বিনোদন

অপেক্ষার পালা শেষে কলকাতার বড় পর্দায় অভিষেক হলো রাফিয়াত রশিদ মিথিলার। শুক্রবার (০৭ জুলাই) পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মায়া’।

২০২১ সালের জুন মাসে কলকাতার সিনেমা ‘মায়া’য় নাম লেখান মিথিলা। এটি নির্মাণ করেছেন রাজর্ষী দে।

উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’র ছায়ায় নির্মিত হয়েছে এটি। যেখানে নাম ভূমিকায় আছেন মিথিলা।

‘মায়া’র পর টালিগঞ্জে এক পর এক কাজ করে যাচ্ছেন মিথিলা। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-তে অভিনয় করেছেন, সেটি মুক্তিও পেয়েছে। আবার ‘আয় খুকু আয়’ দিয়ে কলকাতার সিনে পর্দায় হাজির হয়েছেন বছরখানেক আগেই। তবে সেটি ছিল অতিথি চরিত্রে। এবার মুখ্য চরিত্র দিয়ে কলকাতায় অভিষিক্ত হচ্ছেন মিথিলা।

তিনি বলেন, ‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় একটি গল্প এটি। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্তা। তবে এটা নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র, সেটা বলতে চাই না; দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে।

এতে মিথিলা ছাড়াও আছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, রাহুল ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, রিচা শর্মা, দেবলীনা কুমার, রাতশ্রী দত্তসহ আরো অনেকে।

টলিউডে মিথিলার হাতে আরাো কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছে অর্ণব মিদ্যার পরিচালনায় ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’। অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ সিনেমায়।

বিনোদন

‘দশম অবতার’ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। পাঁচ বছর পর সৃজিত মুখার্জির সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এর আগে সৃজিতের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া।

‘দশম অবতার’ সিনেমায় জয়াকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে সৃজিত বলেন, শুটে সময় দিতে পারছে জয়া। ডেট অ্যাভেইলেবল আছে। অভিনয় দক্ষতা, শেষ বছরের পারফরমেন্স, ‘রবিবার’ বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’তে তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। ‘রাজকাহিনী’ হোক এবং ‘এক যে ছিল রাজা’। এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।

সৃজিতের এ সিনেমায় অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। সৃজিত বলেন, ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা’য় অপূর্ব অভিনয় করেছে শুভশ্রী। তাই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম।

শুভশ্রী অন্তঃসত্ত্বা হওয়ায় জয়াকে বেছে নেন সৃজিত। জয়া সর্বশেষ অভিনয় করেছেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলি নির্মিত ছবিটি গত ২ জুন ভারতে মুক্তি পায়।

‘কপ ইউনিভার্স’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছেন পরিচালক। এখন শুটিং শুরুর অপেক্ষা।

বিনোদন

বলিউড তারকা বিদ্যা বালান পাঁচতারা হোটেলের সামনে নাকি ভিক্ষা করেছেন। কেন তিনি ভিক্ষা করেছিলেন- এক সাক্ষাতকারে জানালেন সেই কথা। খবর হিন্দুস্তান টাইমসের।

বিদ্যা বালান জানান, আইএমজি নামে ভারতীয় মিউজিক গ্রুপ রয়েছে। যাদের তরফে প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্টের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠান তিন দিন ধরে সারারাত চলে। আমিও স্বেচ্ছাসেবক হিসেবে সেই কমিটিতে ছিলাম। অনুষ্ঠান শেষে সবকিছু গুছিয়ে আমরা নরিমান পয়েন্টে হাঁটতে যেতাম।

তিনি আরও বলেন, এমনই একদিন আমায় বাকিরা চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলা হয় ওবেরয়-দ্য পামস-এর কফি শপে গিয়ে খাবার চাইতে হবে বাইরে থেকে। আমিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বাইরে থেকে কাচের দরজায় টোকা দিতে থাকি, আর বলতে থাকি- ‘আমি কাল রাত থেকে কিছু খাইনি। আমাকে দয়া করে কিছু খাবার দিন’। বিশ্বাস করুন, লোকজন ভীষণ বিরক্ত হন! কোনো উত্তরই পাইনি, লোকজন একবার তাকিয়েছেন মাত্র। ওরা বুঝতেও পারেননি আমি অভিনেত্রী। অগত্যা আমার বন্ধুরা ভীষণ লজ্জায় পড়ে বলেন- এবার ডেকে নেন।

খুব শিগগিরই ‘নিয়ত’ ছবিতে গোয়েন্দার বেশে দেখা যাবে বিদ্যা বালানকে। এ ছবিতে তার সঙ্গে রয়েছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা এবং নিকি ওয়ালিয়া।

বিনোদন

একেবারে ফিল্মি স্টাইলে লোকচক্ষুর আড়ালে বিয়ে সারলেন ভারতের ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী।

গতকাল বুধবার আইনি বিয়ে সারলেন তারা। বিষয়টি নিজেরাই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি পোস্ট করে জানান। সেখানে লেখেন, আমাদের নতুন শুরু, আমরা পেরেছি। আজীবনের জন্য এক হয়েছি।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, বিক্রম চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, স্বস্তিকা, অন্বেষা, সুদীপ্তা, মিশমি, অদৃজা, প্রিয়াঙ্কা, রশ্নি, আনন্দসহ আরও অনেক তারকা।

‘রাজযোটক’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন অনামিকা। তারপর অনেক সিরিয়াল, সিরিজ ও সিনেমায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটির জন্য বেশ জনপ্রিয়তা পান তিনি।

অন্যদিকে ২০১৫ সালে বিনোদন জগতে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।

তবে মিঠাই ধারাবাহিকে ‘রাতুল’ হিসেবে তিনি বেশ জনপ্রিয়।

বিনোদন

আলিয়া ভাট বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তিনি বিখ্যাত কাপুর পরিবারের বউ। বলিউডে কাজ করতে করতেই সুযোগ আসে হলিউডে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিতে খলনায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে আলিয়াকে। বলিউড না হলিউড- কোথায় কাজ করে বেশি খুশি? জানিয়েছেন মহেশ ভাটের কন্যা।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া জীবনের সফলতম সময় উপভোগ করছেন। বলিউডে যখন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’, হলিউডে তখন ‘হার্ট অফ স্টোন’। এক কথায় বিশ্ব জুড়ে আলিয়ার প্রতিভা প্রদর্শন। ‘রকি অউর রানি কি প্রেম কহানির’ জন্য মুম্বাইয়ে প্রচার চালান। আবার এক ফাঁকে উড়ে গিয়েছিলেন ব্রাজিলে, ‘হার্ট অফ স্টোন’-এর প্রচারে।

বলিউড না হলিউড, কোথায় কাজ করে বেশি ভালো লাগল তার? এ বিষয়ে আলিয়া বলেন, ‘সিনেমার সেট সারা পৃথিবীতে একই রকম। মানুষজন, উন্মাদনা, উৎসাহ এবং কাজের ধরন একই। দৃষ্টিভঙ্গিও এক। শুধু ভাষা আলাদা। গল্প বলার ধরনও আলাদা।’

মহেশ কন্যা আরও বলেন, ছবি যেখানেই তৈরি হোক, উদ্দেশ্য একটিই। তা হল দর্শকের আবেগকে ছুঁয়ে যাওয়া। হলিউডে কাজ করতে গিয়েও উষ্ণতা, আতিথেয়তা পেয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করার অভিজ্ঞতা আগেও ভাগ করে নিয়েছিলেন আলিয়া। তখনও জানিয়েছিলেন সহ-অভিনেতাদের সহযোগিতার কথা।

বিনোদন

ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত আকাঙ্ক্ষার সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। এ সিনেমায় তমা অভিনয় করেছেন ‘ময়না’ চরিত্রে।

তার মতে, অভিনয় জীবনের সেরাটুকু দিয়েছেন এ সিনেমায়। গত কয়েকদিন অসুস্থ থাকলেও নানানভাবে সিনেমার প্রমোশন করে যাচ্ছেন যেন সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠেন দর্শক।

এ প্রসঙ্গে তমা বলেন, ‘সুড়ঙ্গ সিনেমা দেখে এর গল্পের সঙ্গে, প্রতিটি চরিত্রের সঙ্গে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন অনেক দর্শক। মানুষ মানুষের মনে বিশ্বাস অবিশ্বাসের সুড়ঙ্গ খুঁড়ছে। এ গল্পটাই দর্শক উপলদ্ধি করবেন সিনেমার মাধ্যমে। আমি আমার ময়না চরিত্রটি শতভাগ মনোযোগ দিয়ে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সুড়ঙ্গকে ঘিরে দর্শকের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, তা পূরণ হবে।’

বিনোদন

বলিউডে সিনেমার পর্দায় এক সময়ের ঝড় তোলা নায়িকা কাজল। মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন। বড়পর্দায় তার অভিনীত একাধিক সিনেমা গত কয়েক বছরে মুক্তি পেয়েছে। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ওটিটি প্লাটফর্মে। ‘লাস্ট স্টোরিজ-২’ নামে একটি সিনেমার প্রচারেই ব্যস্ত তিনি।

ওটিটিতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘শুরুতে ওটিটিতে কাজ করার বিষয়ে খুব একটা আগ্রহী ছিলাম না। আমি অমিতকে (পরিচালক) প্রথম যে প্রশ্নটি করেছিলাম সেটা হলো, এটার জন্য আমাকে কেন ভেবেছেন? উনি জোর দিয়েছিলেন আমি যেন চিত্রনাট্যটা পড়ি। তিনি দেখতে বলেছিলেন, এই গল্পে আমি নিজেকে খুঁজে পাই কিনা; কিন্তু আমি যখন প্রথমবার চিত্রনাট্য শুনেছিলাম তখন মনে হয়েছিল কই এখানে তো নিজেকে খুঁজে পাচ্ছি না। তবে পুরোটা পড়ার পর চিত্রনাট্য এতটাই আকর্ষণীয় মনে হয়েছে যে, শেষপর্যন্ত কাজটি করতে হ্যাঁ বলে দিয়েছি। আসলে এটাই ছিল আমাকে দিয়ে কাজ করাতে পরিচালকের ট্রিক্স।’

সাক্ষাৎকারে তিনি পূর্বের এবং বর্তমানে কাজের পরিবেশ নিয়েও স্মৃতিচারণ করেছেন।

বিনোদন

মুক্তির আগেই আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। ঈদে রুপালি পর্দায় মুক্তির প্রস্তুতি চলছে।

তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের মুক্তির অনুমতি পেয়েছে চলচ্চিত্রটি।

এ তথ্য জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ নিজেই। এ খবর পেতেই হিমেল আশরাফের ওই পোস্টে মৌমাছির মতো ভিড় করেছেন শাকিবের অনুরাগীরা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ায় মন্তব্যের ঘরে আনন্দ প্রকাশ করেছেন তারা। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমাটির জন্য শুভ কামনা।

এর আগে মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় শাকিবের ‘প্রিয়তমা’র লুক প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, চেহারায় স্পষ্ট বয়স্ক ছাপ, মুখ ও শরীরের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। জীবন সায়হ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধ!

যারা শাকিবের এই লুকটি দেখেছেন রীতিমতো বিস্মিত হয়েছেন। কারণ চেনা ছন্দের বাইরে শাকিবের নয়া লুক, এক দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই তিনিই শাকিব খান।

প্রস্থেটিক রূপসজ্জায় দক্ষ বড় একটি মেকআপ টিমকে শাকিবের এই লুকের পেছনে ১৫ দিনের মতো সময় দিতে হয়েছে। প্রথমে নেওয়া হয় শাকিবের মুখমণ্ডলের মাপ। সেভাবে একটি আবরণ তৈরি করা হয়। সেখানে চুল, দাড়ি বসিয়ে ঠিক করা হয় লুক। পরে চরিত্রের সঙ্গের মানানসই কি না, যাচাই করার জন্য লুক পরীক্ষা করা হয়। আবার এই মেকআপ তুলতেও নাকি তিন ঘণ্টা সময় লেগেছিল। এমনটিই জানিয়েছেন রূপসজ্জাকর সবুজ খান।

জানা যায়, এ ধরনের মেকআপ বেশ ব্যয়বহুল। তবে ঠিক কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি নির্মাতা হিমেল আশরাফ। তবে এতোটুকু বলেন, এই অর্থ দিয়ে অনায়াসে মারপিটের কয়েকটি দৃশ্য করতে পারতাম।

তবে একটি সূত্র বলছে, শাকিবকে বৃদ্ধের লুকে আনতে খরচ হয়েছে পাঁচ লাখ টাকার মতো।

‘প্রিয়তমা’ সিনেমাতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

বিনোদন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সিনেমা শিল্প আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন অনেক সিনেমা হচ্ছে। আমাদের লক্ষ্য বিশ্ব অঙ্গনে জায়গা করে নেওয়া। বাড়ানো হয়েছে সিনেমার অনুদান। এ বছর ২৩টি পূর্ণদৈর্ঘ্য ছবিতে অনুদান দেওয়া হয়েছে। আগে ১০টাতে দেওয়া হতো। তবে সিনেমা শিল্প কখনো অনুদাননির্ভর হতে পারে না, সে কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে প্রয়াত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক স্মরণে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আয়োজিত হৃদয়ে জাগ্রত তুমি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, করোনায় আমাদের আড়াই বছর মন্দা গেছে। এখন মহামারি কেটে গেছে, আবার সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে। প্রদর্শক সমিতি বলছে, এখন অনেক সিনেমা হচ্ছে। সিনেপ্লেক্সে-সিনেমা হল নির্মাণ ও পুন:নির্মাণের জন্য স্বল্পতম সুদে এক হাজার কোটি টাকার ঋণ তহবিল হয়েছে। এক হাজার আসনের মিলনায়তন, চারটি শুটিং ফ্লোর, দুটি সিনেপ্লেক্সে, দুটি সুইমিংপুলসহ বিএফডিসিতে নতুন কমপ্লেক্স নির্মাণ হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের পরিচালকরা, অভিনয়শিল্পীরা, কলাকুশলীরা যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন, তা তাদের মেধার পরিচয়। এ মেধা কাজে লাগালে আমাদের সিনেমা শিল্প বিশ্ব অঙ্গনেও জায়গা করে নেবে। আসুন সবাই মিলে সেই লক্ষ্য নিয়ে কাজ করি।

সম্প্রচারমন্ত্রী এ সময় চিত্রনায়ক ফরুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ফারুক ভাই অনেক কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। বিশেষ করে গোলাপী এখন ট্রেনে, সারেং বৌ, সুজন সখী সিনেমাগুলো তাকে বাঁচিয়ে রাখবে। সহজাত নেতৃত্বের এ মানুষটি মুক্তিযোদ্ধা ছিলেন, সংসদ সদস্য ছিলেন এবং সবাইকে আপন করে নিতে পারতেন।

হাছান মাহমুদ বলেন, আমি কখনো ভাবিনি যে ফারুক ভাই এতো তাড়াতাড়ি চলে যাবেন। কারণ আপতদৃষ্টিতে তাকে অসুস্থ মনে হতো না। প্রায় দুই বছর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মাঝেমধ্যে আমি খবর নিতাম। শেষপর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন। চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য সারাজীবন কাজ করে গেছেন। আমরা তাকে ভুলব না।

সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহবায়ক খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব শাহ আলম কিরণ, যুগ্ম আহবায়ক কাজী হায়াৎ, অভিনয়শিল্পী রোজিনা, রিয়াজ, অরুণা বিশ্বাস, নিপুণ, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক-পরিবেশক মোহাম্মদ হোসেন, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, সম্পাদক আবু মুসা দেবু, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন তাদের বক্তব্যে চিত্রনায়ক ফারুকের স্মৃতিচারণ ও তার আত্মার শান্তি কামনা করেন। চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনরা অনুষ্ঠানে যোগ দেন।

বিনোদন

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ জুন)। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়।

এবার ‘আদিপুরুষ’র বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করল হিন্দু সেনার দল।
সেই আবেদনে জনসমক্ষে সিনেমাটি প্রদর্শন বন্ধ করার দাবি জানানো হয়েছে।

হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আদিপুরুষ’ সিনেমার হিন্দু চরিত্র রাম, রাবণ, সীতা ও হনুমানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তাই অবিলম্বে কিছু ‘আপত্তিকর’ দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব।

এছাড়া পিটিশনে বলা হয়েছে, এ সিনেমায় ধর্মীয় চরিত্রদের যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা অসঙ্গত। বাল্মীকির রামায়ণে যা ছিল তার সম্পূর্ণ বিপরীত। এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসুক এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।

থ্রি-ডি ভার্সনের ‘আদিপুরুষ’ সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পায় শুক্রবার। ওম রাউতের এ বিগ বাজেটের সিনেমাটি একদিনে ভারত থেকেই শুধু আয় করেছে ৯৫ কোটি রুপি। সিনেমায় রামচন্দ্রের ভূমিকায় আছেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি শ্যানন, সানি সিংকে লক্ষণের চরিত্রে দেখা গেছে। এছাড়া লঙ্কেশ রাবণ হিসেবে পর্দায় ধরা দিয়েছেন সাইফ আলি খান এবং হনুমান হয়েছেন দেবদত্ত নাগে।