বিনোদন

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী। তিনিসহ তার পুরো পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নায়িকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

করোনা পরীক্ষা করা হলে রবিবার শিল্পীসহ তার স্বামী ও দুই সন্তানের করোনা রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন ‘প্রিয়জন’-খ্যাত এই অভিনেত্রীর পরিবারের সদস্যরা।

শিল্পী বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকেই বাসায় আছি আমরা। শেষ একমাস থেকে আমার স্বামী অফিস করছেন। এরমধ্যে তার জ্বর আসে। এরপর আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) করোনা পরীক্ষা করাই। আমাদের চার জনের রিপোর্ট পজেটিভ আসছে। বাসায় আমার আম্মা থাকেন তিনি সংক্রমিত হননি। কাজের লোকও সুস্থ আছে। আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

‘নাগ নর্তকী’ ছবি দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে শিল্পীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী। অমর নায়ক সালমান শাহের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি।

বিনোদন

করোনা আক্রান্ত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক আকবর হোসেন পাঠান ফারুককে।

গত ১৫ নভেম্বর করোনাভাইরাস ধরা পড়ে তার শরীরে। পরদিন সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে রয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক ও তার মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসী।

ফারুকের দেখভাল করতে গিয়ে মা-মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরত্।

ফারুকের সঙ্গে হাসপাতালেই আছেন তার স্ত্রী। আর বাসায় আইসোলেশনে আছেন মেয়ে তুলসী। ফারুক বলেন, ‘আমার সেবা করতে গিয়ে মা-মেয়ে দুজনেই করোনায় আক্রান্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হলেও ফারহানা ও তুলসীর অবস্থা নরমাল। তারা ভালো আছে। আশা করছি, এবার পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ আসবে।’

সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন দেশের অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর করোনায় আক্রান্ত হন তিনি।

বিনোদন

১৫ বছরের ক্যারিয়ার ছুড়ে ফেলে বলিউড অভিনেত্রী সানা খান অক্টোবরে জানিয়েছিলেন, অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই গেল ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ।

সম্প্রতি তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরপর এই অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে প্রথম ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহর জন্য আমরা ভালোবেসেছি, আল্লাহর জন্য আমরা বিয়ে করেছি, আল্লাহ এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখুন এবং জান্নাতেও আমাদের পুনর্মিলন করুন।’

গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা খান বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি।

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে তাকে। প্রায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

বিনোদন

তেলুগু ও কন্নড় সিনেমার অভিনেত্রী রশ্মিকা মন্দনা এখনও বলিউডে অভিষেকই করেননি। অথচ দক্ষিণে সীমাবদ্ধ থেকেও তিনি ভারতীয় তরুণ প্রজন্মের কাছে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’তে পরিণত হয়েছেন।

দীপিকা, ক্যাটরিনা, দিশা পাটনির মতো বলিউডের সুপারস্টার সব নায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণী তারকা রশ্মিকা। সার্চ ইঞ্জিন গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে পাওয়া যাবে শুধু তারই ছবি।

গ্ল্যামার দুনিয়া মানেই শুধু বলিউড নয়, আর বলিউডে তন্ন তন্ন করে খুঁজলেও রশ্মিকাকে খুঁজে পাবেন না। কারণ এখনও বলিউডে তিনি পা রাখেননি। তিনি মূলত কন্নড় ফিল্মের নায়িকা।  ২০১৬ সালে কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’তে ডেবিউ করেন রশ্মিকা। কন্নড় ছাড়া তেলুগু ফিল্মেও চুটিয়ে কাজ করছেন রশ্মিকা।

তাকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন যে এই অল্প সময়ের মধ্যেই তিনি ১০০ কোটি রুপির মালিক হয়ে গিয়েছেন। সারা ভারত খুঁজলেও এমন কোনও অভিনেত্রী পাওয়া যাবে না যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করে ফেলেছেন।

রশ্মিকার জন্ম কর্নাটকের বিরাজপেটে। কলেজে পড়ার সময় থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন। প্রচুর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় তার একটা ছবি দেখেই কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’র পরিচালকের পছন্দ হয়ে গিয়েছিল তাকে। পরিচালক নিজেই তাকে ছবির প্রস্তাব দেন।

 

২০১৭ সালে দক্ষিণী নায়ক রক্ষিত শেট্টিকে বিয়ে করেন তিনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাদের বিচ্ছেদও হয়ে যায়। ফিল্ম ‘কিরিক পার্টি’ থেকেই তাদের পরিচয়। এই ফিল্মে রক্ষিত তার বিপরীতে অভিনয় করেছিলেন।

 

