বিনোদন

চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’র পোস্টার প্রকাশ্যে। প্রিয় নায়কের ফার্স্টলুকে বিস্মিত ভক্ত-অনুরাগীরা।

এ কোন সিয়াম! সিনেমাপ্রেমীরাও মজেছেন পোস্টারটি নিয়ে। তাদের ভাবনা, নতুন কিছু নিয়েই আসছেন সিয়াম। পোস্টার অনেক কথাই বলছে।

পোস্টারটি যে কাউকেই নিজের দিকে টানবে। এতে দেখা গেছে – সিয়ামের পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। দোকান পুড়ছে, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারও দেহ, আর চোখে-মুখে প্রতিশোধের স্পৃহা। সিয়ামের ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে আছে একটি কাক, কাকের লাল চোখেও রাজ্যের কৌতূহল।

কীসের এত আক্রোশ? কার প্রতি এই জিঘাংসা? পায়ের তলায় কার দেহ?

কত প্রশ্নই না জন্ম দিয়েছে পোস্টারটি।

জানা গেছে, রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি ও অ্যাকশনে ভরপুর থাকবে ‘জংলি’ সিনেমায়।

এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। পরিচালনায় রয়েছেন ‘শান’খ্যাত নির্মাতা এম রাহিম।

ঈদুল ফিতরের পর পরই শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ঈদুল আজহায়।

সিনেমাটি নির্মিত হবে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

বিনোদন

এবার দেশের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় শিল্পী পান্থ কানাই। ‘জীবনের দামে কেনা’ শিরোনামের গানটি প্রকাশ হবে আসছে স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ শে মার্চে।

এ গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, অনেক দিন পর দেশের গান করেছি। দেশের গানের প্রতি আমার সব সময় একটা টান থাকে। এছাড়া দেশের এ গানটির কথা ও সুর পছন্দ হওয়ায় গানটি গাইলাম। কথা ও সুরে দারুণ মেলোডি আছে। আমার পছন্দের একটি গান হয়ে থাকবে এটি।

সুরকার অন্তু গোলন্দাজ বলেন, আমার প্রিয় শিল্পীদের একজন পান্থ কানাই। তার কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। এখন সবাই টিকটক ভাইরাল হবার গান নিয়ে ব্যস্ত। আমি সেখান থেকে বের হয়ে দেশের গান করেছি। যারা দেশের গান পছন্দ করেন তাদের এ গানটি আশা করি ভালো লাগবে।

বিনোদন

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৩ সালে ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন শাকিব খান-মাহিয়া মাহি। সাত বছর পর ২০২০ সালে তারা জুটি বাঁধেন ‘নবাব এলএলবি’ সিনেমায়।

চার বছর পর আবারো একসঙ্গে কাজ করছেন তারা। তাদের দেখা যাবে ‘রাজকুমার’ সিনেমায়। তবে এবার জুটি হয়ে নয় বরং মা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের। সিনেমার পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছে; যা থাকছে বিশেষ চমক হিসেবে। এ নিয়ে চুপ আছেন চিত্রনায়িকাও।

বাংলাদেশ, আমেরিকা, ভারতে কাজ ও দুবাইয়ের বুর্জ খলিফাতে ট্রেলার প্রদর্শনীসহ নানা চমকে ঠাসা ছবি ‘রাজকুমার’। আছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। হিমেল আশরাফ পরিচালিত ঈদের ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

ঘনিষ্ঠসূত্রে জানা যায়, শাকিবের মায়ের ভূমিকায় হাজির হবেন মাহি। বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান। মাহির বিষয়টি নিয়ে ঘনিষ্ঠসূত্রটি বলেছে- ‘মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে মাহিকে আগে কেউ দেখেননি, চরিত্রেও নয়। তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে।’

হিমেল আশরাফ শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এ সিনেমার শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ।

জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।

বিনোদন

ব্যক্তিজীবনের ধাক্কা সামলিয়ে কাজে সরব হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। শুরুটা নির্মাতা রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমায়। এর মধ্যে ভ্যালেন্টাইনে দর্শকদের উপহার দিয়েছেন ভালোবাসার গল্পে ওয়েব সিনেমা ‘বুকিং’।

এতে পরীর বিপরীতে ছিলেন এবিএম সুমন। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এসবের মধ্যেই নতুন খবর দিলেন পরী।

জানালেন, কলকাতায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নমা ‘ফেলুবকশি’। পরীমনি এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। এবার পুরোপুরি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

তার সঙ্গে সেই ছবিতে থাকবেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারও। দেবরাজ সিনহা এ ছবিটির পরিচালনা করতে চলেছেন।

সোমবার শুরু হয়েছে তার সেই মিশন। সোশ্যাল হ্যান্ডেল মারফত খবরটা পরী নিজেই দিয়েছেন।

এদিন বিকালে ফেসবুক স্টোরিতে ক্যামেরার ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যাচ্ছে, চিত্রগ্রাহক চিত্র ধারণ করছেন। সঙ্গে পরী বলেছেন, ‘শুটিং চলছে।’

এর আগে রোববার রাতে ঢাকা থেকে কলকাতায় গেছেন পরীমনি। বিমানযাত্রা এক ঝলক অন্তর্জালে শেয়ার করে নায়িকা বলেছেন, ‘যাচ্ছি। কলকাতায় কাল (১৮ মার্চ) প্রথম শুটিং। দোয়া করবেন।’

পরী আগেই জানান, ২৬ মার্চ থেকে শুরু হবে ছবিটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপন চিত্রের কাজ। ধারণা করা হচ্ছে, সোমবার সেই বিজ্ঞাপনের সেট থেকেই বার্তা দিয়েছেন নায়িকা।

বিনোদন

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন। ডিভোর্সের পরবর্তী সময়ে সন্তান পদ্মকে নিজের কাছেই রেখেছেন পরী।

পরীমনি এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানে আনন্দবাজারের মুখোমুখি হন তিনি। সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, অভিনয়, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

যেখানে উঠে আসে সাবেক স্বামী শরিফুল রাজ প্রসঙ্গ। পরীমনিকে প্রশ্ন করা হয়, কিছুদিন আগে যখন তুমি সন্তানকে নিয়ে কলকাতায় ছিলে, তখন শরিফুল রাজ একটি স্ট্যাটাস দিয়েছে পদ্মকে নিয়ে। বিষয়গুলো তুমি কীভাবে দেখ?

এর জবাবে পরী বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস ছিল আমার বাচ্চার জন্য এবং আমার জন্য। কারণ এই স্ট্যাটাসটা না দিলে তো আমার বাচ্চা ভালোই হতো না। আমরা খুব উপকৃত হয়েছিলাম (হাহাহা)।’

এরপর শরিফুল রাজকে একহাত নিয়ে পরীমনি বলেন, ‘আমার মনে হয় এটা সবার জানা উচিত। যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় তাকে আমি ছেড়ে দেব না। যারা মা, তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি।’

ছেলের কোনো খোঁজখবর রাখেন না রাজ, এমনটা জানিয়ে এই নায়িকা বলেন, ‘সে এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চার খোঁজ খবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজ খবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য আর কাউকে দরকার নেই। আমি আর কারো নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই।’

সবশেষ শরিফুল রাজকে উদ্দেশ্য করে পরীমনি বলেন, ‘যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেটুকু আমি করব, সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারব না। সেই অসম্মানটা পুরো দুনিয়া না, আমি তাকে করব। কারণ সে এটা ডিজার্ভ করে।’

বিনোদন

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ‘ডোডোর গল্প’র শুটিংয়ে মাধ্যমে অভিনয়ে ফিরেন পরীমণি। এরপর বেশ কিছু কাজ করেছেন তিনি।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ।

তবে হঠাৎ রেগে আগুন পরীমণি। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিকমাধ্যমে পরী লেখেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক, … বাচ্চাদের জন্যে সিনেমার … মারা হচ্ছে। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।

যদিও এই পোস্টের রহস্য এখনও অজানা। কোনো কিছু খোলাসা করেননি নায়িকা।

প্রসঙ্গত, শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে পরীমণির। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে তার হাতে।

বিনোদন

উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোন সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল এ সংগীত উদ্যোগের।

পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

চলচ্চিত্রে কিংবা বাণিজ্যিকভাবে সংগীত পরিচালক হিসেবে পাভেলের হাত ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান ও জিংগেল। তবে সংগীত পরিচালক হিসেবে এ মিউজিক্যাল প্রজেক্টের মধ্য দিয়েই নিজের ভেতরকার স্বাধীন শিল্পী সত্ত্বাকে খুঁজে পেতে চাইছেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বললেন, সবাইকে আমন্ত্রণ ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এ। কবিগুরুর জনপ্রিয় এ গানটি দিয়ে আমাদের প্রথম উপস্থিতি ঘটলো শ্রোতাদের সামনে। এটি এমন একটি গান যার আবেদন কখনো ফুরোবার নয়। শ্রোতাদের কান এখন আন্তর্জাতিক মানসম্পন্ন মিউজিকের জন্য তৈরি- তাই এ ধরণের গানগুলোও নতুন আবেদনে, নতুন মিউজিকে শুনতে চায় সবাই। সে চিন্তা থেকেই চেয়েছি শ্রোতাদের সুন্দর একটি শ্রবণ অভিজ্ঞতা দিতে।

পাভেলের মতে, গানের ভাষার মতই ‘নিভৃতে যতনে’ শ্রোতাদের মনে জায়গা করে নিবে তার- এ সংগীত উদ্যোগ।

অন্যদিকে, খুব চেনা গানে গাইতে নাকি ভয় কনার। তবে এ প্রজেক্টে গাইবার অভিজ্ঞতা তার দারুণ। বললেন, এ ধরণের অনেক চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এতবেশি শোনা মানুষের যে, একটু আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন তাদের লিস্টে একেবারেই উর্ধ্বসারিতেই এ গানটি থাকে বলে আমার মনে হয়। পাভেল আরিনের সংগীত পরিচালনায় আগেও কাজ করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।

তিনি আরও বলেন, সাউন্ড এবং মিউজিকের জন্য তিনি কখনোই কম্প্রোমাইজ করেন না। মিউজিশিয়ানরাও দারুণ বাজিয়েছেন। সবমিলে ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এ গাইবার অভিজ্ঞতা দারুণ। ড্রেস-স্টাইলিং-শুটিং সবকিছু এত গোছানো ছিল যে-আমরা শিল্পীরা শুধু গানের দিকেই মনোযোগ দিতে পেরেছি।

গানটিতে ড্রামস বাজিয়েছেন ইমতিয়াজ আলি জিমি, ভায়োলিন-ইনিমা রোশনি, পলাশ দেওয়ান, আফসানা আকতার, ইয়ার হোসাইন, হারমোনিকা বাজিয়েছেন আসাদ। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল, এ এমএম নওয়াজ শরীফ, সেলো বাজিয়েছেন তানভীর তরী, গিটালেলে-রায়হান পারভেজ প্রান্ত ও পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান শান্ত।

পাভেল জানান, প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে।

বিনোদন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। হাসপাতাল ছেড়েই তিনি হেলথ টিপসের সঙ্গে দিলেন রাজনৈতিক বার্তা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

হাসপাতাল থেকে বের হয়ে মিঠুন জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। এখন কোনো সমস্যা নেই। একই সঙ্গে জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে মাঠে নামবেন। তিনি আরও জানান, মানুষের উত্থানের সময় এসেছে।

হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মিঠুন বললেন, কোনো সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। এর পর ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্য করে হেলথ টিপস দেন তিনি। তিনি বলেন, যাদের ডায়াবেটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।

নিজের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। বকা খেলাম। তবে এখন আমি পুরোপুরি সুস্থ।

তাকে প্রচারের ময়দানে পাওয়া যাবে বলেও সোমবার জাান মিঠুন। তিনি বলেন, ১ মার্চ থেকে লাগাতার প্রচার। বিজেপির হয়েই করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব।

সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, সময় এসেছে, মানুষের জেগে ওঠা উচিত। যা হচ্ছে, মানা যায় না। দেব তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন। তবে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি।

‘প্রজাপতি’ ছবির সহঅভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, দেব এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমি রাজনৈতিক কোনো কথা বলি না। খুব বুদ্ধিমান ছেলে দেব। ভালো ছেলে। তবে রাজনৈতিকভাবে মন্তব্য করব না।

মিঠুন হাসপাতালে থাকাকলীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার শরীরের সংবাদ নিয়েছিলেন। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ মিঠুন বলেন, দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে।

সোমবার সন্দেশখালি রওনা হতেই শুভেন্দুদের আটকায় পুলিশ। শুভেন্দু জানিয়ে দেন, তিনি জাতীয় সড়কে বসে থাকবেন। এ প্রসঙ্গে মিঠুন বলেন, শুভেন্দুকে আটকে কী হবে? সে ভেঙে বেরিয়ে যাবে। সে খুব শক্তিশালী নেতা। আটকে কোনো লাভ নেই।

কবে থেকে শুটিংয়ে ফিরবেন, সে কথাও জানিয়েছেন মিঠুন। তিনি বলেন, শুটিং করব ১৯ ফেব্রুয়ারি থেকে। দুটি দিন ক্ষতি হয়ে গেছে। আমি কাল থেকেও কাজ করতে পারি, এটা আমার ইচ্ছা।

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন। ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে।

শনিবার হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সকাল ৯টা ৪০ মিনিটে মিঠুনকে ভর্তি করা হয়েছে। তার ডান হাত এবং পায়ে দুর্বলতা রয়েছে। মস্তিষ্কে এমআরআই-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ, খাচ্ছেন নরম খাবার। নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল দল গঠন করা হয়েছে। সেই মেডিকেল দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। তবে মিঠুনকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, সেই নিয়ে স্পষ্ট করে হাসপাতাল পক্ষ কিছু জানানো হয়নি।

অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলছিল। তখনই অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। গত বছর মিঠুন অভিনীত ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা পেয়েছে দর্শক মহলে। এবার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন। তার মধ্যেই ঘটল এ বিপত্তি। শনিবার সন্ধ্যায় হাসপাতালে ফের তাকে দেখতে যান সোহম। যদিও মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা দাবি করেন, তিনি সুস্থ রয়েছেন। স্ট্রোকের খবর ভুয়া বলে দাবি করেন তিনি।

বিনোদন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের উন্নয়নে বাংলাদেশ বেতার প্রশংসনীয় ভূমিকা রাখছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তর চত্বরে বিশ্ব বেতার দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং ইউনেস্কোর ঢাকা অফিস প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান মারি ভাইজ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের উন্নয়নে বাংলাদেশ বেতার প্রশংসনীয় ভূমিকা রাখছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক এফএম রেডিও ও কমিউনিটি রেডিওকে নিরলস কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষের এ সময়ে বেতার বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে প্রতিযোগিতা করে বেতারকে এগিয়ে যেতে হচ্ছে। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার ও সস্তা বিনোদনের পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও উদ্ভট সংবাদ প্রচার এবং অসত্য ও গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব প্রতিকূলতা ও প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতিতেও বেতার একটি নিজস্ব মানদন্ড অনুসরণ করে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের মানুষের সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ বেতার অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধাদের সহযোগী শক্তি হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সর্বজনবিদিত। তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকের বাধা সত্ত্বেও সে সময় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দুঃসাহসী ভূমিকায় বেতারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার হয়। মুক্তিকামী বাঙালির পাশে থেকে দায়িত্ব পালনের জন্য জাতি বাংলাদেশ বেতারকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়ন ত্বরাম্বিত করতে তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে। দেশের গণমাধ্যমসমূহ এখন স্বাধীনভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী এ বছরের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’-এর গুরুত্ব অনুধাবন করে বেতারে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শিল্পী-কলাকুশলীদের কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান।

২০১১ সালের ৩ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-এর ৩৬তম সম্মেলনে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রথমবারের মত বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বেতার দিবস। এরই ধারাবাহিকতায় এ বছর ত্রয়োদশ বিশ্ব বেতার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতার বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রোতা সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।

বিনোদন

ঢাকার কনসার্টে গাইবেন ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলি। এই কনসার্টের আয়োজক আর্কলাইট ইভেন্টস।

প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ।

কনসার্টের টিকিটের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম গেটসেট রকেও কনসার্টটির টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়।

বিষয়টি নিয়ে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন জাভেদ আলি। তার সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার।

আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান।

গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।