বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ক্যারিয়ারের প্রায় সব সিনেমাই দর্শকমহলে আলোচিত ও প্রশংসিত। এ কারণে ভক্ত-শুভাকাঙ্ক্ষীও রয়েছে বেশ।

তাদের উদ্দেশে মাঝে মাঝে ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেন অভিনেত্রী।

শুক্রবার ফেসবুক পেজে তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ভিডিওতে নায়িকাকে সমুদ্রের মাঝে একটি জাহাজের মধ্যে দেখা যায়। সমুদ্রের নীলের মাঝে জাহাজ ভাসছে, আর জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উচ্ছ্বসিত মনে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী।

বুবলী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সমুদ্রের বিশালতা যেন এক অপার রহস্য।’ তবে এটি যে সিনেমার শুটিংয়ের ফাঁকে ভিডিও করা, সে কথাও জানিয়েছেন নায়িকা।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি ‘প্রহেলিকা’ সিনেমার শুটিংয়ের সময় করা। কিছুদিন আগেই চয়নিকা চৌধুরীর সিনেমাটির শুটিংয়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া হয়েছিল। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ।

বিনোদন

স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা।

বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন।

যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।

এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। যেখানে তার বিছানা ও কোল বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমনি ছবি দুটির ক্যাপশনে লেখেন— ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো… লোডিং।’ যদিও পরীমনি এখনো সেই প্রেস কনফারেন্স করেননি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

বিনোদন

ব্যক্তিগত জীবনে ভালো নেই চিত্রনায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহ চলে গিয়েছে বিচ্ছেদের দ্বারপ্রান্তে।

দুজনই আলাদা হয়ে গেছেন, এখন বাকি শুধু আনুষ্ঠানিকতার।

এদিকে রাজের বিরুদ্ধে পরীমণি অভিযোগ করেছেন, রাজ তার গায়ে বারবার হাত তুলেছেন। রক্তাক্ত বিছানা-বালিশের ছবি দিয়ে ঘোষণা দিয়েছিলেন সংবাদ সম্মেলন করারও। কিন্তু সেদিকে আর এগোননি নায়িকা। বরং ফেসবুক স্ট্যাটাসে রাজের থেকে আলাদা হওয়ার কথা জানিয়েছেন।

অপরদিকে রাজও জানিয়েছেন, সম্পর্ক আর জোড়া লাগবে না। সেই সঙ্গে রাজ দেখতে চেয়েছেন পরীমণির পেছনে থাকা গডফাদারদেরও।

ব্যক্তিগত জীবনে এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে পরীমণি সামাজিকমাধ্যমে লিখেছেন ‘এনজয়’।

এমন পরিস্থিতিতে ‘এনজয়’ করার স্ট্যাটাস দেওয়া অস্বাভাবিক মনে হলেও বিষয়টা তেমন নয়। কারণ, মুক্তি প্রতীক্ষিত পরীমণির সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর একটি গান শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে পরীমণি এই শব্দটি লিখেছেন। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি।

সিয়াম-পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার নতুন এই গানটির শিরোনাম হলো ‘সারেং ছাড়া জাহাজ চলে’। গানটির কথা লিখেছেন প্রয়াত গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ। কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এতে সিয়াম আহমেদ ও পরীমণি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।

বিনোদন

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বড় পর্দায় পা রাখার আগে থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন।

অনেকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছে এই অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন জাহ্নবী। সেখানে প্রেম বিষয়ক প্রশ্নও করা হয় তাকে। বর্তমানে কার সঙ্গে আছেন তিনি? এমন প্রশ্নে কিছুই বললেন না এই তারকা। তবে আরেক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।

রাস্তাঘাটে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কখনো? জিজ্ঞাসা করতেই লজ্জায় পড়েন নায়িকা। সাংবাদিককে অবাক করে জাহ্নবী জবাব দেন, হ্যাঁ…প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।

‘আমরা’ মানে কারা? জাহ্নবী জানান, সাংবাদিক, আলোকচিত্রী সবাইকে এড়িয়ে চলতেন এক সময়। কখনো কখনো এমনো হয়েছে যে, গাড়ির ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা এড়াতে। যশ-খ্যাতি তার স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াক, কখনোই চাননি। সে সময় ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে প্রেম করতেন জাহ্নবী।

