বিনোদন

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বাগদানের যে খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে সেটিকে ‘গুজব’ বলছেন তিনি।

প্রভার বাম হাতের অনামিকার পরা আংটির ছবি প্রকাশ করে বেশ কয়েকটি গণমাধ্যমে তার বাগদানের খবর প্রকাশ করেছে চলতি সপ্তাহে।

ব্ষিয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কোনো বাগদান হয়নি। সেটি একটি ‍‘গুজব’।

যে আংটি নিয়ে এমন গুঞ্জন ছড়িয়েছে সেটি তার এক আত্মীয়ের বলে জানান এ অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি গানে মনোনিবেশ করেছেন প্রভা। মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন তিনি।

২০০৫ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর ছোটপর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০১০ সালের ১৯ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। পরের বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ ঘটে তাদের।

বিনোদন

বলিউডে কানাঘুষা চলছে নিক ও প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদ হচ্ছে।এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগী ও ভক্তদের মাঝে। এর অবশ্য একটি কারণও আছে। প্রিয়াঙ্কা নিজেই টুইটার ও ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জোনস পদবী সরিয়ে ফেলেন। এ ঘটনায় গুঞ্জনের ডালাপালা ছড়ায়।

সাম্প্রতিক সময়ে ভারতের দক্ষিণি তারকা সামান্থা প্রভু হঠাৎ করে নিজের নাম বদল করে ফেলেছিলেন। তার কিছুদিন পরেই নিজের বিবাহ বিচ্ছেদের খবর অনুরাগীদের জানিয়েছিলেন এ অভিনেত্রী। সে পথেই কি এগোচ্ছেন প্রিয়াঙ্কা! শুরু হয় জল্পনা। কিন্তু সোমবার সেই জল্পনায় জল ঢেলে দেন নায়িকা।

সামাজিক মাধ্যমে একটি ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করেন নিক জোনস। সেই ভিডিওর কমেন্ট সেকশনে প্রিয়াঙ্কা লেখেন, আমি তোমার বাহুডোরেই মরে গেছি। প্রিয়াঙ্কার এই কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে বিচ্ছেদের কথা তো দূর, তাদের মধ্যে প্রেম অনেক অটুট।

২০১৮ সালের ২ ও ৩ ডিসেম্বর হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল এই তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। কয়েকদিন পরই তারা উদযাপন করবেন নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী।

বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন অ্যাভেঞ্জারস: এন্ড গেম’র নির্মাতা অ্যান্টনি। সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

বিনোদন

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত তানভীন সুইটি। টিভি নাটকের কাজেই বেশি ব্যস্ত থাকেন তিনি। তবে মঞ্চ নাটকেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নাট্যদল থিয়েটারের ব্যানারে ‘মুক্তি’ নাটকটিতে তিনি নিয়মিত অভিনয় করেন। এ নাটকটির সঙ্গে সম্প্রতি ১৭ বছর ধরে নিয়মিত অভিনয় করার বিরল এক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। গত ৫ নভেম্বর নাটকটি মঞ্চে আসার ১৭ বছর পূর্ণ হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, এটি আমার অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমি আপ্লুত। সবাই দোয়া করবেন যেন সামনের সময়গুলোতেও নাটকটির প্রদর্শনীতে অভিনয় করতে পারি। এদিকে একই দলের নতুন নাটক ‘যামিনী না যেতে’ অভিনয় করছেন তিনি। নাটকটি নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার ও ত্রপা মজুমদার। অনলাইনে এটির মহড়া চলছে।

এতে অভিনয় প্রসঙ্গে সুইটি বলেন, নতুন এ নাটকের গল্পও চমৎকার। এতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। এ নাটকের একজন অভিনয়শিল্পী হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই কাজ করছি।

এসবের পাশাপাশি জাহিদ হাসানের পরিচালনায় ‘পিছুটান’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এটির প্রচার শেষ হয়েছে।  অভিনয়ের পাশাপাশি পাঁচ বছর পর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় ফিরছেন এই অভিনেত্রী। পারিবারিক কিছু বিষয় নিয়ে একটি রিয়েলিটি শো তৈরি করছে আরটিভি। সেই রিয়েলিটি শোয়ের উপস্থাপনা করছেন সুইটি। টিভি বিজ্ঞাপনেও এখন সরব উপস্থিতি রয়েছে সুইটির।  কিছুদিন আগে শামীম আহম্মেদ রনির পরিচালনায়  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’-এর কাজ শেষ করেছেন। অভিনয়ের পাশাপাশি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হয়ে রাজনৈতিক কর্মসূচিতেও ব্যস্ততা রয়েছে তানভীন সুইটির।

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ করোনাকালেও অভিনয় করে যাচ্ছেন। সিনেমা এবং নাটক-দুই ধরনের কাজেই নিয়মিত কাজ করছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয়ের ব্যস্ততা না থাকলেও একটি সিনেমার অভিনয়ের জন্য অন্য সব কাজ থেকে বিরত আছেন তিনি।

