বিনোদন

প্রমোদতরীর মাদককাণ্ডে জামিনে বেরিয়ে এলেও শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হয়েছে। এবার নির্দেশনা কিছুটা শিথিল করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) মুম্বাই হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে।

মাদককাণ্ডে টানা ২৬ দিন কারাগারে থাকার পর গত ২৮ অক্টোবর মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্চুর করেন। সেসময় হাইকোর্ট থেকে বেশ কিছু নির্দেশনা দিয়েছিল আরিয়ানকে। তার মধ্যে ছিল প্রতি শুক্রবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে আরিয়ানকে।

২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবির সদস্যরা। এই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকে আরিয়ান ও তার সঙ্গীদের আটক করা হয়। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বেশ কয়েকবার নিম্ন আদালতে আরিয়ানের আইনজীবী জামিন আবেদন করলে এনসিবির বিরোধিতায় তা খারিজ হয়ে যায়। পরে মুম্বাই হাইকোর্টের দারস্থ হয়ে জামিনের আবেদন করলে ২৬ দিন হাজতবাসের পর মুক্ত হন আরিয়ান ও তার সঙ্গীরা।

বিনোদন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গলুই ছবির ডাবিং নিয়ে ব্যস্ত সময় কাটছে নায়ক শাকিব খানের। একটানা শিডিউল দিয়ে গলুই ছবির কাজ শেষ করেছেন শাকিব। এসএ হক অলীক পরিচালিত ‘গলুই’ এ বছরের অন্যতম আলোচিত সিনেমা। শাকিব খানের ক্যারিয়ারেও উল্লেখযোগ্য হয়ে থাকবে ছবিটি- এটি শুধু দর্শক নয়, বিশ্বাস করেন শাকিব খানও।

গলুইয়ের শুটিং শেষ করে ১২ নভেম্বর নিউইয়র্কে এসেছিলেন নায়ক শাকিব খান। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার পর প্রায় একমাস ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। সহসা ফিরবেন- এমন সম্ভাবনাও নেই।

এদিকে গলুইয়ের অন্য শিল্পীদের ডাবিং শেষ। বাকি ছিল কেবল শাকিব খানের ডাবিং। ওদিকে মুক্তির দিনও ঘনিয়ে আসছে। তাই ডাবিং নিতে শিল্পীর কাছেই ছুটলেন নির্মাতা। নিউইয়র্কের একটি স্টুডিওতে গতকাল গলুইয়ের ডাবিং করেছেন শাকিব খান। এ সময় সঙ্গে ছিলেন নির্মাতা অলীক।

নির্মাতা জানিয়েছেন, আর দু-একদিনের মধ্যেই শাকিব খানের ডাবিং শেষ হয়ে যাবে। কাজ শেষ করে ১৫ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে অলীকের। আগামী জানুয়ারিতে তিনি শুরু করবেন নতুন ছবি ‘যোদ্ধা’র শুটিং।

নির্মাতা ফিরলেও শাকিব খানের দেশে ফিরতে আরও সময় লাগবে। ইতোমধ্যে নিউইয়র্কে বসে নতুন ছবি সাইন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রেই হবে সেটির শুটিং। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাস দেশে কোনো সিনেমার সেটে পাওয়া যাবে না শাকিবকে।

গলুই ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। সম্ভব না হলে আগামী বছরের কোনো বড় উৎসবে দেখা যাবে গলুই।

বিনোদন

জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম।

গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির ৩টি পোস্টারে স্বাক্ষরের মাধ্যমে উদ্বোধন করেছেন বলে জানান তিনি।

সিনেমাটি নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং অন্য ভাষাভাষীসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছে। কিন্তু এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়নি। এই চলচ্চিত্রের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় ৬ সিনেমা

চলচ্চিত্রটি অন্যান্য দেশেও অন্যান্য ভাষায় ডাবিং করে পাঠালে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম সংগ্রাম সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবে বলে আশা করেন সম্প্রচারমন্ত্রী।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদ, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার।