তার কথায়, রাজনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রেমে মোড় নেয়। কিন্তু কিছু দিনের মধ্যেই আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। এখন আমার বোন খুশি ওর সঙ্গে প্রেম করে। যদিও আমরা তিন জনেই আগে বন্ধু, তারপর সবকিছু।

সবশেষ গেল ৪ নভেম্বর সিনেমা হলে মুক্তি পায় জাহ্নবী অভিনীত ‘মিলি’। ভারতের দক্ষিণী সিনেমা ‘হেলেন’ থেকেই তৈরি হয়েছে এটি। মালায়লম ভাষায় তৈরি ‘হেলেন’ বক্স অফিসে তুমুল হিট হয়েছিল।

হিন্দিতে ‘মিলি’ তৈরি করলেন পরিচালক মথুকুট্টি জেভিয়ার। এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। আর প্রযোজনায় অংশীদার হয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর।

এদিকে, মাস কয়েক আগে মুক্তি পেয়েছিল জাহ্নবীর ‘গুড লাক জেরি’ সিনেমা। সেখানে স্মাগলারের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবী কন্যাকে।

বিনোদন

নাটকের প্রিয়মুখ সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের বিতর্ক পিছু ঠেলে সামনে এগিয়ে চলেছেন। অভিনয়ে মনোযোগী হয়েছেন। সোশ্যাল মিডিয়ায়ও তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। সেখানে প্রেম-ভালোবাসা নিয়ে রহস্যজনক পোস্ট করেছেন।

প্রভা লেখেন— ‘আপনি যখন কারও প্রেমে উন্মাদ থাকেন, তখন আপনি শুধু তার চেহারার প্রেমে পড়েন না। আপনি তার সম্পর্কে প্রতিটি একক বিবরণের প্রেমে পড়েন। আপনি তার ক্ষতচিহ্ন, ট্রমা, স্বপ্ন, স্মৃতি এবং আক্ষরিক অর্থে সবকিছু ভালোবাসেন।’

তিনি লেখেন— ‘আপনি যখন প্রেমে থাকবেন, তখন কখনই তার ভুলগুলো নির্দেশ করবেন না। আপনি তার সঙ্গে থাকুন এবং ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করুন।’

সবশেষ এই সুন্দরী লেখেন, ‘প্রকৃত অর্থে একজন ব্যক্তিকে ভালোবাসা হচ্ছে— কঠিন কাজগুলোর মধ্যে একটি। এর সবই বিশ্বাসের সঙ্গে শুরু হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি ভালোবাসা পেয়েছেন। তবে সেই ব্যক্তিকে ধরে রাখুন। যাতে সে আপনার সঙ্গে সুরক্ষিত থাকে এবং তাকে কখনই হারাবেন না।’

বিনোদন

করদাতাদের উৎসাহিত করার জন্য প্রতি বছর সেরা করদাতার তালিকা প্রকাশ করে বাংলাদেশ সরকার। অন্যান্য বিভাগের মতো এ বছরও সেরা করদাতার তালিকায় নাম এসেছে বিনোদন জগতের মানুষদেরও। এ বছর অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন তারকা।

২০২১-২২ কর বছরের জন্য গেজেট প্রকাশ করে এনবিআর। যেখানে এ বছর সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্সকার্ড দেওয়া হচ্ছে। সেখানেই অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে তারকাদের নাম পাওয়া যায়।

এর মধ্যে অভিনেতা বিভাগে সেরা করদাতা হিসেবে তালিকায় পর্যায়ক্রমে নাম এসেছে মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ ব্যানার্জীর। এছাড়া গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে কুমার বিশ্বজিৎ, এসডি রুবেল ও তাহসান খান।

প্রতি বছরের মতো এ বছরও দেশের সেরা করদাতার ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন।

সেরা করদাতা অভিনয়শিল্পী পীযুষ-মেহজাবিন-মাহফুজ

২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর ট্যাক্স কার্ড-প্রাপ্তদের সেরা করদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

এবার অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, মাহফুজ আহমেদ ও মেহজাবিন চৌধুরী। বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’ তাঁদের দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

গত বছর ‘অভিনেতা ও অভিনেত্রী’ শাখায় সেরা করদাতা হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম ও বাবুল আহমেদ।

বিনোদন

দীর্ঘদিন পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। শুটিং, টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, শাহরুখের লুক প্রকাশ্যে আসা- সবকিছু নিয়েই পর তুমুল আলোচনায় উঠে আসে সিনেমাটি।

