চলতি বছরের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া বিশেষ অভিযান শুরুর পর এই প্রথম মুখোমুখি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের এক ফাঁকে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন তারা। খবর রয়টার্সের।
বৈঠকে পুতিন জিনপিংকে বলেন, মস্কো বেইজিংয়ের ‘এক চীন’ নীতির পক্ষেই রয়েছে। এছাড়া রাশিয়া তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ‘উস্কানির’ বিরোধিতা করছে বলেও জিনপিংকে বলেছেন পুতিন।
এ সময় ইউক্রেন ইস্যুতে চীনের ‘ভারসাম্যপূর্ণ অবস্থানের’ প্রশংসাও করেন পুতিন।
উজবেকিস্তানে ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এসসিও’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ এবং চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন।