তে ক‌রে শুধু খাদ‌্য নয়, সমা‌জের সর্বস্ত‌রের মানু‌ষের প্র‌য়োজন ‌মিটাবার ব‌্যবস্থা। শুধু উৎপাদন বৃ‌দ্ধি নয়, উৎপা‌দিত ফসল যা‌তে সক‌লে সমবা‌য়ের মাধ‌্যমে সমানভা‌বে পে‌তে পা‌রে তার ব‌্যবস্থা তি‌নি ক‌রে‌ছি‌লেন। শুধু কৃ‌ষি উন্নয়ন নয়, মানবউন্নয়‌নের সব‌কিছু ছিল এই কো-অপা‌রে‌টিভ এ। বিচার ব‌্যবস্থায় তি‌নি আমূল প‌রিবর্তন এ‌নে গরীব-দু্ঃখ‌ী মানু‌ষের কা‌ছে ‌বিচাল ভ‌্যবস্থা পৌ‌ছে দি‌য়ে‌ছি‌লেন। শিক্ষা ‌ক্ষে‌ত্রে তি‌নি বিজ্ঞান ভি‌ত্তিক কুদরত-ই কুদা ক‌মিশন বাস্তবায়‌নের অ‌‌ঙ্গিকার ক‌রে‌ছি‌লেন। আস‌লে এর কোন‌কিছু বাস্তবায়‌নের আ‌গেই বঙ্গবন্ধু‌কে হত‌্যা করা হল।
আর  এখন প্রায়ই বলা হ‌য়ে থা‌কে ২য় বিপ্ল‌বের কার‌নেই নাকি তা‌কে হত‌্যা করা হ‌য়ে‌ছে। তখন ২য় বিপ্লব ছিল আতুর ঘ‌রে, কো‌নো‌কিছুই বাস্তবা‌য়িত হয় নি। তাহ‌লে প্রশ্ন জা‌গে বঙ্গবন্ধু‌কে হত‌্যা করা হল কেন? চক্রান্ত ছিল সাম্রাজ‌্যবাদ ‌ঠিকই, কিন্তু যারা অ‌তি উৎসা‌হে এই হত‌্যাকান্ড সংঘ‌ঠিত ক‌রে‌ছেন তারা ছি‌‌লেন বাংলা‌দেশের ‌‌ঘোর শত্রু। তারাই সাম্রা‌জ্যের উপর চাপ সৃ‌ষ্টি ক‌রে বঙ্গবন্ধুর হত‌্যাকান্ড অনু‌মোদন ক‌রি‌য়ে ‌নেয়। বঙ্গবন্ধু হত‌্যাকা‌ন্ডের ৪৫ বছর পর আজ‌কের শূক্ম বিচা‌রে এই ধর‌নের চিন্তা-ভাবনা যে অমূলক নয় তা সক‌লে অনুধাবন ক‌রছে।
(‌লেখক, কলা‌মিস্ট ও রাজ‌নৈ‌তিক বিশ্লেষক)