বিনোদন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের উন্নয়নে বাংলাদেশ বেতার প্রশংসনীয় ভূমিকা রাখছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তর চত্বরে বিশ্ব বেতার দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং ইউনেস্কোর ঢাকা অফিস প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান মারি ভাইজ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের উন্নয়নে বাংলাদেশ বেতার প্রশংসনীয় ভূমিকা রাখছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক এফএম রেডিও ও কমিউনিটি রেডিওকে নিরলস কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষের এ সময়ে বেতার বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে প্রতিযোগিতা করে বেতারকে এগিয়ে যেতে হচ্ছে। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার ও সস্তা বিনোদনের পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও উদ্ভট সংবাদ প্রচার এবং অসত্য ও গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব প্রতিকূলতা ও প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতিতেও বেতার একটি নিজস্ব মানদন্ড অনুসরণ করে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের মানুষের সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ বেতার অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধাদের সহযোগী শক্তি হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সর্বজনবিদিত। তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকের বাধা সত্ত্বেও সে সময় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দুঃসাহসী ভূমিকায় বেতারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার হয়। মুক্তিকামী বাঙালির পাশে থেকে দায়িত্ব পালনের জন্য জাতি বাংলাদেশ বেতারকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়ন ত্বরাম্বিত করতে তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে। দেশের গণমাধ্যমসমূহ এখন স্বাধীনভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী এ বছরের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’-এর গুরুত্ব অনুধাবন করে বেতারে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শিল্পী-কলাকুশলীদের কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান।

২০১১ সালের ৩ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-এর ৩৬তম সম্মেলনে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রথমবারের মত বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বেতার দিবস। এরই ধারাবাহিকতায় এ বছর ত্রয়োদশ বিশ্ব বেতার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতার বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রোতা সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।

বিনোদন

ঢাকার কনসার্টে গাইবেন ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলি। এই কনসার্টের আয়োজক আর্কলাইট ইভেন্টস।

প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ।

কনসার্টের টিকিটের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম গেটসেট রকেও কনসার্টটির টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়।

বিষয়টি নিয়ে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন জাভেদ আলি। তার সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার।

আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান।

গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।

বিনোদন

প্রকাশ্যে জয়া বচ্চনের আচরণই বারবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন, যা রটে তার কিছুটা তো বটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চা ফিকে না হলেও সম্পর্কের সমীকরণগুলো খুব স্বাভাবিকভাবেই পাল্টে গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন ও রেখাকে কথা বলতেও দেখা গিয়েছে।

অমিতাভ-রেখাকে যদিও খুব একটা একসঙ্গে দেখা যায় না। তবে ৮১ বছর বয়সে এসে অমিতাভ বচ্চন হঠাৎই শেয়ার করে বসলেন রেখার সঙ্গে তোলা একটি ছবি। এখানেই ইতি নন। পাশাপাশি তিনি আরও লিখলেন, এ ছবির পেছনে থাকা ইতিহাস কম নয়। এ ছবি তিনি শেয়ার করেছেন তিনি তার ব্লগে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন, পাশে দাঁড়িয়ে রয়েছেন রেখাও।

হিন্দুস্তান টাইমসের অনলাইনে বলা হয়েছে, বলিউডের অন্যতম আইকনিক জুটি অভিতাভ-রেখা। অথচ গত চার দশকে কখনো একসঙ্গে রুপালি পর্দায় দেখা যায়নি তাদের। একটা সময় দুজনের পরকীয়ার গুঞ্জন নিয়ে ফিল্ম ম্যাগজিনগুলোতে কম লেখালেখি হয়নি। জানা যায়, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য বিচলিত করেছিল জয়াকে। স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিতাভ। পরে যদিও যশ চোপড়ার ‘সিলসিলা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ, রেখা ও জয়া। সেই শেষ!

বচ্চন পরিবারের সঙ্গে রেখার শীতল সম্পর্ক নিয়ে কম রটনা নেই। তবে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনেই অযোধ্যা রওনা দেওয়ার কয়েকঘণ্টা আগে অমিতাভের ব্লগে উঠে এসেছে রেখার ছবি! যা দেখে হয়রান অনেকেই। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্ত নিজের ব্লগে তুলে ধরেন বিগ বি।

অমিতাভের সেই বন্ধুদের তালিকায় কারা রয়েছেন? বিনোদ খান্না, রাজ কাপুর, রণধীর কাপুর, মেহমুদ, শাম্মি কাপুর, কল্যাণ (সঙ্গীত পরিচালক) এবং রেখা। ছবিতে দেখা গেল একহাতে মাইক, অন্যহাতটি দর্শকদের উদ্দশ্যে নাড়ছেন শাহেনশা। বাকিরা অমিতাভের পাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছেন। ‘ভুলে বিসরে নগমে’ শীর্ষক এক মিউজিক্যাল শো-এর ফাঁকে তোলা এ ছবি। ফিট সাদা ব্লেজার আর প্যান্টে বিগ বি, জমকালো সিল্কের শাড়িতে রেখা। তার চুলে গজরা, গা ভর্তি গয়না।

এ ছবির সঙ্গে অমিতাভ লেখেন, ‘আহ… এ ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে, কোনো একদিন নিশ্চয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব’। অভিনেতার এ হেন ক্যাপশনে নিঃসন্দেহে অনুরাগীদের কৌতুহল বাড়িয়ে দিয়েছে।

এদিন ছেলে অভিষেককে সঙ্গে নিয়ে অযোধ্যায় হাজির হন বিগ বি। সোমবার কাকভোরে মুম্বাইয়ের কলিনা এয়ারপোর্টে লেন্সবন্দি হয়েছেন অভিনেতা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষে মোদি সাক্ষাৎ করেন অমিতাভের সঙ্গে। কয়েক সেকেন্ডের সৌজন্য বিনিময়ের ঝলক ভাইরাল সোশ্যালে।

প্রসঙ্গত, অমিতাভের প্রতি নিজের দুর্বলতার ও ভালোবাসার কথা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন রেখা, এ ব্যাপারে কোনোদিনই মুখ খোলেনি বচ্চন পরিবারের কোনো সদস্য।

বিনোদন

কলকাতায় রোববার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার প্রদান ‘সিনেমায় সমাবর্তন’। ২০২৩ সালে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে চলচ্চিত্রে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের।

এবার সিনেমাটির জন্য সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলাদেশি এই অভিনেত্রী। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন নির্মাতা অতনু ঘোষ।

পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে সামাজিকমাধ্যমে ফারিণ লেখেন, ‌‘আমার প্রথম সিনেমা আরও এক পৃথিবীর জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম, তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। সিনেমাটিতে আমাকে কাস্ট করার জন্য ইস্কায় মুভিজকে ধন্যবাদ। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। ’

তবে এ আসরে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েও পুরস্কার পাননি জয়া আহসান। এই বিভাগে পুরস্কৃত হয়েছেন মমতা শঙ্কর। ‘পালান’ সিনেমার জন্য এই সম্মাননা পেলেন অভিনেত্রী। তবে ২০২৩ সালে এ আয়োজনে ‘বিনিসুতোয়’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।

এদিকে, আসন্ন ফজর চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে তাসনিয়া ফারিণের চলচ্চিত্র ‘ফাতিমা’। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান।

বিনোদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ রোববার (০৭ জানুয়ারি)। এবারের নির্বাচনে বেশ কয়েকজন শোবিজ তারকা অংশ নিচ্ছেন।

এদের কেউ পুরাতন আবার কেউ প্রথমবার নির্বাচনে লড়ছেন।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নেওয়া তারকাদের মধ্যে রয়েছে আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও ফেরদৌস আহমেদ। কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের গামছা, মাহিয়া মাহি ট্রাক ও ডলি শায়ন্তনী নোঙর প্রতীকে লড়ছেন।

২০০১ থেকে পরপর চারবার আওয়ামী লীগের টিকিট পেয়ে নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। পঞ্চমবারের মতো দলটি থেকে তিনি আওয়ামী লীগের টিকিট পেয়েছেন তিনি। ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান নূর। এরপর তিনি টানা ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান) থেকে।

টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন জনপ্রিয় লোকশিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন, পুটাইল ইউনিয়ন) থেকে নৌকার মাঝি হিসেবে নির্বাচন করছেন মমতাজ। এর আগে একই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। তারও আগে ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই কণ্ঠশিল্পী।

প্রখ্যাত সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। তার প্রতীক গামছা। এই গায়ক প্রথমবার সংসদ নির্বাচনে লড়ছেন।

আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। তার প্রতীক ট্রাক।

পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এই গায়িকার প্রতীক নোঙর। তিনিও প্রথমবার নির্বাচনে লড়ছেন।

বিনোদন

দক্ষিণ ভারতের সিনেমার ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার নয়নতারা। যার ব্যক্তিগত ও পেশাগত উভয় জীবন নিয়েই উৎসাহী ভক্তরা।