কয়েক দিন আগে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পায়। এ গান মুক্তির পর নেটিজেনদের যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ‘অশ্লীলতা ও নকলের’ র অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।

সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে প্রচারের কাজে ব্যস্ত ‘পাঠান’ টিম। এবার জানা গেলো, ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শাহরুখ উপস্থিত হয়ে এ সিনেমার প্রচার চালাবেন।

দেশ-বিদেশে শাহরুখ খানের কোটি কোটি ভক্ত। তার ভক্তদের অফিশিয়াল একটি ফ্যান ক্লাব রয়েছে। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’র ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান। ’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শাহরুখ খান কিংবা ‘পাঠান’ সিনেমার টিম।

এবারই প্রথম নয়, এর আগেও খেলার মাঠে সিনেমার প্রচার চালিয়েছেন শাহরুখ খান। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলাকালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচার করেন বলিউড বাদশা।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। আদিত্য চোপড়া প্রযোজিত সিনেমাটিতে শাহরুখ ছাড়াও দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে দেখা যাবে। ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বিনোদন

একাধিক নায়িকার সঙ্গে প্রেম করেছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। এবার তার প্রেমিকার তালিকায় ঢুকে পড়ল দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের নাম!

সালমানের থেকে প্রায় ২৪ বছরের ছোট দক্ষিণী অভিনেত্রী পূজা।

এই পূজার সঙ্গে দুটি সিনেমাতেও দেখা যাবে সালমানকে। আর এই সিনেমার সুবাদেই সালমানের সঙ্গে পূজার আলাপ ও বন্ধুত্ব।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, পূজার সঙ্গে নাকি শুটিংয়ের পরেও সময় কাটাচ্ছেন সালমান। জানা গেছে, সালমানের ফার্ম হাউজেও নাকি দেখা গেছে পূজাকে। একান্তে নাকি পূজা ও সালমান খান বেশ সময়ও কাটাচ্ছেন।

তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পূজা। অন্যদিকে, সালমান তো এই বিষয়ে কোনো কথাই বলবেন না। তবে বলিউডের হাওয়ায় কিন্তু সালমানের এই প্রেমের খবর ঝড় তুলেছে।

দক্ষিণী সুপারস্টার তামিল সিনেমা ‘বীরম’র অনুপ্রেরণায় তৈরি সালমান খানের আসন্ন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমাতেও সালমানের বিপরীতে দেখা যাবে পূজাকে। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেছেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের হালের দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয় দক্ষতার কারণে চলতি বছরে মুক্তি পাওয়া তার অভিনীত দুটি সিনেমাই দর্শকমহলে আলোচিত।

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার এ নায়িকা যেন বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে।

জনপ্রিয় এ নায়িকা দর্শকদের হিট সিনেমা উপহার দিলেও পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়।

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সহজেই নিজেকে যুক্ত রাখতে পারেন তিনি। এ কারণে মাঝেমধ্যেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় ফেসবুকে তুলে ধরেন এ সুন্দরী।

এ অভিনেত্রী শতব্যস্ততা থেকেও নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন। এ কারণেই সম্প্রতি প্রকৃতির সান্নিধ্যে বেরিয়েছেন।

উপভোগ করছেন লাল-সবুজের প্রকৃতি আর সাগরপাড়ের সৌন্দর্য। বর্তমানে কক্সবাজার সমুদ্রসৈকতেই নিজেদের মতো সময় কাটাচ্ছেন মিম।

সমুদ্রসৈকতের পাশে থেকেই শীতের আগমনীতে উষ্ণতা ছড়ালেন ক্রেজ অভিনেত্রী। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেন এ নায়িকা।

মিম একগুচ্ছ ছবি পোস্ট করলেও ক্যাপশনে মাত্র দুটি শব্দ ব্যবহার করেছেন। লিখেছেন— ‘শুভ সকাল’। তার সঙ্গে জুড়ে দিয়েছেন ‘হলুদ-কালো-হলুদ’ রঙে ধারাবাহিক তিনটি ভালোবাসার ইমোজি।

বিনোদন

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় চলচ্চিত্র শিল্পে ব্যাপক পুরুষতান্ত্রিক মনোভাবের কথা তুলে ধরেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