সেই কাজটি হলো ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। বহুল আলোচিত এ কাঙ্ক্ষিত কাজটির জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে রিয়াজের। ঐতিহাসিক এ সিনেমায় তিনি তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করছেন। কয়েক মাস আগে ভারতে গিয়ে এ বায়োপিকের কিছু অংশের শুটিংও করে এসেছেন। এবার এটির শুটিং হবে ঢাকায়। আগামী সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত এটির ইউনিটের সঙ্গে থাকবেন রিয়াজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

কারণ, বঙ্গবন্ধুর মতো আন্তর্জাতিক একজন নেতাকে নিয়ে সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি আমার সাধ্যের সবটুকু দিয়েই অভিনয় করছি। পরিচালক থেকে শুরু করে সবাই আন্তরিকতা নিয়েই কাজ করছেন। আমি এটিতে আবারও কাজের অপেক্ষায় আছি।’ এদিকে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন এ চিত্রনায়ক। সেই সিনেমাটিও মুক্তির অপেক্ষায় আছে। অভিনয় ছাড়া তার নিজের একটি বিজ্ঞাপনী সংস্থা আছে। সেটির কাজের তদারকির জন্যও তাকে ব্যস্ত থাকতে হয়।

বিনোদন

বিয়ের মৌসুম চলছে বলিউড ইন্ডাস্ট্রিতে। গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর-আলিয়া ভাট। গত কয়েকদিন ধরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখার নামটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাজকুমার ও পত্রলেখা। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি তারা।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ সেক্স ধোকা’ ছবি দেখার পরই রাজকুমারকে মনে ধরে পত্রলেখার। তারপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। বহু বছর ধরে লিভ ইন রিলেশনেও রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। তবে বিয়ে নিয়ে এতদিন কোনও প্ল্যান করছিলেন না এই জুটি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাজকুমার জানিয়েছিলেন, ক্যারিয়ার সামলে নিয়েই দু’জনে বিয়ে করবেন। সেই কথামতোই হয়তো এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা।

সদ্য মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ‘হাম দো হামারে দো’ ছবিটি। এতে তার বিপরীতে রয়েছেন কৃতি শ্যানন।

বিনোদন

ছোট-বড় পর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রায় ৪ মাসের বিরতি ভেঙে আবারও নিজ ভুবনে ফিরলেন তিনি। তার এই প্রত্যাবর্তনে সঙ্গী হয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া।

স্বাতী নক্ষত্রের আলোয়’ শিরোনামের এই নাটক রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। গত ২৭-২৮ অক্টোবর রাজধানীর উত্তরা ও মিরপুর ডিওএইচএসে এর দৃশ্যধারণের কাজ হয়েছে।

বিরতি ভেঙে তাদের নিয়ে ফিরলেন চয়নিকাচয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। ২০ বছরের ক্যারিয়ার হলেও বিরতি কাটিয়ে কাজে ফিরে খুব নার্ভাস লাগছিল। জানি না এটা কেন হয়েছে। তবে তারিক ভাই, মৌ আপা, ফারিয়াসহ সবাই মানসিকভাবে খুব সাপোর্ট দিয়েছেন। এ কাজটি করার জন্য প্রস্তাব দেওয়ার পর তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেন। আমার দীর্ঘদিনের সহকারী পরিচালক সুব্রত মিত্র ও অমিতাভ আহমেদ রানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নির্মাতার কথায়, ‘খুব যত্ন ও ভালোবাসা দিয়ে কাজটি করেছি। শিল্পীদের সহযোগিতা আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটি শট শেষে একটা গুড ফিলিং হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

দুজন করপোরেট মেয়ের সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকের কাহিনি। এটি প্রযোজনা করছেন খান মোহাম্মদ বদরুদ্দীন। শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

বিনোদন

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে হাজত থেকে মুক্ত করে আনতে এক লাখ রুপির জামিননামায় স্বাক্ষর করেছেন জুহি চাওলা। বলিউডের এই অভিনেত্রী শাহরুখ খানের ব্যবসায়ীক পার্টনার। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

আজ (২৯ অক্টোবর) বিশেষ এনডিপিএস কোর্টে হাজির হন জুহি। সেখানে পৌঁছেই তিনি জামিননামায় স্বাক্ষর করেছেন। এর আগে গতকাল মাদক মামলায় আরিয়ানের জামিন আদেশ দেন বোম্বে হাইকোর্ট।

আজ শুক্রবার জামিনের শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ছেড়েছে বোম্বে হাইকোর্ট। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সেগুলো নিয়ে মুম্বাই আর্থার রোড কারাগারে পৌঁছানোর শর্ত ছিল। তাহলে আজ বের হয়ে আসতে পারতেন আরিয়ান।

কিন্তু সর্বশেষ তথ্যমতে, আজও কারাগার থেকে বের হতে পারেননি আরিয়ান খান। আগামীকাল শনিবার সকালে কারামুক্ত হবেন তিনি।