চলতি বছর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন তিনি।

এ উপলক্ষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেখানে এই অভিনেত্রী লেখেন, আপনাদের কারণেই ২০ বছর পর এখনো টিকে আছি। আপনারাই আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন, আমার চালিকা শক্তি; একটু ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে নয়নতারা আরও লেখেন, আপনাদের ছাড়া আমার এই ফিল্মি ভ্রমণ সম্পন্ন হতো না। তাই কাছের ও দূরের আমার সব ভক্তই আমার জন্য বিশেষ কিছু। আপনাকের কারণেই সিনেমা কেবল সিনেমা থাকে না, জাদুকরি কিছু একটা হয়ে ওঠে।

নয়নতারা বরাবরই নিজেকে প্রচারের আড়ালে রাখেনঅ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রায় দেন না। এমনকি ‘জওয়ান’র মতো সুপারহিট সিনেমার পরও তার সাক্ষাৎকার পাওয়া যায়নি। হাজির হননি মুম্বাইয়ে সিনেমার সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানেও।

২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন নয়নতারা। এরপর গত দুই দশকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নয়নতারাকে দেখা গেছে বাণ্যিজক ও শৈল্পিক ঘরানার সিনেমায়। ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।

‘জওয়ান’ ছাড়াও চলতি বছর আরও দুটি দক্ষিণি সিনেমায় দেখা গেছে নয়নতারাকে। ২০২৪ সালেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।

বিনোদন

ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান। তার আরেকটি পরিচয় তেলেগু সুপারস্টার কমল হাসানের মেয়ে তিনি। শ্রুতি বলিউডেরও একজন প্রতিষ্ঠিত নায়িকা। বরাবরই তার বিয়েতে অনীহা। কিন্তু এবার নাকি চুপিচুপি বিয়েটা সেরেই ফেলেছেন কমল-কন্যা!

শ্রুতির জীবনের এমন তথ্য ফাঁস করেছেন বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। খবর আনন্দবাজার।

সম্প্রতি এক সাক্ষাতকারে ওরি জানান, শ্রুতি বিয়ে করেছেন, তার স্বামী আছে। তবে শ্রুতির ব্যবহার মোটেও ভালো না, ওরির সঙ্গে কখনোই মধুর ব্যবহার করেননি।

তিনি আরও বলেন, একটি অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে দেখা হয় তার। একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে। তাই আমিও ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি। তবে ওর স্বামী শান্তনু খুব ভালো, তার সঙ্গে কথা হয়, ভালো মানুষ।

ওরির মুখে শান্তনু নাম শুনেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি চুপি চুপি বিয়ে করে ফেলেছেন শ্রুতি। যদিও এই প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি নায়িকা।

চার বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করছেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নায়িকা। প্রেমিক শান্তনুর সঙ্গে অনেক ছবি আর ভিডিও পোস্ট করেন।

উল্লেখ্য, শ্রুতির বিয়ের তথ্য ফাঁস করা ওরি বলিউডের সবার হাঁড়ির খবর রাখেন। তারকারা তাকে বেশ পছন্দ করেন। ওরির সোশ্যাল মিডিয়ায় এমন তারকা নেই যে তার সঙ্গে তিনি ছবি পোস্ট করেননি। বর্তমানে তার অনুরাগীর সংখ্যা ৫.৭ মিলিয়ন।

বিনোদন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোহানা সাবা। তার অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে দুই মাস আগে। বর্তমানে নিজের ইয়োগা স্কুল নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয় ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

শুটিং নিয়ে ব্যস্ততা কেমন?

সব সময় তো শুটিং থাকে না। এ মুহূর্তে শুটিং নিয়ে কোনো ব্যস্ততা নেই। এখন আমি নিজের ইয়োগা স্কুল নিয়ে কাজ করছি। সেখানে এখনো ইন্টেরিয়রের কাজ চলছে। কারণ জায়গাটা মানুষের পছন্দ হওয়ার একটা বিষয় রয়েছে। শুধু তাই নয়, স্কুলের একটা অংশকে আমি আমার অফিস এবং স্টুডিও হিসাবেও তৈরি করছি।

কাজ শেষ করতে পুরো মাস লেগে যাবে। তবে আমি এরই মধ্যে সেশন শুরু করে দিয়েছি। প্রথম ব্যাচের ক্লাস চলছে। খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আর শুটিং শুরু হতে হতে আগামী বছরের ফেব্রুয়ারি।

কিসের শুটিং? সিনেমা নাকি ওটিটি?

দুটি সিনেমার কথা হয়ে আছে। তবে এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমার পরিচালকই বলবেন। আর ওটিটিতে কিছু করছি না।

তারকারা সাধারণত রেস্টুরেন্ট কিংবা ফ্যাশন ব্র্যান্ড নিয়ে আগ্রহী হয়। আপনি ইয়োগা বেছে নিলেন কেন?

আমি আসলে কোনো পরিকল্পনা থেকে এটা শুরু করিনি। জীবন আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যখন ইয়োগা শুরু করি, তখন নিজের স্বাস্থ্যের কথা ভেবেই করেছিলাম। কিন্তু পরে দেখলাম অনেকেই আমার কাছে এ বিষয়ে জানতে আগ্রহী। পরে যখন আমি ঋষিকেশ থেকে প্রশিক্ষকের ট্রেনিং নিয়ে এলাম, তখন একটা স্কুল খোলার সাহস পেলাম। তবে এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থেকে নয়। এখানে এসে মানুষ আড্ডা দিতে পারবে, মিটিং করতে পারবে। যারা নিজেকে সুখ দিতে চায়, নিজের শরীর এবং মনকে সুস্থ রাখতে চায় এ ‘ইয়োগিস’ তাদের জন্য।

এখন তো ডিজিটাল যুগ। অনলাইনেও প্রশিক্ষণ দেবেন?

অনলাইনে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। এটা আমার প্রফেশন নয়। আমি কাজটা জানি, আমার করতে ভালো লাগে। সেই সঙ্গে মানুষের আগ্রহ আছে। তাই তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি। তাই বলে অনলাইন অফলাইন স্কুলিং দেব, বিষয়টা এমন নয়।

এখন কী অভিনয় থেকে বিরতি নেবেন?

অভিনয় থেকে সরে যাওয়া কখনো সম্ভব নয়। অভিনয় আমার মূল পেশা। আমি সেই পরিচয়েই পরিচিত হতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, আমি মাল্টিটাস্ক করতে পারি না। যখন শুটিং নিয়ে ব্যস্ততা ছিল, তখন এটাই খুব একটা সময় দিতে পারিনি। এখন শুটিং ব্যস্ততা কম তাই ইয়োগায় সময় দিতে পারছি। আবার আমার শুটিং একবেলা করে হয়। ফলে অন্য বেলা এখানে থাকি। স্কুলটা একবার সেট হয়ে গেলে তখন আমি দূরে থেকেই দেখাশোনা করব। আর যেমন অভিনয়ে মূল ফোকাস ছিল, সেটাই থাকবে।

ব্যক্তিজীবন নিয়ে কী ভেবেছেন?

ব্যক্তিজীবন নিয়ে কাউকে কিছু জানানোর ইচ্ছা আমার নেই। যা-ই করি না কেন, গোপনে করব। কারণ আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নেগেটিভিটি বেশি ছড়ায়। আমি আমার জীবনে নেগেটিভ কিছু চাই না।

তাই ঠিক করেছি, আমি আমার ব্যক্তিজীবন গোপন রাখব, তাহলে কেউ ভেতরের খবরও জানবে না আর নেতিবাচক কিছু বলার সুযোগও পাবে না। কারণ আমার একটা ইমেজ আমি সব সময় মেইনটেন করার চেষ্টা করেছি। সেটাই শেষ পর্যন্ত ধরে রাখতে চাই।

বিনোদন

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে প্রচার-প্রচারণায় মাঠ গরম করে তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। রাজশাহীর এ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বিতায় এবার তারকা প্রার্থী হিসেবে লড়ছেন মাহিয়া মাহিও।

টানা তিনবারের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী আসনটিতে এবারও নৌকার প্রার্থী। আর তার সঙ্গে বারবার বাদানুবাদে জড়িয়ে পড়ছেন ঢাকাই চলচ্চিত্রের এ আলোচিত নায়িকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় মাঠে নামার পর থেকেই উভয়ই উভয়কে উদ্দেশ্য করে সমালোচনামূলক বক্তব্য দিচ্ছেন।

দৈনন্দিন প্রচার-প্রচারণার বিভিন্ন কর্মসূচিতে গিয়ে সাধারণ ভোটারদের আওয়ামী লীগের এ প্রভাবশালী প্রার্থীর হুমকিতে ভয় না পাওয়ার আহ্বান জানাচ্ছেন, মাহিয়া মাহি।

সর্বশেষ সিনেমার স্টাইলেই আওয়ামী লীগের হেভিয়েট প্রার্থীকে নিয়ে বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলেছেন ঝড়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের একটি পথসভায় বক্তব্য দিতে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘সিনেমাতে দেখেছি- এই চৌধুরী সাহেব (ওমর ফারুক চৌধুরী)। আমরা মেহনতি মানুষ। আমরা আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ মেহনতি মানুষের সঙ্গে সাধারণ জনগণ থাকেন। চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই, দিল নেই। তিনি মানুষকে ভালোবাসতে জানেন না। সে আপনাদের সঙ্গে টং দোকানে বসে চা খেতে পারেন না। কারণ তার তো অনেক টাকা। তিনি এসি রুমে বসে থাকবেন। আর মানুষকে শাসন করবেন, ভয় দেখাবেন ও শোষণ করবেন।

এ বক্তব্যের একপর্যায়ে মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ উল্লেখ করে বলেন, আমি এখানে এসেছি কেন? কারণ হচ্ছে আমি এ জমিদারি প্রথার অবসান চাই। এ স্বাধীন বাংলাদেশে জমিদারি প্রথার কোনো ভাত নেই। এ বাংলাদেশের মানুষ স্বাধীন থাকতে চায়। নিজের খেয়ে, নিজের পরে, নিজের মতো করে বাঁচতে চায়। কাউকে ভয় পেয়ে বাঁচতে চায় না।

এ সময় সবাইকে নিজের ট্রাক প্রতীকে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে মাহি বলেন, চৌধুরীকে আগামী ৭ তারিখ কাঁদতে হবে। কেন কাঁদবেন? কারণ তিনি সেদিন বুঝতে পারবেন, তানোর-গোদাগাড়ীর মেহনতি মানুষ, কৃষক-শিক্ষক তাকে ভালোবাসেন না। তিনি শিক্ষককে কান ধরে উঠবস করান। শিক্ষককে মারেন। তিনি এত বড় জমিদার সাহেব হয়ে গেছেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহি এও বলেন যে, আমাদের শক্তি বেশি না, জমিদারের শক্তি বেশি? আমরা সবাই যদি একজোট হই, তা হলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। আমরা আগামী ৭ তারিখে এ অন্যায়ের প্রতিবাদ করবো।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী গোলাম রাব্বানীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আলোচনায় আছেন বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবুও। আর অতিথি প্রার্থী হিসেবে সেখানেই লড়ছেন মাহি। আর বৃহস্পতিবার আপিলে এ আসনের প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান আক্তার। আপিল ডিভিশনে গিয়ে প্রার্থিতা ফিরে পান রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান। তাই রাজশাহীর এ আসনটি সব দিক থেকে আলোচিত হচ্ছে বেশি। বিশেষ করে প্রতিদিনই শিরোনাম হচ্ছেন মাহিয়া মাহি।

চিত্রনায়িকা মাহিয়া মাহির নিজের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় তার নানাবাড়ি। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মাহি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সে আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

বিনোদন

অনেকদিন প্রেমের পর ভাঙনের খবর শোনা গিয়েছিল বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্কের। তবে সম্প্রতি এ যুগল ফের একে অন্যের কাছাকাছি এসেছেন। তিরুপাতির মন্দির দর্শন কিংবা মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির পার্টি— সব জায়গাতেই একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

তবে এবার এ সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিচ্ছেন তারা। সম্প্রতি জাহ্নবী ও শিখর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিখ্যাত উজ্জয়ন মহাকালী মন্দিরে পূজা দিয়েছেন একসঙ্গে। দু’জনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্দিরের পুরোহিতরা।। এরপর পাশাপাশি বসেই প্রার্থনা করেছেন এই জুটি।

মহারাষ্ট্র রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের এই মন্দিরে গিয়ে একসঙ্গে পূজা দেওয়ার পরেই বিয়ের গুঞ্জন জোরালো হচ্ছে।

কারণ ঠিক একই মন্দিরে বিয়ের আগে পূজা দিয়েছিলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এমনকি কিছু দিন আগে বিয়ে হওয়া পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাও এ মন্দিরে পূজা দিয়েছেন। ফলে অনেকেরই ধারণা, জাহ্নবী-শিখরও সেদিকেই এগোচ্ছেন।

তবে ঠিক কবে বিয়ে করছেন জাহ্নবী এবং শিখর, এ বিষয়ে দুজনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিংবা প্রতিক্রিয়া আসেনি।

বলিউডে অভিষেকের আগে শিখর-জাহ্নবীর প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পরই যেন ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। একসঙ্গেই জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন তারা। অংশ নিচ্ছেন বিভিন্ন পার্টি, অনুষ্ঠানে।

পর্দায় জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘বাওয়াল’ সিনেমায়। এটি গত জুলাইতে মুক্তি পেয়েছিল। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেভারা’, ‘উলাঝ’ ছবিগুলো।