বিনোদন

চলতি বছর বলিউডে তারকাদের সবচেয়ে বড় বিয়ের আসরটি ছিল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। দীর্ঘদিন প্রেম করে তারা দু’জন নতুন জীবনে পা দিয়েছেন।

সাধারণত একসঙ্গে কাজ করতে গিয়ে হিন্দি সিনেমার তারকাদের প্রেমের সম্পর্কে জড়াতে দেখা যায়। কারো কারো ক্ষেত্রে এই সম্পর্ক রূপ নেয় বিয়েতে। কিন্তু ভিকি-ক্যাটরিনার বেলায় ঘটলো ভিন্নটি! একসঙ্গে কাজ না করেও তারা হয়েছেন একে অপরের ঘনিষ্ঠ এবং বসে গেলেন বিয়ের পিঁড়িতে।

তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, তাহলে এই দুই তারকার চার হাত এক হলো কার মাধ্যমে?

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভিকি-ক্যাটরিনার বিয়েতে প্রযোজক, পরিচালক ও উপস্থাপক করণ জোহর ‘ঘটকালি’ করেছেন বলে গুঞ্জন উঠেছে!

নেটিজেনদের একটা বড় অংশ মনে করছে তেমনটাই। যুক্তি হিসেবে দুটি কারণ ও খুঁজে পেয়েছেন তারা। প্রথমত, করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণে’-এ এসে ক্যাটরিনা নিজেই জানিয়েছিলেন ভিকির সঙ্গে কাজ করতে তিনি ইচ্ছুক। আরও বলেন, তার ধারণা তাদের একসঙ্গে অনস্ক্রিন ভালো লাগবে।
কাছের বন্ধু ক্যাটরিনার মনের সেই ইচ্ছের কথা কথা মোটেও হালকাভাবে নেননি করণ! বরং বন্ধুর জন্য এগিয়ে এসেছেন তিনি। তাই নিজের বাড়িতে আয়োজিত পার্টিতে ক্যাটের পাশাপাশি ভিকিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন করণ।

 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন করণসহ এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা।

বিনোদন

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ আসামিকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে।

শুক্রবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইভ্যালির প্রতারণার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা নজরদারিতে আছেন। মামলার তদন্তের স্বার্থে যে কোনো সময় আসামিদের গ্রেফতার করা হতে পারে।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারও গ্রাহককে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি— এমন অভিযোগে মামলাটি করা হয়েছে।’

সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমণ্ডি থানায় এসেছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।

মামলার আসামিরা হচ্ছেন— অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েসকে মামলায় আসামি করা হয়েছে।

তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন।  তারা ইভ্যালির প্রতারণায় সহযোগিতা করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
সাদ স্যাম রহমান অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করেছেন তাহসান, মিথিলা ও ফারিয়া। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার, যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

ওসি ইকরাম আলী বলেন, এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

বিনোদন

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক রাশিদ পলাশ; মাদক মামলায় পরীমনি গ্রেপ্তার হওয়ার আগে প্রথম দফায় দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন পরীমনি। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।

রাশিদ পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ ডিসেম্বর থেকে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত এ সিনেমার দৃশ্যধারণ করা হবে; ১৬ ডিসেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন পরীমনি।

“সিনেমার কলাকুশলীদের নিয়ে পাঁচদিন ধরে চট্টগ্রামে গিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রায় এক মাস সেখানে দৃশ্যধারণ চলবে; সিনেমার দৃশ্যধারণ শেষ করে ঢাকায় ফিরতে চাই।”

মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হওয়ার পর গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ।

এটি ছাড়াও তার হাতে চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’, সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘বায়োপিক’ ও অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা রয়েছে। ‘মুখোশ’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

বিনোদন

রাষ্ট্রধর্ম ও ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া নিয়ে বক্তব্য দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর বিভিন্ন বিষয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

সর্বশেষ রোববার রাতে এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ভাইরাল হলে সেই সমালোচনার ঝড় আরও তীব্রতর হয়। এমন প্রেক্ষাপটে আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে তাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত অক্টোবরে প্রথম রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে আলোচনায় আসেন মুরাদ হাসান। সেসময় তিনি বলেন, বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীদের আস্তানা হতে পারে না। যে কোনো মূল্যে ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে।

বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এই ঘটনার পর পর প্রতিমন্ত্রী ডা. মুরাদের পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ অনেক রাজনীতিকও এর নিন্দা জানিয়েছিলেন।

এ সময় রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সমালোচকদের উদ্দেশে ডা. মুরাদ হাসান হুংকার দিয়ে বলেছিলেন, ‘ডা. মুরাদ মাথা নিচু করে কথা বলবে না। মাথা উঁচা করেই কথা বলবে। কাদের বিরুদ্ধে আন্দোলন করো, কুশপুত্তলিকাদাহ করো। আমরা যদি শুরু করি তাহলে ঢাকার মাটিতে টিকতে পারবেন না। ডাক্তার মুরাদ হাসান সম্পর্কে ভালো করে জেনে নিয়েন। তারপরে কথা বলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে সম্মান দিয়ে কথা বলুন।’

তখন থেকেই একের পর এক বিকৃত অশালীন বক্তব্য, প্রতিহিংসামূলক আক্রমনাত্মক অঙ্গভঙ্গি সব মিলিয়ে ভাইরাল হয়ে আলোচনায় ছিলেন ডা. মুরাদ হাসান।

সর্বশেষ ঐতিহ্যবাহী একটি সামাজিক ক্লাবে ঘটিয়েছেন অশোভন কাণ্ড। ক্লাব কর্তারা সদস্যদের তুমুল আপত্তির মুখে তাকে বের করে দেন। এরপর তার দুটি টেলিফোন অডিও রেকর্ড ফাঁস হয়ে ভাইরাল হয় যেখানে কান রাখা যায় না। এমন অশালীন কথাবার্তা ও আচরণের পরেও তিনি কীভাবে মন্ত্রীসভায় থাকেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

গত শনিবার একটি টিভি টকশোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন তিনি।

রোববার রাতে তার সঙ্গে এক চিত্রনায়িকার কথোপকথনের অডিও ভাইরাল হলে সেই সমালোচনার ঝড় আরও তীব্রতর হয়েছে।

এসব ঘটনায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীও তথ্য প্রতিমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিল। তার সমালোচনা করে বক্তব্য আসছে আওয়ামী লীগের পক্ষ থেকেই।

এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে বেসরকারি নারী সংগঠন নারীপক্ষ।

যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বলা ‘কুরুচিপূর্ণ’ ও ‘আপত্তিকর’ বক্তব্য প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছিলেন ডা. মুরাদ হাসান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্যকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘নারীবিদ্বেষী’ বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে ফাঁস হয় একটি ফোনালাপ।

জানা যায়, এই কথোপকথনটি ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফোনালাপে থাকা চিত্রনায়ক ইমন ইতোমধ্যে সেটি স্বীকারও করেছেন। ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’।

এর দুদিন আগেই ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে খালেদা জিয়ার পরিবারের এক নারী সদস্যকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেন ডা. মুরাদ হাসান।

প্রচারিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাস্যরস করতে করতে ওই নারীকে নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়েও ‘আপত্তিকর’ মন্তব্য করতে শোনা যায় তথ্য প্রতিমন্ত্রীকে।

এ নিয়ে আলোচনার মধ্যেই রোববার রাতে দুইটি ফোনালাপটি ফাঁস হয়। ফোনালাপের শুরুতে ডা. মুরাদের কণ্ঠের অন্যপাশে চিত্রনায়ক ইমনকে কথা বলতে শোনা যায়।

চিত্রনায়ক ইমন ডা. মুরাদকে জানান, তিনি বনানীর একটি রেস্তোরাঁয় রয়েছেন। কথা বলার একপর্যায়ে মাহিয়া মাহিও তার সঙ্গে রয়েছেন জানিয়ে ইমন ডা. মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেন।

ডা. মুরাদ মাহিয়া মাহিকে ফোনে পেয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ‘অশ্লীল ভাষায়’ দেখা করার জন্য ‘নির্দেশ’ দেন। প্রয়োজনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী পাঠানোরও হুমকি দেন তিনি।