গ্ল্যামার দুনিয়ায় আসার পর থেকে এখনও পিছন ফিরে তাকাতে হয়নি রশ্মিকাকে। এখনও পর্যন্ত তার প্রতিটা ফিল্মই বাণিজ্যিক ভাবে দারুণ সফল। খুব দ্রুত কেরিয়ারে উত্থান ঘটা রশ্মিকা এতদিন কর্নাটকের ক্রাশ হিসাবেই পরিচিত ছিলেন।

 

এবার কর্নাটকের পাশাপাশি ন্যাশনাল ক্রাশও হয়ে উঠলেন। তার অসম্ভব মিষ্টি হাসি। রশ্মিকার হাসিতে নাকি জাদু রয়েছে। আর ভুবন ভোলানো সেই হাসিতেই মজেছে তরুণ প্রজন্ম।

 

তার নাম দিয়ে এত পরিমাণ সার্চ হয়েছে গুগলে যে তিনিই এখন ন্যাশনাল ক্রাশ।

এর আগে বলি অভিনেত্রী দিশা পাটানি হয়েছিলেন ভারতের ন্যাশনাল ক্রাশ। সেই দৌড়ে দিশাকেও পিছনে ফেলে এগিয়ে এলেন রশ্মিকা। যেভাবে রশ্মিকা এগোচ্ছেন তাতে খুব তাড়াতাড়িই বলিউডে তিনি সুযোগ পেয়ে যাবেন বলে মনে করছেন অনেকেই।

বিনোদন

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অন্তঃসত্ত্বা আনুশকা শর্মার ছবি ভাইরাল হয়েছে। কখনো সমুদ্র সৈকতে, কখনো সুইমিংপুলে আবার কখনো দুবাইতে স্বামী বিরাট কোহলিকে খেলায় সাহস যোগাতে দেখা গেছে আনুশকাকে। এরই মধ্যে আনুশকা বিধি মেনে শুটিং ফ্লোরে নেমে পড়েছেন। জন্ম দিয়েছেন আলোচনার।

নতুন বছর, অর্থাৎ জানুয়ারিতেই প্রথমবারের মতো সন্তানের মুখ দেখবেন আনুশকা শর্মা। এ অবস্থায় সাধারণত বিশ্রামেই থাকার কথা তার। কিন্তু বিশ্রাম না নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করছেন তিনি।

তার ভ্যানিটি ভ্যান থেকে নামার মুহূর্তই ভাইরাল হয়েছে। তার পরনে ছিল সবুজ রঙের গাউন। মুখে মাস্ক। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের স্টুডিওতে টানা সাতদিন শুটিং করবেন তিনি।

শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন আনুশকা। দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভালো তার। কভিড বিধি মেনেই ঘোরাফেরা করছেন। এতে করে শুটিংয়ে কোনও সমস্যা হচ্ছে না তার।

বিনোদন

ঢাকাই ছবির এ সময়ের নায়িকা ইয়ামিন হক ববি। করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে সুস্থ হয়েছেন। বর্তমানে ঘরেই অবস্থান করছেন। চলতি বছর আর শুটিংয়ে ফিরবেন না বলেই জানিয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

ঢাকাই ছবির এ সময়ের নায়িকা ইয়ামিন হক ববি। করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে সুস্থ হয়েছেন। বর্তমানে ঘরেই অবস্থান করছেন। চলতি বছর আর শুটিংয়ে ফিরবেন না বলেই জানিয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* করোনায় আক্রান্ত ও সুস্থতার পরের খবর কী?

** করোনা থেকে নিস্তার পেলেও টনসিলের সমস্যায় ভুগছি। এ সময়ে আমি একেবারেই একা আছি। পরিবারের সবাই দেশের বাইরে। করোনায় আক্রান্ত হয়ে এখনও যে বেঁচে আছি, এটিই স্রষ্টার বড় রহমত।

* অনেক শিল্পীই কাজে নেমেছেন। আপনি কবে থেকে শুরু করবেন?

** আমার খুব কাছের অনেকেই কাজ করছেন। আমারও কাজের তাগিদ আছে। কিন্তু শরীরিক দুর্বলতা ও মায়ের দাবি পূরণ করতে গিয়ে এখনও কাজে নামতে পারছি না। পরিবারের কেউ বাংলাদেশে নেই। বেড়াতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। লকডাউনে আটকে গেল বছরখানেক হয়ে গেছে। দীর্ঘদিন আমি একাই। সে জন্য মা বলেছেন, সার্বিক পরিস্থিতি ঠিক না হওয়ার আগ পর্যন্ত যেন শুটিং না করি।

* যুগ ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে তো আপনার কাজে নামা উচিত…

** সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য মাধ্যমে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী প্রায়ই বলেন, কেন নতুন কাজ শুরু করছেন না। তাদের এ কথার জবাব দিতে পারছি না। মনটাও ভালো নেই। সংক্রমণের সময় পরিবারের কেউ পাশে ছিলেন না। তাই সাহসও পাচ্ছি না কিছু করার।

* আগামী দু-তিন মাস শীতের কারণে সংক্রমণ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তার মানে শুটিংয়ে ফিরতে আরও অনেক দেরি হবে আপনার?

** হ্যাঁ, মনে হচ্ছে না এ বছর আর শুটিং করতে পারব।

* ঘরবন্দি জীবনে কীভাবে সময় কাটাচ্ছেন?

** অনেক সময় পেয়েছি। পরিবারকে সময় দেয়ার মতো প্রচুর সময় পেয়েছি কিন্তু পরিবার তো কাছে নেই। তবে নতুন একটি ছবির জন্য আমি গল্প লিখেছি। চিত্রনাট্যেরের কাজ চলছে। সব ঠিকঠাক করে সবাইকে জানাব।

* আপনার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের খবর কী?

** করোনার কারণে আপাতত কাজ বন্ধ রেখেছি। তবে ঘরোয়াভাবে যে কাজগুলো সম্ভব বাসায় করছি।

* এ সময়েও তো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন?

** এটি একটি খুশির সংবাদ, ইন্দোস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২০-এ ‘বিজলি’ ছবির জন্য আমাকে সেরা অভিনেত্রী হিসেবে ভূষিত করা হয়েছে। নোলকের জন্যও আমি একটি পুরস্কারে ভূষিত হয়েছি।

বিনোদন

করোনার প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সঠিক পথে রয়েছে দেশটি। এগুলো কোভিড-১৯ প্রভাবিত অর্থনীতি বড় ধরনের ধাক্কা সামলে ওঠার সক্ষমতা তুলে ধরেছে। জুন ২০২১-এ সমাপ্ত চলতি অর্থবছরে পতন থেকে দেশটির প্রবৃদ্ধি ভি-আকৃতির উত্থান দেখা যেতে পারে। মহামারীর প্রাথমিক বিপর্যয়-পরবর্তী সময়ে অর্থনীতির উত্তরণের এ সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। অর্থাৎ, দেশটি বিকাশের সঠিক পথে রয়েছে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের সম্প্রতি প্রকাশিত এক অর্থনৈতিক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। পত্রিকাটি জানিয়েছে, মহামারী-পরবর্তী সীমিত চাহিদা থেকে পরিত্রাণের মতো উন্নতি এবং অন্যান্য সহযোগী মৌল ভিত্তির প্রভাব হবে দেশটির অর্থনীতি বিকাশের প্রধান চালিকাশক্তি। ২০২৬ সাল নাগাদ অর্থনীতির কলেবর বাড়ার এ চক্রাকার গতি বাৎসরিক সাড়ে ৭ শতাংশে রূপ নেবে। মহামারীর আগে এটির প্রকৃত অবস্থা ৬ দশমিক ৭ শতাংশ ছিল। ভবিষ্যতে মৌলভিত্তির অনুমানেও দেশটির অর্থনীতিতে ভাইরাসসৃষ্ট কারণে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে না।

পণ্য রফতানিতে শক্তিশালী অবস্থান দেশটির জন্য সুযোগ বাড়িয়েছে। ফলে উৎসাহ দেখা যাচ্ছে নতুন বিনিয়োগে। এর ধারাবাহিকতায় গত এক দশকে দেশটির উৎপাদনশীলতা বাড়ছে। দীর্ঘমেয়াদে এসব অন্তর্নিহিত কারণই অর্থনৈতিক স্ফীতির মূল চাবিকাঠি রূপে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভাইরাস নিয়ন্ত্রণে ব্যাপক লকডাউনের পদক্ষেপ সত্ত্বেও ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের গড় প্রবৃদ্ধি মাত্র ৩ শতাংশ কমতে পারে-মহামারীর আগের যে প্রাক্কলন করা হয়েছিল তার তুলনায়। ২০২০ অর্থবছরের হারিয়ে যাওয়া উৎপাদনশীলতার কারণেই এমনটা হবে। তার কিছুটা প্রভাব অবশ্য চলতি ২০২১ অর্থবছরেও পড়বে। মহামারী স্বল্পমেয়াদি কিছু বাহ্যিক ঝুঁকি তৈরি করতে পারে। যার মধ্যে অন্যতম হচ্ছে-বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ কমে যাওয়া। গার্মেন্ট খাতে ক্রয়াদেশ বাতিল রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশটির রফতানি আয়ের ৮০ শতাংশই এ খাত থেকে আসে। এগুলো যদি উৎপাদনশীলতার লাগাম টেনে ধরে, তাহলে সার্বিকভাবেই অর্থনীতি স্থবির হয়ে পড়বে। এ ছাড়া স্বয়ংক্রিয় যন্ত্রপরিচালিত পোশাক উৎপাদনের কারণে বাংলাদেশের গার্মেন্ট খাত প্রভাবিত হতে পারে। গার্মেন্ট শিল্পে কর্মরত অনেক অদক্ষ শ্রমিকের জীবিকা বিপন্ন করতে পারে এ প্রবণতা। সরকারি দেনার সঙ্গতিপূর্ণ অবস্থান বাংলাদেশকে নানা আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা ও ঋণ নেয়ার ক্ষেত্রে সাহায্য করছে। এতে স্বল্পমেয়াদি বাজেট ঘাটতি মোকাবেলায় সাহায্য পাচ্ছে সরকার। বর্তমান সরকার সামাজিক উন্নয়ন সূচকে বেশকিছু অগ্রগতি অর্জন করছে। নারীর ক্ষমতায়ন, আঞ্চলিক যোগাযোগ স্থাপন এবং নতুনভাবে প্রণীত মূসক ব্যবস্থার সংস্কার এ জন্য সহায়ক হতে পারে।

