বিনোদন

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এশীয়দের চোখে আনন্দ অশ্রু! গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নারী নির্মাতা ক্লোয়ি জাও। এশিয়ার প্রথম নারী ও অশ্বেতাঙ্গ নারী হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। ‘নোম্যাডল্যান্ড’ ছবিটি তাকে এই পুরস্কার এনে দিয়েছে।

এশিয়ার তরুণীদের জন্য ৩৮ বছর বয়সী ক্লোয়ি জাওয়ের এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন অসংখ্য সাধারণ মানুষ। তার এই বিজয়কে সর্বত্র নারীদের জয় মনে করছেন তারা। চীনের উইবোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

গোল্ডেন গ্লোবসে ইতিহাস গড়লেন এশিয়ার নারী নির্মাতা ক্লোয়ি জাওহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত গোল্ডেন গ্লোবসের ইতিহাসে ক্লোয়ি জাওয়ের আগে কেবল একজনই সেরা পরিচালক পুরস্কারটি জিতেছিলেন। ১৯৮৪ সালে ৪১তম আসরে ‘ইয়েন্টি’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছিলেন বারবারা স্ট্রাইস্যান্ড। ক্লোয়িকে টুইটারে অভিনন্দন জানিয়ে ৭৮ বছর বয়সী এই আমেরিকান লিখেছেন, ‘নারীদের জয় সময়ের ব্যাপার। অভিনন্দন ক্লোয়ি! তুমি পুরস্কারটির জন্য উপযুক্ত!’
মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো একজনের বেশি নারী পরিচালক জায়গা করে নেন। মনোনয়নপ্রাপ্ত অন্য দুই নারী নির্মাতা হলেন এমারাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং উইম্যান) এবং রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি)। এ বিভাগের বাকি দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেভিড ফিঞ্চার (মাঙ্ক) এবং অ্যারন সরকিন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন)।

গোল্ডেন গ্লোবসের আগের ৭৭ বছরের ইতিহাসে মাত্র পাঁচজন নারী নির্মাতা মনোনয়ন পান। সবশেষ ২০১৪ সালে ‘সেলমা’র জন্য এই তালিকায় যুক্ত হয় আভা ডুভারনের নাম। এবার এক আসরেই তিনজনের নাম পাওয়া গেলো। তাদের মধ্যে ক্লোয়ি জাও মনোনয়ন পেয়েই ইতিহাস গড়েন। গোল্ডেন গ্লোবসের সেরা পরিচালক শাখায় তার মাধ্যমেই প্রথমবার এশিয়ান বংশোদ্ভুত কোনো নারী মনোনয়ন পেলেন।

রবিবার (বাংলাদেশ সময় ১ মার্চ) বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেইনবো রুম থেকে টিনা ফে এবং লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেল থেকে সঞ্চালনা করেন অ্যামি পোহলার। করোনা মহামারির কারণে অনুষ্ঠানে অতিথি ছিলেন শুধু সামনের সারির যোদ্ধারা। বিজয়ীরা যার যার ঘরে বসে ভিডিওতে যোগ দিয়েছেন।
হলিউড অভিনেত্রী ব্রাইস ডালাস হাওয়ার্ড রেইনবো রুমের জমকালো মঞ্চ থেকে ভিডিওতে ক্লোয়ি জাওয়ের সঙ্গে যোগ দেন। ইতিহাস গড়ার পর ক্লোয়ি জাও বলেন, ‘আমার যা ভালো লাগে (চলচ্চিত্র নির্মাণ) তা সম্ভব করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সিনেমা বানানো ও গল্প বলার প্রেমে পড়েছিলাম। সিনেমা আমাদের হাসি-কান্না ভাগাভাগি, একে অপরের কাছ থেকে শেখা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার সুযোগ দেয়।’

