টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউক্রেন। অতিরিক্ত সময়ে গড়ানো এই খেলায় জিতে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্বে জয় পেলো তারা। আগামী শনিবার ইতালির রোমে নতুন ইতিহাস তৈরির লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে দেশটি।
এদিন শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে উভয় দল। মাত্র ৭ মিনিটের সময় প্রথম আক্রমণটা আসে সুইডেনের কাছ থেকে। বক্সের মধ্যে বল নিয়ে কুলুসেভস্কি জায়গা বের করে গোলের দিকে শট নিলে সেটি ফিরিয়ে দেন স্টেপানেঙ্কো।
কিছুক্ষণ পরই ম্যাচের ১১ মিনিটের সময় পাল্টা আক্রমণ করে ইউক্রেন। যদিও ইয়ারমোলেঙ্কোর সঙ্গে ওয়ান-টু পাসে ইয়ারেমচুকের শক্তিশালী শট দারুণভাবে ঠেকিয়ে দেন সুইডিশ গোলকিপার ওলসেন। তবে এই প্রচেষ্টা বেশিক্ষণ টিকেনি। ২৭ মিনিটের সময় ওলাক্সান্ডার জিনচেঙ্কোর গোলে ইউক্রেন এগিয়ে যায়। এরপর বিরতির ঠিক আগ মুহূর্তে এমিল ফর্সবার্গের গোলে সমতায় ফেরে সুইডেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলের শটই গোলপোস্টে আঘাত করলেও কেউই স্কোর বড় করতে পারেনি। উভয় দলের খেলোয়াড়রা একাধিকবার সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।
৯৮তম মিনিটে ড্যানিয়েলসন লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় সুইডিশরা। সেটিরই যেন সুযোগ নিলো ইউক্রেন। একেবারে শেষ মুহূর্তে ম্যাচ যখন টাইব্রেকারের আভাস দিচ্ছিল ঠিক তখন দুর্দান্ত হেডে ইতিহাস রচিত করেন ডভবিক।