জাতীয় রাজনীতি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনামুক্ত হয়েছেন। হাসপাতাল থেকে আগামীকাল তাকে রিলিজ দেয়া হবে এবং এরপরই তিনি ঢাকার বাসায় যাবেন। সেখানে সপ্তাখানেক কোয়ারেন্টাইনে থেকে চট্টগ্রামে ফিরবেন।

অন্যদিকে, চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও সুস্থ হয়ে উঠেছেন। তিনি পাঁচলাইশস্থ পার্কভিউ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাকেও দু-একদিনের মধ্যে রিলিজ দেয়া হতে পারে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মোহাম্মদ নুর খান শুক্রবার বিকেলে বলেন, ‘স্যার বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত বৃহস্পতিবার ৪র্থ বারের মতো তার নমুনা নেয়া হয়। আজ এই রিপোর্টও নেগেটিভ আসে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ কালকেই তাকে রিলিজ দেবেন। ডাক্তারের পরামর্শে তিনি ঢাকার বাসায় ৬/৭ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর চট্টগ্রামে ফিরবেন।’

শরীরে জ্বর থাকায় গত ৭ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নমুনা পরীক্ষা করা হয় ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবে। সেখানে রিপোর্ট পজিটিভ আসায় সেদিনই তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের শারীরিক অবস্থা জানাতে গিয়ে পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. তালুকদার জিয়াউর রহমান শরীফ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের শারীরিক অবস্থা স্বাভাবিক। তার পরীক্ষার কিছু রিপোর্ট আজ রাতে ও কাল সকালে আসবে। ডাক্তাররা সেসব দেখে সিদ্ধান্ত জানাবেন।’

ডা. শরীফ আশা করেন, ‘তার মধ্যে করোনার কোনো উপসর্গ বা অন্য কোনো জটিলতা নেই। আশা করি, দু-একদিনের মধ্যে তাকে রিলিজ করে দেয়া হবে।’

উল্লেখ্য, কয়েকদিন জ্বর থাকার পর পরীক্ষা করালে সাবেক মেয়র নাছিরের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৩ নভেম্বর সকালে তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয় এবং ওইদিন সন্ধ্যায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে

জাতীয়

প্রকৃতিতে এখন ভরা কার্তিক। হেমন্তের ভোরে শিশির সিক্ত দূর্বাঘাস ও পথঘাট। মুক্তোদানার মতো জ্বলজ্বল করছে সূর্যের আলোতে। জনপদগুলো সকাল-সন্ধ্যায় ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। অকস্মাত্ শিরশিরে উত্তরে হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রতিদিন বাড়ছে শীতের আমেজ। এরই মধ্যে উত্তরের জেলাগুলোতে ধীরে ধীরে জেঁকে বসছে শীত। দিনে রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকেই কুয়াশা পথঘাটে দৃষ্টিসীমা হরণ করছে। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। কুয়াশার চাদর ফুঁড়ে উঁকি দিচ্ছে প্রভাতের সূর্য। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে গরম কাপড় ছাড়া বের হওয়া যাচ্ছে না।

শীতের আমেজ বোঝা যাচ্ছে রাজধানীতেও। ভোরে বাসা থেকে বের হলেই শীত অনুভূত হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আবহ কেটে গেলেও আগের মতো গরম পড়ছে না। রোদের তেজও কমেছে। দিনের আবহাওয়া নাতিশীতোষ্ণ। আবহাওয়া দপ্তর বলছে, এবার একটু আগাম শীত এসে পড়ছে। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪। নীলফামারীর সৈয়দপুরে শীতের কনকনে ভাব অনুভূত হচ্ছে। সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে এখানে ১৪ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুই-একদিনে এর পারদ আরো নেমে যেতে পারে। এবার একটু আগাম শীত এসে পড়েছে এ জনপদে। রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তবে দিনের বেলায় বেশ গরম থাকছে পরিবেশে।