গোল্ডেন গ্লোবসে ইতিহাস গড়লেন এশিয়ার নারী নির্মাতা ক্লোয়ি জাওভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতে ‘নোম্যাডল্যান্ড’ আভাস দিয়েছিল এবারের পুরস্কার মৌসুমে রাজত্ব করবে ছবিটি। এর গল্প ষাটোর্ধ্ব বিধবা ফার্নকে ঘিরে। ২০০৮ সালে আমেরিকায় অর্থনৈতিক মন্দার সময় ভবঘুরে জীবন কাটান তিনি। নিজের ভ্যানকে ভ্রাম্যমাণ বাড়িতে রূপ দিয়ে ঘুরে বেড়ান। চলতে চলতে মৌসুমি চাকরি জুটিয়ে নেন। এ চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড।
ক্লোয়ি জাওয়ের সুবাদে ১০ বছর পর ভেনিস উৎসবের সর্বোচ্চ সম্মান ওঠে কোনও নারী নির্মাতার হাতে। উৎসব দুনিয়ায় অনেক আগেই নিজের জাত চিনিয়েছেন তিনি। ২০১৫ সালে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে তার প্রথম ছবি ‘সংস মাই ব্রাদার টট মি’র উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর কান উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে এটি স্থান পায়।

ক্লোয়ি জাও পরিচালিত দ্বিতীয় ছবি ‘দ্য রাইডার’ ২০১৭ সালে ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয়ে আর্ট সিনেমা অ্যাওয়ার্ড জেতে। এখন মারভেল স্টুডিওসের বিশাল ক্যানভাসের ছবি ‘এটারনালস’ পরিচালনা করছেন তিনি। এতে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, কিট হ্যারিংটনসহ হলিউডের জনপ্রিয় তারকারা।

গোল্ডেন গ্লোবসে ইতিহাস গড়লেন এশিয়ার নারী নির্মাতা ক্লোয়ি জাও
‘নোম্যাডল্যান্ড’ ক্লোয়ি জাওয়ের তৃতীয় ছবি। এটি গোল্ডেন গ্লোবসের সর্বোচ্চ সম্মান সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কার জিতেছে। এবারের আসরে এশীয়ার আরেক নির্মাতা লি ইসাক চুঙ পুরস্কার পেয়েছেন। বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় সেরা হয়েছে তার ‘মিনারি’। এর গল্প কোরিয়ান-আমেরিকান একটি পরিবারকে ঘিরে। পুরস্কার প্রাপ্তির পর তার মেয়ে তাকে জড়িয়ে ধরেন। গোল্ডেন গ্লোবসের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।

বিনোদন

পরপর দুইবার হত্যাচেষ্টার অভিযোগ করলেন ঢাকাই ছবির নায়িকা শবনম বুবলী। তাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে- সম্প্রতি এমন মন্তব্য করেছেন কাছে। তবে সেই ব্যক্তি কে বা কারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন দাবি করেছেন। বুবলী লিখেছেন- সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়, তা গত দুই দিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারতো। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।

তিনি আরও লিখেছেন- গত ৪-৫ দিন ধরে আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেটকার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না।

আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারতো। আর আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমারও আছে। প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম। হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেটি তো আর বুঝতে বাকি থাকে না যে, এটি উদ্দেশ্যমূলক করা হচ্ছে।

এই পোস্টের সূত্র ধরে তার কাছে জানতে চাইলে বুবলী বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। গত বুধবার রাতে যখন প্রথমবার সেই গাড়িটি আমাকে ফলো করে বা এ ঘটনার শিকার হই তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, এটা বোধহয় কোনো দিকভ্রান্ত ড্রাইভারের কাজ। কিন্তু একই ঘটনা যখন বৃহস্পতিবার রাতেও ঘটল তখন আর কাকতালীয় মনে হয়নি। বুঝতে পেরেছি আমাকে হত্যা করার জন্যই কেউ এ ধরনের মিশনে নেমেছে।

আপনি কি কাউকে সন্দেহ করেন? জানতে চাইলে বুবলী বলেন, অনেক দিন ধরেই আমি নানাভাবে নানাকিছু বুঝতে পারছি, কিন্তু স্পেসিফিক কারও নাম বলতে চাই না। যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই। দুই দিনই ঘটনাটি উত্তরা থেকে এয়ারপোর্টের দিকে একই জায়গায় ঘটেছে। এজন্য আর কাকতালীয় মনে হয়নি। তবে শিগগিরই আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। কারণ যারাই এসব ন্যক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তারা নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। তাই আইনি ব্যবস্থা নেয়াটা আমার জন্য জরুরি হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি।

এদিকে প্রায় ১১ মাস আড়ালে থাকার পর গত জানুয়ারি মাসে আবারও প্রকাশ্যে আসেন শাকিব খানের হাত ধরে সিনেমায় আসা চিত্রনায়িকা বুবলী। সর্বশেষ তিনি নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে অভিনয় করেন। ওই সময়ই তার সম্ভাব্য মা হওয়ার গুঞ্জন উঠে। ছবিটির শুটিং শেষ হওয়ার পরপরই বুবলী আড়ালে চলে যান।

আড়ালে থাকাকালীন মা হওয়ার গুজবটি আরও বেশি জোরালো হয়। তবে ১১ মাস পর যখন প্রকাশ্যে আসলেন তখন আড়ালে থাকার বিষয়ে কোনো মুখ খোলেননি এই নায়িকা।

তিনি বলেছেন, সময় হলেই তিনি সব জানাবেন। তবে এ সময় আমেরিকায় অভিনয় বিষয়ক একটি কোর্সে অংশ নিতে সেখানে কয়েক মাস অবস্থান করেছেন বলে জানিয়েছেন। ফিরতি যাত্রায় কয়েক দিন আগে নিরবের বিপরীতে ‘চোখ’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন। গত সপ্তাহে শাকিব খানের বিপরীতে ‘লিডার আমি বাংলাদেশ’ নামে নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।

বিনোদন

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে জিতলেন সালাহউদ্দিন লাভলু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। ডিজিটাল পদ্ধতিতে ভোটগণনার পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে সালাহউদ্দিন লাভলু পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হিরার ঘরে এসেছে ১৪৯ ভোট। এছাড়া দীপু হাজরাকে ১২ জন ভোট দিয়েছেন।

সাধারণ সম্পাদক পদে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ১৭০ ভোট পেয়ে বিজয়ীর হাসি হেসেছেন কামরুজ্জামান সাগর। একই পদে নির্বাচন করা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৬১ ভোট।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে ২৬০ ভোট নিয়ে পিকলু চৌধুরী এবং ২০৮ ভোট পেয়ে ফিরোজ খান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৭১ ভোট নিয়ে ফেরারী অমিত এবং প্রচার সম্পাদক পদে মো. সহিদ-উন-নবী ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন সনি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে আবু হায়াত মাহমুদ, ইমরাউল হুদা রাফাত, একেএম আনিসুজ্জামান আনিস, কেএম মাহমুদুন্নবী (রিপন নবী), তারিক মুহাম্মাদ হাসান, মোস্তাফিজুর রহমান সুমন ও হাফিজুর রহমান সুরুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ ঢাকায় বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নির্মাতারা ভোট দিয়েছেন। বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩১টি। এর মধ্যে কোনো ব্যালট বাতিল হয়নি। ডিরেক্টর’স গিল্ডের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এসএম মহসীন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা।

একনজরে ডিরেক্টর’স গিল্ড নির্বাচন-২০২১

সভাপতিঃ সালাহউদ্দিন লাভলু: ১৭০ ভোট (বিজয়ী)

অনন্ত হিরা: ১৪৯ ভোট

দীপু হাজরা: ১২ ভোট

সহসভাপতি

মাসুম আজিজ: ২৬৮ ভোট (বিজয়ী)

রফিক উল্লাহ সেলিম: ১৮৯ ভোট (বিজয়ী)

ফরিদুল হাসান: ১৯৯ ভোট (বিজয়ী)

শিহাব শাহীন: ১৮২ ভোট

প্রানেশ চন্দ্র চৌধুরী: ১৫৫ ভোট

সাধারণ সম্পাদক

কামরুজ্জামান সাগর: ১৭০ ভোট (বিজয়ী)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: ১৬১ ভোট

যুগ্ম সাধারণ সম্পাদক

পিকলু চৌধুরী (রকিবুল হাসান চৌধুরী): ২৬০ ভোট (বিজয়ী)

ফিরোজ খান: ২০৮ ভোট (বিজয়ী)

চয়নিকা চৌধুরী: ১৯৪ ভোট

সাংগঠনিক সম্পাদক

ফেরারী অমিত: ১৭১ ভোট (বিজয়ী)

তুহিন হোসেন: ১৩৯ ভোট

এস.এম. মাসুম করিম: ২১ ভোট

অর্থ সম্পাদক

মো. সাজ্জাদ হোসেন সনি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

প্রচার ও প্রকাশনা সম্পাদক

মো. সহিদ-উন-নবী: ১৮২ ভোট (বিজয়ী)

মনিরুজ্জামান নাহিদ (নাহিদ জামান): ১৪৯ ভোট

দফতর সম্পাদক

গোলাম মুক্তাদির (শান): ১৮৩ ভোট (বিজয়ী)

মুক্তি মাহমুদ: ১৪৮ ভোট

প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক

মোস্তফা মনন: ১৮৬ ভোট (বিজয়ী)

এসএম শহিদুল ইসলাম রুনু: ১৪৫ ভোট

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

মো. আনিসুল ইসলাম ইমেল: ১৯১ ভোট (বিজয়ী)

সঞ্জয় বড়ুয়া: ১৪০ ভোট

আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক

নিয়াজ মাহমুদ আক্কাস (মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ): ১৬৭ ভোট (বিজয়ী)

সাঈদ রহমান (মো. সাইদুর রহমান আরিফ): ১৬৪ ভোট

কার্যনির্বাহী পরিষদ সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

আবু হায়াত মাহমুদ

ইমরাউল হুদা রাফাত

একেএম আনিসুজ্জামান আনিস

কেএম মাহমুদুন্নবী (রিপন নবী)

তারিক মুহাম্মাদ হাসান

মোস্তাফিজুর রহমান সুমন

হাফিজুর রহমান সুরুজ

বিনোদন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পুলিশের অ্যালিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বহুল আলোচিত এ চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি চলছে পুরোদমে।

এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো সিনেমাটির টিজার ও ওয়েবসাইট। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে সিনেমাটির জনপ্রিয় তারকা ও কলাকুশলীদের উপস্থিতিতে এক ঝলমলে আয়োজনে টিজার ও ওয়েবসাইটের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

ছবিটির পরিচালক দীংকর দীপন জানান এই ছবির শুটিংয়ে ১৩০০ নেপথ্য শিল্পী কাজ করেছেন, যা একটি মহাযজ্ঞ বলে মনে করেন তিনি। সংখ্যাটি উপস্থিত দর্শক যাতে ভুল না শোনে এ জন্য তিনি দ্বিতীয়বার বলেন, আপনারা ভুল শোনেননি ১৩০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট কাজ করেছে অপারেশন সুন্দরবন সিনেমায়। ঢাকা অ্যাটাক ও অপারেশন সুন্দরবনের পর এই বাহিনীকে আরো একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।

টিজার ও ওয়েবসাইটের উদ্বোধনের পর আইজিপি বেনজীর আহমেদ বলেন, সুন্দরবন অঞ্চলটি জলদস্যু আক্রান্ত ছিল। বিশেষ করে মৎস্য আহরণের মৌসুমে জলদস্যুর হাতে হত্যা বা নিপীড়নের শিকারের খবর আসত প্রতিনিয়ত। প্রান্তিক জনগোষ্ঠীর ওপর এ ধরনের নির্যাতন নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১২ সাল থেকে র‌্যাব অন্যান্য বাহিনীর সহযোগিতায় অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানে বিপুলসংখ্যক জলদস্যু গ্রেপ্তার হন এবং উল্লেখযোগ্যসংখ্যক জলদস্যু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

গল্পটি যতটা সহজভাবে বলছি, বাস্তবে এতটা সহজ নয়। সেখানকার পরিস্থিতি কতটা চ্যালেঞ্জিং, সেখানে না গেলে বোঝা যায় না। এক দিন-দুদিন পরিবারের সঙ্গে সুন্দরবনে অবকাশ যাপন আর ভেতরে অবস্থান করে জলদস্যুর বিরুদ্ধে অপারেশন পৃথক ঘটনা। জলদস্যুদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে র‌্যাবের একাধিক সদস্য-কর্মকর্তা আহত হয়েছেন, অসুখে আক্রান্ত হয়েছেন। এর পেছনে বহু ত্যাগ আছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানের প্রথম ভাগে অতিথিদের বক্তব্য, টিজার ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। দ্বিতীয় ভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় চিত্রনায়ক জিয়াউল রোশানের অংশগ্রহণে বহুল প্রতীক্ষিত তারকাবহুল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ‘প্রেমের চাঁদরে’ ও ‘চাই ঘূর্ণিঝড়ে’ শিরোনামের দুটি গানে নাচ পরিবেশন করা হয়।

‘অপারেশন সুন্দরবন’র পরিচালক দীপংকর দীপন জানান, চলচ্চিত্রটি সম্পর্কে সব তথ্য দিয়ে সাজানো হয়েছে ‘অপারেশন সুন্দরবন’-এর ওয়েবসাইট। টিজার ছাড়া এতে বেশ কিছু ভিডিও থাকবে। ওয়েবসাইটের ঠিকানা- https://operationsundarban.com/ ।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, রোশান, তারিন জাহানসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের এক জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। র‌্যাবের একের পর এক অভিযানে সুন্দরবন এখন দস্যুশূন্য।

র‌্যাবের এ দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। চলচ্চিত্র নির্মাণে যৌথভাবে প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস। র‌্যাবের সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের তত্ত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

বিনোদন

নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো আগামী মাসে আংশিকভাবে ফের খুলে দেয়া হচ্ছে। এ নগরীতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি পদক্ষেপ। সোমবার গভর্নর অ্যানড্রিউ কোমো এই ঘোষণা দেন। খবর এএফপি’র।

কোমো বলেন, আগামী ৫ মার্চ থেকে সিনেমা হলগুলোর ২৫ শতাংশ কাজে লাগানো যাবে এবং বাকি অংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রাখতে হবে বা একটি স্ক্রীনে সর্বোচ্চ ৫০ জন সিনেমা দেখতে পারবে। প্রায় এক বছর বন্ধ রাখার পর তারা এসব সিনেমা হল খুলে দিতে যাচ্ছে।

কোমা টুইটার বার্তায় লিখেছেন, এক্ষেত্রে ‘নির্ধারিত আসন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সাবধানতা বজায় রাখতে হবে।’

মহামারি করোনাভাইরাস আমেরিকার এ বাণিজ্যিক রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ সরকারিভাবে সেখানের সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়। নগরীতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে প্রায় ২৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

বিনোদন

ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নতুন ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, সুমিত সেনগুপ্ত ও চিত্রনায়িকা অধরা খান। আসলেই কি তিনি কাউকে পাগলের মতো ভালোবাসেন? এবার অন্যরকম ভালোবাসার কথা জানালেন অধরা।

জনি হকের সঞ্চালনায় টুনাইট শো লাইভে এই ছবির বিভিন্ন বিষয় শেয়ার করবেন এই তিন তারকা। সেখানে ছবির পাশাপাশি জীবনের সঙ্গে সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে কথা বলেন তারা।

অনুষ্ঠানের মাঝে সঞ্চালক জনি হক অধরাকে প্রশ্ন করেন, কাকে আপনি পাগলের মতো ভালোবাসেন ?

প্রশ্নের উত্তরে অধরা বলেন, ‘আমার বাবা। বাবাকে আমি পাগলের মতো ভালোবাসি। কারণ, বাবা অন্যায় আবদারগুলো বেশি মেনে নেয়। আশকারা বেশি দেয়। আমার আজকে এতোদূর আসার পেছনে সবথেকে ওনার অবদান বেশি। আমাকে তিনিই বেশি ভালোবাসেন।’

বিনোদন

বাংলাদেশী অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা এবার ভালো কাজের রাজনীতির পথ দেখাবেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে নতুন ওয়েবসিরিজের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।

‘কে এই রুমানা? এমন একটি প্রশ্ন জাগিয়ে তুলেছেন মিথিলা। তিনি ওয়েবসিরিজের একটি পোস্টার শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। তাতে দেখা গেছে রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপের মিথিলাকে। স্মিত হাসিতে এক হাত উঁচিয়ে জনতাকে অভিবাদন জানানোর ভঙ্গিমায় দাঁড়িয়ে অভিনেত্রী।

পোস্টারে আরও বলা হয়েছে, এ বছরে বাংলায় সবচেয়ে বড় অ্যাকশন-থ্রিলার হতে যাচ্ছে এটি।

ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ কয়জনে করে! কে এই রুমানা?’ তিনি জানান, এই প্রশ্নের উত্তর জানা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। তবে বিস্তারিত কিছুই জানাননি মিথিলা। কবে কখন মুক্তি পাচ্ছে তা সবই জানার আগ্রহ জিইয়ে রাখলেন তিনি।

পশ্চিমবঙ্গের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর অনেকেই আশা করেছিলেন সৃজিতের সিনেমাতে হয়ত শিগগিরই দেখা যাবে তার বাস্তব জীবনের নায়িকাকে। কিন্তু এখন দর্শকদের তেমন আশা পূরণের কোনও ইঙ্গিত দেখা যায়নি। বরং দেশে-বিদেশে নবদম্পতির ঘুরাঘুরির ছবিতেই ভরে আছে দুজনের ইনস্টাগ্রাম-ফেসবুক।

বিনোদন

অপেক্ষার অবসান ঘটিয়ে পতৌদি পরিবারে হাজির আরেক সদস্য। রোববার (২১ ফেব্রুয়ারি) দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান।

বড়ভাই হলেন ছোট্ট তৈমুর। চতুর্থ সন্তানের বাবা হলেন সাইফ আলী খান।

২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন কারিনা কাপুর। রোববার মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

খবর অনুযায়ী মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।

বিনোদন

যথাযোগ্য মর্যাদায় প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে রয়েছে কিছু সিনেমা, নাটক ও প্রামাণ্যচিত্র। সেগুলোর মধ্যে কয়েকটি খবর জেনে নিন।

মুক্তিযুদ্ধ যাদুঘর

মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ যাদুঘরে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। প্রদর্শনীর সময়সূচী প্রতিদিন বিকেল ৪.০০টা ও সন্ধ্যা ৭.০০টায়। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে যাঁকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা হত্যা করে। ২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ বাবুল। সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

বিটিভি

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে উপজীব্য করে রচিত বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে তুলে ধরা হয়েছে। যেখানে মধুসূদন (মধুদা) তখনকার মধুর ক্যান্টিনের মালিক, যিনি বর্তমান সময়ে একটি চায়ের দোকানে বসে ভাষা আন্দোলনের ঘটনাটি বর্ণনা করছেন। বর্ণনার মাঝে গান, নৃত্য এবং কবর নাটকের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এই আলেখ্যানুষ্ঠানের মাধ্যমেই তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, রমিজ রাজু, সাজ্জাদ সাজু, দিপা প্রমুখ। নৃত্যে অংশ নিয়েছেন ওর্য়াদা রিহাব ও তার দল। আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’ ২১ ফেব্রুয়ারি রাত ১০টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