যুক্তরাষ্ট্রে একটি গোয়েন্দা সিরিজে পুরুষ সহকর্মীর সমান পারিশ্রমিক পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানান, দীর্ঘ ২২ বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম এমনটা হচ্ছে।

প্রিয়াঙ্কা অভিনীত ওই গোয়েন্দা সিরিজের নাম ‘সিটাডেল’ শিগগির যেটার প্রচার শুরু হবে।

এ বছর বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় স্থান পেয়েছেন ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার নিক জোনাসকে বিয়ের পর যিনি এখন সে দেশেই বেশি সময় থাকছেন এবং সেখানেই কাজ করেছেন।

‘বিবিসি ১০০ উইম্যান’ কে দেওয়া এক সাক্ষাৎকার নিজের অভিনয় ক্যারিয়ার, একজন নারী হওয়ার কারণে পারিশ্রমিক নিয়ে বৈষম্যের শিকার এবং বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পরও কীভাবে শুধু গায়ের বর্ণের কারণে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তা তুলে ধরেন।

প্রিয়াঙ্কা বলেন, তিনি বলিউডে কখনও সমমর্যাদা পাননি।

‘‘আমি আমার পুরুষ সহ-অভিনেতার বেতনের ১০ শতাংশ পারিশ্রমিক পেয়েছি। এই ব্যাবধান বিশাল, যথেষ্ট বিশাল।

“অনেক নারী এখনও সেভাবেই কাজ করছেন। আমি নিশ্চিত, এখন বলিউডে কাজ করলে আমাকেও এভাবেই করতে হবে। আমার প্রজন্মের নারী অভিনেত্রীরা সব সময় সমান পারিশ্রমিকের দাবি জানিয়েছেন। আমরা চেয়েছি, কিন্তু পাইনি।”

তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে ব্যাপক পুরুষতান্ত্রিক মনোভাবের কথা তুলে ধরে আরো বলেন, এই মনোভাব ‘স্বাভাবিক’ ধরে নিয়েই তিনি দীর্ঘ সময় কাজ করেছেন।

‘‘ভেবেছি ঘণ্টার পর ঘণ্টা সিনেমার শুটিং সেটে বসে থাকার বিষয়টি ঠিকই আছে, যখন সহকর্মী পুরুষ অভিনেতা তার নিজের মত করে সময় নিয়েছেন। আর যখন তিনি সেটে আসতে চান কেবল তখনই আমরা শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।”

মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় নিয়ে ২০০২ সালে বলিউডে নাম লেখান প্রিয়াঙ্কা। দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উৎড়াই পেরতে হয়েছে তাকে। অভিনয় করেছেন ৬০টির বেশি সিনেমায়।

এখন বলিউডে নিজস্ব চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রয়েছে তার।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসাবে শিশুদের নিয়েও কাজ করছেন তিনি।

দুবাইয়ে কী করছেন প্রিয়াঙ্কা?
প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসাবে তিনি আমেরিকান নেটওয়ার্ক ড্রামা সিরিজ কোয়ান্টিকোতে (২০১৫) নেতৃত্ব দিয়েছেন।

মর্যাদাপূর্ণ একাধিক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম ভারতীয় হিসাবেও তিনি জায়গা করে নিয়েছেন।

অথচ এই প্রিয়াঙ্কাকেই বলিউডে কাজ করতে গিয়ে শুরুতে গায়ের রং নিয়ে ‘বডি শেমিং’ এর শিকার হতে হয়েছে।

বিবিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাকে ‘কালো বিড়াল’, ‘ডাস্কি’ বা ‘খানিকটা কৃষ্ণবর্ণ’ বলা হতো। বলতে চাচ্ছি, যেদেশে আমরা প্রায় সবাই ব্রাউন বা বাদামি, সেখানে ‘ডাস্কি’ বলতে আসলে কী বোঝায়।

“ভেবেছিলাম, আমি যথেষ্ট সুন্দর নই। বিশ্বাস করতাম আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। যদিও উজ্জ্বল বর্ণের সহ-অভিনেতাদের তুলনায় নিজেকে একটু বেশি প্রতিভাবান ভাবতাম আমি। কিন্তু গায়ের রং আর সৌন্দর্যের বিষয়টি সঠিক ধরে নিয়েছিলাম, কারণ বিষয়টিকে খুব স্বাভাবিক হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল।”