রাজশাহী ও রংপুর এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে এসব অঞ্চলে সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে। শেষরাতে তো বটেই, সকাল-সন্ধ্যায়ও গরম কাপড় পরতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষদের। রাজধানীর বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও। এদিকে ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরো বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে দিনের স্থায়িত্ব কমে এসেছে। রাত হচ্ছে দীর্ঘ। শীত থেকে রক্ষা পেতে উত্তরের জেলার বাসিন্দাদের অনেকে শীতের কাপড় কিনতে শুরু করেছেন। রাজধানী ঢাকাতেও অনেকে লেপ-তোশক-কম্বল বের করতে শুরু করেছেন।

জাতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড করেছেন জো বাইডেন। ২০০৮ সালে সর্বাধিক পপুলার ভোট পাওয়া বারাক ওবামার রেকর্ড ভেঙে দিলেন তারই ডেমোক্র্যট দলীয় সতীর্থ জো বাইডেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সমর ভোর ৫টা পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসেবে সাত কোটি ২১ লাখ ১০ হাজার ৯৫১ ভোট পেয়েছেন বাইডেন। এর আগে সর্বোচ্চ ভোটের রেকর্ডধারী বারাক ওবামা পেয়েছিলেন ছয় কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।

শুধু তাই নয় চলতি নির্বাচনে পপুলার ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যে নিশ্চিত করেছেন জো বাইডেন। ৫০ শতাংশের বেশি পপুলার ভোট পেয়ে শীর্ষে আছেন বাইডেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ৫৪৪ ভোট। দেশটিতে এখনও পাঁচটি রাজ্যের ভোট গণনা বাকি আছে।

তবে সেই রাজ্যগুলোতে গণনার জন্য বাকি থাকা ভোটের সংখ্যা প্রায় ১৮ লাখ ২১ হাজার। এই সব ভোট ট্রাম্প শিবিরে যোগ করলেও পপুলার ভোটে এগিয়ে থাকবেন জো বাইডেন। তবে নেভাদা রাজ্যে এগিয়ে আছেন জো বাইডেন। সেই হিসেব অটুট থাকলে আরও ভোট পাবেন বাইডেন।

সবমিলিয়ে দেশটির ইতিহাসে সর্বাধিক পপুলার ভোটের অধিকারী এখন জো বাইডেন।

এবারের নির্বাচন ভেঙেছে আরও একটি রেকর্ড। ১৯০৮ সালের পর এবারই দেশটিতে সর্বাধিক সংখ্যক যোগ্য নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬৭ শতাংশ অনুমান করা হলেও এবার সর্বোচ্চ ৬৫ শতাংশ ভোট জমা পড়েছে।

খেলাধুলা জাতীয় সব নিউজ

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থাকার কারণে বাদ পড়েছিলেন আইসিসির র‍্যাঙ্কিং থেকে। ঠিক এক বছর পরেই আবারো হারানো সেই শীর্ষ স্থান ফিরে পেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

সে তালিকায় সাকিবের ধারেকাছেও নেই অন্য কোন ক্রিকেটার। আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং নিয়ে নিজের হারানো স্থানে ফিরেছেন এই অলরাউন্ডার। আইসিসির প্রকাশিত তালিকায় সেরা দশে জায়গা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার উইলিয়ামস। ২৩৮ রেটিং দশে রয়েছেন এই জিম্বাবুয়ের ক্রিকেটার।

এছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩০১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। তিনে রয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। সেরা পাঁচের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার রেটিং ২৭১।

জাতীয় সব নিউজ

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন রাতে ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে শত শত আন্দোলনকারী এই বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

বিক্ষোভকারীরা এ সময় বলেন , আমরা যদি ন্যায়বিচার না পাই তবে তারা শান্তি পাবে না!