ওই কথোপকথনের দ্বিতীয় ধাপে আবার কথা হয় এই দুজনের। ভাইরাল হওয়া অডিও ক্লিপটি ‘সঠিক’ বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন চিত্রনায়ক ইমন ও মাহিয়া মাহি।

বিনোদন

‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর।

৩ ডিসেম্বর একযোগে দেশে ও দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে; আরও আগে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে মুক্তির দিনক্ষণ পেছানোয় ঐশীর অপেক্ষার দিন বেড়েছে।

ঐশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবশেষ কয়েকদিন খুব নার্ভাস লাগছিল, টেনশন হচ্ছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে আর কিছু ফিল হচ্ছে না। হয়তো সবকিছু এক্সট্রিম পর্যায়ে গেছে, সেকারণে আর কিছু ফিল হচ্ছে না।”

ছবি: ফেইসবুক থেকে।

সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা আরেফিন শুভ। শুভ ও ঐশী ছাড়াও এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ঐশীর দ্বিতীয় চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। এটি ছাড়াও তরুণ পরিচালক আবু তাওহীদ হারুনের ‘আদম’ নামে একটি চলচ্চিত্রের কাজ করেছেন ঐশী; সেটিও মুক্তির অপেক্ষায় আছে।

বিনোদন

বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’র তকমা লাগানো রয়েছে সালমান খানের নামের পাশে। ৫৫ বছর বয়সেও বিয়ে করেননি ভাইজান। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন এ তারকা। তবে বিয়ে নিয়ে তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেক সময় চটে যান আবার মজা করেও উত্তর দেন।

এবার সালমান খানের বিয়ে না করার আসল কারণ জানিয়েছেন সহঅভিনেতা ও ভগ্নিপতি আয়ুষ। আয়ুষের মতে, সালমানের বিয়ে করার সময়ই নেই!

আর জে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুষ জানিয়েছেন, সালমানের সঙ্গে আড্ডা মারার সময় সাধারণত এই বিষয়ে কোনো কথাবার্তা তোলেন না তিনি। আয়ুষ বলেন, উনি যেমন আছেন দারুণ খুশি রয়েছেন। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারবেন বলেই আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, ভীষণ সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী সালমান। আর একেবারে ঠিক সেভাবেই জীবনযাপন করেন সালমান। আয়ুষ নিজেও সালমানের মতো এত সাধারণভাবে থাকার কথা ভাবতেই পারেন না।

আয়ুষের কথায়, সালমান অল্পতেই খুশি। মানে হল এমন ব্যাপার। উনি যেমনভাবে থাকেন, লাইফস্টাইল সবমিলিয়ে ভীষণই সাধারণ। বিশ্বাস করুন, আমি নিজেও তার মতো এতো সাধারণভাবে থাকতে পারব না। দু’তিন বছরের পুরোনো ফোন নিয়েও দিব্যি কাজ চালিয়ে নেন উনি। এসব নিয়ে কোনো মাথাব্যথাই নেই তার। তবে হ্যাঁ, ভালো সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে তার। যদি কখনো তিন ঘণ্টা একা থাকা, টানা ভালো ছবি দেখে সময় কাটিয়ে দিতে পারেন।

বিনোদন

অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমাটি দ্বিতীয়বারে সেন্সরে পাশ হলো। সেন্সর বোর্ডের সদস্যরা বৃহস্পতিবার ছবিটি দেখে কোনো সংশোধনী ছাড়াই ছাড়পত্র দেন।

পরিচালক অনন্য মামুন বলেন, আজ সেন্সর সনদ হাতে পেলাম। তবে ছবিতে একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায় সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার।

মামুন বলেন, প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। একটা ছবি যখন সেন্সরে পাশ হয়, তখন মুক্তির আর কোনো বাধা থাকে না। আর এটি প্রত্যেক পরিচালকের কাছেই আনন্দের।

অনন্য মামুনের চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন- মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

চলতি বছর মার্চ মাসে ছবির শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। পরিচালক জানান, আগামী ডিসেম্বরের শেষনাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।