তাছাড়া কাঠামোগত সংস্কারের সুবাদে সহজে ব্যবসা করার সুবিধা দেশটির অর্থনীতিতে যোগ করতে পারে আরও ইতিবাচক দিক।

বিনোদন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় পূজার অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক ভিডিওবার্তায় এ নিয়ে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এ নিয়ে বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত সাকিব প্রসঙ্গে এক টুইট বার্তায় বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন।

কঙ্গনা তার টুইট বার্তায় লিখেছেন, ‘মন্দিরে এত ভয় কেন? কোনো কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে…।’

তিনি টুইটে আরও বলেছেন, ‘তাদের কাছে এর জবাব নেই। তারা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়। কোনো ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদারকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিনোদন

মার্কিন তারকা জেনিফার লোপেজ এবারের পিপলস চয়েস অ্যাওয়ার্ড এর বর্ষসেরা তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন। চলচ্চিত্র, টেলিভিশন, গান ও পপ কালচার শাখা থেকে এবারের সেরা তারকার তালিকায় নির্বাচিত হলেন তিনি।

পরিচয় দিতে গিয়ে জেনিফারের একটু খটকাই লাগে। কারণ অভিনয়ের মাধ্যমে তারকা জগতে প্রবেশ করলেও শুধু অভিনযে নন পরবর্তীতে নিয়মিত হোন নাচে। নাচ থেকে ফের অভিনয়ে আসেন তিনি। পরে আসেন গানে। ১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম ‘অন দ্য সিক্স’ প্রকাশিত হয়। এরপর থেকেই একের পর এক অ্যালবাম প্রকাশ করতে থাকেন। অভিনয়ও চালিয়েছেন সমান তালে।

পরিশ্রম করেই বনে যান বিশ্ব তারকা। বাবা-মার সাথে পুয়ের্তোরিকো থেকে নিউ ইয়র্কে আসেন জেনিফার লোপেজ৷ অভিনয় জগতে এসে তিনি যৌন হেনস্থার শিকারও হয়েছেন৷ কাজের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজও করেন এই লাতিন কন্যা৷

সেলিব্রিটি পোর্টাল পিপল আয়োজিত অনুষ্ঠানে জেনিফার লোপেজ বর্ষসেরা আইকন নির্বাচিত হওয়ার পর সেখানেই ৫১ বছর বয়সি জনপ্রিয় এই শিল্পী মেয়েদের উদ্দেশে বলেন, ‘আপনি কী চান, সেটা মনে রাখতে হবে, কাজকে বেশি গুরুত্ব দিতে হবে তবেই এগিয়ে যাওয়া সম্ভব৷’

বিনোদন

অস্কার বাংলাদেশ কমিটি ৯৩তম অস্কার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে।

জানা গেছে, নির্বাচিত সিনেমাটি অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে।

১ অক্টোবর ২০১৯-এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এর পর এটি চূড়ান্ত বাছাই করে অস্কার মনোনয়নের জন্য পাঠানো হবে।

প্রতি বছরের মতো এবারও অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কোঅর্ডিনেটর রবিন শামস জানান, এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য আগ্রহীদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলিপত্র সংগ্রহ করতে হবে। এর পর একই ঠিকানায় আগামী ২২ নভেম্বর বেলা ৫টার মধ্যে জমা দিতে হবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২১ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বিদেশি ভাষার চলচ্চিত্র সেগুলোরই একটি।