এদিকে হোয়াইট হাউজের বাইরে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের বাইরে থেকে তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস , ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, ওরেগন, নিউ ইয়র্ক সিটিতেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে।

 

জাতীয় সব নিউজ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। গতকাল শনিবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছে।

তথ্যমন্ত্রী এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন।

১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হন।

দেশে গতকাল শনিবার পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭। এর মধ্যে ৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৬৩ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার ১৯৮ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৯৪৩ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার।

অর্থনীতি জাতীয় রাজনীতি সব নিউজ

শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে শাশুড়ির দায়ের করা মামলায় সস্ত্রীক কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী নেতা আনোয়ার হোসেন রানাকে।

রানা বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আজ রবিবার দুপুরে তাকে কারাগারে নেওয়া হয়।

জাতীয় রাজনীতি সব নিউজ

তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফায় বুধবার রাতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান, অবসর নেয়ায় নেই মাশরাফি বিন মর্তুজা। এছাড়া পারিবারিক কারণে পাকিস্তান সফরে দলের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের অন্যতম মুশফিকুর রহীম।

পঞ্চপান্ডবের মধ্যে শুধুমাত্র তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদই আছেন এবারের পাকিস্তান সফরে। অথচ ২০০৮ সালের পাকিস্তান সফরে ছিলেন পাঁচজনের সবাই, এইচএসসি পরীক্ষার কারণে এশিয়া কাপে যাননি সাকিব আল হাসান। কিন্তু ১২ বছরের ব্যাপারে অনেক কিছুই বদলে গেছে পাকিস্তানে।

বিশেষ করে বড়সড় প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে। যে কারণে এবার দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি মুশফিক। তবে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের মতে, পাকিস্তানের অবস্থা এখন অনেক ভালো। তিনি মুশফিককে আহ্বান জানিয়েছেন, পরেরবার যেনো তিনি (মুশফিক) নিজে পাকিস্তান গিয়ে সেখানের অবস্থা দেখে আসেন।

একইসঙ্গে মালিক আশাবাদী, এবারের সফরে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররাই দেশে ফিরে দলের অন্যান্য খেলোয়াড়দের রাজি করাবে পাকিস্তান সফরের জন্য। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে মালিক বলেন, ‘বাইরের দেশের বিভিন্ন লিগে খেলতে গেলে, অনেকেই জিজ্ঞেস করে পাকিস্তানের বর্তমান অবস্থার ব্যাপারে। পাকিস্তানে যেমন নিরাপত্তা দেয়া হয়, সেটা বিশ্বের কোথাও নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কিছু খেলোয়াড়ও নিরাপত্তার ব্যাপারে জানতে চেয়েছে। আমি তাদের বলেছিলাম যে নিজেরাই এসে দেখে যায় যেনো। শুধুমাত্র একজন খেলোয়াড় (মুশফিকুর রহীম) আসছে না ওদের। আমি শুধু ওকে বলতে চাই, দয়া করে পরেরবার এসো এবং নিজেই দেখে যেও। বাংলাদেশের খেলোয়াড়রা এখান (পাকিস্তান) থেকে ফেরার পর নিজেরাই অন্যান্য খেলোয়াড়দের রাজী করাবে পাকিস্তান সফরের ব্যাপারে।’

নিরাপত্তার বিষয় নিয়ে কথা শেষেই ফেরা হয় মাঠের ক্রিকেটে। মালিক জানিয়ে দেন, মুশফিক বা সাকিব না থাকলেও বাংলাদেশের বর্তমান দলটা বেশ শক্তিশালী। যেহেতু সবশেষ বিপিএলে খেলেছেন, তাই প্রায় সবাইকেই কাছ থেকে দেখেছেন মালিক।

অর্থনীতি জাতীয় রাজনীতি

আসন্ন শীতে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের আরও বিস্তার ঠেকানোর বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মহামারী চলাকালীন মানবতার সেবা অব্যাহত রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

তিনি বলেন, আমরা আশাবাদী যে, আগামী দিনগুলোতেও আমরা এই রোগের আরও প্রবল বিস্তার রোধ করতে সক্ষম হব।

শনিবার রাতে ‘ক্রিটিকাল কেয়ার-২০২০ বিষয়ক প্রথম আন্তর্জাতিক ই-সম্মেলন’ ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস (বিএসএ) এই সম্মেলনের আয়োজন করে। আর এমন একটা সময়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন সারা বিশ্বই করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়ছে।

শেখ হাসিনা বলেন, আমাদের প্রচেষ্টা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কঠোর পরিশ্রমই বাংলাদেশে মারাত্মক ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারে।