আন্তর্জাতিক

ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন জো বাইডেন!

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিও’তে ফেরত আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত বলেন, বাইডেন ওয়াশিংটনকে আগের অবস্থায় ফেরত আনতে পারলে পারলে তা হবে তাদের জন্য একটি ভালো খবর। তবে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অভাবনীয় কিছু করে ফেলবেন এমন কিছুও ইইউ আশা করে না।

জোসেপ বোরেল আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকাকে যেসব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তি থেকে বের করে নিয়েছিলেন বাইডেন সেসব চুক্তিতে আবার ফিরে যেতে পারেন।

আরও পড়ুনঃ ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল’

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারাভিযানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতাসহ সব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তিতে ফেরত নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *