আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘ তিন বছর পর তিনি নিজের স্থান ফিরে পেলেন।
বুধবার দুপুরে আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন সাকিব। এই সিরিজে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে মোট ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে এই ফরম্যাটে শীর্ষস্থানে ছিলেন সাকিব।
সাকিবের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট এখন ২৮৫। এদিকে বোলিংয়ে ২০ ধাপ এগিয়ে ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ দশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।