আজও বাড়ি ফিরতে পারেননি আরিয়ান

জামিন পেলেও যে পাঁচটি কাজ করতে পারবে না শাহরুখ পুত্র আরিয়ান

মাদক মামলায় তিন সপ্তাহ জেলে থাকার পর বৃহস্পতিবার জামিন পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুক্রবার তার জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জামিনের নথি মুম্বাইয়ের আর্থার রোডের জেলে না পৌঁছানোয় আজও মুক্তি মিললো না আরিয়ানের।

শুক্রবার আরিয়ানের জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। ১ লাখ টাকার বন্ডে তার জামিনদার হয়েছিলেন জুহি চাওলা। ছেলেকে আনতে জেল গেটে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু সময় মতো বিশেষ আদালতে আরিয়ানের জামিনের নথি পৌঁছায়নি। এ কারণে শুক্রবার জেলেই থাকতে হচ্ছে শাহরুখপুত্রকে। শনিবার সকালে হয়তো ছাড়া পাবেন আরিয়ান।

জামিন পেলেও যে পাঁচটি কাজ করতে পারবে না শাহরুখ পুত্র আরিয়ান

মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক-মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। জামিন পেলেও সেই নির্দেশের প্রতিলিপি এখনও দেয়নি বম্বে হাই কোর্ট। শুক্রবার তা দেওয়ার কথা আদালতের। তা পাওয়ার পরই জেল থেকে মুম্বাইয়ে নিজের বাসা মান্নাতের উদ্দেশে রওনা দিতে পারবেন আরিয়ান। কিন্তু জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি কাজ তিনি করতে পারবেন না। দেখে নেওয়া যাক কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ পুত্রকে।

বিদেশ ভ্রমণ: মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবি-র নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যেই ঘুরতে যাওয়া: বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না শাহরুখের ছেলে। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি: জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন: জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবি-র। ফোন-সহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদক-মামলার তদন্তকারী সংস্থা।

এ ছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন শাহরুখের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বেরনোর প্রক্রিয়া।

বিনোদন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। আজ (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।

বিনোদন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব পদে নির্বাচিত রয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

পরে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

ঢাকা কেন্দ্রের ফলাফলে সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন ৬৭৪ ভোট, মহাসচিব দীপ আজাদ পেয়েছেন ৯২৬ ভোট।
এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও নির্বাহী পরিষদের ১০টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার বলেন, প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স দেখিয়ে ভোটগ্রহণ হয়। দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, আশিস সৈকত, মহসিন আব্বাস ও শাহনাজ সিদ্দীকি।

এবারের নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে ১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮০ জন। এর মধ্যে ২ হাজার ৯৭৭ জন ঢাকার। ঢাকায় ১৯টি বুথে ভোট নেওয়া হয়। তবে এখনও চট্টগ্রামের ফল ঘোষণা হয়নি।

নির্বাচনে ভোট পর্যবেক্ষণের জন্য শ্রম অধিদপ্তর থেকে ঢাকা কেন্দ্রের জন্য দুজন এবং ঢাকার বাইরের কেন্দ্রের জন্য একজন করে প্রতিনিধি নিযুক্ত ছিলেন।

বিনোদন

মাদক মামলায় মূল অভিযুক্ত শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তাদের সেই সব কথোপকথনে মাঝে অনেকবারই কথা হয়েছিল মাদক নিয়ে। এমনকি ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি-র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে।

যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেন, নিছক রসিকতা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি।

শুক্রবার (২২ অক্টোবর) মাদক মামলায় দ্বিতীয় দফা জেরার জন্য সকাল ১১টার অনন্যাকে ডেকে পাঠিয়েছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তিনি দুপুর ২টার দিকে এনসিবি-র দফতরে পৌঁছান। পরে এনসিবি দফতরে গোয়েন্দাদের সঙ্গে অনন্যার কী কথাবার্তা হয়েছে, তা প্রকাশ করে একটি ভারতীয় সংবাদমাধ্যম।

জানা যায়, গাঁজার জন্য হোয়াটসঅ্যাপে অনন্যাকে অনুরোধ করেছিলেন আরিয়ান। জবাবে অনন্যা বলেন, ‘‘আমি ব্যবস্থা করব।’’ এনসিবি-র একটি সূত্রকে উদ্ধৃত করে এই কথোপকথন প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। তারা জানিয়েছে, এই কথোপকথনটি ছাড়াও বহু বার মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ান এবং অনন্যার।

শুক্রবার এই কথোপকথন দেখিয়ে এনসিবির গোয়েন্দারা প্রশ্ন করেন অনন্যাকে। অনন্যা সেই প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি। বরং এনসিবি-র গোয়েন্দাদের তিনি বলেছেন, আরিয়ানের সঙ্গে ‘মজা করছিলাম’।