আরটিভি

মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘র্বণ’। শফকিুর রহমান শান্তনুর রচনা ও ইমরাউল রাফাত পরচিালনায় মাতৃভাষা দিবসের এই বিশেষ নাটকে অভিনয় করেছেন অভিনেতা জোভান ও শহেতাজসহ আরো অনেকে। রবিবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

মাছরাঙা টেলিভিশন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটকে ‘আমার বর্ণমালা’। নাটকটিতে গুণী অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কায়েস চৌধুরীসহ আরও অনেকে। ২১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশন রাত ৮ টায় রয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’।

দীপ্ত টিভি

২০২০ সালে কানাডার নোভা স্কশিয়া প্রদেশে অবস্থিত হ্যালিফ্যাক্স কেন্দ্রীয় লাইব্রেরীর অডিটরিয়ামে ‘হ্যালিফ্যাক্স ভাষা সংঘ’ আয়োজিত ভাষার মেলায় ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া’র সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানেই নোভা স্কশিয়া সরকারের সম্প্রদায়, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী লিও গ্ল্যাভিন, নোভা স্কোশিয়ার প্রধানমন্ত্রী স্টিফেন ম্যাকনিলের পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারীকে নোভা স্কোশিয়া প্রদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কানাডা প্রবাসী চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল নির্মাণ করেন প্রামাণ্যচিত্র ‘শিকড়ের ভাষা’। ইংরেজিতে ছবিটির নামকরণ করা হয়েছে ‘স্পিকিং হোম’ নামে। বিশেষ প্রামাণ্যচিত্র ‘শিকড়ের ভাষা’ দীপ্ত টিভিতে প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি রাত ১১টায়।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে ঢাকায় কয়েকজন ছাত্র-জনতা পুলিশের গুলিতে শহীদ হন। তাঁদের স্মরণে ২০০০ সালের ২১ ফেব্রুয়াারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে বলা হয়, যেহেতু ইউনেস্কোর উদ্দেশ্যসমূহের মূলে রয়েছে বিশ্বের ভাষাসমূহের পারস্পরিক সহাবস্থান এবং যেহেতু বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মূর্ত ও বিমূর্ত সাংস্কৃতিক অভিব্যক্তি ও ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নের সবচেয়ে শক্তিশালী মাধ্যম, সেহেতু এ দিবসের স্বীকৃতি শুধু ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষাকেই উৎসাহিত করবে না, বরং বিশ্বে ভাষাগত ও সংস্কৃতিগত ঐতিহ্যের পূর্ণ সচেতনতার জাগরণও ঘটাবে এবং সমঝোতা, সহিষ্ণুতা ও মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক সংহতিকে উদ্বুদ্ধ করবে। এই প্রেক্ষিতে নির্মিতব্য প্রামাণ্যচিত্রে ভাষা আন্দোলনের গৌরবান্নিত ইতিহাসকে তুলে ধরার সাথে সাথে বাংলা ভাষাকে বিশ্বদরবারে সম্মানিত করার প্রক্রিয়ায় যে বা যারা ভূমিকা রেখেছে এবং যেভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরা হবে বিশেষভাবে। একই সাথে বাংলাদেশে এই ভাষার বর্তমান অবস্থা কি? এক্ষেত্রে রাষ্ট্র, শিক্ষানীতি ও জনসাধারণের ভূমিকা কি? এইসকল বিষয়গুলোও তুলে ধরার চেষ্টা করা হবে। বিশেষ প্রামাণ্যচিত্র ‘আমার ভাষা আমার অহংকার’ দীপ্ত টিভিতে প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০মিনিটে।

রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের অমর প্রতীক শহীদ মিনার নিমার্ণের আখ্যান নিয়ে নির্মিত বিশেষ প্রামান্য চিত্র ‘শহীদ মিনার’ প্রচার হবে দীপ্ত টিভিতে ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা ১০মিনিটে।

বিনোদন

দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এটিএম শামসুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

একইসঙ্গে এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিলো। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গেলো বছরের ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।

১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন।