আন্তর্জাতিক

ইরানে গভর্নরের গালে দর্শকের চড়, ভিডিও ভাইরাল

অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলেন ইরানের এক গভর্নর। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দর্শকের আসন থেকে উঠে এসে এক ব্যক্তি তার গালে কষে চড় মেরেছেন। চড় খেয়ে গভর্নর বেশ খানিকটা পেছনে ছিটকে পড়েন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতবাক হয়ে গেলেন।

ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পাওয়া জেইনোল আবেদিন খোররামের সঙ্গে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মঞ্চে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

জানা গেছে, সম্প্রতি ঐ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন খোররাম। এই উপলক্ষ্যে তার সম্মানে শনিবার তাবরিজ শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। হঠাত্ দর্শকের সারি থেকে মঞ্চে উঠে আসেন এক ব্যক্তি।

খোররাম ভেবেছিলেন লোকটি তাকে হয়তো অভিনন্দন জানাতে আসছেন। কিন্তু তিনি কাছে এসে চড় কষতেই তার ভুল ভেঙে যায়। চড় মারার পর নিরাপত্তা রক্ষীরা ঐ ব্যক্তিকে আটক করে। এই ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল করা হয়। আটককৃত ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি পুলিশকে বলে?ছেন, করোনার টিকা দেওয়ার একটি কেন্দ্রে নারীর পরিবর্তে তার স্ত্রীকে টিকা দেন একজন পুরুষ। মর্মাহত হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *